Tag Archives: Bhagirathi river

Nadia News: বাড়ছে ভাগীরথীর জল! শান্তিপুরে পানীয় জল প্রকল্প ও স্কুল নিয়ে আশঙ্কায় এলাকাবাসী

শান্তিপুর: বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে একদিকে যেমন লাগাতার কয়েকদিন ধরে চলছিল বৃষ্টিপাত, ঠিক তেমনই ভরা কোটাল আর ষাঁড়াষাঁড়ির বান সমস্যায় পড়ে সাধারণ মানুষ। মূলত পশ্চিমবঙ্গের হুগলি নদীতেই এই ঘটনা ঘটে থাকে বর্ষাকালে।

নদিয়ার শান্তিপুরের উপর দিয়ে প্রবাহিত ভাগীরথীতে এইরকমই জলস্ফীতি ঘটেছে হঠাৎ করেই। আর তার ফলেই চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন ভাগীরথী তীরবর্তী ১৬ নম্বর ওয়ার্ডের এলাকার মানুষজন। বিশেষ করে একটি প্রাথমিক বিদ্যালয় যা একেবারে ভাগীরথীর তীরে অবস্থিত। স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক জানাচ্ছেন, এর আগেও বেশ কয়েকবার জল বেড়ে যাওয়ার কারণে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনে ব্যাঘাত ঘটেছিল। তাদের নিয়ে আসতে হয়েছিল নৌকা করে।

তবে এবার হঠাৎ করে জল বৃদ্ধি হওয়ার কারণে যথেষ্ট দুশ্চিন্তা বেড়েছে। এলাকার মানুষজনও বেশিরভাগ ক্ষেত্রেই কৃষিকাজ কিংবা তাঁতের সঙ্গে যুক্ত। মৎস্যজীবীও আছেন। তারাও এই জল বৃদ্ধির কারণে দুশ্চিন্তায় রয়েছেন। গবার চর , স্টিমার ঘাট সহ বিভিন্ন এলাকার মানুষজনের কৃষি জমি চলে গেছে ভাগীরথী বক্ষে এমনকি কারও কারও ভিটে মাটি বসত বাড়িও।

আরও পড়ুনঃ Jhargram News: রাজ্যস্তরের যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থান! মোট ১৩ মেডেল নিয়ে নজির গড়ল ঝাড়গ্রাম

তবে এরই মাঝে সরকারি উদ্যোগে ভাগীরথী পাড় বাধাই এর কাজ হয়েছে বেশ কিছু অংশে। কিন্তু তা প্রয়োজনে তুলনায় যত সামান্য বলে মনে করছেন অনেকে। এই এলাকাতেই সমগ্র শান্তিপুরের জল পরিষেবার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট অবস্থিত সেটাও প্রায় নদী বক্ষে ভাসছে, এই সব মিলিয়ে এলাকায় ভয়ার্ত পরিবেশ।

Mainak Debnath

Bhagirathi River: ভাগীরথীর জল তীর ছুঁই ছুঁই, ঘুম উড়েছে বাসিন্দাদের

নদিয়া: ডিভিসি’র ছাড়া জলে ক্রমশই বাড়ছে ভাগীরথীর জলস্তর। দুশ্চিন্তায় নদী তীরবর্তী মানুষজন। গত তিন দিন লাগাতার বৃষ্টির কারণে লাগাতার জল ছাড়ছে ডিভিসি। আর তাতেই ঘুম উড়েছে ভাগীরথী তীরবর্তী এলাকার মানুষজনের।

একদিকে বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে ভাগীরথী নদীতে বেড়েছে জলস্তর, অপরদিকে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় নতুন করে আবারও নদীর পাড় ভাঙন শুরু হয়েছে। ফলে আতঙ্ক ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরের ১৬ নম্বর ওয়ার্ডের শ্যামচাঁদ ঘাট এলাকায়। এখানে প্রায় ৭০০ পরিবারের বসবাস, সকলেই আতঙ্কে আছেন।

আর‌ও পড়ুন: ভ্যাপসা গরম থেকে রেহাই দিতে সকালে স্কুল, ‘স্পেশাল ক্লাস’ পেয়ে খুশি পড়ুয়ারা

এই পরিস্থিতিতে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, নদীর পাড় বাঁধনের কাজ শুরু হয়ে গিয়েছে। তবে বর্ষা এসে যাওয়ায় অল্প কিছু জায়গায় কাজ বাকি আছে। আর সেখানেই ভাঙন দেখা দিয়েছে। তবে অতি দ্রুত এই পাড় বাঁধানোর কাজ এবং ভাঙন প্রতিরোধের কাজ শুরু হবে বলে তিনি জানান।

তবে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের এখন একটাই চিন্তা, নতুন করে আবার যদি প্রবল বৃষ্টি নামে তাহলে ভাগীরথীর জলস্তর আর‌ও বাড়বে। তখন ভাঙন সমস্যা আরও ব্যাপক আকার ধারণ করতে পারে।

