Tag Archives: Aadhar Card

Aadhar Card: বাতিল হয়ে যেতে পারে আধার কার্ড…? হাতে মাত্র ‘ক’দিন’…! শিগগিরই করে নিন এই কাজ! ১ পয়সাও লাগবে না!

 

আধার কার্ড বাতিল নিয়ে আপনিও চিন্তিত? অত্যন্ত জরুরি এই নথি তথা পরিচয়পত্রের সঙ্গে জড়িত আছে নানা সরকারি সুযোগ সুবিধা লাভের সুযোগ। তাই সময় না নষ্ট করে অবিলম্বে চেক করে নিন আপনার আধার স্ট্যাটাস।
আধার কার্ড বাতিল নিয়ে আপনিও চিন্তিত? অত্যন্ত জরুরি এই নথি তথা পরিচয়পত্রের সঙ্গে জড়িত আছে নানা সরকারি সুযোগ সুবিধা লাভের সুযোগ। তাই সময় না নষ্ট করে অবিলম্বে চেক করে নিন আপনার আধার স্ট্যাটাস।
এখনও যদি আপডেটেড না হয়ে থাকে, আপনি বিনামূল্যে আপনার আধার কার্ড আপডেট করতে পারেন। এই সুবিধাটি UIDAI-এর অফিসিয়াল পোর্টালে পাওয়া যাচ্ছে। সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবাটি শুধুমাত্র ১৪ মার্চ পর্যন্ত পাওয়া যাবে।
এখনও যদি আপডেটেড না হয়ে থাকে, আপনি বিনামূল্যে আপনার আধার কার্ড আপডেট করতে পারেন। এই সুবিধাটি UIDAI-এর অফিসিয়াল পোর্টালে পাওয়া যাচ্ছে। সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবাটি শুধুমাত্র ১৪ মার্চ পর্যন্ত পাওয়া যাবে।
প্রসঙ্গত উল্লেখ্য, আধার কার্ড একটি প্রয়োজনীয় নথি। এটি পরিচয়, ঠিকানা এবং বয়সের তাৎক্ষণিক প্রমাণ পত্র। আধার ভারতীয়দের সার্বজনীন পরিচয় প্রদান করে। আপনি ই-আধার, mAadhaar এবং Aadhaar কার্ড ব্যবহার করে যেকোনও জায়গায় আপনার পরিচয় নিশ্চিত করতে পারেন।
প্রসঙ্গত উল্লেখ্য, আধার কার্ড একটি প্রয়োজনীয় নথি। এটি পরিচয়, ঠিকানা এবং বয়সের তাৎক্ষণিক প্রমাণ পত্র। আধার ভারতীয়দের সার্বজনীন পরিচয় প্রদান করে। আপনি ই-আধার, mAadhaar এবং Aadhaar কার্ড ব্যবহার করে যেকোনও জায়গায় আপনার পরিচয় নিশ্চিত করতে পারেন।
এছাড়াও আধার কার্ডের মাধ্যমে, একজন ব্যক্তির বায়োমেট্রিক বিবরণ, লিঙ্গ, অনন্য আধার নম্বর, নাম, ঠিকানা, ছবি এবং জন্ম তারিখ সম্পর্কে তথ্য পাওয়া যায়। এটি সরকারি প্রকল্পের সুবিধা পেতেও সাহায্য করে।
এছাড়াও আধার কার্ডের মাধ্যমে, একজন ব্যক্তির বায়োমেট্রিক বিবরণ, লিঙ্গ, অনন্য আধার নম্বর, নাম, ঠিকানা, ছবি এবং জন্ম তারিখ সম্পর্কে তথ্য পাওয়া যায়। এটি সরকারি প্রকল্পের সুবিধা পেতেও সাহায্য করে।
আগামী ১৪ মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করে নিতে পারেন আপনি :UIDAI ক্রমাগত পুরনো আধার কার্ড ব্যবহারকারীদের আধার কার্ড আপডেট করার পরামর্শ দিচ্ছে। আপনিও চাইলে ১৪ মার্চের মধ্যে বিনামূল্যে আপনার আধার আপডেট কার্ডটি আপডেট করতে পারেন।
আগামী ১৪ মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করে নিতে পারেন আপনি :
UIDAI ক্রমাগত পুরনো আধার কার্ড ব্যবহারকারীদের আধার কার্ড আপডেট করার পরামর্শ দিচ্ছে। আপনিও চাইলে ১৪ মার্চের মধ্যে বিনামূল্যে আপনার আধার আপডেট কার্ডটি আপডেট করতে পারেন।
নির্দিষ্ট এই দিনের মধ্যে করলে ঠিকানা-সহ অন্যান্য তথ্য আপডেট করার জন্য কোনও ফি দিতে হবে না। যারা ১০ বছর ধরে তাদের আধার আপডেট করেননি তাদের ঝঞ্ঝাট এড়াতে অবিলম্বে অনলাইনে আধার আপডেট করে নেওয়া উচিত।
নির্দিষ্ট এই দিনের মধ্যে করলে ঠিকানা-সহ অন্যান্য তথ্য আপডেট করার জন্য কোনও ফি দিতে হবে না। যারা ১০ বছর ধরে তাদের আধার আপডেট করেননি তাদের ঝঞ্ঝাট এড়াতে অবিলম্বে অনলাইনে আধার আপডেট করে নেওয়া উচিত।
কী ভাবে করবেন আধার আপডেট? এই পদক্ষেপগুলি অনুসরণ করুন:ঘরে বসেই আপডেট করা যাবে আধার কার্ড। প্রক্রিয়াটি বেশ সহজ। আধার আপডেট করতে আপনার পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণ লাগবে। প্রথমে http://uidai.gov.in-এ যান। আধার কার্ড নম্বর দিয়ে লগ ইন করুন। আপনি আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি ওটিপি পাবেন, সেটি লিখুন।
কী ভাবে করবেন আধার আপডেট? এই পদক্ষেপগুলি অনুসরণ করুন:
ঘরে বসেই আপডেট করা যাবে আধার কার্ড। প্রক্রিয়াটি বেশ সহজ। আধার আপডেট করতে আপনার পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণ লাগবে। প্রথমে http://uidai.gov.in-এ যান। আধার কার্ড নম্বর দিয়ে লগ ইন করুন। আপনি আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি ওটিপি পাবেন, সেটি লিখুন।
এবার আপনার নথি আপলোড করুন। সমস্ত তথ্য চেক করুন এবং আধার আপডেট করুন। আপনি নিজের কাছে এই আপডেটেড আঁধারের স্ক্যান কপি সংরক্ষণ করুন। যদিও এক্ষেত্রে একটি পিভিসি কার্ড পেতে আপনাকে একটি ফি দিতে হবে।
এবার আপনার নথি আপলোড করুন। সমস্ত তথ্য চেক করুন এবং আধার আপডেট করুন। আপনি নিজের কাছে এই আপডেটেড আঁধারের স্ক্যান কপি সংরক্ষণ করুন। যদিও এক্ষেত্রে একটি পিভিসি কার্ড পেতে আপনাকে একটি ফি দিতে হবে।

