Tag Archives: AIFF

Durand Cup 2024 Final: প্রতিবাদে মুখর ডুরান্ড ফাইনাল! দু’গোলে এগিয়ে থেকেও টাইব্রেকারে হার মোহনবাগানের

কলকাতা: টানা দ্বিতীয়বার ডুরান্ড ফাইনাল খেলতে নেমে শুরু থেকে মরিয়া হয়ে খেলছিল মোহনবাগান। ১০ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন জেসন কামিংস। প্রথম থেকেই মোহনবাগানের একের পর এক আক্রমণে চাপে পড়ে যায় নর্থইস্ট।

বিরতির আগে আবার গোল করে ব্যাবধান বাড়ায় মোহনবাগান। লিস্টন কোলাসোর পাস থেকে সাহাল গোল করে মোহনবাগানকে ২-০ ব্যাবধানে এগিয়ে যান। তবে মোহনবাগানের দ্বিতীয় গোলের পরেই মরিয়া হয়ে খেলায় ফেরার চেষ্টা করে নর্থইস্ট। ৫৫ মিনিটেই তার ফলও পায় নর্থইস্ট। আজারাইয়ের গোলে খেলায় ফেরে নর্থইস্ট। তিন মিনিট পরে নর্থইস্টের হয়ে দ্বিতীয় গোল করে সমতা ফেরান গুলেরমো। ৯০ মিনিট পরেও খেলার ফয়সালা না হওয়ায় খেলা যায় টাইব্রেকারে। টাইব্রেকারে নর্থইস্টের কাছে হারল মোহনবাগান।

আরও পড়ুন: পরকীয়ায় লিপ্ত স্ত্রী! সন্দেহের বশেই বউয়ের দু’হাত কেটে দিল স্বামী

—- Polls module would be displayed here —-

কিন্তু ডুরান্ড কাপে ইস্ট-মোহনের ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃশ্য হয়ে দাঁড়িয়েছে টিফোয় আরজি কর কাণ্ডের প্রতিবাদ। প্রতিটি ম্যাচেই টিফোয় আরজি কর কাণ্ডের প্রতিবাদ নিয়ে নানা বার্তা তুলে ধরছেন সমর্থকরা। ডুরান্ড ফাইনালেও তার অন্যথা হল না।

হারল মোহনবাগান।
হারল মোহনবাগান।

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্যসচিব মনোজ পন্থ, গোপালিকার মেয়াদবৃদ্ধিতে অনুমোদন দিল না কেন্দ্র

জাস্টিস ফর আরজি কর হ্যাশট্যাগ লিখে প্রতিবাদের ধ্বনি লেখা “যাঁদের অতীত সোনায় মোড়া/ বাবলু চুনী মান্না/ তাদের রাতের ঘুম করেছে/ তিলোত্তমার কান্না/ রক্তচক্ষু ভয় না পাই না/ বোনের বিচার চাই/ দোষীর মুখোঁশ খুলব টেনে/ থামার প্রশ্ন নাই”। শুধু তাই নয়, আরও একটি টিফোতে দেখা যায় প্রতিবাদ। সেখানে ভিক্টোরিয়ার পরির সামনে ‘রাত দখল’-এর বার্তা। নীচে লেখা, “তোর ভয় নেই বোন, আমরা প্রতিবাদ করতে জানি”।

Malda News: মালদহে সাব জুনিয়র মহিলা ফুটবলের আসর! খেলতে আসছে সাতটি রাজ্য

মালদহ: জাতীয় মহিলা ফুটবলের আসর বসছে মালদহে। আগামী ২ সেপ্টেম্বর থেকে মালদহে এই প্রতিযোগিতা শুরু হচ্ছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ও আইএফ- এর যৌথ উদ্যোগে সাব জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। তারই দুইটি গ্রুপের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে মালদহ ডিএসএ ময়দানে। ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

মালদহ ডিএসএ’র মাঠে ২ সেপ্টেম্বর সোমবার সকাল ন’টায় আন্তঃরাজ্য সাব জুনিয়র মহিলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মালদহ জেলা ক্রীড়া সংস্থার সূত্র জানা গেছে, সাব জুনিয়র গার্লস ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ বি ও গ্রুপ ডি র সমস্ত ম্যাচ মালদহ জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত হবে। এছাড়াও একটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এই মাঠে।

গ্রুপ বিতে রয়েছে মেঘালয়, গুজরাট, কর্ণাটক ও বিহার। গ্রুপ ডিতে রয়েছে ঝাড়খন্ড পাঞ্জাব ও মহারাষ্ট্র। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ের খেলা সকল নয়টায় শুরু হবে। দ্বিতীয় পর্যায়ে খেলা শুরু হবে বেলা তিনটেয়। জেলায় এই প্রতিযোগিতা ঘিরে ইতিমধ্যেই ক্রীড়া প্রেমিদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা গিয়েছে।

