মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল

Murshidabad: থামছেই না, মারা যাচ্ছে একের পর এক বাচ্চা! মুর্শিদাবাদ মেডিক্যালে যা ঘটল, ভয়ঙ্কর

মুর্শিদাবাদ: গত ২৪ ঘন্টায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ৮ শিশুর মৃত্যু হল। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে এসএনসি ইউ অর্থাৎ সিক নিওনেটাল কেয়ার ইউনিটে মারা গিয়েছে ৫শিশু ও পেডিয়াট্রিক ওয়ার্ডে মারা গিয়েছে ৩শিশু বলে জানা গিয়েছে। যদিও হিসেবে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে বলে রোগীর পরিবারের লোকেদের অভিযোগ।

রোগীর পরিবারের সদস্যদের অভিযোগ, ”শিশু মৃত্যুকে কম করে দেখানোর জন্য এস এন সি ইউ বিভাগে শিশু মৃত্যু ঘটে যাওয়ার পর প্রায় ২৪ ঘন্টা ফেলে রাখা হয় এক একটি শিশুকে। তারপর মৃত বলে ঘোষণা করা হয়। কেবলমাত্র সংখ্যার কারচুপির জন্য এই কাজ করা হচ্ছে। অনেক সময় শিশুদের দেহে পচন শুরু হয়ে যায় তারপরে আমরা বিষয়টি জানতে পারছি।”

আরও পড়ুন: পৃথিবীর একমাত্র প্রাণী, যার জন্ম আছে কিন্তু ‘মৃত্যু’ নেই! নামটা জানেন? তাজ্জব হয়ে যাবেন নিশ্চিত!

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে এস এন সি ইউ ওয়ার্ডে ৫২টি বাচ্চা রাখার ব্যবস্থা থাকলেও বর্তমানে ১০টি নবজাতক শিশু রয়েছে। তবে চিকিৎসকের অপ্রতুলতা ও হাসপাতালে নার্সের সংখ্যা খুবই কম থাকার জন্য ঠিকমতো পরিষেবা দেওয়া যাচ্ছে না বলে হাসপাতালের চিকিৎসকের একটা অংশের অভিযোগ।

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আগেও একদিনে একাধিক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছিল। তবে জুলাই মাসে প্রথম সপ্তাহে এই একদিনে ৮টি শিশুর মৃত্যু হতেই প্রশ্নচিহ্নের মুখে স্বাস্থ্য ব্যবস্থা।

যদিও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, অনেক প্রসূতি মা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা বা প্রসব না করিয়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা যত্রতত্র নার্সিংহোমে শিশু প্রসব করানো হচ্ছে। সেই সমস্ত নার্সিংহোমের চিকিৎসকরা প্রসূতি মায়ের অপারেশন করে দেওয়ার পরে সন্তানের শারিরীক অবস্থা খারাপ হলেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসতে হচ্ছে চিকিৎসা করানোর জন্য। ৫জন শিশুর মৃত্যু হলে স্বাভাবিক ভাবে ধরা হয় বলে জানানো হয়েছে মেডিক্যাল কলেজের তরফে।

—- কৌশিক অধিকারী