Malda News: পরিসংখ্যানে গরমিল? চিকিৎসকদের তথ্য যাচাই করতে আধার বায়োমেট্রিক

মালদহ: সরকারি হোক বা বেসরকারি, মেডিক্যাল কলেজগুলিতে চিকিৎসকদের সঠিক তথ্য পেতে সমস্যায় পড়তে হচ্ছে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়াকে। দেশজুড়ে সমস্ত সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজগুলির চিকিৎসকদের সঠিক সংখ্যা জানতে অভিনব উদ্যোগ গ্রহণ করল কাউন্সিল।

দেশের মেডিক্যাল কলেজগুলির অধ্যাপকদের সঠিক তথ্য একত্রিত করতে শুরু হয়েছে আধার বায়োমেট্রিক হাজিরা। প্রত্যেক মেডিক্যাল কলেজগুলিতে এই আধুনিক বায়োমেট্রিক মেশিন বসানো হয়েছে। চিকিৎসকদেরকে আধার নম্বর দিয়ে বায়োমেট্রিকে নাম নথিভুক্ত করতে হচ্ছে। আসার সময়ে নিয়মিত আধার বায়োমেট্রিক উপস্থিতি দিয়ে কাজ শুরু করতে হচ্ছে। বেড়ানোর সময় আবার বায়োমেট্রিকে থাম্বেল পেইন্ট দিয়ে প্রস্থান করতে হচ্ছে।

দেশজুড়েই শুরু হয়েছে এই নিয়ম। বাদ যায়নি, মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল। প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন,  আধার বায়োমেট্রিক বাধ্যতামূলক। কাউন্সিলের নির্দেশে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালেও বসানো হয়েছে। চিকিৎসকেরা সেখানেই উপস্থিতি দিচ্ছেন। তথ্য সরাসরি মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার সদর দফতরে নথিভুক্ত হচ্ছে। সম্পূর্ণ উপস্থিতি দেওয়া হচ্ছে অনলাইন মাধ্যমে। মেডিক্যাল কলেজগুলির হাতে আর কিছুই নেই।

জানা গিয়েছে প্রত্যেক চিকিৎসকদের ৭৫ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে এই অনলাইন মাধ্যমে। শুধুমাত্র সরকারি মেডিকেল কলেজগুলি নয়, এর আওতায় রয়েছে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে থাকা বেসরকারি মেডিক্যাল কলেজগুলিও। এমন সিস্টেম চালু করার কারণ হিসাবে মেডিক্যাল কলেজের কর্তাদের একাংশের মত, এখন থেকে কাউন্সিল সব তথ্য নিজের কাছে সরাসরি রাখতে চাইছে। কারণ অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে মেডিক্যাল কলেজগুলিতে বিভিন্ন বিভাগে অধ্যাপকের সংখ্যা কম থাকলেও কলেজ কর্তৃপক্ষ সেখানে বেশি করে অধ্যাপকদের সংখ্যা দিচ্ছেন। এর ফলে মেডিক্যাল কলেজ গুলির পড়াশোনার মান কমে যাচ্ছে।

হরষিত সিংহ

Aadhar Card Deactivation: আধার কার্ড বাতিল! এবার সরাসরি নির্বাচন কমিশনের কাছে নালিশ তৃণমূলের, যাচ্ছে প্রতিনিধি দল

নয়াদিল্লি: ক’দিন আগে হঠাৎ করেই শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে৷ বিভিন্ন দিক থেকে আসতে থাকে আধার কার্ড বাতিলের খবর৷ ঘটনায় রীতিমতো ত্রস্ত হয়ে পড়েন লোকজন৷ গোটা ঘটনার শুরু থেকেই আধার বাতিলের ইস্যুকে কেন্দ্রে করে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ তখনই তিনি জানিয়েছিলেন, এ নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে প্রতিনিধি দল পাঠাবেন তিনি৷ সূত্রের খবর, আধার ইস্যুতে আজ নয়াদিল্লির জাতীয় নির্বাচন কমিশনের দফতরে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল৷

জানা গিয়েছে, ৫ সদস্যের এই প্রতিনিধি দলে রয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, সাংসদ প্রতিমা মণ্ডল, রাজ্যসভার সদস্য দোলা সেন, সাংসদ সাজদা আহমেদ, রাজ্যসভার সাংসদ সকেত গোখলে৷

তৃণমূলের এই প্রতিনিধি দল এদিন জাতীয় নির্বাচন কমিশনের দফতরে আধার বাতিল নিয়ে একটি স্মারকলিপি জমা দেবেন বলে জানা গিয়েছে৷ তারপরে তাঁরা সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন৷

আরও পড়ুন: আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকছে কড়কড়ে টাকা…কথা রাখলেন মমতা! কারা পাবেন? কী নিয়ম, জানুন

গত বেশ কিছুদিন ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বহু মানুষের কাছে বার্তা আসতে থাকে, তাঁদের আধার কার্ড বাতিল বলে। তার পরে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা। পাশাপাশি, কার্ড বাতিলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও চিঠি দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার বেড়মজুরের তৃণমূল নেতা অজিত মাইতি, রবিবার তাড়া খেয়েছিলেন গ্রামবাসীর..তারপরে চরম নাটক

বস্তুত, আধার কার্ড নিয়ে বিজেপির ‘গড়’ হয়ে ওঠা মতুয়া মহল্লাতেও উদ্বেগ তৈরি হয়েছিল। যা বিজেপির মধ্যেও উদ্বেগের জন্ম দিয়েছিল। অনেকের মতে, সেই কারণে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরদের রাতারাতি ময়দানে নামতে হয়েছিল।

Blue Aadhar Card: এখনও বানাননি ‘ব্লু আধার কার্ড’…? কী ভাবে করবেন আবেদন? কী কী ডক্যুমেন্ট লাগবে? জানুন জলের মতো সহজ নিয়ম!

