আরামবাগ পুলিশের এসডিপিও শিক্ষকের ভূমিকায় আরামবাগ হাই স্কুলের

SDPO Arambag: চেনা পোশাকে অচেনা ভূমিকায় এসডিপিও

হুগলি: আরামবাগ হাই স্কুলের ধরা পড়ল এক অন্য রকম ছবি। স্কুল শিক্ষকের ভূমিকায় দেখা গেল পুলিশকে! তাও যে সে পুলিশ নয়, খোদ এসডিপিও পড়ুয়াদের ক্লাস নিলেন। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার প্রতি অনুপ্রাণিত করতে এমন উদ্যোগ আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর।

আরামবাগ হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের পদার্থ বিজ্ঞান, অঙ্ক প্রভৃতি বিষয় পড়ালেন আরামবাগের এসডিপিও সহ আরামবাগ থানার আইসি ও মহিলা থানার ওসি। এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক থেকে অভিভাবক সকলেই। এই দিন স্কুলের পঞ্চম শ্রেণি থেকে শুরু করে নবম শ্রেণির ছাত্রছাত্রীদের ইংরেজি, অঙ্ক, পদার্থবিদ্যা সহ বিভিন্ন বিষয়ের ক্লাস নেন পুলিশ কর্তারা। যেখানে প্রতিদিন চোর-ডাকাত ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে মাঠে ময়দানে পুলিশদের দেখা যায়, তাঁদের এদিন শিক্ষকের ভূমিকায় দেখে খুশি পড়ুয়ারাও। একজন অভিজ্ঞ শিক্ষকের মতনই ক্লাসে বাচ্চাদেরকে ফিজিক্সের ফান্ডা বোঝান এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী।

আর‌ও পড়ুন: ছাগল-মানুষে একাকার, গাড়ি উল্টে পাঁচজনের মৃত্যু! কার ঘাড়ে দায় চাপালেন সাংসদ?

এই বিষয়ে আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন, তাঁরা যখন পড়াশোনা করতেন সেই সময় পুলিশ আধিকারিকরা স্কুলে এলে অনুপ্রাণিত হতেন। সেই বিষয়টি মাথায় রেখেই এইভাবে এগিয়ে আসা। এছাড়াও তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য তিনি নিজেও পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ক্লাস করান। আজ একেবারে স্কুল পড়ুয়াদের কাছে এসে পড়ানোর সুযোগ এসেছিল, তাই তিনি এসেছেন বুনিয়াদি পড়াশোনা ছাত্র-ছাত্রীদের বোঝাতে। তিনি আশাবাদী ছাত্র-ছাত্রীরা এই ধরনের ক্লাসের পরে অনেকটাআ অনুপ্রাণিত হবে।

রাহী হালদার