Tag Archives: Agnimitra Paul

Agnimitra Paul BJP Candidate: দিলীপের ‘মাটি’-তে পদ্মপ্রার্থী অগ্নিমিত্রা, মেদিনীপুরে বড় লড়াইয়ের ডাক

কলকাতা: জল্পনা জোর হয়ে উঠেছিল রবিবার বিকেল থেকে। আর সন্ধে গড়াতেই সেই জল্পনায় সিলমোহর। প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের গড়ে এবার পদ্মপ্রার্থী হলেন অগ্নিমিত্রা পাল। প্রতিপক্ষে তৃণমূলের হয়ে রয়েছেন জুন মালিয়া। অন্যদিকে, দিলীপ ঘোষ এবার আসন বদলে প্রার্থী হয়েছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে।

আসন্ন লোকসভা নির্বাচন ২০২৪-এ বাংলার প্রার্থী তালিকা নিয়ে টানাপোড়েনের মাঝেই দিলীপ ঘোষের সঙ্গে রবিবার বিকেলে দেখা করতে গিয়েছিলেন অগ্নিমিত্রা পল। সেখানে গিয়ে তিনি বলেন, ‘দিলীপ দার হাত ধরেই রাজনীতিতে আসা। দিলীপ দার সঙ্গে দেখা করতে আসতে পারি না? প্রার্থী তালিকা তো এখনও ঘোষণা হয়নি। দল যেখানে দায়িত্ব দেবে, সেখানেই দাঁড়াব’।

আরও পড়ুন: জল্পনাই সত্যি হল, তমলুকে বিজেপির হয়ে লড়বেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

আর রাতে বিজেপির বাংলায় দ্বিতীয় দফার প্রার্থীতালিকা প্রকাশ করতেই সমস্তটা পরিষ্কার হয়ে যায়। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে অগ্নিমিত্রা পালের উপরেই ভরসা রেখেছে বিজেপি শিবির। প্রথম দফায় ২০টি আসনে প্রার্থীদের নাম ঘোষণার পর রবিবার দ্বিতীয় দফায় ১৯টি আসনে প্রার্থী ঘোষণা করে বিজেপি।

আরও পড়ুন: বাংলায় বিজেপির দ্বিতীয় দফা প্রার্থীতালিকায় চমকের পর চমক, কোথায় কে দেখুন

আসানসোল কেন্দ্র থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন প্রার্থী পবন সিং। স্বাভাবিকভাবেই, এই কেন্দ্রটিতে নতুন প্রার্থী দেওয়ার জায়গা তৈরি হয়। উল্লেখ্য, ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের ৪২টি প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে। রাজ্যের বাকি ২৩টি আসনেও বিজেপির প্রার্থী তালিকায় দেখা গিয়েছে একের পর এক চমক। তবে চার আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি।

BJP Candidate in Medinipur: মেদিনীপুরে বিজেপি প্রার্থী কে, জোর জল্পনার মধ্যেই দিলীপ ঘোষের কাছে অগ্নিমিত্রা পাল! কেন?

কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচন ২০২৪-এ বাংলার প্রার্থী তালিকা নিয়ে টানাপোড়েনের মাঝেই দিলীপ ঘোষের সঙ্গে দেখা করতে এলেন অগ্নিমিত্রা পল। বললেন, ‘দিলীপ দার হাত ধরেই রাজনীতিতে আসা। দিলীপ দার সঙ্গে দেখা করতে আসতে পারি না? প্রার্থী তালিকা তো এখনও ঘোষণা হয়নি। দল যেখানে দায়িত্ব দেবে, সেখানেই দাঁড়াব’।

মেদিনীপুরে বিজেপি প্রার্থী হিসেবে ভারতী ঘোষের নামও ভাসছে। বিজেপির অন্দরে জোর গুঞ্জন, এবার মেদিনীপুরে দিলীপ ঘোষের জায়গায় প্রার্থী হিসেবে থাকতে পারে অগ্নিমিত্রার নাম। তাই প্রার্থীপদ ঘোষণা হওয়ার আগেই কি পূর্বতনের সঙ্গে দেখা করতে আসা? রবিবার বিকেল থেকেই এই জল্পনা আরও জোরালো হয়েছে।

