সাইবার বন্ধু নিয়ে প্রচার

North 24 Parganas News: পুলিশ ভ্যানেই প্রচার এলাকায়, সাইবার প্রতারণা রুখতে বিশেষ পদক্ষেপ

উত্তর ২৪ পরগনা: প্রতিমুহূর্তে রাজ্যের নানা প্রান্তে বেড়ে চলেছে সাইবার প্রতারণা। উত্তর ২৪ পরগনা জেলারও নানা প্রান্তে প্রতিদিন সাইবার ক্রাইমের অপরাধ দায়ের হচ্ছে স্থানীয় থানা গুলিতে। সে ক্ষেত্রে বিধাননগর সাইবার ক্রাইম থানকে বাড়তি চাপ সামলাতে হচ্ছিল এতদিন যাবত। তবে এবার, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় ঘোলার পর নিউ ব্যারাকপুর থানায় চালু করল সাইবার ক্রাইম অপরাধের বিশেষ ডেস্ক।

আরও পড়ুন:  বেঘোরে প্রাণ গেল একজনের ,আহত আরও দুই! মহিলাদের দাবি অবিলম্বে বন্ধ হোক এই কারখানা! 

ব্যারাকপুর কমিশনারেট এলাকার সব থানাতেই মিলবে এই বিশেষ সুবিধা। এবার সাইবার প্রতারিতদের সাহায্যে খোলা হল “সাইবার বন্ধু”।ডিজিটাল যুগে কেউ প্রতারিত হচ্ছেন ব্যঙ্কে কেউ আবার মোবাইল ফোন অথবা অনলাইন সামাজিক মাধ্যমে। এধরনের অপরাধমূলক কাজের দ্রুত সমস্যার সমাধানে প্রশাসনের এই বিশেষ উদ্যোগ। অনলাইনে প্রতারিত হলেই সাহায্যের হাত বাড়িয়ে দেবে সাইবার বন্ধু। এদিন নিউ বারাকপুর থানায় চালু হল সাইবার বন্ধু প্রকল্প।

আরও পড়ুন: দু’লাখ টাকার অপারেশন হয়ে গেল সম্পূর্ণ বিনামূল্যে! দুর্গাপুর ইএসআই হাসপাতালের বড় সাফল্য

ফিতে কেটে সাইবার বন্ধু প্রকল্পের শুভ উদ্বোধন করেন ঘোলা এসিপি তনয় চ্যাটার্জি, নিউ বারাকপুর থানার ওসি সুমিত কুমার বৈদ্য সহ থানার এসআই সমীরণ দাস, অর্নব মিস্ত্রি সহ বিভিন্ন আধিকারিকরা। পাশাপাশি থানায় সর্বসাধারনের জন্য বিশুদ্ধ পানীয় জলের মেশিন ও চালু করা হয়। বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া আটটি মোবাইল ফোন ও দুই ব্যক্তির টাকা তুলে দেওয়া হয় এদিন। টাকা ও মোবাইল ফেরত পেয়ে রীতিমতো পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান উপকৃত ব্যক্তিরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ইতিমধ্যেই এই সাইবার বন্ধু বিষয়ে এলাকার মানুষকে জানাতে মাইকিং প্রচারও শুরু করেছে প্রশাসন।

Rudra Narayan Roy