Tag Archives: harassment

Harassment case punishment: পাঁচ টাকার লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, পুলিশের তৎপরতায় শাস্তি অপরাধীর

নদিয়া: পুলিশের তৎপরতায় ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার সাজা পেল অপরাধী। ঘটনাটি ৩ সেপ্টেম্বর ২০১৮ সালের, নদীয়া জেলার তাহেরপুর থানা এলাকার, যা বর্তমানে রাণাঘাট পুলিশ জেলার অন্তর্ভুক্ত।

পশ্চিমবঙ্গ পুলিশের ফেসবুক পেজে বিবরণ দেওয়া হয়েছে সেই ঘটনার, ‘সকাল ন’টা নাগাদ বাড়ির কাছেই দোকান থেকে চিপস কিনতে বেরোয় দুই বন্ধু- একজনের বয়স নয়, দ্বিতীয় জনের ছয়। দোকানে যাওয়ার পথে তাদের প্রতিবেশী, বছর চল্লিশের শম্ভু দাসের সঙ্গে দেখা হয় দুই বন্ধুর। ন’বছরের মেয়েটিকে শম্ভু ‘কাকু’ বলে, তার হাত মালিশ করে দিলে পাঁচ টাকা পাবে তারা’।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস! রাজ্যের চার জেলাকে বিশেষ ভাবে প্রস্তুত থাকার নির্দেশ নবান্নের

পাঁচ টাকার জন্য প্রতিবেশির কাছে যায় দুই শিশু। তারপরের ঘটনাও ভয়ঙ্কর। ছ’বছরের মেয়েটির সামনেই ন’বছরের মেয়েটির উপর যৌন নির্যাতন করার চেষ্টা করে শম্ভু, তবে চুপচাপ মেনে না নিয়ে তারস্বরে চিৎকার করতে থাকে সেই মেয়ে। চাপে পড়ে দু’জনকে ছেড়ে দিতে বাধ্য হয় শম্ভু৷ ভাগ্যক্রমে, অক্ষত অবস্থায় ছিল দুই মেয়ে।

আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৫ জেলায় আসছে প্রবল বৃষ্টি! সঙ্গে বজ্রপাতে কাঁপবেল এলাকা

শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধি ও পকসো আইনে রুজু হয় মামলা, তদন্ত করেন ইনসপেক্টর সারওয়াল আলম। অভিযুক্ত শম্ভুকে গ্রেফতার করে চার্জশিট দাখিল করা হয় নির্দিষ্ট সময়ের আগেই। বিচারপর্ব শেষ হয়েছে সম্প্রতি, ধর্ষণের চেষ্টা করার অপরাধে ছয় বছরের কারাদণ্ড হয়েছে শম্ভুর।

Bengaluru Man Gives Threats: ধর্ষণ করে খুনের হুমকি! বেঙ্গালুরুতে রাস্তার উপরেই মহিলার উপরে চড়াও অটোযাত্রী

বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে এক মহিলাকে ধর্ষণ করে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ৷ এক অটো যাত্রীর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ করেন এক মহিলা৷ পুরো ঘটনাটি তিনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন৷

মহিলার অভিযোগ তিনি গাড়িতে ছিলেন৷ তখন এক অটো চালক বিপদজ্জনক ভাবে তাঁর গাড়িকে ওভারটেক করেন৷ এই ঘটনায় আরও দুটো গাড়ির সঙ্গে অটোটির ধাক্কা লাগে৷ সিগন্যাল লাল হয়ে গেলে অটো থেকে নেমে সেই যাত্রী অত্যন্ত কুশ্রীভাষায় কথা বলতে থাকেন৷ মহিলা অভিযোগ জানান, তাঁর মাকেও খারাপ কথা বলা হয়৷

আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে ভূমিধস, মৃত ২ জন মহিলা, আহত শিশু-সহ আরও তিনজন

এখানেই শেষ নয়৷ যুবকটি মহিলাকে নানারমের অশ্লীল অঙ্গভঙ্গী করছিলেন৷ গাড়ির কাঁচ পর্যন্ত ভাঙার চেষ্টা হয়৷ এমনকি তাঁকে ধর্ষণ ও খুন করার হুমকি পর্যন্ত দেওয়া হয়৷

