Tag Archives: Bollywood

সোনাক্ষী-জাহিরের বিয়ের ৫১ দিন পরে অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল, যা বললেন শত্রুঘ্ন সিনহা…

সাত বছরের সম্পর্কের পরে গত ২৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। তবে তাঁদের বিয়ে নিয়ে শুরু হয়েছিল জোর চর্চা। যার অন্যতম বড় কারণ হল ভিন ধর্মে বিয়ে। আরও একটি কারণে বিতর্ক তৈরি হয়েছিল। কারণ সোনাক্ষীর বিয়েতে দেখা যায়নি তাঁর দাদা লবকে। পরে অবশ্য তাঁকে বেশ ইঙ্গিতপূর্ণ পোস্ট দিতে দেখা গিয়েছিল। ফলে সকলে ধরে নিয়েছিলেন যে, বোনের বিয়েতে একেবারেই খুশি নন দাদা। তবে আদরের মেয়ের বিয়ের ৫০ দিন পরে অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল বলিউডের বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহার।
সাত বছরের সম্পর্কের পরে গত ২৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। তবে তাঁদের বিয়ে নিয়ে শুরু হয়েছিল জোর চর্চা। যার অন্যতম বড় কারণ হল ভিন ধর্মে বিয়ে। আরও একটি কারণে বিতর্ক তৈরি হয়েছিল। কারণ সোনাক্ষীর বিয়েতে দেখা যায়নি তাঁর দাদা লবকে। পরে অবশ্য তাঁকে বেশ ইঙ্গিতপূর্ণ পোস্ট দিতে দেখা গিয়েছিল। ফলে সকলে ধরে নিয়েছিলেন যে, বোনের বিয়েতে একেবারেই খুশি নন দাদা। তবে আদরের মেয়ের বিয়ের ৫০ দিন পরে অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল বলিউডের বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহার।
সংবাদসংস্থা আইএএনএস-এর কাছে শত্রুঘ্ন সিনহা সাফ জানিয়েছেন মেয়ে-জামাইয়ের সম্পর্কের বিষয়ে। তিনি বলেন, “এটা বিয়ের বিষয়। দ্বিতীয়ত আমাদের বাচ্চারা বিবাহিত। ওরা বেআইনি কিংবা অসাংবিধানিক কাজ করেনি। নিজেদের ইচ্ছায় এবং আমাদের আশীর্বাদ নিয়েই ওরা বিয়ে করেছে। সেই কারণে আমি বিষয়টার প্রশংসা করছি।”
সংবাদসংস্থা আইএএনএস-এর কাছে শত্রুঘ্ন সিনহা সাফ জানিয়েছেন মেয়ে-জামাইয়ের সম্পর্কের বিষয়ে। তিনি বলেন, “এটা বিয়ের বিষয়। দ্বিতীয়ত আমাদের বাচ্চারা বিবাহিত। ওরা বেআইনি কিংবা অসাংবিধানিক কাজ করেনি। নিজেদের ইচ্ছায় এবং আমাদের আশীর্বাদ নিয়েই ওরা বিয়ে করেছে। সেই কারণে আমি বিষয়টার প্রশংসা করছি।”
মেয়ের পছন্দে ভরসা রয়েছে বর্ষীয়ান অভিনেতার। গর্ব এবং আনন্দের সঙ্গে তিনি বলেন, “আমার মেয়ের পাশে আমি দাঁড়াব না তো কে দাঁড়াবে? আমার স্ত্রী পুনম সিনহা এবং আমি ওর বিবাহ উৎসব উদযাপনে ওর পাশে থেকেছি। এটা একটা আনন্দের মুহূর্ত।”
মেয়ের পছন্দে ভরসা রয়েছে বর্ষীয়ান অভিনেতার। গর্ব এবং আনন্দের সঙ্গে তিনি বলেন, “আমার মেয়ের পাশে আমি দাঁড়াব না তো কে দাঁড়াবে? আমার স্ত্রী পুনম সিনহা এবং আমি ওর বিবাহ উৎসব উদযাপনে ওর পাশে থেকেছি। এটা একটা আনন্দের মুহূর্ত।”
আসলে এভাবেই তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, সন্তানদের আনন্দই তাঁর কাছে প্রথম গুরুত্বপূর্ণ বিষয়। এখানেই শেষ নয়, কন্যা সোনাক্ষী এবং জামাই জাহিরের জুটিকে ‘মেড ফর ইচ আদার’-এর তকমা দিয়েছেন শত্রুঘ্ন সিনহা। তাঁর কথায়, “মা-বাবা সব সময় সন্তানকে খুশি দেখতে চায়। আর আমার মনে হয়, আমার সন্তানরা সুখী। আমি তো বলি ওরা একে অপরের পরিপূরক। আর আমরাও ওদের জন্য সুখী।”
আসলে এভাবেই তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, সন্তানদের আনন্দই তাঁর কাছে প্রথম গুরুত্বপূর্ণ বিষয়। এখানেই শেষ নয়, কন্যা সোনাক্ষী এবং জামাই জাহিরের জুটিকে ‘মেড ফর ইচ আদার’-এর তকমা দিয়েছেন শত্রুঘ্ন সিনহা। তাঁর কথায়, “মা-বাবা সব সময় সন্তানকে খুশি দেখতে চায়। আর আমার মনে হয়, আমার সন্তানরা সুখী। আমি তো বলি ওরা একে অপরের পরিপূরক। আর আমরাও ওদের জন্য সুখী।”
প্রসঙ্গত সাত বছর ধরে একে অপরকে ডেট করার পর গত ২৩ জুন মুম্বইয়ে নিজের বাসভবনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সোনাক্ষী এবং জাহির। একেবারে ঘরোয়া ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। তবে ওই দিনই শিল্পা শেঠির বিলাসবহুল রেস্তোরাঁয় বসেছিল তারকা-জুটির রিসেপশনের আসর। সেখানে বলিউডের নামীদামি ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছিলেন।
প্রসঙ্গত সাত বছর ধরে একে অপরকে ডেট করার পর গত ২৩ জুন মুম্বইয়ে নিজের বাসভবনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সোনাক্ষী এবং জাহির। একেবারে ঘরোয়া ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। তবে ওই দিনই শিল্পা শেঠির বিলাসবহুল রেস্তোরাঁয় বসেছিল তারকা-জুটির রিসেপশনের আসর। সেখানে বলিউডের নামীদামি ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছিলেন।