আধার কার্ড হল ভারতের নাগরিকদের অন্যতম জরুরি পরিচয় পত্র। ব্যক্তির একাধিক পরিচয় তথ্য সম্বলিত এই নথির মধ্যে রয়েছে, আঙ্গুলের ছাপের বিবরণ, ঠিকানা, যোগাযোগের বিবরণ এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য।
আধার কার্ড হল ভারতের নাগরিকদের অন্যতম জরুরি পরিচয় পত্র। ব্যক্তির একাধিক পরিচয় তথ্য সম্বলিত এই নথির মধ্যে রয়েছে, আঙ্গুলের ছাপের বিবরণ, ঠিকানা, যোগাযোগের বিবরণ এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য।
আধার কার্ডে একটি অনন্য ১২ সংখ্যার নম্বর রয়েছে, যা আধার বা UID নম্বর নামেও পরিচিত। প্রত্যেকের কাছেই এই আধার কার্ড থাকা অত্যন্ত জরুরি। নিজের ও সরকারি বেসরকারি কাজের সুবিধার্থে চূড়ান্ত পরিচয়পত্র এই ডক্যুমেন্ট। 
আধার কার্ডে একটি অনন্য ১২ সংখ্যার নম্বর রয়েছে, যা আধার বা UID নম্বর নামেও পরিচিত। প্রত্যেকের কাছেই এই আধার কার্ড থাকা অত্যন্ত জরুরি। নিজের ও সরকারি বেসরকারি কাজের সুবিধার্থে চূড়ান্ত পরিচয়পত্র এই ডক্যুমেন্ট।
অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নথিটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় নথি। এটি অনেক প্রশাসনিক কাজে ও সরকারি সুযোগ সুযোগ সুবিধা পেতে প্রয়োজন হয়। নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, পাসপোর্ট, প্যান কার্ড, জ্বালানি গ্যাসের সুবিধে পাওয়া এবং অন্যান্য আরও নানা কাজে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিকানা প্রমাণ হিসেবে ধরা হয়।
অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নথিটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় নথি। এটি অনেক প্রশাসনিক কাজে ও সরকারি সুযোগ সুযোগ সুবিধা পেতে প্রয়োজন হয়। নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, পাসপোর্ট, প্যান কার্ড, জ্বালানি গ্যাসের সুবিধে পাওয়া এবং অন্যান্য আরও নানা কাজে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিকানা প্রমাণ হিসেবে ধরা হয়।
আধার কার্ডসম্প্রতি আধার কার্ড বাতিল বিতর্কের মধ্যেই ফের চর্চায় উঠে এসেছে নীল রঙের আধার কার্ড (Blue Aadhaar Card)। কারণ অনেকেই এই আধার কার্ড সম্পর্কে এখনও সচেতন নন। সম্প্রতি UIDAI এর তরফে এই কার্ডের বিষয়ে জারি করা হয়েছে একটি নির্দেশিকা।
আধার কার্ড
সম্প্রতি আধার কার্ড বাতিল বিতর্কের মধ্যেই ফের চর্চায় উঠে এসেছে নীল রঙের আধার কার্ড (Blue Aadhaar Card)। কারণ অনেকেই এই আধার কার্ড সম্পর্কে এখনও সচেতন নন। সম্প্রতি UIDAI এর তরফে এই কার্ডের বিষয়ে জারি করা হয়েছে একটি নির্দেশিকা।
কারা নীল আধার কার্ড পাওয়ার যোগ্য এবং কী ভাবে আবেদন করতে হবে আবেদন?এবার UIDAI এর তরফে যাবতীয় খুঁটিনাটি জানানো হল নতুন নির্দেশিকায়। কারণ বর্তমানে দেশের নাগরিকদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় নথি হল আধার কার্ড (UIDAI Aadhaar Card). এবার সেই আধার কার্ডের ক্ষেত্রে হতে চলেছে নয়া সংযোজন।
কারা নীল আধার কার্ড পাওয়ার যোগ্য এবং কী ভাবে আবেদন করতে হবে আবেদন?
এবার UIDAI এর তরফে যাবতীয় খুঁটিনাটি জানানো হল নতুন নির্দেশিকায়। কারণ বর্তমানে দেশের নাগরিকদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় নথি হল আধার কার্ড (UIDAI Aadhaar Card). এবার সেই আধার কার্ডের ক্ষেত্রে হতে চলেছে নয়া সংযোজন।
বস্তুত, এর আগে নবজাতক বা পাঁচ বছরের কম বয়সি শিশুদের জন্য আধার কার্ডের সুবিধা উপলব্ধ ছিল না। ২০১৮ সালে, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) শিশুদের জন্য আধার কার্ড চালু করে। নীল আধার কার্ড, যা চাইল্ড আধার কার্ড নামেও পরিচিত তাঁর রঙ নীল এবং শিশুদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
বস্তুত, এর আগে নবজাতক বা পাঁচ বছরের কম বয়সি শিশুদের জন্য আধার কার্ডের সুবিধা উপলব্ধ ছিল না। ২০১৮ সালে, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) শিশুদের জন্য আধার কার্ড চালু করে। নীল আধার কার্ড, যা চাইল্ড আধার কার্ড নামেও পরিচিত তাঁর রঙ নীল এবং শিশুদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
নীল আধার কার্ড কাদের জন্য জরুরি?নীল আধার কার্ডগুলি প্রাপ্তবয়স্কদের জন্য জারি করা আসল কার্ড থেকে কিছুটা আলাদা। এই আধার কার্ডগুলিতে, শিশুর আইরিস এবং আঙুলের ছাপ স্ক্যানের প্রয়োজন নেই। শিশুর আধার কার্ড যাচাই করার জন্য, পিতামাতার একজনকে তাদের আসল আধার কার্ড এবং শিশুদের জন্ম শংসাপত্র তৈরি করতে হবে।
নীল আধার কার্ড কাদের জন্য জরুরি?
নীল আধার কার্ডগুলি প্রাপ্তবয়স্কদের জন্য জারি করা আসল কার্ড থেকে কিছুটা আলাদা। এই আধার কার্ডগুলিতে, শিশুর আইরিস এবং আঙুলের ছাপ স্ক্যানের প্রয়োজন নেই। শিশুর আধার কার্ড যাচাই করার জন্য, পিতামাতার একজনকে তাদের আসল আধার কার্ড এবং শিশুদের জন্ম শংসাপত্র তৈরি করতে হবে।
