Tag Archives: BJP candidate

Bjp Candidate: রাস্তার বাঁকেই ঘটল ভয়াবহ ঘটনা! টোটো ভিতরে BJP প্রার্থী, হঠাৎ গেল উল্টে! তারপর…

হাওড়া: প্রচারে বেড়িয়ে টোটো উল্টে গুরুতর জখম বিজেপি প্রার্থী! সোমবার প্রচারে বেরিয়ে টোটো উল্টে জখম হলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী। ভোট প্রচার শুরু থেকেই জেলা জুড়ে জোর কদমে প্রচারে দেখা গিয়েছে উলুবেড়িয়া বিজেপি প্রার্থীর।

জানা যায়, সোমবার শ্যামপুরে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে বাছরি গ্রাম পঞ্চায়েতের দেওড়া থেকে প্রচার শুরু করেন টোটোয় চেপে। দুপুর দেড়টা নাগাদ বারগ্রাম গ্রাম পঞ্চায়েতের গাজনকোল এলাকায় টোটো টার্ন নিতে গেলে তার টোটোটি উল্টে যায়।

আরও পড়ুন: মুহূর্তে যেন দানব এসে পড়ল শরীরের উপর, ৫ শিশুর ভয়ঙ্কর মৃত্যু! ঘটে গেল ভয়াবহ ঘটনা

সূত্র মারফত জানা যায়, হাওয়ার দাপটে উল্টে যায়। তৎক্ষণাৎ বিজেপি কর্মী ও আশপাশের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করেন। উদ্ধারের পর সেখান থেকে ফুলেশ্বরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় বলে জানা যায়।

এই দুর্ঘটনায় বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরীর কলার বোনে গুরুতর আঘাত লেগেছে বলে জানা যায়, ওই বেসরকারি হাসপাতাল সূত্রে। এই ঘটনায় জখম হয়েছেন টোটো চালকও।

—– রাকেশ মাইতি

Lok Sabha Election 2024: প্রচারে বেরিয়ে নিজের কর্তব্যে অবিচল BJP-র চিকিৎসক প্রার্থী, পরামর্শ দিলেন সুস্বাস্থ্য নিয়ে

দক্ষিণ ২৪ পরগনা: হাতে আর কয়েকটা দিন বাকি। এরপর দক্ষিণবঙ্গে লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের অভিনব পন্থায় প্রচার করতে দেখা যাচ্ছে। কখনও কোনও প্রার্থী বাজার থেকে বাজার করছেন, আবার কখনও কোন প্রার্থী সাইকেল চালিয়ে প্রচার করছেন৷ আর এবার জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পেশায় একজন চিকিৎসক ডক্টর অশোক কাণ্ডারি।

লোকসভা নির্বাচন ২০২৪ তৃতীয় দফা ভোটগ্রহণ

এদিন তিনি প্রচারে বেরিয়ে কর্মী সমর্থকদের সঙ্গে মানুষের সেবা করলেন। এই তীব্র গরমে কর্মী সমর্থকরা কীভাবে সারাদিন চলাফেরা করবেন বা কী খাওয়া দাওয়া করবেন অথবা কী করবেন, করবেন না, সেই বিষয়ের উপরে চিকিৎসক প্রার্থী কর্মী থেকে সাধারণ মানুষকে পরামর্শ দিলেন।

এদিন জয়নগর লোকসভা কেন্দ্রে জয়নগর বিধানসভা এলাকার গৌরহাট বাজারে বিভিন্ন কর্মী-সমর্থকদের নিয়ে এদিন এই হাটে দোকানদারদের সঙ্গে জনসংযোগ করে সাধারণ মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন: ঘরজুড়ে সত্যজিতের ছবি, আমার জন্য মাছের ঝোল আনা… বিদ্যা আমাদের চেয়ে অনেক বেশি বাঙালি: শীর্ষা

তিনি এদিন এই ভোট প্রচারে বেরিয়ে সাধারণ মানুষ ও কর্মী সমর্থকদের উদ্দেশে বলেন, ‘‘যেভাবে রাজ্যে খুন সন্ত্রাস লুটেদের শাসন চলছে তাতে সাধারণ মানুষ অতিষ্ঠ। এবং জয়নগর পুরসভা ভোটে শাসক দলের যে ভূমিকা রেখেছে, তাতে মানুষ নিজেরাই জেনে গিয়েছে যে রাজ্যে শাসক দল কীভাবে পরিচালনা করছে।’’ তাই এই সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পেতে জয়নগর লোকসভা কেন্দ্রে পদ্মফুল ফোটানো আহ্বান জানান চিকিৎসক বিজেপি প্রার্থী।

