Tag Archives: air coolers

হোস্টেলে ফ্রিজ নেই, কুলারকেই রেফ্রিজারেটর বানিয়ে নিলেন পড়য়ারা ! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

এলাহাবাদ: ভারতীয়রা ‘জুগাড়’-এ দড়। এই বিষয়ে প্রশ্নাতীত দক্ষতা রয়েছে সবার। চাহিদা পূরণ করতে ঠিক কোনও না কোনও পথ বের করে নেয় তারা। আর এই করতে গিয়েও খুলে যায় উদ্ভাবনের নতুন দুনিয়া।

দরিদ্র পরিবার থেকে পড়াশোনার জন্য বাইরে আসা ছাত্রছাত্রীদের আবার তা না করে উপায়ও থাকে না। সম্প্রতি সেরকমই একটি জুগাড়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গরমের দিনে হোস্টেলে আরামে সময় কাটানোর অদ্ভুত উপায় বের করেছেন তাঁরা।

আরও পড়ুন- হাত ধরাধরি করে থানায় এসে দুই মেয়ে বলল, ‘স্যার, আমাদের বিয়ের ব্যবস্থা করুন’, তারপর যা হল…

বর্তমানে গোটা দেশেই প্রচণ্ড গরম। বর্ষার আশায় হা-পিত্যেস করে বসে আছে আমজনতা। সামর্থ্য অনুযায়ী গরম থেকে মুক্তির উপায় খুঁজছেন সবাই। কেউ এসি লাগিয়েছেন, কেউ কুলার। কিন্তু পড়াশোনার জন্য যাঁদের বাইরে থাকা, তাঁদের বুঝেশুনে চলতে হয়। হাতে সবসময় টাকা থাকে না। এসি বা ফ্রিজ তাঁদের নাগালেরই বাইরে। কিন্তু প্রয়াগরাজের একটি হোস্টেলের ছাত্রছাত্রীরা কুলারকেই বদলে দিয়েছেন ফ্রিজে। যা দেখে তাজ্জব হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া।

আরও পড়ুন– নতুন করে প্রেমে পড়তে চলেছেন অনন্যা; তাঁর থেকে বয়সে ছোট প্রেমিকটি কে? এই অসম প্রেম নিয়ে যা বললেন অভিনেত্রী…

কুলার হল ফ্রিজ: গরমে খাবারদাবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এবেলার রান্না করা তরকারি, ওবেলা আর খাওয়া যায় না। গরমে টকে যায়। দই, মিষ্টিরও একই অবস্থা হয়। এই সমস্যার সমাধান খুঁজে বের করেছেন প্রয়াগরাজের হোস্টেলের পড়ুয়ারা। হস্টেলে ফ্রিজ নেই। তাতে কী! কুলার তো রয়েছে। ব্যস, তাঁরা কুলারকেই বদলে দিয়েছেন ফ্রিজে। হ্যাঁ, কুলার চলছে, ঘর ঠান্ডা হচ্ছে। আবার একই সঙ্গে কুলারের ভিতর দই, মিষ্টি, তরকারি রাখছেন পড়ুয়ারা।

 

View this post on Instagram

 

A post shared by Rohit Yadav (@its_rohit_yadav8948)

দীর্ঘ সময় তাজা থাকে খাবারদাবার: পড়ুয়াদের এই ‘জুগাড়’-এ হইচই পড়ে গিয়েছে। কুলারের ভিতরে ফল, শাকসবজি দীর্ঘক্ষণ তাজা থাকছে। তাড়াতাড়ি নষ্ট হচ্ছে না। তাছাড়া দই বা ফলমূল ঠান্ডাও থাকছে। এই জুগাড় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা মাত্র ভাইরাল হয়ে যায়। ‘এলাহাবাদি দিমাগ’-এর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। এখনও পর্যন্ত লক্ষাধিক ভিউ হয়েছে ভিডিওটির। কমেন্টে এক ইউজার লিখেছেন, “এ তো শুধু কুলার নয়। বরং কুলার আর ফ্রিজের কম্বো”। আরেকজন এমন কৌশল দেখে মোহিত হয়ে গিয়েছেন, তিনি লিখেছেন, “আহা, কী কৌশল। আমিও বাড়িতে করে দেখব”।

কুলার চালালেই ঘরে ছড়িয়ে পড়ছে আর্দ্রতা; ত্বকের আঠালো ভাবের সমস্যা এড়াতে অবলম্বন করতে পারেন এই ৫টি উপায়

