রোগী দেখছেন সুপার 

RG Kar Doctor Murder: চিকিৎসকদের কর্মবিরতিতে রোগী দেখলেন হাসপাতালের সুপার

পূর্ব বর্ধমান: এক অন্যরকম ভূমিকায় দেখা গেল কালনা মহকুমা হাসপাতালের সুপার চন্দ্রশেখর মাইতিকে। আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসকের নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে হাসপাতালগুলিতে চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। ফলে বহু সরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ। ফলে ডাক্তার দেখাতে এসে দুর্ভোগের মুখে পড়ছেন রোগীরা। এই পরিস্থিতিতে রোগীদের দুর্ভোগ কিছুটা কমাতে নিজেই রোগী দেখলেন কালনা হাসপাতালের সুপার।

এদিন কালনা হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসকরা কর্মবিরতি পালন করায় কার্যত পরিষেবা থমকে যায়। রোগীরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলেন। এই পরিস্থিতিতে কালনা হাসপাতালের মেডিসিন বিভাগে রোগীদের লম্বা লাইন দেখে নিজেকে ঠিক রাখতে পারেননি সুপার চন্দ্রশেখর মাইতি। রোগীদের কথা ভেবে তাঁদের পাশে দাঁড়াতে তিনি নিজেই হাতে স্টেথোস্কোপ তুলে নেন। আউটডোরে এসে রোগী দেখতে শুরু করেন।

আর‌ও পড়ুন: দণ্ডায়মান অবস্থায় দহকার্য হয়েছিল এই স্বাধীনতা সংগ্রামীর! শেষদিনেও মাথা নত করেননি

পরে এই বিষয়ে সুপার বলেন, চিকিৎসকদের কর্ম বিরতির কারণে রোগীরা সমস্যায় পড়েছিলেন। তাই নিজেকে এগিয়ে আসতে হল। রোগীরাও সুপারের এহেন ভূমিকার প্রশংসা করেন। এই প্রসঙ্গে রাজীব শেখ নামের এক ব্যক্তি বলেন, আজ এখানে চিকিৎসা করানোর জন্য এসেছিলাম। দূর দূরান্ত থেকে আরও অনেক রোগী এসেছিল। কিন্তু মেডিসিন বিভাগে কোনও ডাক্তার ছিল না। দীর্ঘক্ষণ আমাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যে কালনা হাসপাতালের সুপার এসে রোগী দেখতে শুরু করেন।

বনোয়ারীলাল চৌধুরী