শেখানো হচ্ছে আত্মরক্ষার কৌশল

Bangla Video: সীমান্ত এলাকার ছাত্রীদের সুরক্ষিত রাখতে জেলা পুলিশের বিশেষ উদ্যোগ

উত্তর ২৪ পরগনা: ভারত বাংলাদেশ সীমান্তবর্তি এলাকা হওয়ার কারণে বনগাঁ জেলা পুলিশের তরফে এলাকার নারী সুরক্ষার কথা মাথায় রেখে স্কুল ছাত্রীদের দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ। যে কোন পরিস্থিতিতে কিভাবে মোকাবিলা করতে হবে, কিভাবে সুরক্ষিত হতে হবে সেই পাঠ যেমন দেওয়া হচ্ছে, পাশাপাশি ভালস্পর্শ ও খারাপ স্পর্শের বিষয়টিও প্রাইমারি লেবেলের স্কুল গুলিতে শেখানো হচ্ছে বনগাঁ জেলা পুলিশের তরফে।

আরও পড়ুন: বর্ধমানে তৈরি ঠাকুরের সাজ পাড়ি দেবে উত্তর প্রদেশ এবং আসাম

আরজি করের ঘটনার পর থেকে নারী সুরক্ষা নিয়ে বিভিন্ন সময়ই উঠেছে নানা প্রশ্ন। তাই এদিন উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পাল্লা এলাকায়, পাল্লা কালিপদ চক্রবর্তী উচ্চ বিদ্যালয় এবং পাল্লা জিএসএফপি স্কুলে শক্তি এবং জাগৃতির মাধ্যমে ছাত্রীদেরকে শেখানো হয় নিজেকে সুরক্ষিত রাখার কৌশল। প্রশাসনের পক্ষ থেকে স্কুলে ক্যারাটে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে।

এদিন ছাত্রীদের সঙ্গে স্বয়ং উপস্থিত ছিলেন বনগাঁ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার, অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত কবিরাজ ও গোপালনগর থানার ভারপ্রাপ্ত ওসি অসীম পাল সহ অন্যান্য আধিকারিকরা। পুলিশ সুপার জানান, বনগাঁ পুলিশ জেলার মোট ৭৩৬ টি স্কুল রয়েছে, তার মধ্যে ৩০ টি স্কুলে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী দিনে এই কর্মসূচি বিভিন্ন স্কুলে করা হবে। স্কুলের প্রধান শিক্ষক জানান, প্রশাসনের এই উদ্যোগে উপকৃত হবে প্রত্যন্ত গ্রাম্য এলাকার সাধারণ ছাত্রীরা। এদের মধ্যে দিতেই নারী সুরক্ষার বার্তাও ছড়িয়ে যাবে বলেই আশা জেলার রক্ষক মহলের।

রুদ্র নারায়ন রায়