Tag Archives: Abhijit Banerjee

Abhishek Banerjee: বাড়ি বাড়ি পৌঁছে যাবে ‘অভিষেকের দূত’! পুজোয় উপহারের সঙ্গেই কী বার্তা দিলেন তৃণমূল নেতা?

কলকাতা: দুয়ারে ‘অভিষেকের দূত’ ডায়মন্ডহারবার লোকসভার আড়াই লক্ষ মানুষের কাছে পৌঁছবে। সাংসদের শুভেচ্ছা বার্তা নিয়ে তারা যাচ্ছেন। ‘পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকব’ বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। বিগত বছরে অনুষ্ঠান করে পুজোর উপহার দেওয়া হত। এবার স্থানীয় নেতারাই পৌঁছে যাচ্ছেন বাড়ি বাড়ি। খোঁজ নিচ্ছেন উপভোক্তাদের।

ডায়মন্ড হারবারে অভিনব জনসংযোগ অভিষেকের। গত বছরও নিজের সংসদীয় এলাকার বাসিন্দাদের পুজোর উপহার দিয়েছিলেন অভিষেক। সাতটি বিধানসভা এলাকায় অনুষ্ঠান করে সাংসদ উপহার তুলে দিতেন। কিন্তু এবার সেই রাস্তা থেকে সরে এসেছেন অভিষেক।

আরও পড়ুন: টানা ছুটি নয়, চলবে অনলাইন ক্লাস! পুজোর ছুটিতে নয়া নির্দেশ শিক্ষা সংসদের, কোন শ্রেণির ক্লাস নেওয়া হবে?

ডায়মন্ড হারবারের সাধারণ মানুষের জন্য পুজোর উপহার বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন তিনি। সাত বিধানসভা কেন্দ্রের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের জন্য সাংসদের পাঠানো ‘উৎসবের উপহার’ পৌঁছে দিচ্ছেন তৃণমূল কর্মীরা। গত ২২ সেপ্টেম্বর এই কর্মসূচি শুরু হয়।

সাংসদ নির্দেশ দেন, স্থানীয় নেতা-কর্মীরা ডায়মন্ডহারবার এলাকার বাসিন্দাদের বাড়ি গিয়ে পুজোর উপহার পৌঁছে দিয়ে আসবেন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা এলাকাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

২ অক্টোবরের মধ্যেই বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় উপহার। যে কয়েকটি বাড়িতে বাকি রয়েছে উপহার পাঠানো। তাও আগামী এক দুই দিনের মধ্যে সম্পন্ন করে ফেলা হবে। গত আগস্ট মাসে ডায়মন্ড হারবার সংসদীয় এলাকা নিয়ে তিনি যে প্রশাসনিক বৈঠক করেছিলেন, সেখানেই বাড়ি বাড়ি গিয়ে উপহার পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

আরও পড়ুন: ৫ দিন পরে রাজা হবে ৫ রাশি! বুধের গোচরে পুজোর মুখেই টাকার বৃষ্টি, দরজায় সুখের সময়

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, উপহারের সঙ্গে শারদীয়ার শুভেচ্ছা জানান চিঠি থাকছে। সাংসদ হিসাবে এলাকার মানুষের পাশে থাকার বার্তাও দেওয়া হয়েছে। যেকোনও প্রয়োজনে তাঁকে যে পাওয়া যাবে তাও এই শুভেচ্ছা বার্তায় উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া লোকসভা ভোটে রেকর্ড মার্জিনে জিতেছেন অভিষেক। এরপর তিনি ধন্যবাদ-জ্ঞাপন অনুষ্ঠানে যোগ দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাড়ি বাড়ি প্রতিনিধি পাঠিয়ে জনসংযোগ সেরে নিল অভিষেকের ‘টিম’ও।।

Lok Sabha Election 2024: ‘আমিই তমলুকের হেভিওয়েট প্রার্থী’, মনোনয়ন পেশের পর সায়ন

পূর্ব মেদিনীপুর: মনোনয়ন জমা দেওয়ার পর নিজেকে হেভিয়েট প্রার্থী বলে ঘোষণা তমলুকের সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের। এই তরুণ আইনজীবী প্রার্থী শুক্রবার জেলাশাসকের কার্যালয়ে জেলাশাসক জয়সি দাশগুপ্তের হাতে মনোনয়ন পেশ করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ‘হেভিওয়েট প্রার্থী’ সংক্রান্ত এই মন্তব্য করেন।

এদিন সায়ন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই জেলাশাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়ন পেশ করেন কাঁথি লোকসভা কেন্দ্রের সিপিআইএম সমর্থিত কংগ্রেসের প্রার্থী উর্বশী ব্যানার্জী ভট্টাচার্য। তাঁরা প্রায় দুই কিলোমিটার পথ সুসজ্জিত শোভাযাত্রার মাধ্যমে মনোনয়নপত্র জমা দিতে পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের দফতরে পৌঁছন।

আর‌ও পড়ুন: বাড়ির উঠোনে শখ করে লাগানো গাছ ফলে ভরে উঠবে, শুধু মেনে চলুন এই টিপস

কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা এবং উচ্ছ্বাস চোখে পড়ার মত ছিল। জেলাশাসকের দফতরে কড়া নিরাপত্তার মধ্যে প্রার্থীদের ঢুকতে দেওয়া হয়। এদিন মনোনয়ন জমা দেওয়ার পর সায়ন বলেন, ‘এত বিপুল জনসংখ্যা, সমর্থক আমাদের পাশে আছে। বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি একজোট হয়ে এবারের নির্বাচনে ময়দানে নেমেছে। তমলুকে অন্য কেউ নয়, সায়ন ব্যানার্জি হেভিওয়েট প্রার্থী। বিপুল মানুষের সমর্থন আছে, ফলে ভোটের ফলাফলে আমরাই জয়ী হব।’

সৈকত শী