আরও পড়ুন: পেইনকিলার থেকে অ্যান্টিবায়োটিক, দাম বাড়বে ৮০০ অতি প্রয়োজনীয় ওষুধের! কবে থেকে জানুন

মেদিনীপুর লোকসভায় বিজেপি প্রার্থী কে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। তার মধ্যেই রবিবার সকালে পদ্ম-প্রার্থী হিসেবে বিদায়ী সাংসদ দিলীপ ঘোষের নামে দেওয়াল লিখনের ছবি পোস্ট করা হয় সমাজমাধ্যমে। যা শুনে দিলীপ ঘোষ জানালেন, অতি উৎসাহিত হয়ে কর্মীরা এই কাজ করে ফেলেছে, ঠিক হয়নি। এবার বিকেলে অগ্নিমিত্রা পাল গেলেন তাঁর কাছে।

আরও পড়ুন: হোলি মাটি হবে বৃষ্টিতে? বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা এই জেলাগুলিতে! আবহাওয়ার বড় খবর

বিজেপি সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর আসনের প্রার্থী হিসাবে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের নাম আপাতত আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। ‘নিমরাজি’ দিলীপকে অন্য আসন থেকে লড়ানোর সিদ্ধান্তও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চূড়ান্ত করে নিয়েছেন বলেও জানা গিয়েছে। সেটা বাস্তবায়িত হলে দিলীপকে প্রার্থী করার কথা বর্ধমান-দুর্গাপুর আসন থেকে। সে ক্ষেত্রে সুতোয় ঝুলছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়ার ভাগ্য। তাঁকে আদৌ প্রার্থী করা হবে, না কি অন্য কোনও আসন দেওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

মৈত্রেয়ী ভট্টাচার্য

Agnimitra Paul Kunal Ghosh: কুণাল ঘোষের বিরুদ্ধে আদালতে অগ্নিমিত্রা, ৪২-এ ৪২ দেখছেন তৃণমূল মুখপাত্র!

কলকাতা: তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে আলিপুর আদালতে মামলা করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বিজেপি নেত্রীর আইনজীবী প্রশান্ত মজুমদার জানান, ৫০০, ৫০৫ ও ৫০৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। মহিলাদের কটুক্তি ও মহিলা জাতিকে অপমান এইসব কারণেই মামলা করা হয়েছে এবং আদালত থেকে কুণাল ঘোষকে সমান পাঠানো হবে এবং তাকে এখানে এসে জবাব দিতে হবে। এমনটাই জানালেন অগ্নিমিত্রা পালের আইনজীবী।

একটি বৈদ্যুতিন টিভি চ্যানেলের অনুষ্ঠানে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে উদ্দেশ্য করা বলা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের কিছু কথা নিয়ে সরব হয় বিজেপি। তারই প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ করতে দেখা যায় বিজেপির মহিলা মোর্চাকে।

আরও পড়ুন: সন্দেশখালিতে খাল নিয়ে কী ঘটেছিল? শিবু-উত্তমদের বিরুদ্ধে আরও এক ভয়ঙ্কর অভিযোগ

বুধবার সুকিয়া স্ট্রিটে কুণাল ঘোষের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি নেয় বিজেপির মহিলা মোর্চা। পালটা বিক্ষোভে নামে তৃণমূলও। শাসক দলের তরফেও পালটা বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দেওয়া হয়। যার জেরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় গোটা এলাকায়।

আরও পড়ুন: ফের অশান্ত সন্দেশখালি! এ বার শাহজাহানের ভাইয়ের ভেড়ির ঘরে আগুন, পরিস্থিতি উত্তপ্ত