Agnimitra Paul: লড়াই কঠিন, জুনে জুনকে রুখতে বড় পরিকল্পনা অগ্নিমিত্রার! যা করলেন, চমকে উঠল সকলে

পশ্চিম মেদিনীপুর: মাঝে মাত্র তিনটে সপ্তাহ। তারপর নির্বাচন। তাই প্রবল গরমকে উপেক্ষা করে ভোট প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দলের নেতা কর্মীরা। কখনও পায়ে হেঁটে সাধারণ মানুষের কাছে পৌঁছে জনসংযোগ আবার কখনও টোটোতে কিংবা হুড খোলা গাড়িতে চেপে প্রচার সারছেন প্রার্থীরা। এবার এক অভিনবভাবে ভোট প্রচার করতে দেখা গেল বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পালকে। লোকাল ট্রেনে চেপে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে বলতে তিনি এলেন অন্যত্র। সেখানে এসে একটি গ্রামীণ হাটে সাধারণ ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন।

স্পেশ্যাল কোনও ট্রেন বা এসি গাড়ি নয়, সাধারণ যাত্রীদের মতলোকাল ট্রেনে খড়গপুর থেকে দাঁতন এলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের এই প্রার্থী। ট্রেনে যাত্রীদের মধ্যে ভোটের প্রচারের পাশাপাশি শুনলেন তাদের অভাব অভিযোগের কথা।ভোটের প্রচারে সরগরম রাজ্য রাজনীতি। মেদিনীপুর লোকসভাতেও প্রচারে দম ফেলার সময় নেই বিজেপি ও তৃণমূল সহ রাজনৈতিক দলের প্রার্থীদের।এবার ট্রেনকে প্রচারের হাতিয়ার করে এক রকম জনসংযোগ করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।প্রসঙ্গত পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর লোকসভার ভোট আগামী ২৫মে। হাতে রয়েছে মাত্র ২৩-২৪ টা দিন। তাই এবার প্রচারের একটু ভিন্নমাত্রা যোগ করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।

আরও পড়ুন: মঙ্গলবার মেয়ে, বুধে মায়ের ভয়ঙ্কর মৃত্যু! বরানগরে ভয়াবহ ঘটনা, বাসিন্দাদের শিউরে ওঠা বয়ান

এদিন তিনি খড়গপুর লোকাল ট্রেনে উঠেন সকাল ১০ টা নাগাদ এবং সেখান থেকে দাঁতনের আঙ্গুয়া পর্যন্ত আসেন। এরপর সোনাকুনিয়া হাটে গিয়ে জনসংযোগের কর্মসূচি সারেন। তাই এদিন সকাল দশটা নাগাদ খড়গপুর থেকে ট্রেনে ওঠেন বিজেপি প্রার্থী সহ তার কর্মীরা।ট্রেনে উঠেই তিনি যাত্রীদের সঙ্গে জনসংযোগ শুরু করেন।

এদিন তিনি লোকাল ট্রেনের সওয়ারি হয়ে মুখোমুখি হয়েছিলেন লোকাল ১৮ বাংলার। ভোটের নানা দিক আলোচনা করেন তিনি স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচনের আগেই দম ফেলার সময় নিয়ে প্রার্থীদের। বিভিন্নভাবে জনসংযোগে তারা। তবে শেষ হাসি কে হাসে তা বলবে সময়।

—- রঞ্জন চন্দ

Bjp Candidate: বীরভূমের বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিল! এবার কী হবে? বৃহস্পতিবারই চমক দিয়ে রেখেছিল BJP