তীব্র গরমের জেরে দুর্ভোগে ক্রমেই বাড়ছে। বেশ কিছু রাজ্যে তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রির উপরে চলে গিয়েছে। ঘরে কিংবা বাইরেও একফোঁটা শান্তি নেই। গরম হাওয়া বা লুয়ের ঝাপটা চোখেমুখে লাগলেই মনে হচ্ছে যেন মুখ পুড়ে যাবে। আর এহেন গরমের তীব্রতা থেকে বাঁচতে নানা উপায় অবলম্বন করছেন মানুষ। কেউ কেউ সারাদিন এসি চালাচ্ছেন, তো কেউ বা কুলার এবং ফ্যানের উপরেই ভরসা করছেন।
তীব্র গরমের জেরে দুর্ভোগে ক্রমেই বাড়ছে। বেশ কিছু রাজ্যে তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রির উপরে চলে গিয়েছে। ঘরে কিংবা বাইরেও একফোঁটা শান্তি নেই। গরম হাওয়া বা লুয়ের ঝাপটা চোখেমুখে লাগলেই মনে হচ্ছে যেন মুখ পুড়ে যাবে। আর এহেন গরমের তীব্রতা থেকে বাঁচতে নানা উপায় অবলম্বন করছেন মানুষ। কেউ কেউ সারাদিন এসি চালাচ্ছেন, তো কেউ বা কুলার এবং ফ্যানের উপরেই ভরসা করছেন।
শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র চালিয়ে বসলে শরীর ঠান্ডা তো হচ্ছে, কিন্তু হাত-পা এবং ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে যায়। ঘামের কারণে চটেচটে ভাবও অনুভূত হয় না।তবে যাঁরা ঘরে কুলার ব্যবহার করেন, আর্দ্রতা বা হিউমিডিটির কারণে তাঁদের ঘাম হতে থাকে। আর এই আর্দ্রতার জেরে একদণ্ডও স্বস্তিতে বসা যায় না। ফলে যাঁরা রুম কুলার কিংবা আউটডোর কুলার ব্যবহার করেন, আর্দ্রতা এবং ত্বকের চটচটে ভাবের সমস্যা এড়ানোর জন্য তাঁদের কয়েকটি উপায় অবলম্বন করা উচিত। একবার চেষ্টা করে দেখলেই হবে কামাল। কুলার থেকে বেরোবে ঠান্ডা হাওয়া আর আর্দ্রতাও দূর হবে।
শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র চালিয়ে বসলে শরীর ঠান্ডা তো হচ্ছে, কিন্তু হাত-পা এবং ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে যায়। ঘামের কারণে চটেচটে ভাবও অনুভূত হয় না।তবে যাঁরা ঘরে কুলার ব্যবহার করেন, আর্দ্রতা বা হিউমিডিটির কারণে তাঁদের ঘাম হতে থাকে। আর এই আর্দ্রতার জেরে একদণ্ডও স্বস্তিতে বসা যায় না। ফলে যাঁরা রুম কুলার কিংবা আউটডোর কুলার ব্যবহার করেন, আর্দ্রতা এবং ত্বকের চটচটে ভাবের সমস্যা এড়ানোর জন্য তাঁদের কয়েকটি উপায় অবলম্বন করা উচিত। একবার চেষ্টা করে দেখলেই হবে কামাল। কুলার থেকে বেরোবে ঠান্ডা হাওয়া আর আর্দ্রতাও দূর হবে।
কুলারের কারণে সৃষ্ট আর্দ্রতা দূর করার উপায়: ১. কুলার চলাকালীন অনেক সময় ঘরের বাতাসে প্রচুর আর্দ্রতা থাকে আর ত্বকে চটচটে আঠালো ভাব অনুভূত হয়। ওই পরিস্থিতিতে ঘুম তো ভাল করে হয়ই না, এ-পাশ ও-পাশ করতেই রাতটা কেটে যায়। অনেকেই ঘরের ভিতরে কুলার রাখেন, এটা একেবারেই করা উচিত নয়। সেক্ষেত্রে ঘরের জানলা কিংবা দরজার বাইরে কুলার রাখা উচিত। এতে আর্দ্রতা সৃষ্টি হবে না। ঘর বন্ধ থাকলে ঘরে উপস্থিত গরম বাতাস ভিতরেই থেকে যায়। অতিরিক্ত তাপের কারণে কুলারের জল বাতাসে আর্দ্রতা ছড়িয়ে দেয়। এর ফলেই ত্বক আঠালো হয়ে যায়।
