Tag Archives: Arindam Sil

FIR against tollywood director Arindam Sil: আরও বিপাকে অরিন্দম শীল! পরিচালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগে FIR দায়ের অভিনেত্রীর

কলকাতা: পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে এর আগে একাধিক অভিযোগ উঠেছিল। এবার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হল। এবার অরিন্দম শীলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন এক অভিনেত্রী।

ডায়মন্ড হারবার রোডের বিষ্ণুপুর থানায় অরিন্দম শীলের বিরুদ্ধে এফআইআর হয়েছে অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগে। এখনও পর্যন্ত অরিন্দম শীলের সঙ্গে থানার থেকে কোন রকম যোগাযোগ করা হয়নি। তবে তিনি উইমেন কমিশনের দুটো মেল পাঠিয়েছেন যাতে আত্মপক্ষ সমর্থনের জন্য তাকে আরেকবার সুযোগ দেওয়া হোক।

আরও পড়ুন: পলিগ্রাফ টেস্টে কী প্রশ্ন করা হয় সঞ্জয়কে? RG Kar মামলার সুপ্রিম শুনানির আগেই ফাঁস

এর আগেই পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। যার ফলে অনির্দিষ্টকালের জন্য অরিন্দমকে সাসপেন্ড করে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন। টলিউডের এক অভিনেত্রী তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। তার উপর ভিত্তি করেই ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার এই পদক্ষেপ নেওয়া হয়।

আরও পড়ুন: ১০০০ টাকা নিয়ে এই দেশে গেলেই হবে ৩ লাখ, সস্তায় ছবির মতো সুন্দর বিদেশ ঘুরতে যাবেন নাকি?

পরিচালক অরিন্দম শীল বলেন, “ডিরেক্টরস অ্যাসোসিয়েশন আমার সঙ্গে কোনও কথা বলেনি। কেউ একবারও জানতেও চায়নি ঠিক কী ঘটনা ঘটেছে৷ একটা লিখিত কাগজের উপর ভিত্তি করেই ওরা এই পদক্ষেপ নিয়েছে৷ মহিলা কমিশনে যে আলোচনা হয়েছে সেখানে বারবার করে বলা হয়েছে, আমি নাকি একটা শট বোঝাচ্ছিলাম এবং সেই শট বোঝাতে গিয়ে আমি আমার অভিনেত্রীকে চুমু খেয়েছি এবং আমি সেই বিষয়ে বলি, আমি নিজে যেহেতু একজন অভিনেতা, তাই পুরো বিষয়টা নিজেই কোরিওগ্রাফি করে দেখিয়ে দিই৷ এক্ষেত্রেও তাই হয়েছে৷ অভিনেত্রীও পুরো দৃশ্যটা দেখানোর কথা বলে৷ সেই মতো রোম্যান্টিক দৃশ্যটা দেখিয়ে দিই৷” এবার শ্লীলতাহানির অভিযোগে এফআইআর হল পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে।

Arindam Sil: টলি নায়িকাকে চুম্বন! উঠল যৌন হেনস্থার অভিযোগ! সাসপেন্ড হয়ে কী বলছেন অরিন্দম শীল?

কলকাতা: আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ৷ দক্ষিণী ইন্ডাস্ট্রিতে যখন হেমা কমিশনের সুবাদে নানা নামী ব্যক্তিত্বের মুখোশ খুলে গিয়েছে, ঠিক তখনই টলিউড ইন্ডাস্ট্রিও তোলপাড়৷ পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে উঠল যৌন হেনস্থার অভিযোগ। অনির্দিষ্টকালের জন্য অরিন্দম শীলকে সাসপেন্ড করল ডিরেক্টরস অ্যাসোসিয়েশন। টলিউডের এক অভিনেত্রী তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। সেই বয়ানের উপর ভিত্তি করেই ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার এই পদক্ষেপ।