Bollywood News: সলমনের ছবিতেই শেষ গান! ৯ বছর পর বলিউডে ফিরছেন জনপ্রিয় এই গায়ক, কে তিনি জানেন

মুম্বই: সঙ্গীতানুরাগীদের জন্য সুখবর। কারণ প্রায় বছর নয়েকের বিরতির পরে বলিউডে প্রত্যাবর্তন করছেন সঙ্গীতশিল্পী আদনান সামি। এমনটাই জানানো হয়েছে পিঙ্কভিলার তরফে। জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীর গলা এতটাই অসাধারণ, যা নিমেষের মধ্যে শ্রোতাদের আবেগঘন করে তুলতে পারে। শেষবার ‘বজরঙ্গী ভাইজান’ ছবির ‘ভর দো ঝোলি’ গানটি শোনা গিয়েছিল তাঁর গলায়। এবার শোনা যাচ্ছে, আসন্ন মিউজিক্যাল হরর ফিল্ম ‘কসুর’-এ একটি রোম্যান্টিক গান গাইতে চলেছেন আদনান সামি।

বলাই বাহুল্য যে, কসুর ছবিতে আদনান সামির নতুন গান ভক্তদের আবারও মুগ্ধ করবে। এই গানটি রচনা করেছেন জাভেদ মোহসিন। এই গানে দেখা যাবে আফতাব শিবদাসানি, ঊর্বশী রাউতেলা এবং জেসি গিলকে। আগামী সপ্তাহে মুম্বইয়ের এক বিলাসবহুল স্টুডিও সেটেই গানটির শ্যুটিং শুরু হওয়ার কথা।

বরাবরই জনপ্রিয় আদনান সামি। আর বলিউডে তাঁর অবদানও নেহাত কম নয়। ভক্তদের জন্য উপহার দিয়েছেন অবিস্মরণীয় মনভোলানো কিছু গান। এর মধ্যে অন্যতম হল – ‘তেরা চেহরা’ (২০০০ সাল)-র ‘তেরা চেহরা’ গান, ‘লিফট করা দে’ (২০০৩ সাল) এবং ‘কভি তো নজর মিলাও’ (২০০৬ সাল)। আর তাঁর সাম্প্রতিক হিট ছিল ২০১৫ সালে সলমন খান এবং করিনা কাপুর খান অভিনীত ‘বজরঙ্গী ভাইজান’ ছবির ‘ভর দো ঝোলি মেরি’ গানটি। মূলত কাওয়ালি ঘরাণার এই গানটি ভক্তদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। আর আগের সময়ের মতোই আদনানের সুমধুর গলা এবং গায়কী একই ভাবে ভক্তদের মন ছুঁয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: ‘ঐশ্বর্য আমার মেয়ে নয়…’! পুত্রবধূকে নিয়ে বিস্ফোরক জয়া! ‘অশান্তি’র জন্য দায়ী কে

আরও পড়ুন: সানি, অমিতাভের নায়িকা! হঠাৎই একদিন হারিয়ে গেলেন.. কী ঘটে গিয়েছিল নায়িকার সঙ্গে

‘কসুর’-এর সিক্যুয়েলের হাত ধরে কামব্যাক করতে চলেছেন অভিনেতা আফতাব শিবদাসানিও। আসল ছবিটি মুক্তি পেয়েছিল ২০০১ সালে। সেখানে দেখা গিয়েছিল লিসা রে-কে। হিট ছবির গানগুলিও ব্যাপক ভাবে জনপ্রিয় হয়েছিল। ইতিমধ্যেই এই সিক্যুয়েলের জন্য শ্যুটিং শুরু করেছেন আফতাব। সেটের ছবিও শেয়ার করেছেন অভিনেতা।

Bollywood Gossip: রাস্তায় বসলেন বলিউড অভিনেতা! ঋণ শোধ করতে পারেননি, কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক

বলিউড অভিনেতা বিপাকে পড়েছেন। বাস্তবে তাঁর কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ব্যাঙ্ক। এটি নতুন বিষয় নয়, ২০১২ সালের। 'আটা পাতা লাপাতা' ছবির সঙ্গে যুক্ত এই গল্প৷ যেটি বলিউড অভিনেতা নিজেই পরিচালনা করেছিলেন এবং তাঁর স্ত্রী ছিলেন এর প্রযোজক।
বলিউড অভিনেতা বিপাকে পড়েছেন। বাস্তবে তাঁর কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ব্যাঙ্ক। এটি নতুন বিষয় নয়, ২০১২ সালের। ‘আটা পাতা লাপাতা’ ছবির সঙ্গে যুক্ত এই গল্প৷ যেটি বলিউড অভিনেতা নিজেই পরিচালনা করেছিলেন এবং তাঁর স্ত্রী ছিলেন এর প্রযোজক।
ছবিটির জন্য তিনি মুম্বইয়ের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বান্দ্রা শাখা থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। এ ঋণের জন্য তিনি গ্যারান্টি হিসেবে বাবার নামে জমি ও বাড়ি বন্ধক রেখেছিলেন বলে জানা গেছে।সেই ঋণ শোধ করতে অপারগ তিনি৷ ফলে শাহজাহানপুরের শেঠ এনক্লেভে অবস্থিত তাঁর কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ব্যাঙ্ক।
ছবিটির জন্য তিনি মুম্বইয়ের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বান্দ্রা শাখা থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। এ ঋণের জন্য তিনি গ্যারান্টি হিসেবে বাবার নামে জমি ও বাড়ি বন্ধক রেখেছিলেন বলে জানা গেছে।সেই ঋণ শোধ করতে অপারগ তিনি৷ ফলে শাহজাহানপুরের শেঠ এনক্লেভে অবস্থিত তাঁর কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ব্যাঙ্ক।
এখন খবর, ঋণ পরিশোধ করতে না পারায় শাহজাহানপুরের শেঠ এনক্লেভ নামে তার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ব্যাঙ্ক। মুম্বই থেকে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আধিকারিকরা দুদিন আগে শাহজাহানপুর পৌঁছেছিলেন।
এখন খবর, ঋণ পরিশোধ করতে না পারায় শাহজাহানপুরের শেঠ এনক্লেভ নামে তার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ব্যাঙ্ক। মুম্বই থেকে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আধিকারিকরা দুদিন আগে শাহজাহানপুর পৌঁছেছিলেন।
দলটি খুব গোপনে রবিবার অভিনেতার সম্পত্তির উপর একটি ব্যাঙ্কের ব্যানার লাগায়, যাতে লেখা ছিল যে এই সম্পত্তিটি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, মুম্বইয়ের এবং এটিতে কোনও ধরণের ক্রয়-বিক্রয় করা উচিত নয়।
দলটি খুব গোপনে রবিবার অভিনেতার সম্পত্তির উপর একটি ব্যাঙ্কের ব্যানার লাগায়, যাতে লেখা ছিল যে এই সম্পত্তিটি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, মুম্বইয়ের এবং এটিতে কোনও ধরণের ক্রয়-বিক্রয় করা উচিত নয়।
কে এই অভিনেতা? সকলের কাছে খুব পরিচিত৷
কে এই অভিনেতা? সকলের কাছে খুব পরিচিত৷
কৌতুকাভিনেতা হিসেবে তিনি বেশ জনপ্রিয়৷ তিনি রাজপাল যাদব৷
কৌতুকাভিনেতা হিসেবে তিনি বেশ জনপ্রিয়৷ তিনি রাজপাল যাদব৷
এর আগে ২০১৮ সালেও এই মামলায় রাজপালকে তিন মাসের জন্য জেলে যেতে হয়েছিল। দিল্লি ভিত্তিক কোম্পানি মুরালি প্রজেক্টস রাজপাল যাদবের কোম্পানি শ্রী নৌরঙ্গ গোদাবরী এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে দেওয়ানি মামলা করেছে। ২০১০ সালে এই ঋণ নিয়েছিলেন রাজকুমার।
এর আগে ২০১৮ সালেও এই মামলায় রাজপালকে তিন মাসের জন্য জেলে যেতে হয়েছিল। দিল্লি ভিত্তিক কোম্পানি মুরালি প্রজেক্টস রাজপাল যাদবের কোম্পানি শ্রী নৌরঙ্গ গোদাবরী এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে দেওয়ানি মামলা করেছে। ২০১০ সালে এই ঋণ নিয়েছিলেন রাজকুমার।

Aishwarya Rai Bachchan-Jaya Bachchan: ‘ঐশ্বর্য আমার মেয়ে নয়…’! পুত্রবধূকে নিয়ে বিস্ফোরক জয়া! ‘অশান্তি’র জন্য দায়ী কে

অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রায় বচ্চনের বিচ্ছেদ নিয়ে উত্তাল টলিউড। তবে সেই গুঞ্জন ইতিমধ্যেই নস্যাৎ করেছেন অভিনেতা। তবে প্রথম থেকেই তারকা-দম্পতির বিচ্ছেদের জন্য কাঠগড়ায় তোলা হয়েছিল জয়া বচ্চনকে।
অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রায় বচ্চনের বিচ্ছেদ নিয়ে উত্তাল টলিউড। তবে সেই গুঞ্জন ইতিমধ্যেই নস্যাৎ করেছেন অভিনেতা। তবে প্রথম থেকেই তারকা-দম্পতির বিচ্ছেদের জন্য কাঠগড়ায় তোলা হয়েছিল জয়া বচ্চনকে।
সেই বিতর্কের মাঝেই ঐশ্বর্যকে নিয়ে জয়া পুরনো মন্তব্য চর্চায় উঠে এসেছে। তিনি বলেছিলেন, পুত্রবধূকে শাসন করার প্রয়োজন নেই তাঁর। সেটি করার জন্য ঐশ্বর্যের মা রয়েছেন।
সেই বিতর্কের মাঝেই ঐশ্বর্যকে নিয়ে জয়া পুরনো মন্তব্য চর্চায় উঠে এসেছে। তিনি বলেছিলেন, পুত্রবধূকে শাসন করার প্রয়োজন নেই তাঁর। সেটি করার জন্য ঐশ্বর্যের মা রয়েছেন।
জয়া বলেছিলেন, "মেয়ে আর পুত্রবধূর মধ্যে পার্থক্য আছে। মেয়েরা ভাবে মা-বাবাকে সম্মান করার দরকার নেই। তাঁরা অতটা গুরুত্ব পান না। কিন্তু শ্বশুর-শাশুড়ির ক্ষেত্রে মেয়েরা সেটা করেন না।"
জয়া বলেছিলেন, “মেয়ে আর পুত্রবধূর মধ্যে পার্থক্য আছে। মেয়েরা ভাবে মা-বাবাকে সম্মান করার দরকার নেই। তাঁরা অতটা গুরুত্ব পান না। কিন্তু শ্বশুর-শাশুড়ির ক্ষেত্রে মেয়েরা সেটা করেন না।”
অমিতাভ-পত্নী এও বলেছিলেন যে, পরবর্তীতে সেই সম্পর্কের সমীকরণ বদলে যেতে পারে। তাঁর কথায়, "পরে অনেক কিছুরই পরিবর্তন হয়। আজ আমি নিজেকে ভাদুড়ী কম, বচ্চন বেশি মনে করি।"
অমিতাভ-পত্নী এও বলেছিলেন যে, পরবর্তীতে সেই সম্পর্কের সমীকরণ বদলে যেতে পারে। তাঁর কথায়, “পরে অনেক কিছুরই পরিবর্তন হয়। আজ আমি নিজেকে ভাদুড়ী কম, বচ্চন বেশি মনে করি।”
পুত্র অভিষেক এবং কন্যা শ্বেতা বচ্চন নন্দাকে কড়া শাসনে রাখতেন জয়া। সে কথা অকপটে নিজেই স্বীকার করেছিলেন তিনি। ঐশ্বর্যের ক্ষেত্রেও কি তা-ই? প্রশ্নের উত্তরে জয়া বলেছিলেন, "আমি কেন ওকে শাসন করব? ও আমার পুত্রবধূ। মেয়ে নয়। আমি নিশ্চিত ওর মা ওঁকে শাসন করেছেন।"
পুত্র অভিষেক এবং কন্যা শ্বেতা বচ্চন নন্দাকে কড়া শাসনে রাখতেন জয়া। সে কথা অকপটে নিজেই স্বীকার করেছিলেন তিনি। ঐশ্বর্যের ক্ষেত্রেও কি তা-ই? প্রশ্নের উত্তরে জয়া বলেছিলেন, “আমি কেন ওকে শাসন করব? ও আমার পুত্রবধূ। মেয়ে নয়। আমি নিশ্চিত ওর মা ওঁকে শাসন করেছেন।”

Bollywood Gossip: ঘরে-বাইরে জয়াকে নিয়ে নিন্দা! কেন এক বাঙালি অভিনেত্রী কটাক্ষ করলেন অমিতাভ পত্নীকে, চমকে যাওয়া তথ্য