কুলারের কারণে সৃষ্ট আর্দ্রতা দূর করার উপায়: ১. কুলার চলাকালীন অনেক সময় ঘরের বাতাসে প্রচুর আর্দ্রতা থাকে আর ত্বকে চটচটে আঠালো ভাব অনুভূত হয়। ওই পরিস্থিতিতে ঘুম তো ভাল করে হয়ই না, এ-পাশ ও-পাশ করতেই রাতটা কেটে যায়। অনেকেই ঘরের ভিতরে কুলার রাখেন, এটা একেবারেই করা উচিত নয়। সেক্ষেত্রে ঘরের জানলা কিংবা দরজার বাইরে কুলার রাখা উচিত। এতে আর্দ্রতা সৃষ্টি হবে না। ঘর বন্ধ থাকলে ঘরে উপস্থিত গরম বাতাস ভিতরেই থেকে যায়। অতিরিক্ত তাপের কারণে কুলারের জল বাতাসে আর্দ্রতা ছড়িয়ে দেয়। এর ফলেই ত্বক আঠালো হয়ে যায়।
২. যদি কোনও কারণে বাইরের জানলার কাছে কুলার না রাখা যায়, তাহলে কুলারে লাগানো ওয়াটার পাম্প বন্ধ করে শুধুমাত্র ফ্যান চালানো উচিত। আসলে আর্দ্রতা শুধুমাত্র জলের কারণেই ঘটে। এতে কিছুটা হলেও স্বস্তি বোধ হবে।
২. যদি কোনও কারণে বাইরের জানলার কাছে কুলার না রাখা যায়, তাহলে কুলারে লাগানো ওয়াটার পাম্প বন্ধ করে শুধুমাত্র ফ্যান চালানো উচিত। আসলে আর্দ্রতা শুধুমাত্র জলের কারণেই ঘটে। এতে কিছুটা হলেও স্বস্তি বোধ হবে।
৩. আর্দ্রতা দূর করতে একসঙ্গে কুলার এবং সিলিং ফ্যান উভয়ই চালানো উচিত। এর পাশাপাশি জানালাগুলিও সামান্য খোলা রাখতে হবে, যাতে আর্দ্রতা অনুভূত না হয়। কারণ ফ্যান চালালে এর বাতাস ঘরের চারদিকে ছড়িয়ে পড়বে। আর ফ্যানের কারণে কুলারের বাতাসও আর চটচটে লাগবে না।
৩. আর্দ্রতা দূর করতে একসঙ্গে কুলার এবং সিলিং ফ্যান উভয়ই চালানো উচিত। এর পাশাপাশি জানালাগুলিও সামান্য খোলা রাখতে হবে, যাতে আর্দ্রতা অনুভূত না হয়। কারণ ফ্যান চালালে এর বাতাস ঘরের চারদিকে ছড়িয়ে পড়বে। আর ফ্যানের কারণে কুলারের বাতাসও আর চটচটে লাগবে না।
৪. ঘরে যদি একজস্ট ফ্যান থাকে, তাহলে কুলারের সঙ্গে সেটা চালানো উচিত। আর ঘরে না থাকলেও ঘর-লাগোয়া শৌচাগারে ইনস্টল করা একজস্ট ফ্যান চালিয়ে রাখা যেতে পারে। এতে আর্দ্রতার সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।
৪. ঘরে যদি একজস্ট ফ্যান থাকে, তাহলে কুলারের সঙ্গে সেটা চালানো উচিত। আর ঘরে না থাকলেও ঘর-লাগোয়া শৌচাগারে ইনস্টল করা একজস্ট ফ্যান চালিয়ে রাখা যেতে পারে। এতে আর্দ্রতার সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।
৫. মাঝারি থেকে উচ্চ গতিতে কুলার চালানো উচিত। এটি ঘরে উপস্থিত আর্দ্রতাও অনেকাংশে কমিয়ে দিতে সক্ষম। অতিরিক্ত বায়ুচলাচলের কারণে আর্দ্রতাও কমে যেতে পারে। কুলার প্যানেলটিও সরানো যেতে পারে। এতে বাতাসের পরিমাণ বাড়বে। যার জেরে আর্দ্রতা থেকে কিছুটা স্বস্তি পাওয়া যাবে এবং ঠান্ডা ভাবও অনুভূত হবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
৫. মাঝারি থেকে উচ্চ গতিতে কুলার চালানো উচিত। এটি ঘরে উপস্থিত আর্দ্রতাও অনেকাংশে কমিয়ে দিতে সক্ষম। অতিরিক্ত বায়ুচলাচলের কারণে আর্দ্রতাও কমে যেতে পারে। কুলার প্যানেলটিও সরানো যেতে পারে। এতে বাতাসের পরিমাণ বাড়বে। যার জেরে আর্দ্রতা থেকে কিছুটা স্বস্তি পাওয়া যাবে এবং ঠান্ডা ভাবও অনুভূত হবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)

