Tag Archives: mango harvest

Mango Garden: বাড়ির শখের বাগানেই লক্ষাধিক টাকার আম গাছ!

হুগলি: একদিকে বৃক্ষ নিধনের জন্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। অন্যদিকে বৃক্ষরোপনের বার্তা দিয়ে বাড়িতেই ফলিয়েছেন হরেক রকমের দেশি থেকে বিদেশি আম। বাড়িতে শখের আমবাগান করে সারা ফেলেছেন পান্ডুয়ার বেনেপাড়ার বাসিন্দা পার্থ দে। দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ২৫ রকমের আম গাছ রয়েছে তাঁর বাড়ির বাগানে। এদের বাজার মূল্য লক্ষাধিক টাকার বেশি।

পেশায় একজন কেবল অপারেটর পার্থ দে। তাঁর শখ গাছ লাগানো। হরেক রকম ফলের গাছ করেছেন নিজের বাড়ির বাগানে। নিজে আম খেতে ভালোবাসেন বলে দেশ-বিদেশের ২৫ রকমের আম গাছ বসিয়েছেন তিনি। গত পাঁচ বছর ধরে তাঁর বাগানে ফলছে মিয়াজাকি, আমেরিকান কেন্ট, চ্যাং মাই, বুনাই কিং, ইয়োলো আইভরি, ব্যানানা ম্যাঙ্গোর মত দুষ্পাপ্য সব আম। ভিয়েতনামের লাল কাঁঠাল, আতা, সবেদার মত ফল গাছও রয়েছে।

আর‌ও পড়ুন: দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে দেরি, ধানের চাষ শুরুই করতে পারছেন না কৃষকরা

এমন উদ্যোগ প্রসঙ্গে পার্থ বলেন, আজকাল সর্বত্র গাছ কেটে ফেলা হচ্ছে দেখতে পাই। তাই গাছ লাগানোর সংকল্প করেছি। ফল খাওয়াও হল আবার গাছও হল। তাতে মানুষের উপকারই হবে। পার্থ জানান, লক্ষাধিক টাকার ফলের চারা কিনে বসিয়েছেন। সার খোল দিয়ে গাছের পরিচর্যা করেন।এবার সব জায়গায়তেই আমের ফলন কম। তাঁর বাগানেও আম ফলেছে, তবে কম। থাইল্যান্ডের একটি প্রজাতির আম রয়েছে যা সারা বছর ফলে

রাহী হালদার

Mango Saplings: আম চাষেই লাখপতি! নার্সারিতে হাজির অমূল্য মিয়াজাকি-সহ একাধিক বিদেশি আমগাছের চারা

বনোয়ারীলাল চৌধুরী, পূর্বস্থলী : হিমসাগর বা ল্যাংড়া আম নয়, এবার পূর্ব বর্ধমানের এই জায়গায় পাওয়া যাচ্ছে একাধিক বিদেশি আমগাছের চারা। পূর্বস্থলীর একটি অন্যতম নার্সারি হল শঙ্কর মহাদেব নার্সারি। আর পূর্বস্থলীর এই নার্সারিতেই পাওয়া যাচ্ছে ৩০ রকমেরও বেশি বিদেশি প্রজাতির আমের চারা।

সাধারণত বিদেশি আমের নাম শুনলেই সর্বপ্রথম চর্চায় উঠে আসে মিয়াজাকি আমের নাম। তবে শুধু মিয়াজাকি নয় , এবার পূর্ব বর্ধমানের শঙ্কর মহাদেব নার্সারিতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের বিদেশি আমের চারা। নার্সারির কর্ণধার শঙ্কর দত্ত বলেন, “আমদের নার্সারিতে প্রায় ৫০ /৬০ রকমের বেশি বিদেশি চারা রয়েছে। তার মধ্যে আমরা ৩০/৩৫ রকমের চারা বাজারে ছেড়েছি। বিদেশি বিভিন্ন আম রয়েছে যেমন , মিয়াজাকি, চিয়াং মাই, রেড আইভরি, ন্যাম ডক মাই, টমি আটকিনস, পালমার, ব্যানানা কিং, থ্রি টেস্ট-সহ আরও বিভিন্ন আম রয়েছে।”

আরও পড়ুন : ব্লাড সুগার, হৃদরোগে ধন্বন্তরি! ওজন কমাতে অব্যর্থ! সুস্থ থাকতে মোচা খান এভাবে

নার্সারির কর্ণধার শঙ্কর দত্তের কথায়, কেউ চাইলে এই বিদেশি আমের ব্যবসাও করতে পারেন। সেক্ষেত্রে দেশি আমের থেকে বিদেশি আমের ব্যবসায় লাভও বেশি হবে। তিনি বলেন দেশি আম গাছ থেকে বছরে মাত্র একবার ফলন পাওয়া যায়। কিন্তু এমন কিছু বিদেশি আম রয়েছে যা খেতেও মিষ্টি এবং বছরে একাধিকবার ফলনও পাওয়া যাবে। স্বভাবতই ব্যবসার ক্ষেত্রেও বেশ লাভজনক হবে বিদেশি আমের চারা।

চাইলে এই নার্সারি থেকে বিদেশি আম গাছের চারা কেনা যেতে পারে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী স্টেশনের একদম কাছেই রয়েছে এই শঙ্কর মহাদেব নার্সারি।