আরও পড়ুন:প্রবল বৃষ্টিতে ভূমিধস, মৃত ২ জন মহিলা, আহত শিশু-সহ আরও তিনজন

ঘটনায় অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন বেঙ্গালুরুর সেই মহিলা৷ সোশ্যাল মিডিয়ায় তিনি এই আতঙ্কের মুহূর্তের ছবি শেয়ার করেন৷ মহিলা আরও জানিয়েছেন তাঁকে ও তাঁর পরিবারের উপর অ্যাসিড হামলারও হুমকি দেওয়া হয়৷

মূলত গাড়িতে থাকা অবস্থায় মহিলাটি হর্ন বাজানোর ফলে যুবকটি রেগে যায়৷ মহিলার আরও দাবি যতক্ষণ না সিগন্যাল সবুজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাঁকে ও তাঁর মাকে এই অত্যাচার সহ্য করতে হয়৷

আরজি করের প্রেক্ষিতে নারী নিরাপত্তা নিয়ে উত্তাল সমগ্র দেশ৷ তাঁরই মধ্যে বার-বার এই ধরনের ছবি দেশে নারী নিরাপত্তা প্রকৃত ছবিকে একেবারে সামনে নিয়ে চলে আসছে৷

West Bengal news: পুরসভার মহিলা কর্মীর চিঠিতে অস্বস্তিতে চুঁচুড়ার বিধায়ক! দুর্ব্যবহার, কুপ্রস্তাব-সহ একাধিক অভিযোগ

সোমনাথ ঘোষ, চুঁচুড়া: দলের মহিলা কর্মীর অভিযোগের ভিত্তিতে অস্বস্তিতে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। জুলাই মাসের ৫ তারিখে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বিধায়কের বিরুদ্ধে নানা অভিযোগ করেছিলেন চুঁচুড়ার এক মহিলা তৃণমূল কর্মী।

সেই অভিযোগে তোলাবাজি থেকে মহিলাদের সঙ্গে খারাপ আচরনের কথা উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, মহিলা তৃণমূল কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, কুপ্রস্তাব দেওয়া থেকে রাতে ভিডিও কল করতেন চুঁচুড়া তৃনমূল বিধায়ক অসিত মজুমদার। এমনই দাবি তুলেছেন সেই মহিলা।

আরও পড়ুন: উত্তরবঙ্গ জুড়ে ভয়ঙ্কর দুর্যোগ! প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ফালাফালা হবে একাধিক জেলা

পুরসভায় কাজ করলেও বিধায়ক তাঁকে পুরসভার কাজ না করিয়ে বাড়ির কাজ করাতেন বলে অভিযোগ। মহিলা তৃনমূল কর্মীর এই বক্তব্য ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। নিউজ১৮ বাংলা ভিডিওর সত্যতা যাচাই করেনি। বিজেপি নেতা লকেট চট্টোপাধ্যায়, সজল ঘোষরা সেই ভিডিও তাদের সমাজমাধ্যমে সেই ভিডিও শেয়ার করেন।

আরও পড়ুন: ১০ মহিলা পুলিশকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ধৃত এইট পাশ যুবক! কোন ছকে ফাঁদে ফেলতেন?

শুধু তাই নয়, চুঁচুড়ায় বিভিন্ন জায়গায় বিধায়ক অসিত মজুমদারের নামে পোস্টার পড়তে দেখা যায়। পোস্টারে লেখা রয়েছে, ‘চুঁচুড়ার বিধায়ক দূর হাটো চুঁচুড়া নারীদের সম্মান বাঁচাও’। যদিও এই সব বিষয়ে কোন প্রতিক্রিয়া দিতে চাননি বিধায়ক অসিত মজুমদার।

Crime against woman: ফের উত্তরপ্রদেশে গণধর্ষণের অভিযোগ, জনতার ক্ষোভের আগুনে জ্বলল দোকান, গাড়ি

গাজিয়াবাদ: ফের গণধর্ষণের অভিযোগ উত্তরপ্রদেশে। গাজিয়াবাদে নাবালিকা কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করে চার যুবক, এমনই অভিযোগ।

ঘটনার কথা জানাজানি হতেই স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে। দোষীদের গ্রেফতারি এবং শাস্তির দাবিতে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। উত্তেজিত জনতা উত্তরপ্রদেশের রামপ্রস্থ রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। শুধু তাই নয়, স্থানীয় দোকান এবং গাড়িতে আগুনও জ্বালিয়ে দেওয়া হয়। উন্মত্ত জনতাকে শান্ত করতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। অভিযুক্ত চারজনের মধ্যে একজনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