বীরভূম: বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিষ ধরের মনোনয়ন বাতিল হয়ে গেল। আসন একটি তবে মনোনয়নপত্র জমা পড়েছে একই দলের দুটি! কিন্তু কেন কীভাবে সম্ভব? সামনে লোকসভা নির্বাচন। সামনের মাসে ১৩ তারিখ চতুর্থ দফায় লোকসভা নির্বাচন হবে বীরভূমে আর তার আগে বীরভূম কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবাশিষ ধরের বিকল্প প্রার্থী দিল ভারতীয় জনতা পার্টি। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় নিজে দেবতনু ভট্টাচার্যের নামে বিকল্প প্রার্থীকে সঙ্গে করে নিয়ে এসে মনোনয়নপত্র জমা দেন। রাজ্যের কোনও কেন্দ্রে বিকল্প প্রার্থী না দিলেও বীরভূম লোকসভা কেন্দ্রের প্রাক্তন আই পি এস অফিসার দেবাশিষ ধরের বিরুদ্ধে বিকল্প প্রার্থী দেওয়ায় শুরু হয়েছিল রাজনৈতিক তর্জা। কিন্তু শুক্রবার দেবাশিষ ধরের মনোনয়ন বাতিল হওয়ায় এবার বীরভূমে বিজেপি প্রার্থী হিসেবে লড়বেন দেবতনুই।  যদিও বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিষ ধর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন বলে খবর। তাঁর মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাচ্ছেন তিনি। তাঁর মনোনয়ন ত্রুটিযুক্ত বলে জানায় ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আজই হাইকোর্টের দ্বারস্থ হোক। বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে যাচ্ছেন দেবাশিষ ধর।

কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপারকে ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরে বরখাস্ত করা হয়েছিল যার সময় কেন্দ্রীয় বাহিনীর কথিত গুলিবর্ষণে জেলার শীতলকুচিতে চারজন নিহত হয়েছিল। কোচবিহারের বিতর্কিত জেলা পুলিশ সুপার চাকরি থেকে ইস্তফা দিলেও রাজ্য সরকারের তরফ থেকে তার ছাড়পত্র দেওয়া হয়নি। যদিও এই প্রসঙ্গে দেবাশীষ ধর জানান, কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে ছাড়পত্র দিয়েছেন। তাঁর কাগজপত্র দিয়েই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু বিজেপির পক্ষ থেকে কোনও ঝুঁকি রাখতে না চেয়ে বিজেপির কার্যকর্তা দেবতনু ভট্টাচার্যকে ফের প্রার্থী করা হয়।

জানা যায় দেবতনু ভট্টাচার্য ৯০–এর দশকে আরএসএসের প্রচারক হিসাবে সিউড়িতে আসেন। বর্তমানে তিনি বিজেপির চারটি লোকসভা কেন্দ্র নিয়ে গঠিত ক্লাস্টার ইনচার্জ হিসাবে দায়িত্বে আছেন। বীরভূম, বোলপুর, কাটোয়া এবং বর্ধমান লোকসভা কেন্দ্রের তিনি দলের পক্ষে পর্যবেক্ষক আছেন। তাই তাঁকে প্রার্থী করে নিশ্চিন্তে থাকতে চাইছে গেরুয়া শিবির। অন্যদিকে দেবাশীষ ধর প্রাক্তন আইপিএস অফিসার হলেও তিনি কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নন রাজনৈতিক মহলে তার এই প্রথম হাতে খড়ি। দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন আর তার আগেই ভারতীয় জনতা পার্টির এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে বেশ জল্পনা শুরু করেছে।

আরও পড়ুন: ৬২২ কোটির মালিক! দ্বিতীয় দফার সবচেয়ে বড়লোক প্রার্থীর পরিচয় জানলে চমকে উঠবেন

বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবাশীষ ধর এবং দেবতনু ভট্টাচার্যের বিরোধী প্রার্থী তৃণমূল কংগ্রেসের এই আসনে তৃণমূল শতাব্দী রায়।এই আসন থেকে বারবার জিতে এসেছেন তিনি। ২০০৯ সাল থেকে দীর্ঘ তিন বারের সাংসদ তিনি। তাছাড়া হেভিওয়েট প্রার্থী অভিনেত্রী শতাব্দী রায়। সেখানে দেবাশিষ ধর আইপিএস হলেও রাজনৈতিক ব্যক্তিত্ব নন।

—-  সৌভিক রায়

Richest Candidate: ৬২২ কোটির মালিক! দ্বিতীয় দফার সবচেয়ে বড়লোক প্রার্থীর পরিচয় জানলে চমকে উঠবেন

