Tag Archives: animal lover

Mumbai Cat News : মৃত্যু পরও বেঁচে! কেরলের নায়ার পরিবারের এই পোষ্যের কাহিনী চোখে জল আনবে

মুম্বই : চুনচু নায়ারকে এখনও ভুলতে পারেনি তার পরিবার৷ তাই মৃত্যুর পর বেশ কয়েক বছর কেটে গেলেও চার পায়ের পোষ্য এখনও নেট দুনিয়ায় ভাইরাল থেকে গিয়েছেন৷

চুনচু নায়ার আসলে কোনও মানুষ নন৷ নায়ার পরিবারের এই পোষ্য প্রায় ১৮ বছর বেঁচে ছিল৷ শেষমেশ ২০১৮-তে বার্ধক্যজনিত কারণে সে মারা যায়৷ তার জন্য এক বিশেষ শ্রদ্ধাজ্ঞাপনের ব্যবস্থা করেছিল নায়ার পরিবার৷ আর সে কারণেই চুনচু-এর স্মৃতি এখনও পৃথিবীতে বর্তমান৷

আরও পড়ুন : মহিলারা এখনও নিরাপত্তাহীনতায় ভোগেন, নিউজ 18-এর অনুষ্ঠানে বিশেষ বার্তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

আসলে আদরের বেড়ালেন প্রথম মৃত্যুবার্ষিকীতে, তার পরিবার একটি শোকবার্তা শেয়ার করেছে, যা ইন্টারনেটে মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। ২০১৯ সালে প্রকাশিত হয়েছিল এই শোকবার্তা৷ এরপর থেকে প্রতি বছর নির্দিষ্ট দিনে চুনচুর জন্য করা এই স্মৃতিচারণ বারবার নেট দুনিয়ায় প্রকাশ্যে চলে আসে৷ সেটাই যেন নায়ার পরিবারের কাছে চারপেয়ী পোষ্য জীবন্ত রাখছে বছরের পর বছর৷

ঠিক কী আছে সেই শোকবার্তায়? “চুঞ্চু নায়ারের প্রথম মৃত্যুবার্ষিকী। মোলুত্তি, তোমাকে খুব মিস করি আমরা!”

আরও পড়ুন : লোন নিয়ে ট্র্যাক্টর কিনেছিলেন কৃষক, কিন্তু কিস্তি পরিশোধ না করায় বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ব্যাঙ্কের অফিসাররা; তারপর যা দেখলেন…

টাইমস অফ ইন্ডিয়ায় বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বেড়ালের পোষ্য মা৷ নায়ার পরিবারের সদস্যা বলছিলেন, চুনচুর সাথে বাড়ির বাইরে একটি বাগানে প্রথম দেখা হয়েছিল। তাঁর কথায়, “বেড়ালটি প্রতিদিন ঠিক সন্ধ্যার সময় বাগানে একই জায়গায় বসে থাকত৷ আসলে সে আমার বাড়ির ফেরার জন্য অপেক্ষা করত৷ আমি মাঝে মাঝে তাকে দুধ বা খাবার দিতাম৷ এভাবেই সম্পর্ক গভীর হতে থাকে।”

চুনচুকে কখনও কোনও প্রশিক্ষণ দেওয়া হয়নি৷ এরপরও পরিবারের সদস্যদের প্রতি তার আনুগত্য ছিল দেখার মতো৷ সে কখনও তার মালিকের খাবারের প্লেটে থাবা বসায়নি। সে শুধু তাজা মাছ খেতে ভালোবাসত৷

চুনচু, অন্য যে কোনও বিড়ালের মতোই মালিকের গায়ে গায়ে থাকত, এবং অন্য কেউ সেটা করলে সহ্য করতে পারত না৷ “আমার মেয়েরাও কখনও আমাদের কাছে এসে বসলে চুনচু সেটা সহ্য করতে পারত না৷ রেগে যেত৷” জানিয়েছিলেন সেই সদস্যা৷

শুধু পরিবার নয়, পাড়ার লোকেরাও বিড়ালটিকে খুব ভালোবাসত৷ চুনচুর মালিক বলছিলেন, “পাড়ার প্রায় সবাই আমাদের বিড়লটিকে খুব ভালোবসত৷ বার্ধক্যজনিত কারণে ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছিল৷ তখন আমাদের প্রতিবেশীরাও ওকে দেখতে আসত৷ চুনচুর অবস্থা দেখে অনেকে কেঁদেও ফেলত৷”

Pet Dog Care: পোষ্য কি আপনাকে কিছু বলতে চাইছে? পোষা কুকুরের যন্ত্রণা বুঝবেন কীভাবে? এই লক্ষণ দেখলেই সতর্ক হন

অনেকেই কুকুর পোষেন। যত্নআত্তির ত্রুটি রাখেন না। আদর-ভালবাসায় সেও হয়ে ওঠে পরিবারের একজন। কিন্তু পোষ্য কুকুরের ব্যথা, বেদনার সব খবর কি ‘মালিকে’র কান পর্যন্ত পৌঁছয়? এককথায় এর উত্তর হল, না।

পোষা প্রাণী কথা বলতে পারে না। নীরবে কষ্ট সহ্য করে। তাই পোষ্যের শরীর ঠিক আছে কি না বোঝার জন্য তাদের শারীরিক ভাষা, আচরণ এবং মেজাজ খুঁটিয়ে দেখা অপরিহার্য। অধিকাংশ সময়ই তাদের অসুস্থতা বোঝা যায় না। এই জন্যই পোষ্যের এই সব আচরণের পরিবর্তন হচ্ছে কি না দেখা উচিত। বলছেন অ্যান্থ্রোজুওলজিস্ট ডক্টর জন ব্র্যাডশ৷

আক্রমণাত্মক আচরণ বা রাগ: কুকুরের আচরণে যে কোনও পরিবর্তনই উদ্বেগজনক। ধরা যাক, দরজা খুললে অভ্যর্থনা জানানোর জন্য দৌড়ে যাচ্ছে না বা আদর করার সময় শরীরী ভাষা যথেষ্ট রক্ষণাত্মক, তাহলে বুঝতে হবে নিশ্চয় কোথাও ব্যথা পেয়েছে।

সামাজিক অনীহা: কুকুরের শরীরে ব্যথা থাকলে আচরণ আর স্বাভাবিক থাকে না। খেলাধূলায় আগ্রহ কমে যায়, হাজারবার ডাকলেও সাড়া দেয় না। উৎসাহের অভাব এবং অলসতাও দেখা যায়। অতিথি বা বন্ধুদের মেলামেশাও কমে যায়। এমনটা হলেও কুকুরের শারীরিক যন্ত্রণা রয়েছে বুঝতে হবে।

অস্বাভাবিক ভঙ্গি: পোষ্য কুকুর যদি অস্বাভাবিক ভঙ্গিমায় থাকে, যেমন কোনও অঙ্গ চেয়ে শক্তভাবে বসে আছে, যেন ঠিক স্বাভাবিক নয়, এটাও ব্যথার ইঙ্গিত। যদি নড়াচড়া করতে গেলে ব্যথা লাগে, তাহলে কুকুর সারাক্ষণ বসে থাকে। আর যদি বসতে গেলে ব্যথা পায়, তাহলে সারাক্ষণ হাঁটাহাঁটি করতে পারে। তাই অস্বাভাবিক ভঙ্গিমা দেখলে পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

আরও পড়ুন : AC Room-এ যোগব্যায়াম করলে ঝাঁঝরা শরীর? দিনের কখন ব্যায়াম করা সেরা? সুস্থ থাকতে জানুন এখনই

কাঁপুনি: কুকুরের যদি কাঁপুনি হয়, তাহলে হয় ঠান্ডা লেগেছে, নয়ত প্যানক্রিয়াটাইটিস, বিষক্রিয়া বা কিডনি রোগের মতো গুরুতর স্বাস্থ্য সমস্যার লক্ষণ। প্রচুর পরিমাণে সুগার ফ্রি সুইটেনার, চকলেট বা মোল্ডি কম্পোস্ট খেলে পেশিতে কাঁপুনি ধরতে পারে। এই পরিস্থিতিতে পোষ্যকে অবিলম্বে পশু চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।

ঘুমোনোর ধরন বা খাবার খাওয়ায় পরিবর্তন: সুস্থ কুকুর নিয়মিত সময়ের ব্যবধানে খাবে, উৎসাহের সঙ্গে লাফাবে-ঝাঁপাবে, রুটিন মেনে ঘুমোবে। এতে যদি বদল হয়, কুকুর যদি হঠাৎ খাওয়া বা জল পান বন্ধ করে দেয়, ঘুমোতে সমস্যা হয়, তাহলে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ।

Dog Rescue: মুখে আটকে প্লাস্টিকের কৌটো, এক সপ্তাহ না খেয়ে সারমেয়! তারপর যা হল…

হুগলি: খাবার খুঁজতে গিয়ে প্লাস্টিকের জারে মুখ ঢু্কিয়ে বিপত্তি। প্লাস্টিকের কৌটোয় মুখ আটকে গিয়ে এক সপ্তাহ না খেতে পেয়ে প্রায় মরতে বসেছিল একটি পথ কুকুর। অবশেষে তাকে নতুন জীবন দিলেন জিরাটের দুই পশুপ্রেমী।

হুগলির বলাগড়ের জিরাট পোস্ট অফিস পাড়ায় একটি পথ সারমেয় খাবারের সন্ধানে প্লাস্টিকের জারের মধ্যে মুখ ঢুকিয়েছিল গত ৮ এপ্রিল। বিপদ ঘটতে সময় নেয়নি। গলা পর্যন্ত মুখটি জারে আটকে যায়। ওই অবস্থায় এক সপ্তাহ ধরে না খেয়ে পথে পথে ঘুরতে থাকে সারমেয়টি। অনেকেই বিষয়টি দেখেও এগিয়ে আসেননি। রবিবার সন্ধেয় এই বেদনাদায়ক ঘটনাটি চোখে পড়ে জিরাট হাটতলার বাসিন্দা টোটো চালক ও পশুপ্রেমী প্রমথ বিশ্বাসের। তিনি খবর দেন পার্শ্ববর্তী গ্রাম মিলনগডের বাসিন্দা পশুপ্রেমী ও বলাগড় নির্বাক নির্ভর সমিতির সম্পাদক বনমালী তপাদারকে।

আর‌ও পড়ুন: একসঙ্গে ২০০০ কুমারীর পুজো! চাইলে আপনিও করতে পারবেন আরাধনা

খবর পেয়ে বনমালী তাপাদার দ্রুত পৌঁছে যান জিরাট হাটতলায়। এরপর দুই পশুপ্রেমী মিলে বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় প্লাস্টিকের জারটি কাঁচি দিয়ে কেটে সারমেয়টিকে নতুন জীবন দেন। এরপর খাবার ও জল দেওয়া হয় কুকুরটিকে। এইভাবে উদ্ধার পাওয়ার পর সারমেয়টিও যেন হাঁফ ছেড়ে বাঁচে।

এদিকে এই ঘটনার উদাহরণ তুলে ধরে ওই পশুপ্রেমীরা প্লাস্টিকের জার বা কৌটো যেখানে সেখানে ফেলতে নিষেধ করেছেন। কারণ তাতে এভাবেই অবলা জীবদের বিপদ ঘটতে পারে।

রাহী হালদার