বিদ্যালয়ে ভেষজ উদ্ভিদ উদ্যান 

Herbs Garden: স্কুলে ভেষজ উদ্যান, ঔষধি গাছ চিনছে পড়ুয়ারা

হাওড়া: বিদ্যালয়ে ভেষজ উদ্যান। স্কুলের মধ্যে গড়ে ওঠা এই ভেষজ উদ্যানের উদ্ভিদদের গুণাবলী বিষয়ক পাঠ নিচ্ছে পড়ুয়ারা। এই ভেষজ বাগান থেকে প্রয়োজনমত পাতা সংগ্রহ করে তা ব্যবহার করাও হচ্ছে। উলুবেড়িয়া-১ ব্লকের বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে এলে এই ভেষজ বাগান দেখতে পাবেন।

প্রায় ৩-৪ মাস আগে এই ভেষজ বাগান তৈরির কাজ শুরু হয়েছিল স্কুলটিতে। তার‌ও কয়েক বছর আগে শুরু হয়েছিল ফলের বাগান তৈরির কাজ। সেই বাগানে কয়েক বছর আগে লাগানো গাছে ফল ধরতে শুরু করেছে। যা নিয়ে ভীষণ উৎসাহিত স্কুলের পড়ুয়া থেকে শুরু করে শিক্ষকরা সকলে। ছাত্র-ছাত্রীদের নিজের হাতে লাগানো পেয়ারা, জামরুল, পাতিলেবু আম-আমড়া, কুল, জাম সহ নানান ফলের গাছ আছে এখানে। এর মধ্যে অধিকাংশ গাছেই ফল ধরেছে। নিজেদের লাগানো গাছে ফল দেখে দারুন আনন্দিত এবং উৎসাহিত ছাত্রছাত্রীরা। এবার পুরনো সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সকলে ব্যস্ত ভেষজ উদ্যান তৈরিতে।

আর‌ও পড়ুন: ঘূর্ণিঝড় আছড়ে পড়লে কীভাবে নিজেকে বাঁচাবেন? হাতে-কলমে শিখল দিঘার পড়ুয়ারা

ভেষজ গাছের উপকারিতা এবং গাছের পরিচর্যা বিষয়ে ছাত্রদের অবগত করে চলেছেন অবসরপ্রাপ্ত শিক্ষক তাপস বাঙাল। নিজের উদ্যোগে গাছ জোগাড় করে বাগান তৈরি করছেন বিদ্যালয়ে। গাছ লাগানো আর গাছ দান করা হল তাপসবাবুর নেশা। মানুষকে নানাভাবে গাছ লাগাতে উৎসাহিত করেন তিনি।

প্রধান শিক্ষক রাজদ্রুত সামন্ত জানান, ভেষজ বাগানে বিশল্যকরুল, অরিগ্যানো, লেমন গ্রাস, মুক্তঝুরি, ভুঁয়ে আমলা, অ্যালোভেরা, থানকুনি সহ প্রায় ৪০ রকমের গাছ লাগানো হয়েছে। এই ভেষজ বাগানের মাধ্যমে উদ্ভিদের প্রতি পড়ুয়াদের মধ্যে ভালোবাসা তৈরি হচ্ছে বলেও জানান তিনি।

রাকেশ মাইতি