Tag Archives: migrant labour

Road Accident: ভোট দিতে বাড়ি ফিরছিলেন, মাঝ রাস্তায় উল্টে গেল পরিযায়ী শ্রমিক বোঝাই বাস! জখম বহু

কোচবিহার: নির্বাচন এই বাংলায় উৎসবের রূপ নেয়। সেই ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছিলেন পরিযায়ী শ্রমিকরা। কিন্তু মাঝ রাস্তায় দুর্ঘটনার জেরে আহত হলেন কোচবিহারের বহু পরিযায়ী শ্রমিক। উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচনে কোচবিহারেও ভোট হবে।

কর্মসংস্থানের অভাবে কোচবিহারের বহু মানুষ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মরত। অনেকেই বিহারের ইটভাটায় শ্রমিকের কাজ করেন। সেখান থেকেই ভোট দেবেন বলে বহু পরিযায়ী শ্রমিক বাসে করে বাড়ি ফিরছিলেন। কিন্তু পরিযায়ী শ্রমিক ভর্তি বাসটি দিনহাটা-২ ব্লকের গোবরাছড়া এলাকায় উল্টে যায়। আহত হন বেশ কিছু পরিযায়ী শ্রমিক। ঘটনার খবর পেয়ে ছুটে আসে নয়ারহাট ফাঁড়ির পুলিশ। আসে দমকলের ইঞ্জিন’ও।

আর‌ও পড়ুন: গরমে হঠাৎ কমেছে ইটের দাম, বাড়ি তৈরি করলে এই সুযোগ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের ধান জমিতে উল্টে যায়। সেই সময় বাসের ভেতর ছিলেন প্রায় ৬০ থেকে ৭০ জন। তবে বাসে থাকা সকলকেই জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ঘটনায় আহত হয়েছেন জনা পনেরো যাত্রী। তাঁদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রাই প্রথমে এগিয়ে এসে উদ্ধার কাজে হাত লাগান। তারা বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করেন।

সার্থক পণ্ডিত

Bike Accident: ইদের ছুটিতে বাড়ি এলেও আনন্দ করা হল না, বাইক দুর্ঘটনায় দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু

মুর্শিদাবাদ: সুতিতে ভয়াবহ পথ দুর্ঘটনা। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দু’জনের। বুধবার সকালে সুতির ধলার মোড়ে দুর্ঘটনাটি ঘটে। মৃতদের নাম সানোয়ার শেখ (৩৩) ও তারিকুল শেখ (৩০)। মৃতরা পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন। এই দুর্ঘটনায় আর‌ও চারজন আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দু’জনের বাড়ি সুতি থানার লক্ষ্মীপুর গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে দুটি বাইকে করে ছয়জন যাচ্ছিলেন। সেই সময়‌ই দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত হন সানোয়ার ও তারিকুল। স্থানীয়রা দ্রুত তাঁদের জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

আর‌ও পড়ুন: প্রাচীন খোঁয়াড় প্রথা জানেন! সেই প্রথা চালুর দাবি উস্কে দিল কৃষকরা

মৃতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, ইদ উপলক্ষে বাড়ি এসেছিলেন তাঁরা। এদিন সকালে দিদির বাড়ি যাবেন বলে বাইক নিয়ে বের হন। তখনই এই দুর্ঘটনা ঘটে। আহতদের প্রথমে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

কৌশিক অধিকারী

Bengali News: রাজ্যে কাজ না পেয়ে মহারাষ্ট্রে পাড়ি, দেওয়াল চাপা পড়ে আবারও পরিযায়ী শ্রমিকের মৃত্যু

মালদহ: ভিন রাজ্যে কাজে গিয়ে আবারও মালদহের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু। নিজের রাজ্যে রোজগারের সলুক সন্ধান না পেয়ে ভিন রাজ্যে পাড়ি দেওয়া অল্পবয়সী যুবকদের এই মৃত্যু স্রোতে যেন বিরাম নেই। মহারাষ্ট্রের নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়ে নির্মীয়মান কংক্রিটের দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হল সিন্টু মণ্ডলের (৩২)।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় এলে বা হঠাৎ আগুন লাগলে কীভাবে বাঁচবেন? ভিডিও দেখে শিখে নিন