শুক্রবার দেশের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি আসনে ভোটগ্রহণ। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের তিনটি আসন - দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট।
শুক্রবার দেশের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি আসনে ভোটগ্রহণ। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের তিনটি আসন – দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট।
২০১৯ সালের লোকসভা ভোটে এই ৮৮টি লোকসভা আসনের মধ্যে ৫২টিতে জিতেছিল বিজেপি। কংগ্রেস মাত্র ১৮টিতে। চলতি নির্বাচনে ফলাফল কী হয় তার দিকে নজর সকলরেই।
২০১৯ সালের লোকসভা ভোটে এই ৮৮টি লোকসভা আসনের মধ্যে ৫২টিতে জিতেছিল বিজেপি। কংগ্রেস মাত্র ১৮টিতে। চলতি নির্বাচনে ফলাফল কী হয় তার দিকে নজর সকলরেই।
আর দ্বিতীয় দফাতে রয়েছে কোটিপতি প্রার্থীদের ছড়াছড়ি। তবে, সকলের মধ্যে ধনী কে জানেন? কার সম্পদের পরিমাণই বা কম সবচেয়ে, দেখে নিন।
আর দ্বিতীয় দফাতে রয়েছে কোটিপতি প্রার্থীদের ছড়াছড়ি। তবে, সকলের মধ্যে ধনী কে জানেন? কার সম্পদের পরিমাণই বা কম সবচেয়ে, দেখে নিন।
গোটা দেশজুড়ে প্রার্থীরা যে হলফনামা জমা দিয়েছেন, তার ভিত্তিতে দ্বিতীয় দফার নির্বাচনে সবথেকে ধনী প্রার্থী হলেন কর্নাটকের কংগ্রেস প্রার্থী ভেঙ্কটরমন গৌড়া। তিনি স্টার চান্দ্রু নামেও পরিচিত। জাতীয় নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তাঁর সম্পত্তির পরিমাণ ৬২২ কোটি টাকা। এবারের নির্বাচনে তিনি এইচডি কুমারস্বামীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তিনি।
গোটা দেশজুড়ে প্রার্থীরা যে হলফনামা জমা দিয়েছেন, তার ভিত্তিতে দ্বিতীয় দফার নির্বাচনে সবথেকে ধনী প্রার্থী হলেন কর্নাটকের কংগ্রেস প্রার্থী ভেঙ্কটরমন গৌড়া। তিনি স্টার চান্দ্রু নামেও পরিচিত। জাতীয় নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তাঁর সম্পত্তির পরিমাণ ৬২২ কোটি টাকা। এবারের নির্বাচনে তিনি এইচডি কুমারস্বামীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তিনি।
দ্বিতীয় ধনী প্রার্থীও কংগ্রেসেরই। কর্নাটকের ডিকে সুরেশের মোট সম্পত্তির পরিমাণ ৫৯৩ কোটি টাকা। তাঁর দাদা ডিকে শিবকুমার কর্নাটকের বিধানসভা নির্বাচনের সবথেকে ধনী প্রার্থী ছিলেন। ডিকে সুরেশ বেঙ্গালুরু গ্রামীণ আসন থেকে তৃতীয়বারের প্রার্থী হয়েছেন।

দ্বিতীয় ধনী প্রার্থীও কংগ্রেসেরই। কর্নাটকের ডিকে সুরেশের মোট সম্পত্তির পরিমাণ ৫৯৩ কোটি টাকা। তাঁর দাদা ডিকে শিবকুমার কর্নাটকের বিধানসভা নির্বাচনের সবথেকে ধনী প্রার্থী ছিলেন। ডিকে সুরেশ বেঙ্গালুরু গ্রামীণ আসন থেকে তৃতীয়বারের প্রার্থী হয়েছেন।
তৃতীয় ধনী প্রার্থী অবশ্য বিজেপির। তিনি আর কেউ নন, বিজেপি নেত্রী তথা অভিনেত্রী হেমা মালিনী। মথুরা লোকসভা আসন থেকে লড়ছেন তিনি। তাঁর সম্পত্তির পরিমাণ ২৭৮ কোটি টাকা।
তৃতীয় ধনী প্রার্থী অবশ্য বিজেপির। তিনি আর কেউ নন, বিজেপি নেত্রী তথা অভিনেত্রী হেমা মালিনী। মথুরা লোকসভা আসন থেকে লড়ছেন তিনি। তাঁর সম্পত্তির পরিমাণ ২৭৮ কোটি টাকা।
তবে, এই দফায় সবথেকে গরিব প্রার্থী হলেন নাগোরাও পাটিল। মহারাষ্ট্রের নান্দেদ আসন থেকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন তিনি। জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তাঁর সম্পত্তি বলতে মোটে ৫০০ টাকা রয়েছে। স্থাবর-অস্থাবর সম্পত্তি নেই।
তবে, এই দফায় সবথেকে গরিব প্রার্থী হলেন নাগোরাও পাটিল। মহারাষ্ট্রের নান্দেদ আসন থেকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন তিনি। জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তাঁর সম্পত্তি বলতে মোটে ৫০০ টাকা রয়েছে। স্থাবর-অস্থাবর সম্পত্তি নেই।

