Tag Archives: সাপ

Knowledge story: সাপের বিষে প্রাণ যায় বহু প্রাণীর, কিন্তু উটকে খাওয়ানো হয় বিষাক্ত সাপ, কারণ জানলে চমকে উঠবেন

সাপ শুনলেই অনেকে ভয় পান, সাপের কামড়ে দেশে প্রাণ যায় অনেক মানুষের । শুধু সাপের মানুষই নয়, সাপের বিষে প্রাণ যায় বাঘ-সিংহ-হাতির মতো শক্তিশালী প্রাণীরও।
সাপ শুনলেই অনেকে ভয় পান, সাপের কামড়ে দেশে প্রাণ যায় অনেক মানুষের। শুধু সাপের মানুষই নয়, সাপের বিষে প্রাণ যায় বাঘ-সিংহ-হাতির মতো শক্তিশালী প্রাণীরও।
কিন্তু এই সাপকেই জীবন্ত খাওয়ান হয় উটকে। না খেতে চাইলেও জোর করে বিষাক্ত সাপ খাওয়ানো হয় উটকে।
কিন্তু এই সাপকেই জীবন্ত খাওয়ান হয় উটকে। না খেতে চাইলেও জোর করে বিষাক্ত সাপ খাওয়ানো হয় উটকে।
বাস্তবে উট গাছ পাতা, ফল, সব্জি খেয়ে বেঁচে থাকে। সাপ খাওয়া তাদের খাদ্যাভ্যাসের মধ্যে পড়ে না। কিন্তু এক বিশেষ প্রকার রোগে আক্রান্ত হলে উটে সাপ খাওয়ানো হয়।
বাস্তবে উট গাছ পাতা, ফল, সব্জি খেয়ে বেঁচে থাকে। সাপ খাওয়া তাদের খাদ্যাভ্যাসের মধ্যে পড়ে না। কিন্তু এক বিশেষ প্রকার রোগে আক্রান্ত হলে উটে সাপ খাওয়ানো হয়।
রোগটির নাম হিয়াম। এই রোগ হলে উট জল বা অন্যান্য খাবার খাওয়া বন্ধ করে দেয়। উটের দেহও শক্ত হয়ে যায় এই রোগে আক্রান্ত হলে। পশ্চিম এশিয়ার দেশগুলিতে বিশ্বাস করা হয় এই রোগে উট আক্রান্ত হলে সার খাওয়ালে নাকি উট সুস্থ হয়ে যায়। সাপের মুখ খুলে সাপের মুখে সাপ ঢুকিয়ে জল খাওয়ানো হয়।
রোগটির নাম হিয়াম। এই রোগ হলে উট জল বা অন্যান্য খাবার খাওয়া বন্ধ করে দেয়। উটের দেহও শক্ত হয়ে যায় এই রোগে আক্রান্ত হলে। পশ্চিম এশিয়ার দেশগুলিতে বিশ্বাস করা হয় এই রোগে উট আক্রান্ত হলে সার খাওয়ালে নাকি উট সুস্থ হয়ে যায়। সাপের মুখ খুলে সাপের মুখে সাপ ঢুকিয়ে জল খাওয়ানো হয়।
যেমন তেমন সাপ নয়, এই রোগ হলে জীবন্ত গোখরো সাপ খাওয়ানো হয় উটকে। বিশ্বাস করা হয় যে সাপ খাওয়ালে সাপের বিষ উটের শরীরে ছড়িয়ে যায়। এরপর যখন বিষের প্রভাব কেটে যায় তখন নাকি সাপ সুস্থ হয়ে যায়। যদিও পশু চিকিৎসকদের মতে সাপ খাওয়ালে এই রোগ সেরে যাওয়ার ঘটনা ভিত্তিহীন।
যেমন তেমন সাপ নয়, এই রোগ হলে জীবন্ত গোখরো সাপ খাওয়ানো হয় উটকে। বিশ্বাস করা হয় যে সাপ খাওয়ালে সাপের বিষ উটের শরীরে ছড়িয়ে যায়। এরপর যখন বিষের প্রভাব কেটে যায় তখন নাকি সাপ সুস্থ হয়ে যায়। যদিও পশু চিকিৎসকদের মতে সাপ খাওয়ালে এই রোগ সেরে যাওয়ার ঘটনা ভিত্তিহীন।

শেষে কিনা জুতো চুরি করছে সাপ! এই ভিডিও দেখলে আপনিও চমকে যাবেন

#কলকাতা: জুতো চুরি করছে সাপ। শুনতে অবাক লাগলে বাস্তবে এমনটাই হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে যা দৃশ্য দেখা গিয়েছে, তা দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন সকলে। ভিডিওতে দেখা যাচ্ছে সাপ মুখে জুতো নিয়ে চলে যাচ্ছে। কোথা থেকে এই ভিডিওটি করা হয়েছে, তা এখনও জানা যায়নি। কিন্ত এই ভিডিও দেখে হাসির রোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

ভিডিওতে দেখা সাপটি বিষধর কিনা জানা যায়নি। ২৪ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে রাস্তার একপাশ থেকে যাচ্ছিল সাপটি। তার পরে আচমকা রাস্তার পাশে থাকা একটা জুতো মুখে নিয়ে নেয়। এর পরে জুতোটা মুখে নিয়েই চলে যেতে থাকে সাপটি। এমন ভিডিও আগে কখনও কেউ দেখেননি। আর এই ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে হাসির রোল।

আরও পড়ুন,  ‘কেজরিওয়ালকে খুনের ষড়যন্ত্র হচ্ছে!’ বিস্ফোরক অভিযোগ আপের, বিজেপি নেতার গ্রেফতারির দাবি চাইলেন সিসোদিয়া

নেটিজেনরা ভিডিওটি নিয়ে ট্রোল করছেন। তাঁদের মধ্যে একজন মন্তব্য করেন, সাপটা হয়তো ভেবেছিল কোনও শিকার ধরেছে। কিন্তু আদতে এটা একটা জুতো সেটা বুঝতে পারেনি। তবে সাপটি শেষ পর্যন্ত জুতোটা নিয়ে কী করল, তা এখনও জানা যায়নি। ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন পেজ থেকে আপলোড করা হচ্ছে ভিডিওটি। সেই সঙ্গে প্রচুর লাইক এবং কমেন্ট আসছে ভিডিওটি নিয়ে।

আরও পড়ুন,  অতিরিক্ত শূন্যপদে বেআইনি নিয়োগে এবার নাম জড়াল ব্রাত্য বসুর

ভিডিওটি কোন এলাকার এখনও স্পষ্ট নয়। তবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই সতর্ক থাকতে বলেন বিষধরকে নিয়ে। কারণ সাপের ভিডিও করতে গিয়ে আগেও অনেক বিপদ হয়েছে। ফলে এসব ক্ষেত্রে সতর্ক থাকাই সবচেয়ে ভালো।