সুলভ মূল্যে আলু

Potato Price: আলুর দোকানদারি করছেন বিডিও! ফিরল স্বস্তি, দেখুন ভিডিও

বাঁকুড়া: সর্বসাধারণের জন্য ন্যায্য মূল্যে আলু বিক্রির ব্যবস্থা মেজিয়া ব্লক প্রশাসনের। এর জন্য ফুটপাতে বসল অস্থায়ী আলুর দোকান। আর সেই দোকানে বিডিও, যুগ্ম বিডিও সহ ব্লক প্রশাসনের একাধিক আধিকারিকরা দোকানদারি করলেন! আজ্ঞে হ্যাঁ, ঠিকই শুনেছেন। সারা রাজ্যজুড়ে আলুর সঙ্কট। আর সেই আলুর সঙ্কট মোকাবিলায় এভাবেই সাধারণ মানুষের পাশে দাঁড়াল মেজিয়া ব্লক প্রশাসন।

এমনিতেই গত কয়েক মাস ধরে আলুর দাম উর্ধ্বমুখী। তার উপর আলু ব্যবসায়ীদের দিন কয়েকের ধর্মঘটের জেরে দোকানে দোকানে আলুর সঙ্কট, দাম আরও বেড়েছে। আর যে কটি দোকানে সামান্য পরিমাণ আলু মজুত রয়েছে সেই আলুতে হাত দিলেই যেন ছ্যাঁকা লাগছে। আলুর বাজারদর ৩৫ থেকে ৪০ টাকা প্রতি কেজি। এই পরিস্থিতিতে মেজিয়ার সাধারণ মানুষকে শাস্তি দিতে ব্লক প্রশাসনের উদ্যোগে মাত্র ২৮ টাকা প্রতি কেজি দরে বিক্রি হলো আলো। আলুর দাম কম দেখে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে কেনার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সহযোগিতায় প্রতিটি মানুষের হাতে তুলে দেওয়া হল ৫ কেজি করে আলু। এর প্রভাবে খোলা বাজারেও আলুর দাম অনেকটা কমে গিয়েছে।

আর‌ও পড়ুন: সাতসকালে খাঁচাবন্দি বামনডাঙা চা বাগানের ত্রাস, সে কী তর্জন গর্জন!

যে আলু বিক্রি হচ্ছিল ৩৫ থেকে ৪০ টাকা দরে সেই আলুই আজ মেজিয়ার খোলা বাজারের কমে হয় কেজি প্রতি ৩০ টাকা। ব্লক প্রশাসনের হুঁশিয়ারি আলু মজুত রেখে কৃত্রিমভাবে আলুর দাম বাড়ালে কড়া পদক্ষেপ নেওয়া হবে। মেজিয়ার বিডিও শেখ আব্দুল্লাহ বলেন, কিছু অসাধু মানুষের জন্য আলু পাওয়া যাচ্ছে না। আলু পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হলেও এই কারণেই দাম এতটা বেড়ে গিয়েছে। ব্লক প্রশাসনের এই ভূমিকায় খুশি ক্রেতারা।

নীলাঞ্জন ব্যানার্জী