Tag Archives: Basketball

Siliguri News: মার্কিন কায়দায় হুপ কারে বাস্কেটবল প্রশিক্ষণ দিচ্ছেন শিলিগুড়ির গোবিন্দা

শিলিগুড়ি: মার্কিন কায়দায় হুপ কারে বাস্কেটবল প্রশিক্ষণ দিচ্ছেন শিলিগুড়ির গোবিন্দা শর্মা। সপ্তাহন্তে শিলিগুড়ি সংলগ্ন বেশ কয়েকটি গ্রামে পৌঁছে যান গোবিন্দ। শুধু গ্রাম নয়, বিভিন্ন শপিং মলের সামনেও তাঁর দেখা মেলে। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বাস্কেটবলের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি। ইতিমধ্যেই তিনি ‘হুপ কার’ তৈরি করে বাচ্চাদের বাস্কেটবল শেখানোর জন্য বিভিন্ন জায়গায় প্রশংসিত হয়েছেন। শিলিগুড়িতে সম্ভবত তিনিই প্রথম কোচিং সেন্টার খুলে বিনামূল্যে দুঃস্থ শিশুদের বাস্কেটবল শেখাচ্ছেন। উল্লেখ্য, এই ধরনের হুপ কার আমেরিকায় জনপ্রিয়।

সপ্তাহের শেষে নিজের হুপ কার নিয়ে বেরিয়ে পড়েন গোবিন্দ। কখনও ফুলবাড়ী , কখনও বাতাসি, বিভিন্ন গ্রামে গিয়ে বাস্কেটবল সম্পর্কে বাচ্চাদের বোঝান, শেখান। উৎসাহ দেন। তাঁর এই উদ্যোগে শিলিগুড়ি ট্রাফিক পুলিশও সহায়তা করে বলে জানিয়েছেন শিলিগুড়ির খোলাচাঁদ ফাঁপড়ির বাসিন্দা গোবিন্দা। যারা বাস্কেটবল জগতে নিজেদের প্রতিষ্ঠা করতে চায় কিন্তু জানে না কীভাবে তা করবে তাদের জন্য এবং দুঃস্থ শিশুদের শেখাতে এগিয়ে এসেছেন তিনি। বর্তমানে তাঁর সংস্থায় বহু ছেলেমেয়ে বিনামূল্যে বাস্কেটবল শিখছে।

গোবিন্দা বলছেন,”উত্তরবঙ্গে বাস্কেটবল শেখার জায়গার অভাব রয়েছে। অনেকেই খেলতে চায়, শিখতেও চায়। তবে কিভাবে তারা খেলবে কিংবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সেই সম্পর্কে অনেকেরই কিছুই জানেনা। আমি সেই সমস্ত ইচ্ছুক মানুষজনকে একটু উৎসাহ দিতে পারি।”

আরও পড়ুনঃ IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজের আগে বড় ঘোষণা! সুখবর দিলেন বিসিসিআই সচিব

শিখ ফাউন্ডেশনের চেয়ারম্যান গোল্ডি সিং বলেন, “আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল যারা আর্থিক অনটনের কারণে বিভিন্ন সুযোগের অভাবে যাতে কোনো প্রতিভাবান ছেলে মেয়ে পিছিয়ে না থাকে সেই ব্যবস্থা করা।” এখনও পর্যন্ত ৫০০ এর বেশি বাচ্চাকে হুপ কার্ডের মাধ্যমে বাস্কেটবল শিখিয়েছেন গোবিন্দা। হুপ কার নিয়ে আরো ছেলেমেয়েদের কাছে পৌঁছানোই গোবিন্দার স্বপ্ন।

অনির্বাণ রায়

South 24 Parganas News: ২২ টি স্কুলের পড়ুয়াদের নিয়ে তিনদিনের আঞ্চলিক বাস্কেটবল টুর্নামেন্ট বারুইপুর

দক্ষিণ 24 পরগনা: খেলাধুলার প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়াতে এবারে এগিয়ে এলসিআইএসইঅনুমোদিত একটি বারুইপুরের শিক্ষা প্রতিষ্ঠান। দি ফিউচার ফাউন্ডেশন স্কুলের উদ্যোগে সিআইএসসিইর তিনদিনের আঞ্চলিক বাস্কেট বল টুর্নামেন্টে ছেলেদের বিভাগের খেলা আয়োজিত হল বারুইপুর থানার উত্তরভাগের দি ফিউচার ফাউন্ডেশনে স্কুলের মাঠে। টুর্নামেন্টে বহু পড়ুয়া অংশ নেন। এই টুর্নামেন্ট থেকে ছেলেদের জাতীয় স্তরে পাঠানো হবে জানা গিয়েছে।

অনূর্ধ্ব ১৪,১৭ ও ১৯ বছরের ছাত্ররা এই টুর্নামেন্টে অংশ নেয়। এই বিভাগের ২২ টি স্কুল অংশ নেয়। মোট ৩৫০ জন পড়ুয়া এই বাস্কেটবল টুর্নামেন্টে অংশ নিয়েছে। এই বাস্কেটবল শারীর শিক্ষার ওপরে অনেকখানি কাজ করে। একটা পড়ুয়ার পড়াশোনার পাশাপাশি শরীরের প্রতি যত্ন নেওয়ার ক্ষেত্রে কি কি করনীয় তা এই স্কুলের পঠন-পাঠনের মধ্যে দিয়ে তুলে ধরা হয়, পাশাপাশি শরীরচর্চার যত্ন নিতে বাস্কেটবল খেলার প্রতি আগ্রহ বাড়াতে আঞ্চলিক স্তরে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। যাতে অংশ নিয়ে খুশি পড়ুয়ারা।

এ দিনের এই খেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রঞ্জন মিত্র ও কলকাতা ট্রাফিক পুলিশের আধিকারিক, ও স্পোর্টস কমিটির সদস্য। এছাড়া পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব অঞ্চলের সিআইএসই আঞ্চলিক ক্রীড়া সমন্বয়কারী সহ একাধিক ব্যক্তিত্বগণ। বর্তমান সময়ে পড়ুয়ারা মোবাইল নির্ভর, কম্পিউটার নির্ভর জীবন যাপনে অভ্যস্ত হয়ে উঠছে। হারিয়ে যাচ্ছে খেলাধুলা, আর সেই খেলাধুলাকে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান।

আরও পড়ুনঃ Sourav Ganguly: ক্রিকেট-ফুটবলের পর মহাচমক সৌরভের! এবার নতুন খেলায় ‘দাদাগিরি’

আগামী দিনে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এইভাবে খেলাধুলার মাধ্যমে শারীর শিক্ষার মধ্যে দিয়ে পঠন পাঠন দিলে পড়ুয়াদের আগামী দিনের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে বলে মনে করেন প্রতিযোগিতায় আসা বহু অভিভাবকগন।আর এই প্রতিযোগিতায় অংশ নিয়ে খুশি পড়ুয়ারা।

সুমন সাহা