Lok Sabha Election 2024: দ্বিতীয় দফায় ৩ কেন্দ্রে ভোট, বালুরঘাটে প্রার্থীদের মধ্যে সবচেয়ে ধনী কে? শিক্ষায় এগিয়ে কে?

দক্ষিণ দিনাজপুর: আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী বিজেপি প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদারের সম্পত্তির পরিমান ২০২৪ সালের হিসাব অনুযায়ী ৭৫ লক্ষ ৭৪ হাজার ৩০৫ টাকা।স্থাবর ৪১ লক্ষ টাকা। পাশাপাশি অস্থাবর সম্পত্তির পরিমান স্ত্রীর সঙ্গে যৌথভাবে (নগদ, ব্যাংক, বাহন ও গয়ন মিলিয়ে) ৩৪ লক্ষ ৭৪ হাজার ৩০৫ টাকা। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা অন্যান্য প্রার্থীদের তুলনায় বেশি। এমএসসি (বোটানি), পিএইচডি। এছাড়াও বই পড়া, ক্রিকেট খেলার পাশাপাশি অবসর সময়ে সিনেমা দেখতে ভালবাসেন। শিক্ষাগত দিক থেকে ডক্টর সুকান্ত মজুমদারের শিক্ষাগত যোগ্যতা অন্যান্য প্রার্থীর তুলনায় বেশি।

আরও পড়ুনঃ অ্যাসিড, অম্বলে নাজেহাল! চা-কফি খাওয়ার আগে খেয়ে নিন এই জিনিসটি, চোঁয়া ঢেকুর মুহূর্তেই গায়েব

পাশাপাশি, নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সম্পত্তির পরিমান ২০২৪ সালের হিসাব অনুযায়ী ১কোটি ৪৬ লক্ষ ৬০ হাজার ২১১ টাকা। স্থাবর ৯৬ লক্ষ টাকা। পাশাপাশি অস্থাবর সম্পত্তির পরিমান (নগদ, ব্যাংক, বাহন ও গয়ন মিলিয়ে) ৫১ লক্ষ ৬০ হাজার ২১১ টাকা। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা স্নাতক (আইন)। অবসর সময়ে খেলাধুলা, বই পড়ার পাশাপাশি রাজনৈতিক, বাংলা সাহিত্য ও ইতিহাসের বই বেশি পড়েন। নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সম্পত্তির পরিমান অনেকটাই বেশি।

অপরদিকে, নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী বামফ্রন্ট প্রার্থী জয়দেব সিদ্ধান্তের সম্পত্তির পরিমান ২০২৪ সালের হিসাব অনুযায়ী ৩৭ লক্ষ ৩৭ হাজার ৮৯৩ টাকা। স্থাবর ১৬ লক্ষ ৬০ হাজার টাকা। পাশাপাশি অস্থাবর সম্পত্তির পরিমান (নগদ, ব্যাংক, বাহন ও গয়ন মিলিয়ে) ২০ লক্ষ ৭৭ হাজার ৮৯৩ টাকা। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিএ)। অবসর সময়ে রাজনৈতিক, সামাজিক বিষয়ে বই পড়ার পাশাপাশি উপন্যাস পড়তে ভালবাসেন।

সুস্মিতা গোস্বামী

Bjp Candidate: অসম্ভব! অবিশ্বাস্য! এই গরমে বীরভূমের BJP প্রার্থী যা করলেন, ভয় পেয়ে যাবেন জানলে

বীরভূম: সামনেই লোকসভা নির্বাচন। আর হাতেগোনা মাত্র কয়েক দিনের অপেক্ষা। লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে প্রত্যেকটি রাজনৈতিক দল কোমর বেঁধে প্রচারে বেরিয়ে পড়েছেন। বীরভূমে মোট দুটি লোকসভা একটি বীরভূম লোকসভা একটি বোলপুর লোকসভা। বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিষ ধর। তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ। এবং বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা, তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) প্রার্থী শ্যামলী প্রধান।

