Tag Archives: Accidents

Road Accident: ভোট দিতে বাড়ি ফিরছিলেন, মাঝ রাস্তায় উল্টে গেল পরিযায়ী শ্রমিক বোঝাই বাস! জখম বহু

কোচবিহার: নির্বাচন এই বাংলায় উৎসবের রূপ নেয়। সেই ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছিলেন পরিযায়ী শ্রমিকরা। কিন্তু মাঝ রাস্তায় দুর্ঘটনার জেরে আহত হলেন কোচবিহারের বহু পরিযায়ী শ্রমিক। উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচনে কোচবিহারেও ভোট হবে।

কর্মসংস্থানের অভাবে কোচবিহারের বহু মানুষ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মরত। অনেকেই বিহারের ইটভাটায় শ্রমিকের কাজ করেন। সেখান থেকেই ভোট দেবেন বলে বহু পরিযায়ী শ্রমিক বাসে করে বাড়ি ফিরছিলেন। কিন্তু পরিযায়ী শ্রমিক ভর্তি বাসটি দিনহাটা-২ ব্লকের গোবরাছড়া এলাকায় উল্টে যায়। আহত হন বেশ কিছু পরিযায়ী শ্রমিক। ঘটনার খবর পেয়ে ছুটে আসে নয়ারহাট ফাঁড়ির পুলিশ। আসে দমকলের ইঞ্জিন’ও।

আর‌ও পড়ুন: গরমে হঠাৎ কমেছে ইটের দাম, বাড়ি তৈরি করলে এই সুযোগ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের ধান জমিতে উল্টে যায়। সেই সময় বাসের ভেতর ছিলেন প্রায় ৬০ থেকে ৭০ জন। তবে বাসে থাকা সকলকেই জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ঘটনায় আহত হয়েছেন জনা পনেরো যাত্রী। তাঁদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রাই প্রথমে এগিয়ে এসে উদ্ধার কাজে হাত লাগান। তারা বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করেন।

সার্থক পণ্ডিত

Bardhaman News: বর্ধমান স্টেশন দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত তিন! দেখুন কী বলছেন প্রত্যক্ষদর্শী 

পূর্ব বর্ধমান: বুধবার বর্ধমান রেলওয়ে স্টেশনের ২/৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে ৫৩ হাজার ৮০০ গ্যালন জলধারণ ক্ষমতা সম্পন্ন বিশাল জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে। সূত্র মারফত জানা যাচ্ছে, এই ঘটনায় প্লাটফর্মে থাকা বহু সাধারণ যাত্রী, ব্যবসায়ী গুরুতর জখম হয়েছেন। তাদের মধ্যে থেকে আশঙ্কাজনক অবস্থায় অনেককেই উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই ভয়াবহ দূর্ঘটনার জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের , এবং এখনও পর্যন্ত আহত রয়েছেন প্রায় ৩৪ জনেরও বেশি । যে তিনজন মারা গেছেন তাঁদের নাম , কান্তি বাহাদুর, মফিজা খাতুন, সোনারাম টুডু। তবে কীভাবে এই ঘটনা ঘটল? মৃতদের ঠিকানা মেলেনি এখনও।

এই প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, ” ট্যাঙ্ক থেকে জল পড়ছিল, তারপর হঠাৎ করেই ভেঙে পড়ে গেল ট্যাংকি । বেলা ১২ টা নাগাদ আচমকাই এই ঘটনাটি ঘটে । আমরা ভয়ে সব দোকান ছেড়ে পালিয়ে গিয়েছিলাম। পরে উদ্ধারকার্যতেও সাহায্য করেছি “। এই ঘটনার জেরে স্বভাবতই খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

আরও পড়ুন: বাঁকুড়ার হোটেলে পুলিশের বড় হানা, এমন কিছু মিলল! দেখে চক্ষু চড়কগাছ সকলের

ব্যবসায়ীরা চাইছেন শীঘ্রষ্টেশনের পরিকাঠামোর উন্নতি হোক । এর আগেওএকবার গেট ভেঙে পড়ে যাওয়ার মত দূর্ঘটনা ঘটেছিল এই বর্ধমানেই। আহতদের কয়েকজন হাসপাতাল থেকে ফিরে ফের নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

আরও পড়ুন: দিঘার সমুদ্রে এ কী ভেসে এল! পর্যটকদের জন্য ভয়ঙ্কর বিপদ! সমুদ্র নামার আগে দশবার ভাবুন

বর্তমানে যে জায়গায় দূর্ঘটনাটি ঘটেছিল , সেই জায়গায় রেল পুলিশ ও জিআরপিমোতায়েন করা হয়েছে । ট্যাঙ্ক থেকে ভেঙে যাওয়া জিনিসপত্র সরানোর কাজ চলছে । দূর্ঘটনার স্থান ঘেরা রয়েছে । কতক্ষণেসমস্ত কাজ সম্পূর্ন হবে তা এখনও পর্যন্ত জানা যাচ্ছে না ।এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা।

মূলত, বর্ধমান রেল স্টেশনে এর আগেও একবার একটি গেট ভেঙে পড়ার ঘটনা ঘটেছিলে। তারপরেও পরিকাঠামোনিয়ে কীভাবে রেলের তরফে এরকম খামতি থেকে গিয়েছিলসেই নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ যাত্রী থেকে বিশেষজ্ঞরা।

—– বনোয়ারীলাল চৌধুরী

Accident News: বাইক নিয়ে বাজার করতে গিয়েছিলেন, বাড়িই আর ফেরা হল না! রাস্তাতেই সব শেষ

উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জাতীয় সড়ক ও রাজ্য সড়কে একের পর এক ঘটে চলছে পথ দুর্ঘটনা। জেলায় পথ দুর্ঘটনা কমাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে উত্তর দিনাজপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। কিন্তু তা সত্ত্বেও কমছে না দুর্ঘটনা। আবারও রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। ছোট গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে জানা গিয়েছে এই দুর্ঘটনাটি ঘটেছে।

মৃত ব্যক্তির বয়স ২৬ বছর। তিনি করণদিঘী থানার দেওরা গ্রামের বাসিন্দা। জানা যায় তিনি শনিবার বাইকে করে বাজার নিয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় শোলপাড়া এলাকার রাজ্য সড়কের জোলা মারিতে একটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় সেই বাইক চালকের।

আরও পড়ুন: পাল-সেন যুগের শিল্পকলা দেখেতে চান? তাহলে আসতে হবে এই জাদুঘরে

করণদিঘী থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এক সূত্র মারফত জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলা জুড়ে এবছর এখনও পর্যন্ত পথ দুর্ঘটনায় শিকার হয়েছেন প্রায় ৩০ থেকে ৪০ জন। যা গত বছরের তুলনায় অনেকটা বেশি।

আরও পড়ুন: হাতে মাত্র একদিনের ছুটি? শহরের কোলাহল ছেড়ে ঘুরে আসুন ধামজা ফরেস্ট থেকে

উত্তর দিনাজপুর জেলায় ৩১ নম্বর ও ৩৪ নম্বর এই দুটি জাতীয় সড়ক রয়েছে। এছাড়া বেশ কয়েকটি রাজ্য সড়ক রয়েছে। জাতীয় সড়ক ও রাজ্য সড়কে যান নিয়ন্ত্রণের পাশাপাশি  দুর্ঘটনা কমাতে ফুটপাতে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযানে নেমেছে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।

পিয়া গুপ্তা