দিন কয়েক আগে এক অভিনেত্রী অরিন্দমের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। তারপর থেকেই শুরু তুমুল বিতর্ক। পরিচালক অরিন্দম শীল বলেন, ডিরেক্টরস অ্যাসোসিয়েশন আমার সঙ্গে কোনও কথা বলেনি। কেউ একবারও জানতেও চায়নি ঠিক কী ঘটনা ঘটেছে৷ একটা লিখিত কাগজের উপর ভিত্তি করেই ওরা এই পদক্ষেপ নিয়েছে৷ মহিলা কমিশনে যে আলোচনা হয়েছে সেখানে বারবার করে বলা হয়েছে, আমি নাকি একটা শট বোঝাচ্ছিলাম এবং সেই শট বোঝাতে গিয়ে আমি আমার অভিনেত্রীকে চুমু খেয়েছি এবং আমি সেই বিষয়ে বলি, আমি নিজে যেহেতু একজন অভিনেতা, তাই পুরো বিষয়টা নিজেই কোরিওগ্রাফি করে দেখিয়ে দিই৷ এক্ষেত্রেও তাই হয়েছে৷ অভিনেত্রীও পুরো দৃশ্যটা দেখানোর কথা বলে৷ সেই মতো রোম্যান্টিক দৃশ্যটা দেখিয়ে দিই৷ তবে এটা করতে গিয়ে আমার মুখটা ওর গালের পাশে লেগে যায়, এবং তারপরই সেই অভিনেত্রী প্রোডিউসারকে জানায় যে, ওর অস্বস্তি হয়েছে৷ এটাকে ভিত্তি করেই মহিলা কমিশনে কমপ্লেন করে৷ সবথেকে মজার কথা হল, এই ঘটনার পর প্রায় ৪ ঘণ্টা ধরে শ্যুট করে এবং তিনি পুরোটাই স্বাভাবিক ভাবেই করে৷

আরও পড়ুন-     বিরাট ক্ষতিকর…! ‘তেলাপিয়া’ মাছ-ই ডেকে আনছে ভয়ঙ্কর বিপদ, যা বলছেন গবেষকরা, শুনলে আঁতকে উঠবেন

অরিন্দম আরও বলেন, অভিনেত্রী তো আমাকে বলতেই পারত কোলের উপর বসে এই শটটা দিতে আমার অস্বস্তি হয়েছে৷ কিন্তু তিনি সেটা না বলে উল্টে বলেন, একজন পরিচালক হিসেবে আমি যেটা করতে বলেছি উনি সেটাই করেছেন৷ তো আমি তো কাউকে ঘাড়ে বন্দুক রেখে করিনি৷ এবং ইয়ার্কি করতে করতেই দৃশ্যটি করা হয় ৷ মহিলা কমিশনের সামনে আমি এটাই বারবার বলেছি, আমার অনিচ্ছাকৃত সত্ত্বেও যদি তিনি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি খুবই দুঃখিত৷ এবং চিঠিতেও সেটা জানিয়েছি৷ তারপরও আমাকে জানানো হয় অনিচ্ছাকৃত শব্দটা সরিয়ে নেওয়ার জন্য, কারণ অভিনেত্রী এটা চান না৷

আরও পড়ুন-      বলুন তো, স্ত্রী-রা কি রাখি পড়াতে পারেন স্বামীকে? ৯৯ শতাংশই ‘এই’ ভুলটা করেন, আপনিও কি তাই করছেন? আজই শুধরে নিন…

লীনা গঙ্গোপাধ্যায়ও আমাকে বলেছে, আপনি অনিচ্ছাকৃত বললেও অভিনেত্রী সেটা মানতে নারাজ৷ কারণ অভিনেত্রীর খারাপ লেগেছে৷ তখন লীনা দি বলেন ওর খারাপ লাগাটাকে আমি দুঃখিত বলে লিখুন৷ এবং যার কারণে আমি অন্তর থেকে ক্ষমা চেয়েছি৷ তবে এটাও ঠিক আমি আমার বিবেকের থেকে কোনও ভুল করিনি৷ আমার কস্টিউম সহকারী, আমার ক্যামেরাপার্সন ও প্রযোজনা সংস্থা তরফে একজন ছিলেন সেখানে। গোটা ঘটনার সাক্ষী রয়েছে৷ ডিরেক্টর অ্যাসোসিয়েশন কোনও যোগাযোগ করেনি এবং কেউ আমার ফোনও ধরেননি৷

Buddhadeb Bhattacharya Demise: কান্নায় বুজে এল গলা, স্মৃতিতে ভাসছে নন্দনের দিন, বুদ্ধদেবের প্রয়াণে শোকে পাথর রূপা গঙ্গোপাধ্যায়

কলকাতা: কোনওভাবেই আর শেষরক্ষা হল না৷ সাতসকালেই আবারও এক দুঃসংবাদ৷ প্রয়াত হলেন বামশাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ বৃহস্পতিবার সকালে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ৮.২০ নাগাদ প্রয়াত হন তিনি। বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তাঁর সন্তান সুচেতন ভট্টাচার্য। মৃত্যুকালে বুদ্ধদেবের বয়স হয়েছিল ৮০ বছর৷ তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া পড়েছে রাজনৈতিক থেকে বিনোদন জগতে৷

