Tag Archives: Belgharia

টোটোর জন্য বিরাট সমস্যা! বিরাটি-বেলঘড়িয়ায় ভোগান্তি কয়েক হাজার যাত্রীর

উত্তর ২৪ পরগনা: টোটোর দৌরাত্ম্যে বন্ধ বেলঘড়িয়া বিরাটি গুরুত্বপুর্ণ রুটে অটো চলাচল। ফলে ব্যস্ত এই রুটে পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েছে বিস্তীর্ণ এলাকার কয়েক হাজার মানুষ।

জানা যায়, এদিন সকাল থেকে বেলঘড়িয়া স্টেশন থেকে বিরাটি স্টেশন পর্যন্ত প্রতিদিন যে অটো চলাচল করে, তা এদিন থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অটোচালকদের তরফে।

প্রতিদিন প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ এই অটো রুটের উপর নির্ভরশীল। ফলে চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা। অটোচালকদের তরফ থেকে জানা যায়, গতকাল রাত দশটা নাগাদ বিরাটি ব্রিজে ওঠার মুখে টোটো চালকরা আক্রমণ করে বেলঘড়িয়া বিরাটি রুটের অটোচালকদের উপর।

আরও পড়ুন- সরকারি চাকরির সুবর্ণ সুযোগ! প্রচুর শূন্য পদে নিয়োগ, বিশদে জেনে এখনই আবেদন করুন

এক টোটোচালকের হাতে আক্রান্ত হয় যাত্রী। সেই সময় অটো চালকেরা প্রতিবাদ করতে যান। তখন তাঁদের উপর টোটো চালকরা আক্রমণ চালায়। আক্রমণে ৬ থেকে ৭ জন অটোচালক আক্রান্ত হন।

আকাশ দে, রাকেশ দাস, রাহুল দাস, মিন্টু দাস-সহ আরও দুজন আক্রান্ত হন। তার মধ্যে দুজন অটোচালক গুরুতরভাবে আক্রান্ত হন, তাঁদের মাথা ফেটে যায়। এরই প্রতিবাদে এদিন সকাল থেকে বেলঘড়িয়া বিরাটি অটো রুটের চালকেরা অটো বন্ধ করে অবস্থান বিক্ষোভে সামিল হোন।

তাঁদের একটাই দাবি, টোটোচালকদের মেন রোডে ওঠা নিষিদ্ধ থাকলেও তারা সেই নিষেধ মেনে চলে না। ফলে টোটো চালকদের জন্য অটো চালানো দুষ্কর হয়ে পড়ছে। তাই যতদিন না এর কোনও বিহিত হচ্ছে ততদিন অটো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে প্রশাসনকে বলেও কোন ব্যবস্থা হয়নি বলেও অভিযোগ। তাই যতক্ষণ না পর্যন্ত এই সমস্যা সমাধান না হবে ততক্ষণ বেলঘড়িয়া-বিরাটি অটো রুট বন্ধ থাকবে বলেও জানিয়ে দেওয়া হয়। এখন দেখার, এই সমস্যা সমাধানে কী ভূমিকা পালন করে প্রশাসন!

Rudra Narayan Roy

Belgharia Student Attacked: বেলঘরিয়ায় বিরাট কাণ্ড! স্কুল ফেরত ছাত্রীকে দাঁ নিয়ে আক্রমণ যুবকের, বাঁচাতে গিয়ে রক্তাক্ত মা-ও!

বেলঘড়িয়া: স্কুল থেকে ফেরার পথে ছাত্রীর উপর হামলা যুবকের। ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। মেয়েকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম মা। মেয়ে ও মা-কে কলকাতার হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনার জেরে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত প্রফুল্লনগর এলাকার বাসিন্দা অভিজিৎ দত্ত। মেয়েটি খালসা মডেল স্কুলের নবম শ্রেণির ছাত্রী। মায়ের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিল মেয়েটি। সেই সময় টানেলের ভিতর হাতে দাঁ নিয়ে বসেছিল অভিজিৎ। মেয়েটিকে দেখতে পেয়ে হঠাৎই তার উপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে শুরু করে।

আরও পড়ুন: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে প্রেসক্রিপশনে এ কী লিখলেন ডাক্তার? মুহূর্তে ভাইরাল, দেখুন

স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে ধরে ব্যাপক গণপিটুনি দেয়। মেয়েকে বাঁচাতে গিয়ে তার মা-ও গুরুতর ভাবে আহত হন। প্রথমে দু’জনকে উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে অবস্থার অবনতির জেরে কলকাতার বেসরকারি একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আশঙ্কানজক অবস্থায় কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন মা এবং মেয়ে।

