উল্টে যাওয়া পরিযায়ী শ্রমিকদের বাস

Road Accident: ভোট দিতে বাড়ি ফিরছিলেন, মাঝ রাস্তায় উল্টে গেল পরিযায়ী শ্রমিক বোঝাই বাস! জখম বহু

কোচবিহার: নির্বাচন এই বাংলায় উৎসবের রূপ নেয়। সেই ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছিলেন পরিযায়ী শ্রমিকরা। কিন্তু মাঝ রাস্তায় দুর্ঘটনার জেরে আহত হলেন কোচবিহারের বহু পরিযায়ী শ্রমিক। উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচনে কোচবিহারেও ভোট হবে।

কর্মসংস্থানের অভাবে কোচবিহারের বহু মানুষ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মরত। অনেকেই বিহারের ইটভাটায় শ্রমিকের কাজ করেন। সেখান থেকেই ভোট দেবেন বলে বহু পরিযায়ী শ্রমিক বাসে করে বাড়ি ফিরছিলেন। কিন্তু পরিযায়ী শ্রমিক ভর্তি বাসটি দিনহাটা-২ ব্লকের গোবরাছড়া এলাকায় উল্টে যায়। আহত হন বেশ কিছু পরিযায়ী শ্রমিক। ঘটনার খবর পেয়ে ছুটে আসে নয়ারহাট ফাঁড়ির পুলিশ। আসে দমকলের ইঞ্জিন’ও।

আর‌ও পড়ুন: গরমে হঠাৎ কমেছে ইটের দাম, বাড়ি তৈরি করলে এই সুযোগ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের ধান জমিতে উল্টে যায়। সেই সময় বাসের ভেতর ছিলেন প্রায় ৬০ থেকে ৭০ জন। তবে বাসে থাকা সকলকেই জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ঘটনায় আহত হয়েছেন জনা পনেরো যাত্রী। তাঁদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রাই প্রথমে এগিয়ে এসে উদ্ধার কাজে হাত লাগান। তারা বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করেন।

সার্থক পণ্ডিত