দুই পক্ষকে সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে দেখ যায় পুলিশকে। কুণাল ঘোষ অবশ্য এ প্রেক্ষিতে বলেন, ‘ওরা আমাকে নিয়ে ব্যস্ত থাকুক, তৃণমূল ৪২-এ ৪২ পাবে।’ এরপর বৃহস্পতিবার কুণালের বিরুদ্ধে মামলা করলেন অগ্নিমিত্রা পাল।

Agnimitra Paul: বিজেপির বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ তৃণমূলের, এ বিষয়ে মুখ খুললেন অগ্নিমিত্রা পল

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: বিজেপির বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননা ইস্যুতে মুখ খুলল পদ্ম শিবির। তৃণমূলকে হুঁশিয়ারির সুরে জবাব দিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। ‘‘চোরেদের তো চোরই বলে স্লোগান দেব। কেন্দ্রীয় সরকারের টাকা যারা লুঠ করে, তারা কি সাধু?’’ এই প্রশ্নই তুললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের যারা টাকা লুঠ করেছিল তারা কি দিনক্ষণ দেখে টাকা লুঠ করেছিল? এই প্রশ্ন তুলেও শাসকদলকে তীব্র ভাষায় আক্রমণ শানিয়ে অগ্নিমিত্রা বললেন, ‘‘তাহলে কি তৃণমূল কংগ্রেস বিধানসভায় আমরা কখন প্রতিবাদ করব, কীভাবে প্রতিবাদ করব, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কীভাবে বিধানসভায় সরব হবেন, তা সব বলে দেবে? এটা তো হতে পারে না। তৃণমূল চুরি করতে করতে আমাদের ‘চোর’ স্লোগানটাও চুরি করে নিয়েছে।’’

আরও পড়ুন– শাহী ‘৩৫’ টার্গেট উধাও ! সংখ্যা নয়, অমিত শাহ লক্ষ্য বোঝালেন অন্যভাবে

জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ উড়িয়ে দিয়ে শাসক দলকে কড়া আক্রমণ করে বিজেপি বিধায়ক তথা বঙ্গ বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল এও বলেন, ‘‘আমাদের স্লোগান চুরি করে আপনারা বিধানসভায় বলছেন অমিত শাহ চোর, নরেন্দ্র মোদি চোর, বিজেপির সবাই চোর। বিধানসভাটা হচ্ছে বিরোধীদের। আর সেই বিরোধীদেরই আপনারা বলতে দেন না। সব সময় কণ্ঠরোধ করার চেষ্টা করেন। বিধানসভার অধিবেশনে বলতে দেবেন না। বাইরেও প্রতিবাদ করতে দেবেন না। এটা কি আফগানিস্তান?’’

অন্যদিকে পরিষদীয় মন্ত্রী বিধানসভার অধ্যক্ষের কাছে নালিশ জানিয়ে বলেছেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূলের বিধায়করা যখন অবস্থান বিক্ষোভের পর জাতীয় সংগীত গাইছিলেন। তখনও বিজেপি বিধায়করা স্লোগান এবং কটু বক্তব্য রেখেছেন। যা অবমাননার সামিল। অধ্যক্ষের কাছে পুলিশ কর্তারাও হাজির হন। এর পরিপ্রেক্ষিতে অগ্নিমিত্রা পাল রীতিমতো চড়া সুরে বলেন, ‘‘বিধানসভার অধ্যক্ষের প্রতি আমাদের সামান্যতম আস্থা নেই। তাই মঙ্গলবার তাঁর বিরুদ্ধে আমরা ৩৮ জন বিধায়ক অনাস্থা প্রস্তাব এনেছি। উনি সব ক্ষেত্রেই পক্ষপাতিত্ব করেন।’’

আরও পড়ুন-৩৫,০০০ কোটি টাকার সম্পত্তির মালিক, থাকেন খুবই সাধাসিধে ভাবে, চেনেন রাধা ভেম্বুকে