বারবার জল ভরার ঝামেলা নেই, এসি-র মতো ঠান্ডা হয় ঘর, বাজারে হইচই ফেলে দিয়েছে এই কুলার!

আকাশ কুমার, জামশেদপুর: ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে বটে। কিন্তু তাতে জ্বালা জুড়োচ্ছে না। স্বস্তি মিলছে না পাখার হওয়াতেও। এই পরিস্থিতি থেকে বাঁচাতে পারে একমাত্র এসি। কিন্তু এসি-র দাম অনেক। সাবার পক্ষে কেনা সম্ভব নয়। মাত্র ৬ হাজার টাকা খরচ করে এয়ার কুলার কেনা যায় অনায়াসে। এতেও ঘর ঠান্ডা হয় এসি-র মতোই।
আকাশ কুমার, জামশেদপুর: ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে বটে। কিন্তু তাতে জ্বালা জুড়োচ্ছে না। স্বস্তি মিলছে না পাখার হওয়াতেও। এই পরিস্থিতি থেকে বাঁচাতে পারে একমাত্র এসি। কিন্তু এসি-র দাম অনেক। সাবার পক্ষে কেনা সম্ভব নয়। মাত্র ৬ হাজার টাকা খরচ করে এয়ার কুলার কেনা যায় অনায়াসে। এতেও ঘর ঠান্ডা হয় এসি-র মতোই।
এয়ার কুলারের কথা বললে নাক কুঁচকোন অনেকেই। কারণ এসির মতো স্যুইচ টিপলেই কুলার চলবে না। জল ভরতে হবে। এটাই সবচেয়ে বড় সমস্যা। বিদ্যুৎ খরচ হবে, সঙ্গে খাটুনিও। তাই অনেকেই এয়ার কুলার কিনতে রাজি হন না। কিন্তু যদি বলা হয়, এয়ার কুলারে বারবার জল ভরতে হবে না, তাহলে কেমন হবে?
এয়ার কুলারের কথা বললে নাক কুঁচকোন অনেকেই। কারণ এসির মতো স্যুইচ টিপলেই কুলার চলবে না। জল ভরতে হবে। এটাই সবচেয়ে বড় সমস্যা। বিদ্যুৎ খরচ হবে, সঙ্গে খাটুনিও। তাই অনেকেই এয়ার কুলার কিনতে রাজি হন না। কিন্তু যদি বলা হয়, এয়ার কুলারে বারবার জল ভরতে হবে না, তাহলে কেমন হবে?
জামশেদপুরের সাকচি মেন মার্কেটের মাই চয়েস শপের মালিক রাজেশ আগরওয়াল লোকাল 18-কে বলেন, সময় বদলাচ্ছে। তার সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন পণ্য আসছে বাজারে। ডেজার্ট কুলার সেরকমই। এক নিমেষে ঘর ঠান্ডা করে দিতে পারে। দাম মাত্র ৬ হাজার টাকা থেকে শুরু। আকারে ছোট, কিন্তু কাজে এসি-র মতোই। সবচেয়ে বড় কথা হল, এতে বারবার জল ভরার দরকার নেই।
জামশেদপুরের সাকচি মেন মার্কেটের মাই চয়েস শপের মালিক রাজেশ আগরওয়াল লোকাল 18-কে বলেন, সময় বদলাচ্ছে। তার সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন পণ্য আসছে বাজারে। ডেজার্ট কুলার সেরকমই। এক নিমেষে ঘর ঠান্ডা করে দিতে পারে। দাম মাত্র ৬ হাজার টাকা থেকে শুরু। আকারে ছোট, কিন্তু কাজে এসি-র মতোই। সবচেয়ে বড় কথা হল, এতে বারবার জল ভরার দরকার নেই।
৪০ ফুট পর্যন্ত ঠান্ডা হবে: হ্যাঁ, এটাই বিশেষত্ব। এই কুলারে বারবার জল ভরতে হয় না। কিন্তু ঘর ঠান্ডা হয় এসির মতো। জলের বদলে এতে দিতে হবে বরফের টুকরো। এসির চেয়েও বেশি ঠান্ডা হবে ঘর। সাধারণ কুলার ২৫ থেকে ৩০ ফুট পর্যন্ত ঠান্ডা করতে পারে। এই কুলার ৪০ ফুট পর্যন্ত এলাকা ঠান্ডা করার ক্ষমতা রাখে। (Representative Image)
৪০ ফুট পর্যন্ত ঠান্ডা হবে: হ্যাঁ, এটাই বিশেষত্ব। এই কুলারে বারবার জল ভরতে হয় না। কিন্তু ঘর ঠান্ডা হয় এসির মতো। জলের বদলে এতে দিতে হবে বরফের টুকরো। এসির চেয়েও বেশি ঠান্ডা হবে ঘর। সাধারণ কুলার ২৫ থেকে ৩০ ফুট পর্যন্ত ঠান্ডা করতে পারে। এই কুলার ৪০ ফুট পর্যন্ত এলাকা ঠান্ডা করার ক্ষমতা রাখে। (Representative Image)
দামও সস্তা: সব নামি ব্র্যান্ডই ডেজার্ট এয়ার কুলার তৈরি করে। বাজাজ, সিম্ফনি, ভোল্টাস, হিন্দওয়্যার, ওরিয়েন্ট, কেনস্টার- কে নেই। পছন্দ মতো কোম্পানি বেছে নিলেই হল। ৫৫ লিটার থেকে ১৩৫ লিটারের ট্যাঙ্ক। ফলে বারবার জল ভরার ঝামেলা নেই। একবার পুরো ট্যাঙ্ক ভর্তি করলে তিন থেকে চারদিন আরামসে চলবে। ৫৫ লিটার ট্যাঙ্কের এয়ার কুলারের দাম ৯ হাজার টাকা, ৬৫ লিটার ১০ হাজার টাকা, ৭৫ লিটার ১২ হাজার টাকা এবং ৯০ লিটার ১৩ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। অফিস, দোকান বা বাড়িতে এই কুলার ব্যবহার করা যায়। (Representative Image)
দামও সস্তা: সব নামি ব্র্যান্ডই ডেজার্ট এয়ার কুলার তৈরি করে। বাজাজ, সিম্ফনি, ভোল্টাস, হিন্দওয়্যার, ওরিয়েন্ট, কেনস্টার- কে নেই। পছন্দ মতো কোম্পানি বেছে নিলেই হল। ৫৫ লিটার থেকে ১৩৫ লিটারের ট্যাঙ্ক। ফলে বারবার জল ভরার ঝামেলা নেই। একবার পুরো ট্যাঙ্ক ভর্তি করলে তিন থেকে চারদিন আরামসে চলবে। ৫৫ লিটার ট্যাঙ্কের এয়ার কুলারের দাম ৯ হাজার টাকা, ৬৫ লিটার ১০ হাজার টাকা, ৭৫ লিটার ১২ হাজার টাকা এবং ৯০ লিটার ১৩ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। অফিস, দোকান বা বাড়িতে এই কুলার ব্যবহার করা যায়। (Representative Image)