জয়া বচ্চনকে নিয়ে নানা সময় নানা রকম কথা হয়৷ তিনি খুব মুখড়া, এমনই কথা বারবার উঠে আসে৷ প্যাপারাৎজিদের সামনে তিনি সবসময় খুব বিরক্তি প্রকাশ করেন৷ এবং রেগেও যান৷ ফলে তিনি সবার খুব প্রিয় নন৷
জয়া বচ্চনকে নিয়ে নানা সময় নানা রকম কথা হয়৷ তিনি খুব মুখড়া, এমনই কথা বারবার উঠে আসে৷ প্যাপারাৎজিদের সামনে তিনি সবসময় খুব বিরক্তি প্রকাশ করেন৷ এবং রেগেও যান৷ ফলে তিনি সবার খুব প্রিয় নন৷
এবার তাঁকে নিয়ে মুখ খুললেন এক নামী নায়িকা৷ বাঙালি প্রবীণ অভিনেত্রীও জয়া বচ্চনকে নিয়ে কটাক্ষ করলেন৷ তিনি বললেন জয়ার থেকে তিনি ঢের ভাল!
এবার তাঁকে নিয়ে মুখ খুললেন এক নামী নায়িকা৷ বাঙালি প্রবীণ অভিনেত্রীও জয়া বচ্চনকে নিয়ে কটাক্ষ করলেন৷ তিনি বললেন জয়ার থেকে তিনি ঢের ভাল!
জয়া বচ্চনকে নিয়ে অনেক চর্চা হয়৷ স্বভাবগত ভাবে তিনি খুব কর্কশ, রাগীও৷ এমন বদনাম রয়েছে অমিতাভ ঘরণীর বিরুদ্ধে৷ এমনকী তিনি সকলের সঙ্গে খারাপ ব্যবহার করেন বলেও অভিযোগ!
জয়া বচ্চনকে নিয়ে অনেক চর্চা হয়৷ স্বভাবগত ভাবে তিনি খুব কর্কশ, রাগীও৷ এমন বদনাম রয়েছে অমিতাভ ঘরণীর বিরুদ্ধে৷ এমনকী তিনি সকলের সঙ্গে খারাপ ব্যবহার করেন বলেও অভিযোগ!
ছেলে অভিষেক বচ্চনের ঘর ভাঙছে তাঁর জন্যই৷ এমনও ভয়ঙ্কর অভিযোগ রয়েছে৷ বৌমা ঐশ্বর্যের সঙ্গে তাঁর সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে৷ ফলে ঘর ছাড়তে নাকি বাধ্য হচ্ছেন ঐশ্বর্য৷ এমনই গুঞ্জন বলিউডে৷
ছেলে অভিষেক বচ্চনের ঘর ভাঙছে তাঁর জন্যই৷ এমনও ভয়ঙ্কর অভিযোগ রয়েছে৷ বৌমা ঐশ্বর্যের সঙ্গে তাঁর সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে৷ ফলে ঘর ছাড়তে নাকি বাধ্য হচ্ছেন ঐশ্বর্য৷ এমনই গুঞ্জন বলিউডে৷
অমিতাভ পত্নী রাজ্যসভার সাংসদ৷ সেখানেও তাঁকে নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক৷ তাঁকে সম্বোধন করা হয় জয়া অমিতাভ বচ্চন হিসেবে৷ কারণ সেভাবেই সেই নাম নথিভুক্ত করা হয়েছিল৷ তাতে তীব্র আপত্তি জানান অভিনেত্রী৷ এই নিয়েও শুরু হয় চর্চা৷
অমিতাভ পত্নী রাজ্যসভার সাংসদ৷ সেখানেও তাঁকে নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক৷ তাঁকে সম্বোধন করা হয় জয়া অমিতাভ বচ্চন হিসেবে৷ কারণ সেভাবেই সেই নাম নথিভুক্ত করা হয়েছিল৷ তাতে তীব্র আপত্তি জানান অভিনেত্রী৷ এই নিয়েও শুরু হয় চর্চা৷
ফলে বিভিন্ন জায়গায় জয়াকে নিয়ে চর্চা বা বিতর্কের কম নেই৷ এবার তাঁকে নিয়ে মুখ খুললেন আরও এক বাঙালি অভিনেত্রী৷ তিনিও একই কথা বললেন৷
ফলে বিভিন্ন জায়গায় জয়াকে নিয়ে চর্চা বা বিতর্কের কম নেই৷ এবার তাঁকে নিয়ে মুখ খুললেন আরও এক বাঙালি অভিনেত্রী৷ তিনিও একই কথা বললেন৷
কে এই অভিনেত্রী? যিনি জয়াকে নিয়ে জনসমক্ষে কথা বলতে দ্বিধা করলেন না?
কে এই অভিনেত্রী? যিনি জয়াকে নিয়ে জনসমক্ষে কথা বলতে দ্বিধা করলেন না?
তিনি মৌসুমী চট্টোপাধ্যায়৷ স্বনামধন্য অভিনেত্রী এবং সুরকার হেমন্ত চট্টোপাধ্যায়ের স্ত্রী৷ তিনি গিয়েছিলেন একটি অনুষ্ঠানে৷ সেখানে তাঁর ছবি তোলার জন্য একবার এদিক একবার ওদিক করতে বলা হয়৷ তখনই তিনি কিছুটা বিরক্ত হন৷ তবে তিনি বলেন যে জয়া বচ্চন সেখানে থাকলে, আরও রেগে যেতেন!
তিনি মৌসুমী চট্টোপাধ্যায়৷ স্বনামধন্য অভিনেত্রী এবং সুরকার হেমন্ত চট্টোপাধ্যায়ের স্ত্রী৷ তিনি গিয়েছিলেন একটি অনুষ্ঠানে৷ সেখানে তাঁর ছবি তোলার জন্য একবার এদিক একবার ওদিক করতে বলা হয়৷ তখনই তিনি কিছুটা বিরক্ত হন৷ তবে তিনি বলেন যে জয়া বচ্চন সেখানে থাকলে, আরও রেগে যেতেন!
যদিও এরপরই ফোটোগ্রাফারদের মৌসুমী তাঁর নিজস্ব ভঙ্গিতে বলেন যে তাঁরা না থাকলে নায়ক-নায়িকাদের গুরুত্ব অনেক কমে যেত৷
যদিও এরপরই ফোটোগ্রাফারদের মৌসুমী তাঁর নিজস্ব ভঙ্গিতে বলেন যে তাঁরা না থাকলে নায়ক-নায়িকাদের গুরুত্ব অনেক কমে যেত৷