মৈনাক দেবনাথ

Ferry Service: হু হু করে জল বাড়ছে ভাগীরথীতে, বন্ধ হয়ে গেল ফেরি যোগাযোগ

নদিয়া: হু হু করে বাড়ছে ভাগীরথীর জলস্তর। ফলে বিপদের আশঙ্কা প্রবল আকার ধারণ করেছে। পূর্ব বর্ধমান, নদিয়া দুই জেলার জেলাশাসকের সিদ্ধান্তে বন্ধ সমস্ত ধরনের জল পরিবহণ। যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় সমস্যায় পড়েছেন নিত্য যাত্রীরা। মাত্র কয়েকদিনের লাগাতার বর্ষার বৃষ্টির জেরে খাল-বিল, পুকুর, নদী জলে পরিপূর্ণ।

এদিকে বৃদ্ধি পাওয়ায় ভাগীরথী নদীর পাড়ে ভাঙন শুরু হয়েছে। নদিয়া এবং পূর্ব বর্ধমান দুই জেলার বিভাজক হিসাবে রয়েছে এই ভাগীরথী। ব্যবসা-বাণিজ্য, স্কুল-কলেজ, চিকিৎসা সহ বিভিন্ন কারণে পার্শ্ববর্তী দুটি জেলার একমাত্র যোগাযোগের উপায় এই জলপথ। সোমবার থেকে দুই জেলার জেলাশাসকের নির্দেশে বন্ধ হয়েছে সমন্বয়কারী হিসেবে একমাত্র এই জলপথ। জল পরিবহণ বন্ধের সরকারি এই সিদ্ধান্তে দুই জেলার মানুষজন পড়েছেন বিপাকে। লঞ্চ ও ভেসেলের মাধ্যমে গবাদিপশুর খাবার বিচুলি, মাছ, কাঁচা আনাজ, ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সামগ্রী এমনকি বিভিন্ন পেশায় এবং চাকুরিতে যুক্ত নিত্য যাতায়াত করা মানুষজন যথেষ্ট সমস্যায় পড়েছেন। এদিকে কবে ফেরি চলাচল স্বাভাবিক হবে সেই বিষয়েও কিছু জানা যায়নি।

আর‌ও পড়ুন: গভীর রাতে তিনটি বাড়ির ধানের গোলা ছারখার করল কে? অপরাধীকে দেখে মাথায় হাত

এই বিষয়ে আগাম নোটিশ কিংবা মাইকিং করা হয়নি বলে অভিযোগ। তবে ঘাট মালিক পূর্ব বর্ধমানের কালনাঘাটে প্রচার হয়েছে বলে জানান। তবে ভাগীরথীর পাশাপাশি অজয় নদের জল‌ও বাড়ছে। অন্যদি ডিভিসি দুর্গাপুর ব্যারেজ থেকে হাজার হাজার কিউসেক জল ছাড়ায় নদিয়া ও পূর্ব বর্ধমান এই দুই জেলার ভাগীরথী তীরবর্তী বেশ কিছু এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার ডাঙাপাড়া এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এতে স্থানীয় জালুইডাঙা, কালনা ধাত্রীগ্রামের পিয়ারিনগর, কালনা শহরের জাপট মহল্লার নদীপাড়ের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। অন্যদিকে নদিয়ার শান্তিপুর চৌধুরীপাড়া, নৃসিংহপুর, হাউস সাইট কলোনি সহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে।

মৈনাক দেবনাথ

Fishermen Livelihood Crisis: বৃষ্টির অভাবে মাছের দেখা নেই ভাগীরথীতে, মৎস্যজীবীদের পেটে টান

মুর্শিদাবাদ: উত্তরবঙ্গে ভারী বর্ষণের কারণে নাজেহাল সকলেই। অন্যদিকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও সেভাবে বৃষ্টির দেখা নেই। আবহাওয়া দফতর মাঝে মাঝে বৃষ্টি নিয়ে আশ্বাসবাণী শোনালেও লাভের লাভ কিছুই হচ্ছে না। এদিকে বৃষ্টি না হওয়া এক কৃষকদের মতোই সংকটে পড়েছেন মৎস্যজীবীরা। বৃষ্টির অভাবে ভাগীরথী নদীতে সেইভাবে মাছ উঠছে না জালে। তাই চিন্তায় পড়েছেন মৎস্যজীবীরা।

বর্তমান পরিস্থিতিতে ডিঙি নৌকা নিয়ে সারাদিন ভাগীরথীর বুকে ঘুরে বেড়িয়েও তেমন একটা মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা। কারণ বৃষ্টির অভাবে জ্বলস্তর অনেক নিচে থাকায় মাছেরা সেভাবে উপরের দিকে উঠে আসছে না। এর ফলে জীবিকা সঙ্কটের মুখে পড়েছেন মুর্শিদাবাদের মৎস্যজীবীরা। কীভাবে সংসার চালাবেন, সন্তানের মুখে কী করে খাবার তুলে দেবেন তা বুঝে উঠতে পারছেন না।

আর‌ও পড়ুন: ভাইদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন বৃদ্ধ

অসহায় মৎস্যজীবীরা জানিয়েছেন, ভালো করে বর্ষার বৃষ্টি শুরু হলে তবেই আবার ভাগীরতিতে ঠিক করে মাছ পাওয়া যাবে। বর্ষাকাল শুরু হয়ে গেলেও বৃষ্টির অভাবে মাছ পাওয়া যাচ্ছে না। এমনটা অতীতে হয়নি বলে তাঁরা জানান। সব মিলিয়ে বড় অসহায় অবস্থায় দিন কাটছে জেলার মৎস্যজীবীদের।

কৌশিক অধিকারী