আরও পড়ুন: চাল-ডালে পোকা ধরেছে? কৌটোয় রাখুন এই ‘একটা’ জিনিস! পোকার বংশ থাকবে না

অভিযুক্ত যুবককে স্থানীয়রা হাতেনাতে ধরে মারধর করে। সেখানে খবর পেয়ে ছুটে আসে বেলঘড়িয়া থানার পুলিশ। ছেলেটিকে গ্রেফতার করেছে পুলিশ এবং ছেলেটির হাতে থাকা অস্ত্র বাজেয়াপ্ত করে। প্রাথমিক চিকিৎসার জন্য কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দোষীর শাস্তির দাবিতে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সুবীর দে

Ratha Yatra 2024: অঘোরীদের দখলে রথতলার রাজপথ! রথযাত্রায় বিরাট চমক, ছবি দেখলে আঁতকে উঠবেন

মহাদেবের উপাসক অঘোরী সন্ন্যাসীদের দখলে চলে গেল বেলঘড়িয়া রথতলা এলাকা! অবাক লাগলেও বেলঘড়িয়ার রাজপথ রথযাত্রায় দেখল এমনই ছবি৷
মহাদেবের উপাসক অঘোরী সন্ন্যাসীদের দখলে চলে গেল বেলঘড়িয়া রথতলা এলাকা! অবাক লাগলেও বেলঘড়িয়ার রাজপথ রথযাত্রায় দেখল এমনই ছবি৷
অঘোরী সাধক বলতে আমরা জানি শ্মশানে বাস করা, গায়ে চিতাভষ্ম মেখে থাকা, মাথায় জটা এবং রুদ্রাক্ষ পরে রীতিমতো হাড়হিম চেহারার সন্ন্যাসীদের। শরীরে লজ্জা নিবারণের জন্য গায়ে নেই কোনও কাপড়। লোকচক্ষুর আড়ালে থেকেই সাধনা করেন এঁরা। তবে কুম্ভ, গঙ্গাসাগর মেলার সময় পূণ্যস্নানে এঁদের দেখা মেলে৷
অঘোরী সাধক বলতে আমরা জানি শ্মশানে বাস করা, গায়ে চিতাভষ্ম মেখে থাকা, মাথায় জটা এবং রুদ্রাক্ষ পরে রীতিমতো হাড়হিম চেহারার সন্ন্যাসীদের। শরীরে লজ্জা নিবারণের জন্য গায়ে নেই কোনও কাপড়। লোকচক্ষুর আড়ালে থেকেই সাধনা করেন এঁরা। তবে কুম্ভ, গঙ্গাসাগর মেলার সময় পূণ্যস্নানে এঁদের দেখা মেলে৷
তবে এদিন বেলঘড়িয়া রথতলা এলাকায় রথযাত্রা উপলক্ষে রাস্তা দখল করেই বসে থাকতে দেখা গেল এই অঘোরী সন্ন্যাসীদের। যা দেখতে রীতিমতো ভিড় জমালেন অগণিত মানুষ। বাদ গেল না পুলিশ প্রশাসনও৷
তবে এদিন বেলঘড়িয়া রথতলা এলাকায় রথযাত্রা উপলক্ষে রাস্তা দখল করেই বসে থাকতে দেখা গেল এই অঘোরী সন্ন্যাসীদের। যা দেখতে রীতিমতো ভিড় জমালেন অগণিত মানুষ। বাদ গেল না পুলিশ প্রশাসনও৷
উত্তর ২৪ পরগনার কামারহাটি পৌরসভার বেলঘরিয়া থানার পাশে বিটি রোডের রথতলা মোড়ে বিগত বছরের মতো এবছরও জগন্নাথ দেবেরর রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। যারা পুরীতে যেতে পারেন না, তাদের জন্য পুরীর আদলে সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে এই রথতলার জগন্নাথ মন্দিরে পালন করা হয় রথযাত্রা উৎসব৷
উত্তর ২৪ পরগনার কামারহাটি পৌরসভার বেলঘরিয়া থানার পাশে বিটি রোডের রথতলা মোড়ে বিগত বছরের মতো এবছরও জগন্নাথ দেবেরর রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। যারা পুরীতে যেতে পারেন না, তাদের জন্য পুরীর আদলে সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে এই রথতলার জগন্নাথ মন্দিরে পালন করা হয় রথযাত্রা উৎসব৷
প্রতি বছর পুরীর জগন্নাথ মন্দির থেকে কর্মচারীদের নিয়ে এসে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার জন্যে রথ তৈরি করা হয় বলেই জানান বেলঘড়িয়া রথতলা জগন্নাথ মন্দির কমিটির প্রধান পৃষ্ঠপোষক সোমনাথ রায় চৌধুরী৷
প্রতি বছর পুরীর জগন্নাথ মন্দির থেকে কর্মচারীদের নিয়ে এসে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার জন্যে রথ তৈরি করা হয় বলেই জানান বেলঘড়িয়া রথতলা জগন্নাথ মন্দির কমিটির প্রধান পৃষ্ঠপোষক সোমনাথ রায় চৌধুরী৷
১৬ চাকা বিশিষ্ট ৩৫ ফুট উচ্চতা বিশিষ্ট জগন্নাথ দেবের রথের নাম নন্দি ঘোষ । ৩৩ ফুট উচ্চতা বিশিষ্ট বলভদ্রের রথের নাম হল তালধ্বজ, ১৪ চাকা বিশিষ্ট ও সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন, যার উচ্চতা ৩১ ফুট। এই রথে ১২ টি চাকা রয়েছে ৷
১৬ চাকা বিশিষ্ট ৩৫ ফুট উচ্চতা বিশিষ্ট জগন্নাথ দেবের রথের নাম নন্দি ঘোষ । ৩৩ ফুট উচ্চতা বিশিষ্ট বলভদ্রের রথের নাম হল তালধ্বজ, ১৪ চাকা বিশিষ্ট ও সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন, যার উচ্চতা ৩১ ফুট। এই রথে ১২ টি চাকা রয়েছে৷
এদিন এই রথযাত্রার উপলক্ষে অঘোরী সন্ন্যাসীদের নিয়ে আসা হয় পাশাপাশি রথের দড়ি টানতে হাজার হাজার মানুষ ভিড় জমান ওই এলাকায়। তবে রথযাত্রা উৎসবের পাশাপাশি এদিনের বিশেষ আকর্ষণ অবশ্য ছিল এই অঘোরী সন্ন্যাসীরা৷
এদিন এই রথযাত্রার উপলক্ষে অঘোরী সন্ন্যাসীদের নিয়ে আসা হয় পাশাপাশি রথের দড়ি টানতে হাজার হাজার মানুষ ভিড় জমান ওই এলাকায়। তবে রথযাত্রা উৎসবের পাশাপাশি এদিনের বিশেষ আকর্ষণ অবশ্য ছিল এই অঘোরী সন্ন্যাসীরা৷