পড়াশোনার হাত থেকে মুক্তি পেতেই রুপোলি দুনিয়ায়, পেয়েছেন সুপারস্টারের তকমা; স্বয়ং আমির খানও এই অভিনেত্রীর ভক্ত

রুপোলি দুনিয়ায় বেশ কিছু অভিনেত্রী রয়েছেন, যাঁরা নিজেদের অভিনয়ের জাদুতে লক্ষ লক্ষ ভক্তের মন জয় করে নিয়েছিলেন। আবার বহু অভিনেত্রী নিজের সৌন্দর্যের ছটায় মুগ্ধ করেছেন ভক্তদের।
রুপোলি দুনিয়ায় বেশ কিছু অভিনেত্রী রয়েছেন, যাঁরা নিজেদের অভিনয়ের জাদুতে লক্ষ লক্ষ ভক্তের মন জয় করে নিয়েছিলেন। আবার বহু অভিনেত্রী নিজের সৌন্দর্যের ছটায় মুগ্ধ করেছেন ভক্তদের।
তবে কাজল এমন একজন অভিনেত্রী, যাঁর গায়ের রঙ একেবারেই ফর্সা ছিল না। আর তাঁর দেহের গঠনও তেমন সুন্দর ছিল না। কিন্তু এত কিছু সত্ত্বেও শুধু নিজের প্রতিভার জোরে সেরা অভিনেত্রীর তকমা লাভ করেছিলেন। আসলে অভিনেত্রী মানেই ফর্সা-পেলব ত্বক এবং স্লিম-ট্রিম হতেই হবে।
তবে কাজল এমন একজন অভিনেত্রী, যাঁর গায়ের রঙ একেবারেই ফর্সা ছিল না। আর তাঁর দেহের গঠনও তেমন সুন্দর ছিল না। কিন্তু এত কিছু সত্ত্বেও শুধু নিজের প্রতিভার জোরে সেরা অভিনেত্রীর তকমা লাভ করেছিলেন। আসলে অভিনেত্রী মানেই ফর্সা-পেলব ত্বক এবং স্লিম-ট্রিম হতেই হবে।
কিন্তু এই স্টিরিওটাইপ একেবারে ভেঙে দিয়েছিলেন কাজল। এমনকী নিজের ৩০ বছরের কেরিয়ারে ঘনিষ্ঠ কিংবা আপত্তিকর দৃশ্য করতেও দেখা যায়নি তাঁকে। আর রুপোলি দুনিয়ায় কাজলের আগমনটাও যেন ফিল্মি কায়দায়। এক সাক্ষাৎকারে খোদ অভিনেত্রী জানিয়েছিলেন যে, পড়াশোনা করতে ভাল লাগত না তাঁর। আর পড়াশোনা থেকে পালাতেই অভিনয়ের দুনিয়ায় আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভেবেছিলেন যে, ফিল্মি দুনিয়ায় ভাগ্য পরীক্ষা করা যাক। আর সেই ছবির দুনিয়াই তাঁর ভাগ্য একেবারে বদলে দিয়েছিল।
কিন্তু এই স্টিরিওটাইপ একেবারে ভেঙে দিয়েছিলেন কাজল। এমনকী নিজের ৩০ বছরের কেরিয়ারে ঘনিষ্ঠ কিংবা আপত্তিকর দৃশ্য করতেও দেখা যায়নি তাঁকে। আর রুপোলি দুনিয়ায় কাজলের আগমনটাও যেন ফিল্মি কায়দায়। এক সাক্ষাৎকারে খোদ অভিনেত্রী জানিয়েছিলেন যে, পড়াশোনা করতে ভাল লাগত না তাঁর। আর পড়াশোনা থেকে পালাতেই অভিনয়ের দুনিয়ায় আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভেবেছিলেন যে, ফিল্মি দুনিয়ায় ভাগ্য পরীক্ষা করা যাক। আর সেই ছবির দুনিয়াই তাঁর ভাগ্য একেবারে বদলে দিয়েছিল।
আর বলিউডে পা রাখামাত্র অচিরেই ভক্তদের মন জয় করে নিতে সক্ষম হয়েছিলেন কাজল। এমনকী সেরা অভিনেত্রীদের মধ্যে অন্যতম হয়ে উঠেছিলেন তিনি। শাহরুখ খানের সঙ্গে তাঁর জুটি প্রবল জনপ্রিয়তা লাভ করে। এমনকী, তাঁদের প্রত্যেকটি ছবিই হিট হত। বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির বহুমুখী প্রতিভাময়ী অভিনেত্রী তিনি।