পরিবারের একমাত্র রোজগেরে পুরুষ ছিলেন সিন্টু। ছোট দুই সন্তান, স্ত্রী ও বৃদ্ধা মাকে বাড়িতে রেখে পরিযায়ী শ্রমিক হিসেবে পাড়ি জমিয়েছিলেন মহারাষ্ট্রে।‌ কালিয়াচক-২ ব্লকের মোথাবাড়ি পঞ্চায়েতের মদনপুর গ্রামে বাড়ি তাঁর। প্রতিবেশীরা জানিয়েছেন, তিন মাস আগে পেটের দায়ে মহারাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন তিনি। সেখানে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন। কাজ চলাকালীন হঠাৎ নির্মীয়মান কংক্রিটের দেওয়াল ভেঙে পড়ে। তাতে চাপা পড়েন সিন্টু মণ্ডল। সহকর্মীরা দ্রুত তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রবিবার ঘটনাটি ঘটে। সন্ধেতে মোবাইল মারফত এই মর্মান্তিক খবর এসে পৌঁছে পরিবারের সদস্যদের কাছে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

মৃত সিন্টু মণ্ডলের বড় ছেলের ১০, ছোট ছেলের বয়স ৮ বছর। স্বামীর এই হঠাৎ মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী প্রার্থনা মণ্ডল। ছোট দুই সন্তানকে নিয়ে তিনি বলেন, এদের নিয়ে আমি কী করব বুঝতে পারছি না। সরকার যেন আমার পরিবারকে একটু সাহায্য করে।

হরষিত সিংহ

সংসারে অভাব, ১৯ দিন আগে কাজে যান কেরলে, মুর্শিদাবাদের যুবকের করুণ পরিণতি

কালিকাপুর: ভিনরাজ্যে কাজে গিয়ে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ। ইসলামপুর থানার গোয়াস কালিকাপুর এলাকার বাসিন্দা রাকিবুল সেখ  নামের ওই যুবক কেরালায় রাজমিস্ত্রীর কাজ করতেন।

পরিবারের অভিযোগ, এক বন্ধু রাকিবুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। অভিযুক্ত ওই বন্ধুকে আটক করেছে কেরালা পুলিশ। মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছাতেই শোকের ছায়া মৃতের পরিবারজুড়ে।

অভাবের সংসারে রোজগারের আশায় ১৯ দিন আগে কেরালার এরনাকুলামে রাজমিস্ত্রীর কাজে যান ইসলামপুর থানার গোয়াস কালিকাপুর এলাকার বাসিন্দা রাকিবুল সেখ। পরিবারে বৃদ্ধ বাবা, মা, স্ত্রী, দুই সন্তান রয়েছে।

আরও পড়ুন- একটা ডিমে চারটি ডেভিল! রান্নার সিক্রেট মশলায় জমবে খাওয়া, রইল সুস্বাদু রেসিপি

ধারদেনা করে একটি বাড়িও তৈরি করেছেন রাকিবুল। কিন্তু অভাবের সংসারে পেট চালানোর দায়ে ও ঋনের দায়ে রোজগারের তাগিদে ভিনরাজ্যে কাজে যান তিনি।

মঙ্গলবার রাতে রাকিবুলের পরিবারকে ফোনে জানানো হয় মৃত্যু হয়েছে ছেলের। পরিবারের অভিযোগ, এক বন্ধু রাকিবুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে। নেশাগ্রস্থ অবস্থায় দুই বন্ধুর বচসার জেরেই খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান।

মৃতদেহ ময়নাতদন্তের পর বাড়ি পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। রাকিবুলকে শেষবারের মতো দেখার অপেক্ষায় পরিবারের লোকেরা। তবে পরিবারের দাবি, খুনে অভিযুক্তদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।