আরও পড়ুনঃ India vs Bangladesh: বাংলাদেশ সিরিজের আগে জোর ধাক্কা টিম ইন্ডিয়ার! চোট পেলেন অধিনায়ক

এই বিষয়ে মালদহ জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন,”সাব জুনিয়র গার্লস জাতীয় ফুটবল খেলা অনুষ্ঠিত হবে মালদায়। মোট সাতটি রাজ্য মালদহে খেলতে আসছে। মালদহ জেলার পক্ষে এটি একটি ভাল। এই ধরনের প্রতিযোগিতা জেলার প্রতি প্রতিভাবান খেলোয়াড়দের আগ্রহ বাড়াবে।” প্রসঙ্গত, গতবছর মালদহে অনুষ্ঠিত হয়েছিল ছেলেদের এই প্রতিযোগিতা। এই বছর মহিলাদের প্রতিযোগিতা করানোর সুযোগ মিলেছে মালদহ জেলা ক্রীড়া সংস্থার মাঠে।

হরষিত সিংহ

মদ্যপ অবস্থায় মহিলা ফুটবলারদের ঘরে ঢুকে হেনস্থা! সাসপেন্ড ফেডারেশন কর্তা

মদ্যপ অবস্থায় মহিলা ফুটবলারদের ঘরে ঢুকে হেনস্থা করার অভিযোগ। কাঠগড়ায় খোদ ফেডারেশনর এক কর্তা। এমন গুরুতর অভিযোগ সামনে আসতেই কঠিন সিদ্ধান্ত নিতে দেরি করল না সর্বভারতীয় ফুটবল সংস্থা। অভিযুক্ত এআইএফএফ কর্তাকে সাসপেন্ড করল ভারতীয় ফুটবল সংস্থা।

অভিযুক্ত দীপক শর্মা হিমাচল প্রদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব ছাড়াও ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির সদস্য। এর পাশাপাশি খাদ এফসি নামক একটি মহিলা ফুটবল দলের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। ওই দলের দুই মহিলা ফুটবলারের অভিযোগ,খেলার জন্য গোয়ায় থাকাকালীন তাদের ঘরে মদ্যপ অবস্থায় ঢুকে হেনস্থা করেন। এই ঘটনার পরই ফেডারশনে অভিযোগ দায়ের করেন ওই ফুটবলাররা।

ঘটনায় নড়েচড়ে বসে সর্বভারতীয় ফুটবল সংস্থা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেন। ঘটনায় কমিটি তৈরি করে শুরু হয় তদন্ত। ১ এপ্রিল এআইএফএফ একটি জরুরি মিটিং ডাকে। সেখানে উপস্থিত ছিলেন অভিযপক্ত দীপক শর্মা ছাড়াও ফুটবল ফেডারেশনের উচ্চপদস্থ কর্তারা। আলোচনার পর তাঁকে সাসপেন্ড করা হয়।

এই বিষয়ে সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবে বলেন, মহিলাদের ফুটবলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এআইএফএফ দায়বদ্ধ। গোয়ায় লিগ চলাকালীন যে ঘটনা ঘটেছে,”তা দেশের মহিলা ফুটবলের উন্নতির প্রকৃত ছবি নয়। অভিযুক্তের বিরুদ্ধে ফেডারশনের তরফে শুধু নয়, আইনি পদক্ষেপও করা হয়েছে।”

ভারতীয় ফুটবলের নতুন প্রেসিডেন্ট বাংলার কল্যাণ চৌবে, পারলেন না বাইচুং ভুটিয়া

#নয়াদিল্লি: সব প্রতীক্ষার অবসান। যেমনটা ভাবা গিয়েছিল, তেমনটাই হল শেষ পর্যন্ত। বাইচুং ভুটিয়াকে হারিয়ে ভারতীয় ফুটবলের নতুন সভাপতি হলেন বাংলার কল্যাণ চৌবে। ভারতীয় ফুটবল ফেডারেশনের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে গেলে নির্দিষ্ট সময় নির্বাচন করে নিতে হবে আগেই জানিয়ে দিয়েছিল ফিফা। ভারতকে সাময়িক নির্বাসনেও পাঠানো হয়েছিল।