আধারশিশু আধার কার্ডের একটি ১২ সংখ্যার অনন্য শনাক্তকরণ নম্বর রয়েছে এবং এটির রঙ নীল। যখন সন্তানের বয়স পাঁচ হবে, তখন অভিভাবককে কার্ডটি আপডেট করতে হবে অন্যথায় এটি অবৈধ হয়ে যাবে। অভিভাবকদের তাদের পাঁচ বছর বয়সী সন্তানের ছবি, আঙুলের ছাপ এবং আইরিস স্ক্যান বর্তমান আধার কার্ডে আপডেট করতে হবে।
আধার
শিশু আধার কার্ডের একটি ১২ সংখ্যার অনন্য শনাক্তকরণ নম্বর রয়েছে এবং এটির রঙ নীল। যখন সন্তানের বয়স পাঁচ হবে, তখন অভিভাবককে কার্ডটি আপডেট করতে হবে অন্যথায় এটি অবৈধ হয়ে যাবে। অভিভাবকদের তাদের পাঁচ বছর বয়সী সন্তানের ছবি, আঙুলের ছাপ এবং আইরিস স্ক্যান বর্তমান আধার কার্ডে আপডেট করতে হবে।
শিশুর আধার কার্ডশিশু আধার কার্ডের মেয়াদ পাঁচ বছর। অভিভাবকরা নির্ধারিত নির্দেশিকা অনুসরণ করে এর মেয়াদ বাড়াতে পারেন। এটি করার মাধ্যমে, শিশুর পাঁচ বছর বয়স হওয়ার পরেও শিশু আধার কার্ড একটি বৈধ আইডি হিসাবে ব্যবহার করা যেতে পারে। শিশুদের আধার বিবরণে তাদের বিবরণ আপডেট করার জন্য সরকার কোনও ফি নেয় না।
শিশুর আধার কার্ড
শিশু আধার কার্ডের মেয়াদ পাঁচ বছর। অভিভাবকরা নির্ধারিত নির্দেশিকা অনুসরণ করে এর মেয়াদ বাড়াতে পারেন। এটি করার মাধ্যমে, শিশুর পাঁচ বছর বয়স হওয়ার পরেও শিশু আধার কার্ড একটি বৈধ আইডি হিসাবে ব্যবহার করা যেতে পারে। শিশুদের আধার বিবরণে তাদের বিবরণ আপডেট করার জন্য সরকার কোনও ফি নেয় না।
কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে :শিশুদের জন্য এই ব্লু আধার কার্ডের জন্য আবেদন করার জন্য, অভিভাবকদের কিছু নথিপত্র তালিকাভুক্তি কেন্দ্রে নিয়ে যেতে হবে। খেয়াল রাখতে হবে যে ব্যবহারকারীদের প্রমাণ হিসেবে আসল নথিগুলিকে সঙ্গে রাখতে হবে।
কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে :
শিশুদের জন্য এই ব্লু আধার কার্ডের জন্য আবেদন করার জন্য, অভিভাবকদের কিছু নথিপত্র তালিকাভুক্তি কেন্দ্রে নিয়ে যেতে হবে। খেয়াল রাখতে হবে যে ব্যবহারকারীদের প্রমাণ হিসেবে আসল নথিগুলিকে সঙ্গে রাখতে হবে।
যদিও ব্যবহারকারীদের এই সমস্ত নথির একটি ফটোকপি সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয় যদি তাদেরকে কোনও কারণে তা জমা দিতে হয়। সেই সঙ্গে যাদের আধার কার্ড তৈরি করা হচ্ছে তাদের বাবা-মাকেও সঙ্গে আসতে হবে। প্রয়োজনীয় নথির তালিকার মধ্যে রয়েছে জন্ম শংসাপত্র, পিতামাতার আধার কার্ড, ঠিকানার প্রমাণ এবং স্কুল আইডি (যদি শিশু স্কুলে থাকে)।
যদিও ব্যবহারকারীদের এই সমস্ত নথির একটি ফটোকপি সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয় যদি তাদেরকে কোনও কারণে তা জমা দিতে হয়। সেই সঙ্গে যাদের আধার কার্ড তৈরি করা হচ্ছে তাদের বাবা-মাকেও সঙ্গে আসতে হবে। প্রয়োজনীয় নথির তালিকার মধ্যে রয়েছে জন্ম শংসাপত্র, পিতামাতার আধার কার্ড, ঠিকানার প্রমাণ এবং স্কুল আইডি (যদি শিশু স্কুলে থাকে)।
যদিও ব্যবহারকারীদের এই সমস্ত নথির একটি ফটোকপি সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয় যদি তাদেরকে কোনও কারণে তা জমা দিতে হয়। সেই সঙ্গে যাদের আধার কার্ড তৈরি করা হচ্ছে তাদের বাবা-মাকেও সঙ্গে আসতে হবে।
যদিও ব্যবহারকারীদের এই সমস্ত নথির একটি ফটোকপি সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয় যদি তাদেরকে কোনও কারণে তা জমা দিতে হয়। সেই সঙ্গে যাদের আধার কার্ড তৈরি করা হচ্ছে তাদের বাবা-মাকেও সঙ্গে আসতে হবে।
প্রয়োজনীয় নথির তালিকার মধ্যে রয়েছে জন্ম শংসাপত্র, পিতামাতার আধার কার্ড, ঠিকানার প্রমাণ এবং স্কুল আইডি (যদি শিশু স্কুলে থাকে)।
প্রয়োজনীয় নথির তালিকার মধ্যে রয়েছে জন্ম শংসাপত্র, পিতামাতার আধার কার্ড, ঠিকানার প্রমাণ এবং স্কুল আইডি (যদি শিশু স্কুলে থাকে)।
অনলাইন আবেদনব্যবহারকারী অনলাইনে নীল আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। তবে, তারা UIDAI-এর অফিসিয়াল ওয়েব পোর্টালে নিকটতম আধার কেন্দ্র চেক করতে পারেন। তারা এর জন্য প্রয়োজনীয় নথির তালিকাও পরীক্ষা করতে পারবেন। আধার কার্ড তালিকাভুক্তি প্রক্রিয়ার আগে প্রয়োজনীয় নথিগুলি প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়।
অনলাইন আবেদন
ব্যবহারকারী অনলাইনে নীল আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। তবে, তারা UIDAI-এর অফিসিয়াল ওয়েব পোর্টালে নিকটতম আধার কেন্দ্র চেক করতে পারেন। তারা এর জন্য প্রয়োজনীয় নথির তালিকাও পরীক্ষা করতে পারবেন। আধার কার্ড তালিকাভুক্তি প্রক্রিয়ার আগে প্রয়োজনীয় নথিগুলি প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়।