Cooler: Air কুলারের ‘Cool-ঘাস’ কখন পাল্টানো উচিত? ‘সঠিক’ সময় জানুন! নইলে দিন দিন দেবে শুধু গরম গরম হাওয়া

দেশে গরমের পারদ ভয়াবহ ভাবে চড়ছে। দাবদাহ থেকে বাঁচতে আমরা ঘরে এসি, কুলার বা ফ্যান ব্যবহার করছি প্রায় সর্বক্ষণ। এসি অনেকের পক্ষেই সাশ্রয়ী নয়, তাই অনেকে কুলার ব্যবহারের উপর নির্ভর করেন। কিন্তু এত গরমে আপনি যদি কুলার থেকে ঠান্ডা বাতাস না পান, তাহলে সতর্ক হন। এর অর্থ আপনার কুলারের কিছু ত্রুটি আছে। অর্থাৎ কুলারটির কিছু পরিবর্তন করা প্রয়োজন।
দেশে গরমের পারদ ভয়াবহ ভাবে চড়ছে। দাবদাহ থেকে বাঁচতে আমরা ঘরে এসি, কুলার বা ফ্যান ব্যবহার করছি প্রায় সর্বক্ষণ। এসি অনেকের পক্ষেই সাশ্রয়ী নয়, তাই অনেকে কুলার ব্যবহারের উপর নির্ভর করেন। কিন্তু এত গরমে আপনি যদি কুলার থেকে ঠান্ডা বাতাস না পান, তাহলে সতর্ক হন। এর অর্থ আপনার কুলারের কিছু ত্রুটি আছে। অর্থাৎ কুলারটির কিছু পরিবর্তন করা প্রয়োজন।
গ্রীষ্মকালে ঠাণ্ডা বাতাসের পরিমাণ কমতে থাকে। কারণ এই সময় সকাল থেকেই সূর্যের আলো চড়া থাকে এবং বাতাসও বেশ গরম হতে শুরু করে দেয়। কারও বাড়িতে, শুধুমাত্র ফ্যান কাজ করে, আবার কিছু বাড়িতে কুলার চলতে শুরু করেছে।
গ্রীষ্মকালে ঠাণ্ডা বাতাসের পরিমাণ কমতে থাকে। কারণ এই সময় সকাল থেকেই সূর্যের আলো চড়া থাকে এবং বাতাসও বেশ গরম হতে শুরু করে দেয়। কারও বাড়িতে, শুধুমাত্র ফ্যান কাজ করে, আবার কিছু বাড়িতে কুলার চলতে শুরু করেছে।
কুলারগুলি ব্যবহারের আগে সেটিকে সঠিক ভাবে প্রস্তুত করা খুবই গুরুত্বপূর্ণ, অন্যথায় তারা সঠিকভাবে রুম ঠান্ডা করে না। শীতকালে, এটি একটি কোণে রাখা থাকে, বা কেউ কেউ আবার এটিকে ভালভাবে প্যাক করে রাখেন যাতে গ্রীষ্ম পর্যন্ত এর অবস্থার কোনও অবনতি না হয়।
কুলারগুলি ব্যবহারের আগে সেটিকে সঠিক ভাবে প্রস্তুত করা খুবই গুরুত্বপূর্ণ, অন্যথায় তারা সঠিকভাবে রুম ঠান্ডা করে না। শীতকালে, এটি একটি কোণে রাখা থাকে, বা কেউ কেউ আবার এটিকে ভালভাবে প্যাক করে রাখেন যাতে গ্রীষ্ম পর্যন্ত এর অবস্থার কোনও অবনতি না হয়।
