বিদেশি প্রজাতির বিভিন্ন ধরনের আম গাছ রয়েছে পার্থর বাগানে

Mango Garden: বাড়ির শখের বাগানেই লক্ষাধিক টাকার আম গাছ!

হুগলি: একদিকে বৃক্ষ নিধনের জন্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। অন্যদিকে বৃক্ষরোপনের বার্তা দিয়ে বাড়িতেই ফলিয়েছেন হরেক রকমের দেশি থেকে বিদেশি আম। বাড়িতে শখের আমবাগান করে সারা ফেলেছেন পান্ডুয়ার বেনেপাড়ার বাসিন্দা পার্থ দে। দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ২৫ রকমের আম গাছ রয়েছে তাঁর বাড়ির বাগানে। এদের বাজার মূল্য লক্ষাধিক টাকার বেশি।

পেশায় একজন কেবল অপারেটর পার্থ দে। তাঁর শখ গাছ লাগানো। হরেক রকম ফলের গাছ করেছেন নিজের বাড়ির বাগানে। নিজে আম খেতে ভালোবাসেন বলে দেশ-বিদেশের ২৫ রকমের আম গাছ বসিয়েছেন তিনি। গত পাঁচ বছর ধরে তাঁর বাগানে ফলছে মিয়াজাকি, আমেরিকান কেন্ট, চ্যাং মাই, বুনাই কিং, ইয়োলো আইভরি, ব্যানানা ম্যাঙ্গোর মত দুষ্পাপ্য সব আম। ভিয়েতনামের লাল কাঁঠাল, আতা, সবেদার মত ফল গাছও রয়েছে।

আর‌ও পড়ুন: দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে দেরি, ধানের চাষ শুরুই করতে পারছেন না কৃষকরা

এমন উদ্যোগ প্রসঙ্গে পার্থ বলেন, আজকাল সর্বত্র গাছ কেটে ফেলা হচ্ছে দেখতে পাই। তাই গাছ লাগানোর সংকল্প করেছি। ফল খাওয়াও হল আবার গাছও হল। তাতে মানুষের উপকারই হবে। পার্থ জানান, লক্ষাধিক টাকার ফলের চারা কিনে বসিয়েছেন। সার খোল দিয়ে গাছের পরিচর্যা করেন।এবার সব জায়গায়তেই আমের ফলন কম। তাঁর বাগানেও আম ফলেছে, তবে কম। থাইল্যান্ডের একটি প্রজাতির আম রয়েছে যা সারা বছর ফলে

রাহী হালদার