 

Aadhaar De-activation: ‘অকেজো’ আধার! চিকিৎসা, পড়াশোনা, উপার্জনও বন্ধ মালদহের বহু পরিবারের

মালদহ: আধার নিষ্ক্রিয়তায় অন্ধকার মালদহেও। পুরাতন মালদহ ও হবিবপুর ব্লকের একাধিক ব্যক্তি পেলেন আঁধার ‘ডি-এক্টিভেশনের’ চিঠি। আধার জটিলতায় ঘুম উড়েছে একাধিক পরিবারের। আতঙ্ক আর হয়রানিতে দিশেহারা পরিবার। চিকিৎসা, পড়াশোনা, উপার্জনও বন্ধ।রাজ্যের অন্যান্য জেলার মতো মালদহেও একাধিক ব্যক্তি পেলেন আধার ‘ডি-অ্যাকটিভেশনের’ চিঠি।

আরও পড়ুনঃ সিকিমে প্রবল তুষারপাতে আটকে পর্যটকরা, ৫০০ জনকে উদ্ধার; শয়ে শয়ে আটকে গাড়ি

পুরাতন মালদহের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের ডুমুরতলা এলাকার বাসিন্দা পলান দাস একজন বিশেষ চাহিদা সম্পন্ন টোটোচালক। নিজের ও স্ত্রীর আধার নিয়ে কোনও সমস্যা না হলেও, সপ্তমশ্রেণির পড়ুয়া ছেলের আধার ডিএক্টিভেশনের চিঠি পেয়ে হতবাক পরিবার। অন্যদিকে, একই এলাকার বাসিন্দা কৃষ্ণ দাস ও তাঁর স্ত্রী আধার নিষ্ক্রিয় হওয়ার চিঠি হাতে পেয়ে চরম বিপাকে পড়েছেন। কৃষ্ণবাবুর বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী। কিন্তু, আধার জটিলতায় ব্যাংক থেকে টাকা তুলতে না পেরে থমকে চিকিৎসা। নাগরিকত্বের একাধিক প্রমাণপত্র হাতে থাকলেও আধার নিষ্ক্রিয়তার জেরে মুহূর্তে রেশন,  ব্যাংকের লেনদেন সবই বন্ধ হয়ে গিয়েছে। তবে, কৃষ্ণবাবুর ক্ষেত্রে স্বামী-স্ত্রীর আধার নিষ্ক্রিয় হলেও স্কুল পড়ুয়া ছেলের আধার সক্রিয় রয়েছে।

একইভাবে আধার নিষ্ক্রিয়তার চিঠি পেয়েছেন হবিবপুর ব্লকের আইহো পঞ্চায়েতের বক্সীনগর এলাকার একই পরিবারের তিনজন। এখানে মা ও দুই ছেলের আধার নিষ্ক্রিয় করার চিঠি পাঠানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। আতঙ্কে সংবাদ মাধ্যমের সামনে আসতে চাইনি পরিবার।

মালদহ জেলাশাসকের তরফে অবশ্য আশ্বস্ত করে বলা হয়েছে, যাঁরা আধার নিষ্ক্রিয়তার চিঠি পেয়েছেন, তাঁরা যাতে রেশন বা অন্যান্য কোনও পরিষেবা থেকে বঞ্চিত না হন এজন্য বিকল্প পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজ্যের পোর্টালে তাঁদের নাম যুক্ত করা হবে। এদিকে মালদহে আধার নিষ্ক্রিয়তা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে জেলা তৃণমূল। আধার কার্ড নিষ্ক্রিয়তার মুখে পড়া বাসিন্দারা যাতে কোনওভাবে আতঙ্কিত না হন,  দল পাশে থাকবে বলে জানিয়েছেন তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী। যদিও বিজেপির পাল্টা দাবি, যাঁদের আধার ডিএকটিভেটেড হয়েছে তাঁদের আধার ফের সক্রিয় হয়ে যাবে। এরমধ্যে রাজনীতির কোনও বিষয় নেই বলেও দাবি বিজেপির

আপনার আধার কার্ড ‘বাতিল’…? কী ভাবে করবেন আধার কার্ড ‘অ্যাক্টিভেট’? অনলাইন না অফলাইন? জানুন ‘সিম্পল’ নিয়ম