সবাই কুলার থেকে আরামদায়ক ঠাণ্ডা বাতাস পেতে চান। কিন্তু এর জন্য গ্রীষ্মে এটি ব্যবহারের আগে এটি সঠিকভাবে প্রস্তুত করা গুরুত্বপূর্ণ। শীতল বাতাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল এর ঘাস। ঘাস ভাল না হলে শীতল বাতাস পাওয়া যায় না। অতএব, আপনি যখন মরসুমে প্রথমবারের মতো একটি কুলার ইনস্টল করার কথা ভাবছেন, প্রথমে তার ঘাস পরীক্ষা করুন।
সবাই কুলার থেকে আরামদায়ক ঠাণ্ডা বাতাস পেতে চান। কিন্তু এর জন্য গ্রীষ্মে এটি ব্যবহারের আগে এটি সঠিকভাবে প্রস্তুত করা গুরুত্বপূর্ণ। শীতল বাতাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল এর ঘাস। ঘাস ভাল না হলে শীতল বাতাস পাওয়া যায় না। অতএব, আপনি যখন মরসুমে প্রথমবারের মতো একটি কুলার ইনস্টল করার কথা ভাবছেন, প্রথমে তার ঘাস পরীক্ষা করুন।
যদি ঘাসের উপর ধুলো সম্পূর্ণরূপে জমে যায়, তবে এর অর্থ হল বাতাস ঠিকভাবে ঘাসের মধ্য দিয়ে চলাচল করবে না এবং যদি ঘাসের মধ্য দিয়ে বাতাস ঠিকভাবে না যায় তবে ঘরটি ঠান্ডা হবে না। কিছু লোক ৩-৪ বছর ধরে শীতল ঘাস চালাতে থাকেন, তবে এটি করা উচিত নয়। প্রতি দুই ঋতুতে কুলারের ঘাস পরিবর্তন করা কাম্য।
যদি ঘাসের উপর ধুলো সম্পূর্ণরূপে জমে যায়, তবে এর অর্থ হল বাতাস ঠিকভাবে ঘাসের মধ্য দিয়ে চলাচল করবে না এবং যদি ঘাসের মধ্য দিয়ে বাতাস ঠিকভাবে না যায় তবে ঘরটি ঠান্ডা হবে না। কিছু লোক ৩-৪ বছর ধরে শীতল ঘাস চালাতে থাকেন, তবে এটি করা উচিত নয়। প্রতি দুই ঋতুতে কুলারের ঘাস পরিবর্তন করা কাম্য।
এই দামেই ঘাস পাওয়া যায়:আপনি যদি লক্ষ্য করেন যে কুলারের ঘাস কালো হয়ে গিয়েছে এবং সম্পূর্ণরূপে ধুলো জমে আছে, তবে এটিই হল সেই সংকেত। এই সঙ্কেত বলে দেয় যে ঘাসটি প্রতিস্থাপন করার সময় হয়েছে।
এই দামেই ঘাস পাওয়া যায়:
আপনি যদি লক্ষ্য করেন যে কুলারের ঘাস কালো হয়ে গিয়েছে এবং সম্পূর্ণরূপে ধুলো জমে আছে, তবে এটিই হল সেই সংকেত। এই সঙ্কেত বলে দেয় যে ঘাসটি প্রতিস্থাপন করার সময় হয়েছে।
বাজারে আপনি ৮০ থেকে ১০০ টাকার মধ্যে শীতল ঘাস পেতে পারেন। তবে একক ভিত্তিকভাবে শীতল ঘাসের দাম কিছুটা বেশি বা কম হতে পারে।
বাজারে আপনি ৮০ থেকে ১০০ টাকার মধ্যে শীতল ঘাস পেতে পারেন। তবে একক ভিত্তিকভাবে শীতল ঘাসের দাম কিছুটা বেশি বা কম হতে পারে।