বুদ্ধদেব ভট্টাচার্যর মৃত্যুতে একাধিক স্বনামধন্য ব্যক্তিরা শোকপ্রকাশ করেছেন৷ পাশাপাশি টলিউডের তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্বরাও শোকে ভেঙে পড়েছেন৷ অভিনেত্রী-রাজনীতিবিদ রূপা গঙ্গোপাধ্যায় তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ বলেছেন৷ কথা বলার অবস্থায় নেই রূপা, কান্নায় গলা বুজে এসেছে অভিনেত্রীর৷ উনি অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন, অনেকদিন ধরেই দেখা করার ইচ্ছে ছিল, কিন্তু তা আর হয়নি৷ উনি আমাদের কাজে খুব সাহায্য করতেন৷ নন্দনে যখন কাজ করতাম, তখন মাঝেমধ্যে দেখা হতো, কাজেরও প্রশংসা করতেন৷ ওনার আত্মার শান্তি কামনা করেছেন৷

আরও পড়ুন:  দু কামরার ফ্ল্যাট, অ্যাম্বাসাডর আর ধুতি- পাঞ্জাবি৷ বুদ্ধদেব বরাবরই ব্যতিক্রমী

অভিনেতা-পরিচালক অরিন্দম শীলের সঙ্গে ব্যক্তিগতভাবে অত্যন্ত সুসম্পর্ক ছিল বুদ্ধদেব ভট্টাচার্যর। বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণে শোকপ্রকাশ করে অরিন্দম শীল বলেছেন, আমার প্রচন্ড মন খারাপ হচ্ছে বুদ্ধদার প্রয়াণের খবরটা পেয়ে৷ দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেনও৷ বুদ্ধদা অসম্ভব একজন ভাল মানুষ ছিলেন৷ এবং অত্যন্ত সৌজন্যবোধ ছিলেন৷ বহুদিন আগে আমার একটা লেখা ছিল- ‘দ্য শেষ ভদ্রলোক বাঙালি বাবু’- তিনি একদম সেটাই৷ এরকম সংস্কৃতিপূর্ণ, সৌহাদ্যপূর্ণ, এত সুন্দর একটা মানুষ তিনি যা বলে শেষ করা যাবে না৷ অনেক স্মৃতি ভেসে আসছে৷ ফিল্ম ফেস্টিভ্যালের সময়, ওনার সঙ্গে চায়ের আড্ডা, মৃণাল সেন, রূপো গঙ্গোপাধ্যায়, বুদ্ধ দা আমরা সবাই গল্প করছি, বুদ্ধদার কবিতা পড়ে শোনানো,টেকনিশিয়ান স্টুডিওতে এসে মুড়ি তেলেভাজা খাওয়া৷ এগুলো খুব মনে পড়ছে৷ বুদ্ধদার চলে যাওয়া মানে একটা জমানা চলে যাওয়া৷ এই মানুষগুলো আর ফিরে আসবে না৷ এবং পশ্চিমবঙ্গের জন্য ওনার অবদান অনস্বীকার্য৷

আরও পড়ুন:  ‘আমার বিয়েতে এসেছিলেন, আজ খুব মনে পড়ছে সেদিনটা…’, বুদ্ধবাবুর প্রয়াণে স্মৃতি হাতড়াচ্ছেন ঋতুপর্ণা

পরিচালক রাজ চক্রবর্তী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণে গভীরভাবে শোকাহত৷ সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপণ করে লিখেছেন- ‘আজ একটি দুঃখের দিন; শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য স্যারের মৃত্যু সত্যিই হতাশাজনক। তার আত্মার শান্তি কামনা করি’।

গত ২৯ জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। গত ৯ অগাস্ট হাসপাতাল থেকে ফিরেছিলেন বুদ্ধদেব। নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। এরপর ফুসফুস এবং শ্বাসনালিতে মারাত্মক রকমের সংক্রমণও ধরা পড়ে তাঁর। ফের আচমকা আবার অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী। দীর্ঘ দিন ধরেই গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যা (সিওপিডি)-তে ভুগছিলেন। গতকাল রক্তপরীক্ষাও করা হয়, রিপোর্টে সেরকরম কিছু পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে স্যাচুরেশন খুব দ্রুত কমে যাওয়ায় মীরাদেবী তাঁর পারিবারিক চিকিৎসক সোমনাথ মাইতিকে জানান। অবশেষে আর শেষরক্ষা হল না, সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বুদ্ধবাবু৷