বাংলাজুড়ে তোলপাড়। একাধিক জায়গা থেকে আসছে আধার কার্ড বাতিলের খবর। শোরগোল পরে গিয়েছে গোটা দেশে। ইতিমধ্যেই এই নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বিকল্প কার্ডের কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলাজুড়ে তোলপাড়। একাধিক জায়গা থেকে আসছে আধার কার্ড বাতিলের খবর। শোরগোল পরে গিয়েছে গোটা দেশে। ইতিমধ্যেই এই নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বিকল্প কার্ডের কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বস্তুত কেবলমাত্র পরিচয়পত্রই নয়, অধিকাংশ ক্ষেত্রে দেশের নাগরিকদের জন্য আধার কার্ড বাধ্যতামূলক। কিন্তু আচমকাই শোনা যাচ্ছে, অনেকের কাছেই এই আধার কার্ড রাতারাতি বাতিল হওয়ার চিঠি এসে পৌঁছচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে আসছে খবর।
বস্তুত কেবলমাত্র পরিচয়পত্রই নয়, অধিকাংশ ক্ষেত্রে দেশের নাগরিকদের জন্য আধার কার্ড বাধ্যতামূলক। কিন্তু আচমকাই শোনা যাচ্ছে, অনেকের কাছেই এই আধার কার্ড রাতারাতি বাতিল হওয়ার চিঠি এসে পৌঁছচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে আসছে খবর।
সত্যিই যদি আপনার কাছেও আসে আধার কার্ড বাতিলের চিঠি। কেন আসছে এমন চিঠি? এর নেপথ্যে কী কারণ? কী করে করবেন এই জরুরি ডক্যুমেন্ট 'অ্যাকটিভেট'? উত্তর কিন্তু সহজ। জেনে নিতে হবে UIDAI এর কিছু সহজ নিয়ম।
সত্যিই যদি আপনার কাছেও আসে আধার কার্ড বাতিলের চিঠি। কেন আসছে এমন চিঠি? এর নেপথ্যে কী কারণ? কী করে করবেন এই জরুরি ডক্যুমেন্ট ‘অ্যাকটিভেট’? উত্তর কিন্তু সহজ। জেনে নিতে হবে UIDAI এর কিছু সহজ নিয়ম।
আধার কার্ড বাতিল হতে পারে যে কোনও মুহূর্তে। তার পিছনে থাকতে পারে নানা কারণ। তিন বছর ধরে লাগাতার আধার কার্ড ব্যবহৃত না হলে তা বাতিল হতে পারে। এমনটাই নিয়ম রয়েছে UIDAI-এর।
আধার কার্ড বাতিল হতে পারে যে কোনও মুহূর্তে। তার পিছনে থাকতে পারে নানা কারণ। তিন বছর ধরে লাগাতার আধার কার্ড ব্যবহৃত না হলে তা বাতিল হতে পারে। এমনটাই নিয়ম রয়েছে UIDAI-এর।
UIDAI-এর ওয়েবসাইট বলছে, যদি লাগাতার তিন বছর ধরে আপনার আধার কার্ড লিঙ্ক না হয়ে থাকে, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা PAN নম্বরের সঙ্গে আধার লিঙ্ক না করা হয় তবে সেটি বাতিল হতে পারে। আবার EPFO-তে আধারের বিস্তারিত তথ্য না দেওয়া থাকলেও ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে কার্ডটি।
UIDAI-এর ওয়েবসাইট বলছে, যদি লাগাতার তিন বছর ধরে আপনার আধার কার্ড লিঙ্ক না হয়ে থাকে, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা PAN নম্বরের সঙ্গে আধার লিঙ্ক না করা হয় তবে সেটি বাতিল হতে পারে। আবার EPFO-তে আধারের বিস্তারিত তথ্য না দেওয়া থাকলেও ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে কার্ডটি।
আপনার আধার কার্ড অ্যাক্টিভ আছে তো?সহজেই বুঝে নিতে পারেন এই প্রশ্নের উত্তর। এর জন্য UIDAI ওয়েবসাইটের পেজে গিয়ে আধার কার্ড সার্ভিসেস ট্যাবে যেতে হবে। এরপর অপশন আসবে, 'ভেরিফাই আধার নম্বর।' সেখানে ক্লিক করলে খুলে যাবে অপর একটি পেজ। সেখানে নিজের আধার নম্বরটি দিয়ে 'ক্যাপচা কোড' দিতে হবে। গ্রিন চেকমার্ক স্ক্রিনে ফুটে উঠলেই বুঝবেন আপনার আধার কার্ড অ্যাক্টিভ রয়েছে।
আপনার আধার কার্ড অ্যাক্টিভ আছে তো?
সহজেই বুঝে নিতে পারেন এই প্রশ্নের উত্তর। এর জন্য UIDAI ওয়েবসাইটের পেজে গিয়ে আধার কার্ড সার্ভিসেস ট্যাবে যেতে হবে। এরপর অপশন আসবে, ‘ভেরিফাই আধার নম্বর।’ সেখানে ক্লিক করলে খুলে যাবে অপর একটি পেজ। সেখানে নিজের আধার নম্বরটি দিয়ে ‘ক্যাপচা কোড’ দিতে হবে। গ্রিন চেকমার্ক স্ক্রিনে ফুটে উঠলেই বুঝবেন আপনার আধার কার্ড অ্যাক্টিভ রয়েছে।
আধার ইনঅ্যাক্টিভ হলে কী করবেন?আপনার আধার কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে থাকলে নিকটবর্তী এনরোলমেন্ট সেন্টারে গিয়ে নাম-পরিচয় সংক্রান্ত সমস্ত তথ্য জমা করতে হবে।
আধার ইনঅ্যাক্টিভ হলে কী করবেন?