Cheap AC: আগুনের দাবদাহে পুড়ছে শরীরে, পকেটে ৫৮১ টাকা আছে কি, ৪২% ছাড়ে আজই ঘরে আনুন এই ঠান্ডা করার মেশিন

Air Cooler Price Slash: এই প্রবল গরমে হাঁসফাঁস করছে প্রাণ৷ কী করে একটু ঠাণ্ডা হওয়া যায় তার খোঁজে মানুষজন৷ দুম করে একটা এসি বা এয়ারকন্ডিশনার কিনে ফেলার রেস্ত হয়ত অনেকেরেই হচ্ছে না৷ তাহলে কী এই গরমে পাখার গনগনে হাওয়ার তলাতেই কাটাতে হবে? না এই পরিস্থিতিতে সস্তার সলিউশন নিয়ে এসেছে, এটি ওরিয়েন্ট কোম্পানির ইলেকট্রিক সুপারচিল ১০০ লিটারের পার্সোনাল এয়ার কুলার। এদের দাবি এতে বাড়িতে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা নামিয়ে আনবে৷ বাতাস ভালই বইছে এমনটাই মনে হবে৷
Air Cooler Price Slash: এই প্রবল গরমে হাঁসফাঁস করছে প্রাণ৷ কী করে একটু ঠাণ্ডা হওয়া যায় তার খোঁজে মানুষজন৷ দুম করে একটা এসি বা এয়ারকন্ডিশনার কিনে ফেলার রেস্ত হয়ত অনেকেরেই হচ্ছে না৷ তাহলে কী এই গরমে পাখার গনগনে হাওয়ার তলাতেই কাটাতে হবে? না এই পরিস্থিতিতে সস্তার সলিউশন নিয়ে এসেছে, এটি ওরিয়েন্ট কোম্পানির ইলেকট্রিক সুপারচিল ১০০ লিটারের পার্সোনাল এয়ার কুলার। এদের দাবি এতে বাড়িতে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা নামিয়ে আনবে৷ বাতাস ভালই বইছে এমনটাই মনে হবে৷
এই কুলারটির অ্যামাজনে ৫/৫ রেটিং রয়েছে৷ তবে এই রিভিউ দিয়েছে পাঁচজনের মাত্র পাঁচজন। ফলে এই রেটিংটি পুরোপুরি বিবেচনা করতে পারি না। তবে.. ১ মাসের মধ্যে ৩০০ জনের বেশি মানুষ এই এসি কিনেছেন। অর্থাৎ বিক্রি ভাল হয়েছে বলে ধরে নেওয়া যায়। সমস্ত ইনপুটই পজিটিভ৷
এই কুলারটির অ্যামাজনে ৫/৫ রেটিং রয়েছে৷ তবে এই রিভিউ দিয়েছে পাঁচজনের মাত্র পাঁচজন। ফলে এই রেটিংটি পুরোপুরি বিবেচনা করতে পারি না। তবে.. ১ মাসের মধ্যে ৩০০ জনের বেশি মানুষ এই এসি কিনেছেন। অর্থাৎ বিক্রি ভাল হয়েছে বলে ধরে নেওয়া যায়। সমস্ত ইনপুটই পজিটিভ৷
অ্যারোফান প্রযুক্তির কারণে এই কুলারটির একটি শক্তিশালী এয়ারফ্লো রয়েছে। পাশাপাশি মেশিনটি চললে তাতে আওয়াজ অনেকটাই কম হয়৷
অ্যারোফান প্রযুক্তির কারণে এই কুলারটির একটি শক্তিশালী এয়ারফ্লো রয়েছে। পাশাপাশি মেশিনটি চললে তাতে আওয়াজ অনেকটাই কম হয়৷
এই কুলারের ৩ দিকে হানিট্র্যাপ কুলিং প্যাড রয়েছে। এই কারণে.. এটি কম বিদ্যুৎ খরচ করে.. এবং এটিকে আরও ঠান্ডা করে। এই প্যাডগুলি ৪৫ শতাংশ বেশি জল শোষণ করে বলে জানা গেছে। তাই ২৫ শতাংশ বেশি শীতল করবে৷