আর বলিউডে পা রাখামাত্র অচিরেই ভক্তদের মন জয় করে নিতে সক্ষম হয়েছিলেন কাজল। এমনকী সেরা অভিনেত্রীদের মধ্যে অন্যতম হয়ে উঠেছিলেন তিনি। শাহরুখ খানের সঙ্গে তাঁর জুটি প্রবল জনপ্রিয়তা লাভ করে। এমনকী, তাঁদের প্রত্যেকটি ছবিই হিট হত। বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির বহুমুখী প্রতিভাময়ী অভিনেত্রী তিনি।
কাজলের মা অভিনেত্রী তনুজাও নিজের কেরিয়ারে প্রচুর সফল ছবিতে অভিনয় করেছেন। এমনকী কাজলের বোন তানিশাও একজন অভিনেত্রী। যদিও বড় পর্দায় তনুজা এবং কাজল নিজেদের অভিনয় দক্ষতা প্রদর্শন করতে পেরেছিলেন। কিন্তু তানিশা বিশেষ কিছুই করতে পারেননি। এদিকে কাজলের অনুরাগী অভিনেতা আমির খান। তাই ‘ফনা’ ছবির জন্য যখন প্রধান অভিনেত্রী খোঁজা হচ্ছিল, তখন আমিরের কাছেও জানতে চাওয়া হয়েছিল। তিনি বলেছিলেন, “কাজল, কাজল আর কাজল।”
কাজলের মা অভিনেত্রী তনুজাও নিজের কেরিয়ারে প্রচুর সফল ছবিতে অভিনয় করেছেন। এমনকী কাজলের বোন তানিশাও একজন অভিনেত্রী। যদিও বড় পর্দায় তনুজা এবং কাজল নিজেদের অভিনয় দক্ষতা প্রদর্শন করতে পেরেছিলেন। কিন্তু তানিশা বিশেষ কিছুই করতে পারেননি। এদিকে কাজলের অনুরাগী অভিনেতা আমির খান। তাই ‘ফনা’ ছবির জন্য যখন প্রধান অভিনেত্রী খোঁজা হচ্ছিল, তখন আমিরের কাছেও জানতে চাওয়া হয়েছিল। তিনি বলেছিলেন, “কাজল, কাজল আর কাজল।”
আর এই ‘ফনা’ ছবির হাত ধরেই কামব্যাক করেছিলেন অভিনেত্রী।প্রসঙ্গত ১৯৯২ সালে বেখুদি ছবির হাত ধরে কেরিয়ার জীবন শুরু করেছিলেন কাজল। ১৯৯৭ সালে গুপ্ত ছবিতে নেতিবাচক ছবিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেই সঙ্গে প্রচুর ব্লকবাস্টার ছবিতে উপহার দিয়েছেন তিনি। এর মধ্যে অন্যতম হল ‘প্যায়ার কিয়া তো ডরনা ক্যয়া’, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’, ‘কভি খুশি কভি গম’, ‘হাম আপকে দিল মে রেহতে হ্যায়’, ‘করণ অর্জুন’, ‘বাজিগর’, ‘মাই নেম ইজ খান’, ‘ফনা’ ইত্যাদি।
আর এই ‘ফনা’ ছবির হাত ধরেই কামব্যাক করেছিলেন অভিনেত্রী। প্রসঙ্গত ১৯৯২ সালে বেখুদি ছবির হাত ধরে কেরিয়ার জীবন শুরু করেছিলেন কাজল। ১৯৯৭ সালে গুপ্ত ছবিতে নেতিবাচক ছবিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেই সঙ্গে প্রচুর ব্লকবাস্টার ছবিতে উপহার দিয়েছেন তিনি। এর মধ্যে অন্যতম হল ‘প্যায়ার কিয়া তো ডরনা ক্যয়া’, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’, ‘কভি খুশি কভি গম’, ‘হাম আপকে দিল মে রেহতে হ্যায়’, ‘করণ অর্জুন’, ‘বাজিগর’, ‘মাই নেম ইজ খান’, ‘ফনা’ ইত্যাদি।