আর লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে বৈশাখ মাসের প্রথম দিন থেকেই তীব্র তাপদাহ রয়েছে বীরভূমে। দুপুর ১২ টার পর ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি তাপ রয়েছে। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর এই গরমেই নিজের প্রচার চালাচ্ছেন সমস্ত রাজনৈতিক দল গুলি। রাজনৈতিক যুদ্ধের ময়দানে কেউ কাউকে এক চুল জায়গা ছেড়ে দিতে নারাজ।আর বীরভূম লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার দেবাশীষ ধর তীব্র গরমে সকাল থেকেই নিজের প্রচারকর্ম চালাচ্ছেন।

আরও পড়ুন: কলকাতায় ভয়ঙ্কর দৃশ্য! বহুতলের ১৪ তলা থেকে কী পড়ল ওটা! কাছে যেতেই দেখা গেল, রক্তে মাখা যুবতী!

সকালে বীরভূমের তারাপীঠের মা তারা মন্দিরে পূজা দেওয়ার পর তিনি তার প্রচারকর্ম শুরু করে। পুজো দেওয়ার পরে দলকে চাঙ্গা করতে কর্মী সমর্থক এবং নেতৃত্বদের নিয়ে চায়ের আড্ডায় মেতে ওঠেন।তারাপীঠ এলাকার বেসিক মোড়,বেজুরি,খামেড্ডা, গাগেড্ডা,সাহাপুর,কবিচন্দ্রপুর বিভিন্ন এলাকায়, কখনো পায়ে হেঁটে আবার কখনও হুডখোলা গাড়িতে প্রচার কর্ম সারেন।

এরপরই প্রচারকর্ম সারতে সারতে হাসন বিধানসভার বেলুন গ্রামে ব্যাট হাতে ক্রিকেট খেলায় মেতে উঠলেন প্রাক্তন আইপিএস অফিসার দেবাশীষ ধর।এলাকার ক্ষুদে খেলোয়াড় থেকে শুরু করে বড়রা সকলেই তালে তাল মিলিয়ে দীর্ঘক্ষণ ধরে বিজেপি প্রার্থীর সঙ্গে ক্রিকেট খেলায় মেতে উঠলেন।

— সৌভিক রায়

Lok Sabha 2024: সাতসকালে থলে হাতে অভিনেতা হিরণ? বাজার থেকে কী কিনলেন বিজেপি নেতা? দেখুন ভিডিও

লোকসভা নির্বাচনে তিনি লড়ছেন ঘাটাল কেন্দ্র থেকে। স্বাভাবিকভাবে থাকতে হচ্ছে ঘাটালে। দাসপুরে বাড়ি ভাড়া নিয়েই থাকছেন অভিনেতা তথা সাংসদ পদপ্রার্থী হিরণ। তবে এদিন সকালে যা করলেন, জানলে চক্ষুচড়ক গাছ হবে আপনার। সকাল সকাল তিনি ড্রাইভারকে নিয়ে ছুটলেন হাটে। ব্যাগ ভর্তি বাজার করে ফিরলেন বাড়ি।

Lok Sabha 2024: সাত সকালে ব্যাগ হাতে কী করলেন তারকা প্রার্থী, জানলে চক্ষুচড়ক গাছ!

পশ্চিম মেদিনীপুর: লোকসভা নির্বাচনে তিনি লড়ছেন ঘাটাল কেন্দ্র থেকে। স্বাভাবিকভাবে থাকতে হচ্ছে ঘাটালে। দাসপুরে বাড়ি ভাড়া নিয়েই থাকছেন অভিনেতা তথা সাংসদ পদপ্রার্থী হিরণ। তবে এদিন সকালে যা করলেন, জানলে চক্ষুচড়ক গাছ হবে আপনার। সকাল সকাল তিনি ড্রাইভারকে নিয়ে ছুটলেন হাটে। ব্যাগ ভর্তি বাজার করে ফিরলেন বাড়ি।

আরও পড়ুনঃ গরমের ফল দূর করবে জেদি UTI-কে! প্রতিদিন দু-বেলা করে খান এই ‘ম্যাজিক’ জুস! মিলবে মুক্তি