এই কুলারের ৩ দিকে হানিট্র্যাপ কুলিং প্যাড রয়েছে। এই কারণে.. এটি কম বিদ্যুৎ খরচ করে.. এবং এটিকে আরও ঠান্ডা করে। এই প্যাডগুলি ৪৫ শতাংশ বেশি জল শোষণ করে বলে জানা গেছে। তাই ২৫ শতাংশ বেশি শীতল করবে৷
কোম্পানির দাবি এই কুলার থেকে ২৬ ফুট দূরত্ব পর্যন্ত ঠান্ডা বাতাসের ফ্লো আসে। অতএব, এটি কেবল বাড়িতেই নয় প্রয়োজন হলে অফিস এবং রেস্তোঁরাগুলিতেও এর  ব্যবহার করা যেতে পারে।
কোম্পানির দাবি এই কুলার থেকে ২৬ ফুট দূরত্ব পর্যন্ত ঠান্ডা বাতাসের ফ্লো আসে। অতএব, এটি কেবল বাড়িতেই নয় প্রয়োজন হলে অফিস এবং রেস্তোঁরাগুলিতেও এর  ব্যবহার করা যেতে পারে।
এই কুলারে ৪ সাইড এয়ার ব্লোয়িং প্রযুক্তি রয়েছে। এটি নীচের দিকে এবং উপরের দিকে এয়ার ফ্লো চালাতে পারে। বাতাসের গতির জন্য ৩ গতির সেটিংস রয়েছে। এছাড়াও একটি জল নির্দেশক আছে. ক্যাস্টর চাকা আছে। আপনি যেখানে চান সহজেই এটি চালু করতে পারেন।
এই কুলারে ৪ সাইড এয়ার ব্লোয়িং প্রযুক্তি রয়েছে। এটি নীচের দিকে এবং উপরের দিকে এয়ার ফ্লো চালাতে পারে। বাতাসের গতির জন্য ৩ গতির সেটিংস রয়েছে। এছাড়াও একটি জল নির্দেশক আছে. ক্যাস্টর চাকা আছে। আপনি যেখানে চান সহজেই এটি চালু করতে পারেন।
বিদ্যুৎ চলে গেলে এই কুলারটি একটি ইনভার্টারের মাধ্যমেও কাজ করে। যেসব এলাকায় ঘন ঘন কারেন্ট অফ  হয় সেখানে এটি তাদের জন্য খুবই উপযোগী।
বিদ্যুৎ চলে গেলে এই কুলারটি একটি ইনভার্টারের মাধ্যমেও কাজ করে। যেসব এলাকায় ঘন ঘন কারেন্ট অফ  হয় সেখানে এটি তাদের জন্য খুবই উপযোগী।
এই কুলারের ১২ মাসের ওয়ারেন্টি রয়েছে। এই কুলারটি ৪৫ সেমি লম্বা, ৭০ সেমি চওড়া এবং ১২৭ সেমি উঁচু। ওজন ১৭ কেজি।
এই কুলারের ১২ মাসের ওয়ারেন্টি রয়েছে। এই কুলারটি ৪৫ সেমি লম্বা, ৭০ সেমি চওড়া এবং ১২৭ সেমি উঁচু। ওজন ১৭ কেজি।
এই কুলারের আসল দাম ৪৩ শতাংশ ছাড়ের সঙ্গে ১১,৯৯০ টাকায় বিক্রি করছে৷  আপনি এটি EMI-এ ৫৮১ টাকায় পেতে পারেন।
এই কুলারের আসল দাম ৪৩ শতাংশ ছাড়ের সঙ্গে ১১,৯৯০ টাকায় বিক্রি করছে৷  আপনি এটি EMI-এ ৫৮১ টাকায় পেতে পারেন।
Disclaimer:এই প্রতিবেদনে দেওয়া তথ্য শুধুমাত্র জনমত এবং Amazon থেকে সংগৃহীত তথ্য। এর সঙ্গে নিউজ 18 বাংলার নিজস্ব মত নয়। (All Images credit - https://www.amazon.in/Orient-Electric-Superchill-technology-Densenest/dp/B0CSFTZHVF)
Disclaimer:এই প্রতিবেদনে দেওয়া তথ্য শুধুমাত্র জনমত এবং Amazon থেকে সংগৃহীত তথ্য। এর সঙ্গে নিউজ 18 বাংলার নিজস্ব মত নয়। (All Images credit – https://www.amazon.in/Orient-Electric-Superchill-technology-Densenest/dp/B0CSFTZHVF)