Belgharia Firing: বেলঘড়িয়ায় প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি চালাল কারা? কী নিয়ে শত্রুতা? এলাকায় ব্যাপক আতঙ্ক

বেলঘড়িয়া: ভরদুপুরে ব্যস্ততম বেলঘড়িয়া রথতলার রাস্তায় বাইকে চড়ে এসে ব্যবসায়ীর উপর গুলি চালাল দুষ্কৃতীরা। অজয় মণ্ডল নামে ওই ব্যবসায়ীর খড়দহে একটি শোরুম রয়েছে বলে জানা গিয়েছে। এ দিন তারা কলকাতার উদ্দেশে যাচ্ছিলেন। সেই সময় ব্যবসায়ীর বিলাসবহুল গাড়ি লক্ষ্য করে পাঁচ থেকে আট রাউন্ড গুলি ছোড়া হয় বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা।

জানা যায়, বেলঘড়িয়া রথতলা মোড় এলাকায় আচমকাই দুটি বাইকে করে পাঁচজন দুষ্কৃতি এসে রথতলা মোড়ে দাঁড়িয়ে থাকা ওই ব্যবসায়ীর বিলাসবহুল গাড়ি লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ভরদুপুরে এই গুলি চলার ঘটনায় যথেষ্ট আতঙ্ক এবং চাঞ্চল্য ছড়িয়েছে বেলঘড়িয়া রথতলা এলাকায়। এরপরই, স্থানীয়রা বেলঘড়িয়া থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলঘড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী। ব্যবসায়ীর ওই গাড়িটিকে থানায় নিয়ে যাওয়া হয়। দুষ্কৃতীদের খোঁজে এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজে নজরদারি শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ রাজ্যে ফের বার্ড ফ্লু আতঙ্ক! চিকেন-ডিম খেলে বাড়বে বিপদ? কী বলছে স্বাস্থ্যভবন, জানুন

ঘটনা প্রসঙ্গে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলক রাজোরিয়া জানিয়েছেন, ওই ব্যবসায়ীকে টাকা চেয়ে হুমকির ফোন দেওয়া হচ্ছিল। যদিও বিষয়টি পুলিশের নজরে আনেননি ওই ব্যবসায়ী। এদিন ভয় দেখাতেই হয় তো তার উপর এই হামলা বলে অনুমান। ঘটনায় রীতিমতো আতঙ্কিত ওই ব্যবসায়ী। গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ।

Rudra Narayan Roy