সামনেই লোকসভা নির্বাচন। নির্বাচনের দিনক্ষণ এবং প্রার্থী ঘোষণা হতেই আসরে নেমেছে রাজনৈতিক দলের প্রার্থী থেকে নেতা কর্মীরা। তবে হাইভোল্টেজ কেন্দ্র ঘাটাল। একদিকে দেব আর অন্যদিকে হিরন দুজনেই প্রচারে ব্যস্ত। তবে বৃহস্পতিবার সকালে হিরনকে দেখা গেল দাসপুরের একটি হাটে। দামদর করে কিনলেন টাটকা কাঁচা সবজি, মাছও। পকেট থেকে টাকা বের করে দিলেন দোকানদারকে। ব্যাগ ভর্তি করেই ফিরলেন বাড়িতে।

অভিনেতা হিরণ এর আগে খড়গপুর থেকে বিধানসভায় নির্বাচিত হয়েছেন। পাশাপাশি পৌরসভা নির্বাচনেও জয়লাভ করেছেন তিনি। স্বাভাবিকভাবে খড়্গপুরে থাকতেন। কিন্তু তার সব সময় মন পড়ে থাকত গ্রামেই। তাই সকাল থেকে তিনি ব্যাগ হাতে বেরিয়ে পড়লেন বাজারে। প্রসঙ্গত গ্রামে জন্ম হিরনের। অভিনয়ের কারণে কিংবা পড়াশোনার জন্য শহরে থাকলেও তার মন থাকতো গ্রামে।

যদিও হিরনের বক্তব্য, জমানঅর্থ কম তাই বাড়িতে নেই ফ্রিজ। টাটকা সবজি পেতেই তিনি হাটে এসেছেন এবং দরদাম করেই কিনছেন কাঁচা সবজি। শহর নয়, গ্রামের ছেলে হিসেবে গ্রামেই তার মন পড়ে রইত। শুধু তাই নয়, এদিন বাজারে বেরিয়েও জনসংযোগ সারেন তিনি। বেশ কিছু মানুষকে দেখা যায় তার সঙ্গে সেলফি তুলতে। তবে নির্বাচনের আগে যুযুধান এই কেন্দ্রে জোর টক্কর হতে চলেছে হিরন ও দেবের মধ্যে।

রঞ্জন চন্দ

Bjp Candidate: কোন সিটে প্রার্থী হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? ‘স্পষ্ট’ হয়ে গেল সব! দুরন্ত চমক বিজেপির

তমলুক: জল্পনাই কি তবে সত্যি হতে চলেছে? তাহলে কি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় প্রার্থী হচ্ছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা আসনে বিজেপি’র প্রার্থী হিসেবে অভিজিতের নাম লেখা থেকেই স্পষ্ট, সেই সম্ভাবনাই বাস্তবে রূপ পেতে চলেছে।

যদিও বিজেপির পক্ষ থেকে তমলুক লোকসভা আসনে কে প্রার্থী হবেন, তা এখনও ঘোষণা করা হয়নি। তবে, সেই অপেক্ষা না করেই তমলুক লোকসভার বিভিন্ন এলাকায় কলকাতা হাইকোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদ্মফুল প্রতীক লিখে দেওয়াল লিখন শুরু হল।

আরও পড়ুন: ভারতের সবচেয়ে বড় পার্ক আছে কলকাতাতেই! গিয়েছেন কখনও? মুগ্ধ হবেনই, ১০০% গ্যারান্টি

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের হরিপুরে শুধু নয়, তমলুক সহ বিস্তীর্ণ এলাকায় কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম ও পদ্মফুল প্রতীক লিখন শুরু করল স্থানীয় বিজেপি নেতাকর্মীরা।

আরও পড়ুন: পুলওয়ামা জঙ্গির পাশের গ্রামেই বাস, মোদির সঙ্গে কে এই যুবক? পরিচয় শুনলে চমকে যাবেন

এখনও বিজেপির পক্ষ থেকে তমলুক আসনে প্রার্থী ঘোষণা হয়নি! কবে প্রার্থী ঘোষণা হবে সেদিকেই তাকিয়ে রয়েছে দলের নেতাকর্মীরা! তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক তথা বিজেপি নেতা মেঘনাথ পাল বলেন, ”এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা হয়নি। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর দেখে উৎসাহী কর্মী সমর্থকরা দেওয়ার লিখন শুরু করেছে “। যদিও বিষয়টিকে তীব্র কটাক্ষ করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম ১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন ”বিজেপি কোন রাজনৈতিক দল নয়। নন্দীগ্রামে মানুষের মনে জোড়া ফুল রয়েছে! এটা হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছে !”