সেজেছে কচিকাঁচারা

Go As You Like Competition: সুভাষের বাল্য অবস্থা থেকে এখনের সমাজ, অভিনয় নাকি বাস্তবতা?

পশ্চিম মেদিনীপুর: কোথাও ছোট্ট সুভাষ ভিখারিনীকে নিজের টিফিন দিচ্ছেন, কোথাও আবার ব্যাট, বল, ফুটবল রেখে ছেলেমেয়েরা বুঁদ হয়ে আছেন মোবাইলে। আবার কোথাও পথের শিশুরা এখনও ডাস্টবিনের খাবার খেয়ে দিন কাটাচ্ছে। এইসব দেখে বাস্তব মনে হলেও আদতে তা নয়।

আসলে ছোট ছোট স্কুল পড়ুয়ারা ফুটিয়ে তুলেছে নানা বাস্তব চিত্র। কোথাও আবার ফুটিয়ে তোলা হয়েছে বর্তমান দিনে মা-বাবার ব্যস্ততার কারণে শিশুরা বিপথগামী হচ্ছে সেই দৃশ্য। আবার গ্রামীণ এলাকায় বাবা-মায়ের স্নেহ-মমতায়, আদর-যত্নে বড় হয়ে উঠছে তাদের ছেলেমেয়ে। কোথাও ছোট্ট কৃষ্ণ ননী খাচ্ছে। একটি সাংস্কৃতিক সংগঠনের বাৎসরিক অনুষ্ঠানে যেমন খুশি সাজো প্রতিযোগিতায় সমাজের এমনই সব সচেতনতামূলক নানান ছবি ফুটিয়ে তুলেছে ছোট্ট ছোট্ট ছেলেমেয়ে থেকে বড়রা।

আর‌ও পড়ুন: নদীর জলের তোড়ে ভাঙল পারাপারের সাঁকো

পশ্চিম মেদিনীপুরের বেলদাতে দেউলি নজরুল সাংস্কৃতিক সংঘের আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি আয়োজন করা হয়েছিল যেমন খুশি সাজো প্রতিযোগিতা। সমাজের সামাজিক উন্নতিতে এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন সমাজ সচেতনতামূলক দৃশ্য ফুটিয়ে তুলেছে কচিকাঁচা থেকে বাড়ির বড়রাও। শুধু তাই নয় তাদের অভিনয় কুশলতা এবং ভাবনা-চিন্তা আপনাকে ভাবিত করবে।

সমাজে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ, সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ভাবনা চিন্তাকে কুর্নিশ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ।

রঞ্জন চন্দ