এভাবেই ছিঁড়েছে জাল 

Tiger Panic: ঝড়ে ছিঁড়েছে জাল, যে কোন‌ও সময় গ্রামে ঢুকতে পারে রয়্যাল বেঙ্গল

দক্ষিণ ২৪ পরগনা: কয়েকদিন আগেই সুন্দরবন উপকূলবর্তী এলাকার উপর দিয়ে বয়ে গিয়েছে ঘূর্ণিঝড় রিমল। এরফলে অনেক জায়গায় বাড়ি ভেঙেছে, জল ঢুকে প্লাবিত হয়ে গিয়েছে চাষের জমি। পাশাপাশি আরও একটি বিপদ দেখা দিয়েছে। ঘূর্ণিঝড়ের দাপটে জঙ্গল লাগোয়া গ্রামগুলি চারিপাশে লাগানো জাল ছিঁড়ে গিয়েছে। ফলে গভীর জঙ্গল থেকে বাঘেদের গ্রামের ঢুকে পড়ার সম্ভাবনা অনেকটাই বেড়েছে।

ঘূর্ণিঝড় রিমলের তাণ্ডবে সুন্দরবনের জঙ্গল লাগোয়া এলাকায় নাইলনের জাল ছিঁড়ে গিয়েছে। তার ফলে অরক্ষিত অবস্থায় আছে অরণ্য। দক্ষিণ ২৪ পরগনার বন বিভাগ পরিস্থিতি খতিয়ে দেখছে। সুন্দরবনের তিনটি রেঞ্জ মিলিয়ে জঙ্গল ঘিরে রাখা প্রায় ৩০ কিলোমিটার জাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলি মেরামত করা সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে। তাই সেখানে নতুন জাল লাগাতে হবে। এর জন্য ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগ এই খাতে বন দফতরের কাছে টাকা চেয়ে আবেদন করেছে বলে জানা গিয়েছে। মূলত এই জালগুলি দেওয়া হয় যাতে বাঘ জঙ্গল থেকে বেরিয়ে নদী পেরিয়ে সরাসরি গ্রামে ঢুকতে না পারে।

আর‌ও পড়ুন: প্রবল বৃষ্টিতে ধরলা নদীর জলস্তর বৃদ্ধি, ভাঙল সাঁকো

এই জায়গাগুলিতে আবারও জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। কিন্তু বেশ কিছু অংশ এখনও খোলা অবস্থায় রয়েছে। ফলে যেকোনও সময় বাঘ বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়তে পারে। এই পরিস্থিতিতে তীব্র আতঙ্কে ভুগছে সুন্দরবনের জঙ্গল লাগোয়া গ্রামগুলির বাসিন্দারা। তাঁরা দ্রুত জাল লাগানোর আবেদন জানিয়েছেন।

সুমন সাহা