নিউজ এইট্টিন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অগ্নিমিত্রা বলেন, ‘‘মুখ্যমন্ত্রী কিংবা তৃণমূল ভাবছে বিজেপিকে দখল নেবে। কিন্তু এটা শাসক দলের মনে রাখা দরকার যে, সিপিআইএম ও কংগ্রেসকে দখল নিতে পারবে তৃণমূল। কিন্তু বিজেপিকে কখনোই দখল নিতে পারবে না। অন্যায়ের বিরুদ্ধে বিধানসভার ভেতরে ও বাইরে উভয় জায়গাতেই আমাদের প্রতিবাদের ভাষার ঝাঁঝ আগামী দিনে আরও বাড়বে।’’

বলা বাহুল্য, বুধবার জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ জানাল তৃণমূলের পরিষদীয় দল। ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভা  চত্বরে বিক্ষোভ দেখাচ্ছিল তৃণমূল। বক্তব্য রাখার পরে মমতা দলের বিধায়কদের জাতীয় সঙ্গীত গেয়ে ধরনা শেষ করতে বলেন৷ কিন্তু জাতীয় সঙ্গীত চলার সময়ও শুভেন্দু অধিকারী ও অন্যান্য বিজেপি বিধায়করা চোর চোর স্লোগান দেন বলে অভিযোগ তৃণমূলের৷ এতেই জাতীয় সঙ্গীতের অবমাননা হয়েছে বলে দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব৷ বিধানসভার অধ্যক্ষের কাছে নালিশও জানান পরিষদীয় মন্ত্রী। যা নিয়ে যুযুধান শাসক- বিরোধী তরজা তুঙ্গে। সরগরম রাজ্য রাজনীতি।

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এবার করোনা আক্রান্ত বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল!

#কলকাতা: করোনায় আক্রান্ত বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা নিজেই ট্যুইট করে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন।

শনিবার সকালেই অগ্নিমিত্রার করোনা পরীক্ষা হয়। সন্ধেয় রিপোর্ট পজিটিভ আসে। রবিবার সকালে হাসপাতালে ভর্তি হওয়াক কথাও জানান।

রবিবার সকালে ট্যুইটারে অগ্নিমিত্রা লেখেন, আমার করোনা ধরা পড়েছে। যাঁরা গত পাঁচ দিনে আমার সংসর্গে এসেছেন, তাঁদের অনুরোধ করব করোনা পরীক্ষা করাতে।

পরবর্তী ট্যুইটে তিনি আবার লেখেন, “কোনও রোগ কিছুদিনের জন্য আমার শরীরটাকে কাবু করতে পারলেও আমার অন্যায়ের বিরূদ্ধে প্রতিবাদ করার মনোভাবকে আক্রান্ত করতে পারবে না… এ লড়াই চলছে, চলবে।”

মাস কয়েক আগেই বিজেপির মহিলা মোর্চার দায়িত্ব পেয়েছেন অগ্নিমিত্রা। দায়িত্ব পাওয়ার পর থেকেই তাঁকে নানা বিক্ষোভে-মিছিলে সামনের সারিতে দেখা গিয়েছে। কখনও থানার সামনে ধর্না দিয়েছেন। কখনও আবার সংবাদমাধ্যমের সামনে নিজের বক্তব্য জোরালো ভাবে তুলে ধরতে দেখা গিয়েছে তাঁকে। বিশ্বভারতী পাঁচিল কাণ্ডে সরব হয়ে বিতর্কেও জড়িয়েছেন তিনি। কিন্তু থেমে থাকেনি কর্মতৎপরতা। মনে করা হচ্ছে এই বারবার নানা জায়গায় ছোটাছুটির ফলে রোগীর সংস্পর্শে এসেই তিনি আক্রান্ত হয়েছেন।

ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যের বহু হেভিওয়েট নেতা। আক্রান্ত হয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও। ভোটের মুখে যখন একে একে ঘুঁটি সাজাচ্ছে বিজেপির বঙ্গব্রিগেড তখন অগ্নিমিত্রার খবর, নেতাদের কপালে ভাঁজ বাড়াল ।