আপনার আধার কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে থাকলে নিকটবর্তী এনরোলমেন্ট সেন্টারে গিয়ে নাম-পরিচয় সংক্রান্ত সমস্ত তথ্য জমা করতে হবে।
একটি আধার আপডেট ফর্ম নিয়ে নিজের বায়োমেট্রিক চিহ্নিত করতে হবে। এরপর সেটি পুনরায় নিশ্চিত করতে হবে। আপনাকে এই আপডেটের জন্য এনরোলমেন্ট সেন্টার ২৫ টাকা জমা করতে হবে। এক্ষেত্রে অবশ্যই একটি বৈধ মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক।
একটি আধার আপডেট ফর্ম নিয়ে নিজের বায়োমেট্রিক চিহ্নিত করতে হবে। এরপর সেটি পুনরায় নিশ্চিত করতে হবে। আপনাকে এই আপডেটের জন্য এনরোলমেন্ট সেন্টার ২৫ টাকা জমা করতে হবে। এক্ষেত্রে অবশ্যই একটি বৈধ মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক।
ডিঅ্যাক্টিভেট হওয়া আধার কার্ডকে আবার চালু করার জন্য বায়োমেট্রিক তথ্যের প্রয়োজন রয়েছে। সশরীরে আধার এনরোলমেন্ট সেন্টারে পৌঁছনো বাধ্যতামূলক। এই প্রক্রিয়া কোনওভাবেই অনলাইন কিংবা পোস্টের মাধ্যমে করা সম্ভব নয়।
ডিঅ্যাক্টিভেট হওয়া আধার কার্ডকে আবার চালু করার জন্য বায়োমেট্রিক তথ্যের প্রয়োজন রয়েছে। সশরীরে আধার এনরোলমেন্ট সেন্টারে পৌঁছনো বাধ্যতামূলক। এই প্রক্রিয়া কোনওভাবেই অনলাইন কিংবা পোস্টের মাধ্যমে করা সম্ভব নয়।
আধার এনরোলমেন্ট সেন্টারের কর্মচারীরা বায়োমেট্রিক ছাপ নেওয়ার ক্ষেত্রে সহায়তা করবেন। পুরনো রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখা হবে নতুন তথ্য। দু'টি সেট ম্যাচ হলে তবেই আধার কার্ড আপডেট হবে।
আধার এনরোলমেন্ট সেন্টারের কর্মচারীরা বায়োমেট্রিক ছাপ নেওয়ার ক্ষেত্রে সহায়তা করবেন। পুরনো রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখা হবে নতুন তথ্য। দু’টি সেট ম্যাচ হলে তবেই আধার কার্ড আপডেট হবে।
আধার কার্ড কি আদৌ বাতিল হয়েছে?ইতিমধ্যেই আধার কার্ড বাতিলের অভিযোগ নস্যাৎ করে বড় বয়ান দিয়েছে UIDAI কর্তৃপক্ষ। তাদের তরফে স্পষ্ট বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মূলত আধার কার্ড ধারকদের আধার ডেটাবেস আপডেট রাখার জন্যই এই বিষয়ে গৃহীত কার্যক্রম সম্পর্কে সময়ে সময়ে অবহিত করা হয়। একইসঙ্গে এটি পরিষ্কার করা হয়েছে যে কোনও আধার নম্বরই নিষ্ক্রিয় করা হয়নি।
আধার কার্ড কি আদৌ বাতিল হয়েছে?
ইতিমধ্যেই আধার কার্ড বাতিলের অভিযোগ নস্যাৎ করে বড় বয়ান দিয়েছে UIDAI কর্তৃপক্ষ। তাদের তরফে স্পষ্ট বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মূলত আধার কার্ড ধারকদের আধার ডেটাবেস আপডেট রাখার জন্যই এই বিষয়ে গৃহীত কার্যক্রম সম্পর্কে সময়ে সময়ে অবহিত করা হয়। একইসঙ্গে এটি পরিষ্কার করা হয়েছে যে কোনও আধার নম্বরই নিষ্ক্রিয় করা হয়নি।
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) তাদের ওয়েবসাইটে ইতিমধ্যেই জানিয়েছে আধার কার্ড সাধারণত নানাবিধ সরকারি সুযোগ সুবিধা, স্কিম এবং পরিষেবাগুলি পেতে ডিজিটাল পরিচয়পত্র হিসাবে ব্যবহৃত হয়।
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) তাদের ওয়েবসাইটে ইতিমধ্যেই জানিয়েছে আধার কার্ড সাধারণত নানাবিধ সরকারি সুযোগ সুবিধা, স্কিম এবং পরিষেবাগুলি পেতে ডিজিটাল পরিচয়পত্র হিসাবে ব্যবহৃত হয়।
UIDAI কর্তৃপক্ষ জানিয়েছে, যদি কোনও আধার নম্বরধারীর এই সংক্রান্ত কোনও অভিযোগ থাকে তবে তারা তাদের পরামর্শ UIDAI-কে দিতে পারেন। UIDAI আরও জানিয়েছে, যদি কোনও ব্যক্তির আধার কার্ড-বিষয়ে কোনও অভিযোগ থাকে তবে তারা এই লিঙ্কে (https://uidai.gov.in/en/contact-support/feedback.html) UIDAI-কে তাদের প্রতিক্রিয়া জানাতে পারেন। এই ধরনের অভিযোগ যথাযথভাবে সমাধান করা হবে।
UIDAI কর্তৃপক্ষ জানিয়েছে, যদি কোনও আধার নম্বরধারীর এই সংক্রান্ত কোনও অভিযোগ থাকে তবে তারা তাদের পরামর্শ UIDAI-কে দিতে পারেন। UIDAI আরও জানিয়েছে, যদি কোনও ব্যক্তির আধার কার্ড-বিষয়ে কোনও অভিযোগ থাকে তবে তারা এই লিঙ্কে (https://uidai.gov.in/en/contact-support/feedback.html) UIDAI-কে তাদের প্রতিক্রিয়া জানাতে পারেন। এই ধরনের অভিযোগ যথাযথভাবে সমাধান করা হবে।