পরে অবশ্য সেই নির্বাসন তুলে নেওয়া হয়। সুপ্রিম কোর্ট ভেঙে দিয়েছিল সিওএ। ভাইচুংয়ের লড়াই ছিল পুরোটাই একা। তিনি লড়াইতে নেমেছিলেন অন্ধ্রপ্রদেশ রাজ্য সংস্থার প্রতিনিধি হিসাবে। সমর্থন ছিল রাজস্থান ফুটবল সংস্থার। তবে ভাইচুংয়ের নিজের রাজ্য সিকিমই তাঁকে সমর্থন করেননি। পাশাপাশি আরও বেশ কিছু রাজ্যের সমর্থন তিনি পাবেন না বলে মনে করা হচ্ছিল।

সেক্ষেত্রে ভোটাভুটিতে হারার সম্ভাবনাই বেশি ছিল। তবে যতক্ষণ না নির্বাচনের ফল বেরোচ্ছে, তত ক্ষণ কেউই চূড়ান্ত মন্তব্য করতে চাননি। কারণ, এ ধরনের নির্বাচনে শেষ মুহূর্তে হিসাব উল্টে যেতে পারে। প্রথমে মনে করা হয়েছিল কল্যাণ একতরফা ভাবে সভাপতি হিসাবে নির্বাচিত হবেন। তবে সবাইকে চমকে দিয়ে প্রথম দিনই মনোনয়ন জমা দেন ভাইচুং।

ফলে কল্যাণের বিরুদ্ধে নির্বাচনে জিতেই তাঁকে সভাপতি হতে হত। সেই সম্ভাবনা অবশ্য অনেকটাই কম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাত ফুটবল সংস্থার প্রতিনিধি হিসাবে লড়ছেন কল্যাণ। তিনি নিজেও বিজেপি-র সক্রিয় সদস্য।

তাঁকে সমর্থন করছে অরুণাচল প্রদেশ, যেখান থেকে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু রয়েছেন। ফলে রাজনৈতিক ভাবে দেশের শাসক দলের সমস্ত সমর্থন পাবেন তিনি। এই প্রথম বার এআইএফএফ-এর সভাপতি পদে বসতে চলেছেন কোনও প্রাক্তন ফুটবলার।

কল্যাণ ভারতীয় ফুটবলের অত্যন্ত স্বনামধন্য গোলকিপার। টাটা ফুটবল একাডেমি থেকে পাস করার পর মোহনবাগান, ইস্টবেঙ্গল, সালগাওকার, মাহিন্দ্রা, জেসিটির হয়ে সাফল্যের সঙ্গে খেলেছেন। জার্মানির ক্লাবে ট্রায়াল দিতে গিয়েছিলেন। দুবার দেশের সেরা গোলকিপার নির্বাচিত হন।

কল্যান জানিয়ে দিলেন ভারতীয় ফুটবলের উন্নতি এবং সাফল্যের সঙ্গে মহিলাদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজন করাই হবে তার দায়িত্ব। এছাড়াও একাধিক পরিকল্পনা রয়েছে ভবিষ্যতের জন্য।

FIFA lifts suspension : অবশেষ স্বস্তির খবর ফিরল ভারতীয় ফুটবলে! সাসপেনশন তুলে নিল ফিফা

#নয়াদিল্লি: অবশেষে স্বস্তির খবর ভারতীয় ফুটবলে। গত ১৬ আগস্ট ফিফা যে সাসপেনশন লাগিয়েছিল ভারতীয় ফুটবলের ওপর তা তুলে নেওয়া হল সম্পূর্ণভাবে। এদিন অর্থাৎ শুক্রবার ২৬ আগস্ট সোশ্যাল মিডিয়ায় এই বার্তা দিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

দুদিন আগেই জানা গিয়েছিল সঠিক পথে ভারতীয় ফুটবলকে সরকার ফিরিয়ে আনার ইঙ্গিত দেওয়ার পরেই নরম হয়েছিল ফিফা। কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর ভেঙে দিয়েছিল সুপ্রিম কোর্ট। বিভিন্ন রাজ্য সংস্থা এবং তাদের প্রতিনিধিরাই সঠিক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন চালাবেন জানা গিয়েছিল।

কেন্দ্রীয় সরকারকে আদালতের তরফ থেকে সেরকম নির্দেশ দেওয়া হয়েছিল। সলিসিটার জেনারেল তুষার মেহতা নিজেও আশাবাদী ছিলেন ফিফার সাসপেনশন বেশিদিন থাকবে না। ইতিমধ্যেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। নির্বাচন দ্বিতীয় সেপ্টেম্বর। প্রেসিডেন্ট পদের জন্য কল্যান চৌবের সঙ্গে লড়াই বাইচু ভুটিয়ার।

