Biscuit Ram Mandir: প্রিয় বিস্কুট দিয়ে বানিয়ে ফেললেন রাম মন্দির, এবার পাবেন সেই কাজের পুরস্কারও!

দুর্গাপুর : রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন তুঙ্গে। আগামী সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। নানা রাজ্য থেকে আসছে উপঢৌকন।

রাম মন্দির উদ্বোধন লাইভ । Ram Mandir Inauguration LIVE Updates

বিশাল আকারের ধূপ থেকে কয়েক টনের ঘন্টা, সব মিলিয়ে সেজে উঠছে রামমন্দির। রাম ভক্তদের মধ্যেও উন্মাদনা তুঙ্গে। তার মধ্যেই হই-হই কাণ্ড ঘটিয়ে ফেলেছেন দুর্গাপুরের যুবক ছোটন ঘোষ মনু। বিস্কুট দিয়ে তৈরি করে ফেলেছেন রাম মন্দিরের রেপ্লিকা। এবার তার জন্যই বড় উপহার পেতে চলেছে ছোটনবাবু।

আরও পড়ুন – IMD Weather Alert: আর কয়েক ঘণ্টা, তারপরেই ঝেঁপে বৃষ্টি, বঙ্গোপসাগরেও তৈরি হাই প্রেসার জোন, আবহাওয়ার তোলপাড় আপডেট

ইতিমধ্যেই, দুর্গাপুরের দুবচুরিয়া এলাকার বাসিন্দা ছোটন ঘোষের তৈরি রাম মন্দির ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই খবর প্রথম প্রকাশিত হয়েছিল লোকাল ১৮’এ। ছোটনবাবুর তৈরি এই রাম মন্দির তৈরি হয়েছে অযোধ্যার রাম মন্দিরের ধাঁঝে। হুবহু অযোধ্যার রাম মন্দিরের মতই বিস্কুটের তৈরি এই রাম মন্দির তৈরির প্রয়াস দেখিয়েছেন যুবক। প্রায় কুড়ি কেজি বিস্কুট ব্যবহার করা হয়েছে এই মন্দির তৈরি করতে।

ছোটন বাবুর তৈরি রাম মন্দির দেখে শাবাসি দিয়েছেন সবাই। আর এবার ছোটনবাবুর এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছে ইসকন কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ছোটনবাবুর তৈরি এই রাম মন্দির রাখা হবে ইসকন মন্দিরে। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে ছোটনবাবুর সঙ্গে ইসকন কর্তৃপক্ষের আলোচনা হয়েছে। আগামী ২০ জানুয়ারি ছোটনবাবু বিস্কুটের তৈরি রাম মন্দিরের রেপ্লিকা তুলে দেবেন ইস্কন কর্তৃপক্ষের হাতে। সেখানেই শোভা পাবেছোটন ঘোষ মনুর তৈরি বিস্কুটের রাম মন্দির।

আরও একটি উপহার রয়েছে ছোটনবাবুর জন্য। ছোটন বাবু বহুল পরিচিত একটি সংস্থার বিস্কুট (পার্লে-জি) ব্যবহার করেছেন রাম মন্দিরের রেপ্লিকা তৈরি করতে। জানা গিয়েছে, ওই বিস্কুট সংস্থার ডিরেক্টর দেখা করতে আসছেন ছোটনবাবুর সঙ্গে। বুধবার তিনি অন্ডাল এয়ারপোর্টে এসে পৌঁছবেন। তারপর সেখান থেকে যাবেন ছোটনবাবুর সঙ্গে দেখা করতে। এমন একটি প্রয়াসের জন্য ছোটন বাবুকে তিনি সম্বর্ধনা দেবেন বলেও খবর। অন্যদিকে এই খবরের ব্যাপকভাবে খুশি ছোটন ঘোষ নিয়ে নিজেও।

Nayan Ghosh