মৃতের স্ত্রী সাবিনা বিবি বলেন, সকালেই আমার সঙ্গে ফোনে কথা হয়েছিল। বলেছিল বিকেলে এক বন্ধুর সঙ্গে কাজে যাবে। তারপর আর কথা হয়নি। ওই বন্ধুই আমার স্বামীকে খুন করেছে। আমার স্বামীর খুনিদের আমি শাস্তি চাই।

মৃতের বাবা ইয়াকতুল্লাহ সেখ বলেন, ছেলেই আমার সম্বল ছিল। ওর রোজগারেই সংসারটা চলত। কিন্তু কাজে গিয়ে যে ছেলেটার এই পরিণতি হবে তা জানা ছিল না। তা হলে ওকে আর বাইরে কাজে যেতে দিতাম না।

আরও পড়ুন- আজ থেকে দিঘা ঘুরতে গেলে সাবধান…! বদলে গেল সব নিয়ম! বিরাট ফাঁসবেন না জানলে

প্রতিবেশী সেখ মুর্তেজ আলি বলেন, পরিবারের রাকিবুলই একমাত্র রোজগেরে। অনেক টাকা ধারদেনা করে বাড়িটা তৈরি করেছিল। সেই কারণে রোজগারের তাগিদে কেরালায় গিয়েছিল। কিন্তু এখন অথৈ জলে ওই পরিবার। আমরা চাই রাকিবুলের পরিবারকে সরকারি সাহায্য করা হোক। এবং ওর স্ত্রীর জন্য একটা চাকরির ব্যবস্থা করা হোক।

North 24 Parganas News: মর্মান্তিক! হাড়োয়ায় বিদ্যাধরী নদীর খালে পড়ে নিখোঁজ ভিন জেলার পরিযায়ী শ্রমিক

বসিরহাট: হাড়োয়ায় বিদ্যাধরী নদীর বাগজোলা খালে পড়ে তলিয়ে নিখোঁজ পরিযায়ী শ্রমিক। বসিরহাটের সুন্দরবনের হাড়োয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েতের কুলটি লক গেট পাম্প হাউস এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় একটি নতুন পাম্প হাউস নির্মাণের কাজ চলছিল।

সেই কাজের জন‍্য প্রায় ৪০ জন শ্রমিককে নিয়োগ করা হয়। তাঁদের মধ্যে একজন মুর্শিদাবাদ জেলার বড়ঞা এলাকার বাসিন্দা ২৯ বছরের বিজয়ানন্দ দাস। তিনি নতুন পাম্প হাউস নির্মাণ করার কাজ করছিলেন। কাজ চলাকালীন এদিন আচমকা পাম্প হাউসের পাশে থাকা বাগজোলা খালের মধ্যে পড়ে যান তিনি।

আরও পড়ুন: প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! কাল থেকেই বাংলার আবহাওয়ায় ভোলবদল, কোন কোন জেলা ভাসবে

দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পরেও তার কোনও রকমের সন্ধান না মেলায় ঠিকাদার সংস্থার পক্ষ থেকে হাড়োয়া থানায় খবর দেওয়া হয়। তারপর মিনাখাঁর এসডিপিও আমিনুল ইসলাম খানের নেতৃত্বে হাড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস ঘোষ এবং হাড়োয়া থানার লাউগাছি বিট হাউসের ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বনাথ বেরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইতিমধ্যে সিভিল ডিফেন্সের দলকে সঙ্গে নিয়ে বিদ্যাধরী নদী-সহ বাগজোলা খালের বিস্তীর্ণ এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। নির্মাণ শ্রমিক খালে পড়ে নিখোঁজ হওয়ার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ইতিমধ্যে হাড়োয়া থানার পুলিশ ঘটনাস্থলে থাকা অন্যান্য নির্মাণ শ্রমিকের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

জুলফিকার মোল্যা