এবার বসিরহাটে দেখা মিলবে রাম মন্দির

Ram Mandir: এবার বসিরহাটেও রাম মন্দির! ঘরের কাছেই ঈশ্বর দর্শন

উত্তর ২৪ পরগনা: রাম মন্দির এবার বসিরহাটে! হ্যাঁ, ঠিক‌ই পড়ছেন। বসিরহাটে উদ্বোধন হল রাম মন্দিরের। গত ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের দারোদঘাটন হয়, প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল রামলালার। তার দু’মাসের মধ্যেই রাম মন্দিরের ছোঁয়া বসিরহাটে।

আরও পড়ুন: চিনা মাঞ্জায় মরণ ফাঁদ, মানুষ থেকে পাখি নিস্তার নেই কারোর

বসিরহাট থেকে কয়েকশো মাইল দূরে উত্তরপ্রদেশের অযোধ্যা। কিন্তু আবেগের কাছে এই দূরত্ব যেন তুচ্ছ। অযোধ্যায় না হলেও বসিরহাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে রামমন্দির উদ্বোধন ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মত। মন্দিরকে কেন্দ্র করে এলাকায় সাজো সাজো রব। গেরুয়া পতাকায় সেজে ওঠে গোটা এলাকা। বসিরহাটের ১৪ নম্বর ওয়ার্ডের চাঁপাপুকুর রোডের পাশেই এবার দেখা মিলবে ৪০ ফুট উচ্চতা বিশিষ্ট এই রাম মন্দিরের।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই মন্দিরে শোভা পাচ্ছেন রাম, সীতা ও লক্ষণের শ্বেত পাথরের পূর্ণাবয়ব মূর্তি। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রাম মন্দির নির্মাণের। সেই দাবিকে মান্যতা দিয়েই রাম মন্দির উদ্বোধন করা হয়েছে বলে জানালেন উদ্যোক্তা ভাস্কর মিত্র। বসিরহাটে রাম মন্দিরের উদ্বোধন হ‌ওয়ায় খুশি স্থানীয় ভক্তরা।

জুলফিকার মোল্লা