আরও পড়ুন: পৃথিবীতে সবচেয়ে বড় ডিম দেয় এই পাখি! খেতে যেমন সুস্বাদু, গুণেও ভরপুর

পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধেবেলায় ঘটনাটি ঘটেছে ব্রিজ বিহার চৌকি এলাকায়। বাড়িতে সেই সময় একা ছিল ১৪ বছর বয়সি নাবালিকা। তখনই অভিযুক্তেরা বাড়িতে ঢুকে পড়ে এবং নাবালিকাকে ধর্ষণ করে। নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: সাপ দেখলেই ভয় পান? রইল বিশ্বের সবচেয়ে সুন্দর কিছু সাপ, দেখলে চমকে উঠবেন

নির্যাতিতার কাকিমার দাবি, অভিযুক্তরা নাবালিকাকে বাড়িতে একা পেয়ে ঢুকে আসে এবং বিশেষ কিছুর গন্ধ শুঁকিয়ে তাকে বেহুশ করে দেয়। নাবালিকার পরিবারের আরও দাবি, যখন এই ঘটনা ঘটে সেই সময়ে বাড়িতে কারেন্ট ছিল না, যার ফলে দুষ্কৃতীদের কাজ আরও সহজ হয়ে যায়। অপরাধিদের ফাঁসির দাবি তুলেছে নির্যাতিতার পরিবার।

School Students Abuse: স্কুলে অমানবিক ঘটনা! ছোট ছোট মেয়েদের সঙ্গে ভয়াবহ আচরণ শিক্ষকের, বিক্ষোভে অভিভাবকরা

উত্তর ২৪ পরগনা: শিক্ষকের এমন কাণ্ডে সন্তানকে স্কুলে পাঠাতে রীতিমতো ভয় পাচ্ছেন অভিভাবকরা। আর তাই মাত্র চার বছরের স্কুল পড়ুয়া ছাত্রীর উপর এমন অমানবিক ঘটনা সামনে আসার পর থেকেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ঠাকুরনগরে।

জানা যায়, গাইঘাটা থানার অন্তর্গত ঠাকুরনগর চিকনপাড়া আরপি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী স্কুলের সহপাঠীর সঙ্গে পেন দিয়ে দাগ দেওয়া নিয়ে খুনসুটি হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি দেখে ইংরেজি শিক্ষক ক্লাসে ঢুকেই এক ছাত্রীকে গালে থাপ্পড় মারেন। ও অপর ছাত্রীর তলপেটে লাথি মারেন বলে অভিযোগ। এরপরই অসুস্থ হয়ে পড়ে দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীরা।

এর আগেও স্কুলের ওই শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকরা সোচ্চার হয়েছিলেন ছোট ছোট ছাত্রছাত্রীকে এভাবে ভয় দেখানো ও মারধরের অভিযোগে। সে সময় স্কুলের তরফে জানানো হয় এই ঘটনার পুনরাবৃত্তি হবে না। তবে আবারও ইংরেজি শিক্ষকের এমন কাণ্ড প্রকাশ্যে আসতেই রীতিমতো ভয় ধরেছে অভিভাবকদের। সন্তানকে স্কুলে পাঠাতে স্বচ্ছন্দ বোধ করছেন না তাঁরা।

আরও পড়ুন: সীমান্তে সেনার উপর আতর্কিত হামলা! গুলি চালাতেই ৪.৫ কোটির সোনা ফেলে চম্পট পাচারকারী

গাইঘাটা থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে স্কুলের তরফে এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচী অবশ্য বলেছেন, ”বিষয়টি ইতিমধ্যেই শুনেছি, স্কুলের প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত করে দেখতে। পাশাপাশি এ ধরনের অন্যায় ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়েও এসআইয়ের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি দেখার নির্দেশ দেওয়া হয়েছে।”

যেখানে আরজি কর কাণ্ডে নারী নির্যাতন নিয়ে রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ, সেই জায়গা দাঁড়িয়ে ছাত্রীদের উপর শিক্ষকের এমন অমানবিক আচরণ ঘিরেই উঠছে প্রশ্ন। এখন দেখার, প্রশাসন এক্ষেত্রে কোনও পদক্ষেপ গ্রহণ করে কিনা।

Rudra Narayan Roy

Popular Actress Harassment: চরম নৃশংসতা! চুলের মুঠি ধরে মারধর, টেনে-হিচড়ে রাস্তায়…! গুরুতর জখম টলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী

বিনোদন জগতে ফের খারাপ খবর৷ টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অনুমিতা দত্ত  চরম বিপাকে পড়লেন ডোমজুড়ে গিয়ে৷ 'সাথী' সিরিয়ালে বৃষ্টির চরিত্রে অভিনয় করছেন অনুমিতা৷ এবার ডোমজুড়ে গিয়েই দুস্কৃতীদের হামলার মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে৷
বিনোদন জগতে ফের খারাপ খবর৷ টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অনুমিতা দত্ত চরম বিপাকে পড়লেন ডোমজুড়ে গিয়ে৷ ‘সাথী’ সিরিয়ালে বৃষ্টির চরিত্রে অভিনয় করছেন অনুমিতা৷ এবার ডোমজুড়ে গিয়েই দুস্কৃতীদের হামলার মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে৷
ঠিক কী হয়েছে? সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে,হাওড়ার ডোমজুড়ে মাকে নিয়ে গাড়ি নিয়ে দিদির বাড়ি যাচ্ছিলেন অভিনেত্রী। সেখানে যাওয়ার সময় একটি দোকানের সামনে গাড়ি রাখা নিয়ে ঝামেলা শুরু হয়।
ঠিক কী হয়েছে? সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে,হাওড়ার ডোমজুড়ে মাকে নিয়ে গাড়ি নিয়ে দিদির বাড়ি যাচ্ছিলেন অভিনেত্রী। সেখানে যাওয়ার সময় একটি দোকানের সামনে গাড়ি রাখা নিয়ে ঝামেলা শুরু হয়।
অভিযোগে জানা যায়,দোকানদার অভিনেত্রীকে দোকানের সামনে গাড়ি রাখতে বাধা দেন, সেখানেই আপত্তি জানান অনুমিতা। এই নিয়ে ঝামেলা চলতেই থাকে। আচমকাই কয়েকজন লোক এসে হামলা চালায়। সেখানেই ঘটে বড় অঘটন।
অভিযোগে জানা যায়,দোকানদার অভিনেত্রীকে দোকানের সামনে গাড়ি রাখতে বাধা দেন, সেখানেই আপত্তি জানান অনুমিতা। এই নিয়ে ঝামেলা চলতেই থাকে। আচমকাই কয়েকজন লোক এসে হামলা চালায়। সেখানেই ঘটে বড় অঘটন।
জানা গিয়েছে, অভিনেত্রী অনুমিতাকে মারধর করে সেখানকার লোকজন এবং তাঁর মা-কে চুলের মুঠি ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে যায়। ঘটনায় গুরুতর জখম হন অভিনেত্রী ও তাঁর মা।  তারপরই গুরুতর জখম হয়ে থানায় অভিযোগ জানাতে যান অভিনেত্রী। এবং অভিযোগ নিতে অস্বীকার করে বলেন দাবি অনুমিতার।
জানা গিয়েছে, অভিনেত্রী অনুমিতাকে মারধর করে সেখানকার লোকজন এবং তাঁর মা-কে চুলের মুঠি ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে যায়। ঘটনায় গুরুতর জখম হন অভিনেত্রী ও তাঁর মা। তারপরই গুরুতর জখম হয়ে থানায় অভিযোগ জানাতে যান অভিনেত্রী। এবং অভিযোগ নিতে অস্বীকার করে বলেন দাবি অনুমিতার।
অভিনেত্রী আরও জানান, জেনারেল ডায়েরি করার পরও পুলিশ কোনও অ্যাকশন নেয়নি তারপর হাইকোর্টের দ্বারস্থ হয়েছি৷ তারপর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসার পর ফের থানা গেল তাঁদের জানানো হয় এফআইআর দায়ের করা হয়েছে কিন্তু তাঁদের কোনও কপি দেওয়া হয়নি৷
অভিনেত্রী আরও জানান, জেনারেল ডায়েরি করার পরও পুলিশ কোনও অ্যাকশন নেয়নি তারপর হাইকোর্টের দ্বারস্থ হয়েছি৷ তারপর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসার পর ফের থানা গেল তাঁদের জানানো হয় এফআইআর দায়ের করা হয়েছে কিন্তু তাঁদের কোনও কপি দেওয়া হয়নি৷
আরও জানা গেছে, বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে অভিনেত্রীকে৷
আরও জানা গেছে, বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে অভিনেত্রীকে৷