ফিফা জানিয়ে দিয়েছে পূর্ব নির্ধারিত মহিলাদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ভারতের মাটিতেই হবে। পাশাপাশি এটিকে মোহনবাগান এবং কেরলের এএফসি কাপের ম্যাচ খেলা নিয়ে আর জটিলতা থাকল না। দিল্লির এক হোটেলে এআইএফএফ নির্বাচনে ভোটাধিকার থাকা রাজ্য সংস্থাগুলির প্রতিনিধিদের বৈঠকে।

সেখানেই নতুন কমিটিতে কে কোন পদে থাকবেন তা চূড়ান্ত হয়েছে বলে দাবি করেছে সংবাদসংস্থা আইএএনএস। কার্যকরী কমিটি তৈরির পরেই দিল্লি ফুটবল সংস্থার প্রেসিডেন্ট সাজি প্রভাকরণ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল হবেন বলে জানা যাচ্ছে।

Baichung Bhutia : কোন পথে বিশ্বকাপ ফুটবল খেলবে ভারত? সভাপতি হলে নাকি দেখিয়ে দেবেন বাইচু!

#কলকাতা: ফুটবল জীবনে যেমন শেষ মুহূর্তে গোল করে অনেক ম্যাচের ভাগ্য বদলে দিয়েছেন, তেমনই এবার ভারতীয় ফুটবলের নতুন প্রেসিডেন্ট বাছাই করার ক্ষেত্রে শেষ মুহূর্তে নমিনেশন জমা দিয়ে আসর জমিয়ে দিয়েছেন বাইচুং ভুটিয়া। বিজেপির কল্যান চৌবে যদিও নতুন প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারে অনেকটাই এগিয়ে। তবুও বাইচুং বুঝিয়ে দিয়েছেন গোলরক্ষককে একা জায়গা ছেড়ে দিতে রাজি নন প্রাক্তন স্ট্রাইকার।

আরও পড়ুন – Virat Kohli fan : পাকিস্তান থেকে এসেছি, একটা সেলফি চাই! ভক্তের আবদার শুনে দাঁড়ালেন কোহলি, তারপর?

সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে তিনি বলেছেন, দুটো জিনিসের উপরে আমাদের আরও জোর দিতে হবে। প্রথমত, তৃণমূল স্তরের উন্নতি। দ্বিতীয়ত, রাজ্য সংস্থাগুলোকে আরও বেশি টাকা দেওয়া। তৃণমূল স্তরের উন্নতির কোনও বিকল্প নেই। কিন্তু আমি চাই সে ব্যাপারে আরও মনোযোগ দেওয়া হোক।

বাইচুং জানিয়েছেন, ফুটবলারদের হাতে আরও বেশি ক্ষমতা দেওয়ার পক্ষপাতী তিনি। বলেছেন, ফুটবলার-কেন্দ্রিক একটা ব্যবস্থা গড়ে তুলতে চাই। ফুটবলারদের আরও পরিষেবা দিতে চাই। খেলোয়াড়দের যাতায়াত এবং থাকার ব্যবস্থা আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে। কীভাবে সেটা সম্ভব সেটাও বলেছেন পাহাড়ি বিছে।

তাঁর কথায়, ধরুন অরুণাচল প্রদেশের ফুটবলাররা কেরলে কোনও জাতীয় প্রতিযোগিতায় অংশ নিতে যাবে। সেক্ষেত্রে ট্রেনে করে তিন দিন ওদের যেতে হবে। ওরা যাতে বিমানে যেতে পারে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। বাইচুংয়ের মতে, যদি দেশের ফুটবলের পরিকাঠামোর উন্নতি হয়, তা হলে দ্রুত বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারবে ভারত।

তিনি বলেছেন, বয়সভিত্তিক দল হোক বা সিনিয়র দল, আগামী দিনে দুটো দলই নিজেদের যোগ্যতায় বিশ্বকাপে যেতে পারে। তার জন্য আমূল সংস্কার এবং ফুটবলের পরিকাঠামোয় বদল প্রয়োজন। রাজ্য দলগুলি থেকেই প্রতিভাবান ফুটবলাররা উঠে আসে। তাই ওদের হাতে বেশি টাকা দিতে হবে।

বাইচুং মনে করেন নিজে যেহেতু লড়াই করে উঠে এসেছেন তাই ভারতীয় ফুটবলারদের অসুবিধের ব্যাপারগুলো তিনি ভালই জানেন। অন্যদিকে কল্যান চৌবে নিশ্চিত তিনি প্রেসিডেন্ট হলেন সব সিদ্ধান্ত ভারতীয় ফুটবলের পক্ষেই যাবে। কারণ তিনিও দীর্ঘদিন জাতীয় দল এবং দুই প্রধানে খেলছেন। ভারতীয় ফুটবলের চিত্রটা তারও অজানা নয়।