Aadhar Card: ‘কোনও আধার কার্ড বাতিল হয়নি…’, সাফ জানাল UIDAI, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

কলকাতা: আধার কার্ড বাতিল নিয়ে তোলপাড় রাজ্য। ইতিমধ্যেই এই নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বিকল্প কার্ডের কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর অভিযোগ নস্যাৎ করে বড় বয়ান UIDAI কর্তৃপক্ষের। তাদের তরফে স্পষ্ট বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মূলত আধার কার্ড ধারকদের আধার ডেটাবেস আপডেট রাখার জন্যই এই বিষয়ে গৃহীত কার্যক্রম সম্পর্কে সময়ে সময়ে অবহিত করা হয়। একইসঙ্গে এটি পরিষ্কার করা হয়েছে যে কোনও আধার নম্বরই নিষ্ক্রিয় করা হয়নি।

আরও পড়ুন: শয়ে শয়ে বাতিল আধার কার্ড…! বাড়ি বাড়ি যাচ্ছে UIDAI-এর চিঠি…! আপনি পেলে কী করবেন? ঘাবড়ে না গিয়ে জানুন ‘সঠিক’ নিয়ম

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) সোমবার বলেছে যে আধার নম্বর ধারকদের আধার ডেটাবেস আপডেট রাখার জন্য সময়ে সময়ে অবহিত করা হয়। তবে কারও নম্বর বাতিল করা হয়নি এখনও পর্যন্ত।

আরও পড়ুন: লোকসভার প্রচারে সামাজিক প্রকল্প ও সোশ্যাল মিডিয়ায় জোর ত্রিপুরায়, যা বললেন মানিক সাহা

UIDAI তার ওয়েবসাইটে বলেছে যে আধার কার্ড সাধারণত নানাবিধ সরকারি সুযোগ সুবিধা, স্কিম এবং পরিষেবাগুলি পেতে ডিজিটাল পরিচয়পত্র হিসাবে ব্যবহৃত হয়। আধার ডাটাবেসের নির্ভুলতা বজায় রাখার জন্য, UIDAI নথি এবং আধার তথ্য আপডেট করার জন্য একটি অনুশীলন শুরু করেছে। এটি একটি নিয়মমাফিক পদ্ধতি, তার বেশি নয়। UIDAI এমনটাই তাদের ওয়েবসাইটে জানিয়েছে।

Aadhar Card: আবার এল সেই চিঠি, আশঙ্কায় কাঁপছে নাকাশিপাড়ার বহু পরিবার! দেখুন ভিডিও…

নাকাশিপাড়া: আধার কার্ড বাতিলের চিঠিতে আঁধার Nakashipara র বহু পরিবারে। দিন পনের আগে নাকাশিপাড়া ব্লকের কাঁঠালবেড়িয়া গ্রামের প্রায় ২০ জনের বাড়িতে পোস্ট অফিসের মারফত আধার কার্ড বাতিলের চিঠি এসে হাজির হয়। চিঠি পেয়েই আতঙ্কিত মানুষজন সমস্যায়। ব্যাঙ্কের লেনদেন, রেশন পরিষেবা সহ একাধিক সমস্যায় পড়ার আশঙ্কা।

Aadhar Card Cancellation Issue: শয়ে শয়ে আধার কার্ড বাতিল! নালিশ জানাতে হেল্পলাইন নম্বর প্রকাশ কেন্দ্রীয় মন্ত্রীর, শুভেন্দুও লিখলেন চিঠি

কলকাতা: আধার কার্ড বাতিল ইস্যুতে কেন্দ্রের ইলেকট্রনিক্স এবং তথ্য ও প্রযুক্তি দফতরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলায় একের পর এক নাগরিকদের আধার কার্ড বাতিল হওয়ার ঘটনায় বিভ্রান্তি এবং ভীতি ছড়িয়েছে বলে চিঠিতে উল্লেখ করেন শুভেন্দু। অন্যদিকে, আধার কার্ড বাতিল হওয়া সংক্রান্ত কোনও বিষয়ে কোনও জিজ্ঞাসা থাকলে সাধারণ মানুষ যাতে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন, সে জন্য একটি ই-মেল আইডি ও একটি ফোন নম্বর প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর (aadharsthakurbari@gmail.com, 9647534453)৷

শুভেন্দু অধিকারী বলেন, ‘‘২৪ ঘণ্টার মধ্যে যে সমস্যার বিষয়টি সামনে এসেছে তার সমাধান হয়ে যাবে।’’ আধার কার্ড বাতিল কাণ্ডের সাথে সাথে কেন্দ্র যেভাবে তড়িঘড়ি উদ্যোগী হয়েছে তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদও জানিয়েছেন বিরোধী দলনেতা।

আরও পড়ুন: লোকসভা ভোটের আগে বিশেষ নজর, এবার জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী! তিন দিনে তিন জেলায় মমতা

কেন্দ্রীয় মন্ত্রীকে লেখা চিঠিতে শুভেন্দু অধিকারীর অভিযোগ, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে বিজেপি ও কেন্দ্রের উপরে দোষ চাপিয়ে নাগরিকদের একাংশকে বাংলা ছাড়া করার বিষয়ে অপপ্রচার চালাচ্ছেন।’’

অশ্বিনী বৈষ্ণবকে লেখা তিন পাতার চিঠিতে শুভেন্দু অধিকারী আরও লেখেন যে, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধার কার্ড বাতিল করার বিষয় তুলে ধরে রেশন বন্ধ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না পাওয়া, ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়া সহ বিভিন্ন বিষয়ে অপপ্রচার চালাচ্ছেন।’ অবিলম্বে যাতে এ ব্যাপারে প্রয়োজনীয় কড়া পদক্ষেপ করা হয়, সে ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন শুভেন্দু।

আরও পড়ুন: সন্দেশখালি কি আদৌ যেতে পারবেন শুভেন্দু? আদালতে জোর সওয়াল-জবাব, কী যুক্তি দিল রাজ্য?

পাশাপাশি, রাঁচীর যে কার্যালয় থেকে আধার কার্ড বাতিলের বিষয়টি সামনে এসেছে সেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও শুভেন্দু অধিকারী কথা বলেছেন বলে খবর। নিজের সোশ্যাল মিডিয়া পেজে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে যে সমস্ত আধার কার্ড বাতিল হয়েছে সেগুলো আবার পুনরায় অ্যাক্টিভেট হয়ে যাবে বলে কেন্দ্রের তরফে তাঁকে আশ্বাস দেওয়া হয়েছে।’’ এ ব্যাপারে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে রাঁচীর সংশ্লিষ্ট ওই রিজিওনাল অফিসের বিরুদ্ধে বলে জানা গেছে।

এদিকে শয়ে শয়ে বাতিল হচ্ছে আধার কার্ড৷ এই পরিস্থিতি পর্যালোচনায় এবার তাই জেলাশাসকদের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্য সচিব। আজ, সোমবার বিকেল পাঁচটা থেকে সব জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্য সচিব বিপি গোপালিকা। তেমনটাই খবর নবান্ন সূত্রের৷ এখনও পর্যন্ত কোথায় কোথায় আধার কার্ড বাতিলের ঘটনা ঘটেছে, তা নিয়ে নবান্নের তরফে বিস্তারিত রিপোর্ট ইতিমধ্যেই নেওয়া হয়েছে বলেও খবর।