Karan Johar: সুপারহিট ছবিতে বলিউড তোলপাড়, তবে জানেন এই ছবি ধার করে বানিয়েছিলেন করণ-যশ জোহর!

মুম্বই: জাকির খানের নতুন শো ‘আপকা আপনা জাকির’-এর প্রথম পর্বে উপস্থিত হয়েছিলেন বলিউডের স্বনামধন্য চিত্র পরিচালক করণ জোহর। নিজের জীবনের মজাদার এবং আবেগঘন মুহূর্ত ভাগ করে নিলেন। সেই সঙ্গে তিনি এ-ও জানালেন যে, প্রয়াত বাবা যশ জোহরের কিছু ছবি ফ্লপ করায় কীভাবে তাঁকে লড়াই করতে হয়েছিল!

এমনকী গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির থেকেও তিনি উদাসিনতা পেয়েছিলেন। করণ আরও বলেন যে, ধর্মা প্রোডাকশনস যে সাফল্যের শিখরে পৌঁছচ্ছে, সেটা দেখা যেতে পারেননি তাঁর বাবা। আর এর জন্য তাঁর আক্ষেপ থেকেই যাবে।

করণকে প্রশ্ন করা হয়েছিল যে, তিনি কি কখনও ভেবেছিলেন যে, তাঁর ছবি সফল হবে কি না? সেই প্রসঙ্গে করণ জানান যে, তিনি কখনওই তেমন আত্মবিশ্বাসী বোধ করেননি। কারণ সেই সময় ঋণ এবং আর্থিক কষ্ট নিয়ে বেশ উদ্বিগ্নই ছিলেন তিনি। কারণ স্মৃতিচারণ করে করণ জানান, সেই সময় তাঁর বাবাকে ‘দোস্তানা’ ছবির জন্য রীতিমতো ঋণ নিতে হয়েছিল।

আরও পড়ুন: ‘ভিতরের কেউ আছে’, আরজি করে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় সন্দেহ মমতার

পরিচালকের কথায়, “আমি কখনওই ভাবিনি যে, আমার ছবি বাজি মেরে দেবে কিংবা তা বক্স অফিসে বড় কামাল দেখাবে। আমার মনে হয়েছিল, আমি ক্ষতির মুখে পড়ে যাব। ফলে পথে এসে দাঁড়াতে হবে। কারণ আমি প্রযোজকের পুত্র। তিরিশ বছর ধরে আমার বাবা প্রোডাকশন কন্ট্রোলারের কাজ করেছেন। আর তিনি যখন প্রথম ছবির প্রযোজনা করেন, তখন দোস্তানা-র জন্য প্রচুর টাকা লোন নিতে হয়েছিল তাঁকে। ছবিটি চলেছিল। কিন্তু এরপরেও তিনি এমন অনেক ছবি করেছিলেন, যেগুলি ফ্লপ হয়েছিল।”

আরও পড়ুন: বুড়িয়ে যাচ্ছে চামড়া? রাতে শোওয়ার আগে ‘এই’ এক কাজে চকচক করবে মুখ! রইল গোপন টিপস

করণের বক্তব্য, ছবি যখন চলে না, তখন ইন্ডাস্ট্রির প্রতিক্রিয়াও হয় অন্যরকম। তাঁর কথায়, “প্রিমিয়ারে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেতাম আমরা। কিন্তু আমাদের অত্যন্ত জঘন্য সিট দেওয়া হত। বাবা তো যেতই না। কিন্তু আমাকে যেতে বলত। আর আমি বাবার চোখে চাপা থাকা কষ্টটা স্পষ্ট দেখতাম। মনে হত উনি বলতে চাইছেন যে, যখন সম্মান দেওয়াই যাবে না, তখন আমাদের ডাকা হচ্ছে কেন? ব্যর্থতা আসলে তেতো একটা ওষুধ, যেটা খেতেই হবে।”

স্মৃতিচারণ করে করণ বলে চলেন, “যখন ছবি ফ্লপ হয়, তখন আপনার নাম এবং ব্যর্থতার বিষয়ে চিৎকার করে গোটা বিশ্বকে জানানো হয়। আর এমন পরিস্থিতির মধ্যে দিয়ে বাবাকে যেতে দেখা খুবই কষ্টের। আজ হয়তো ধর্মার অবস্থা দেখলে তিনি খুশি হতেন। এতটা তাড়াতাড়ি তিনি আমাদের ছেড়ে চলে যাবেন, সেটা ভাবতে পারিনি। বাবা শুধু আমার ৫-৬ বছরের সফরটাই দেখার সুযোগ পেয়েছিল। এটাই আমার সবথেকে বড় আক্ষেপ যে, উনি ধর্মার সেরা সময়টা দেখতে পেলেন না।”

Amitabh Bachchan-Jaya Bachchan: রেখার সঙ্গে মাখোমাখো প্রেম! অমিতাভকে ‘ভয়’ পেতেন জয়া, কী এমন করেন বিগ-বি, সব ফাঁস

প্রায় পাঁচ দশক ধরে বিবাহবন্ধনে আবদ্ধ অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন। আর বলিউডের সবথেকে চর্চিত জুটি তথা পাওয়ার কাপল তাঁরা। আর ভক্তরাও তাঁদের সুন্দর জুটির প্রশংসা করে এসেছেন বরাবর। তবে তাঁদের সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহলেরও শেষ নেই। ১৯৯৮ সালে সিমি গারেওয়ালের শো-এ কিছু চমকপ্রদ বিষয় ভাগ করে নিয়েছিলেন এই জুটি। অমিতাভকে উপস্থাপিকা সিমি প্রশ্ন করেছিলেন, তিনি নিজেকে রোম্যান্টিক ভাবেন কি না! সঙ্গে সঙ্গে তিনি জবাব দেন, “না।” তাঁর পাশে বসে থাকা জয়া আর নিজেকে ধরে রাখতে পারেননি।
প্রায় পাঁচ দশক ধরে বিবাহবন্ধনে আবদ্ধ অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন। আর বলিউডের সবথেকে চর্চিত জুটি তথা পাওয়ার কাপল তাঁরা। আর ভক্তরাও তাঁদের সুন্দর জুটির প্রশংসা করে এসেছেন বরাবর। তবে তাঁদের সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহলেরও শেষ নেই। ১৯৯৮ সালে সিমি গারেওয়ালের শো-এ কিছু চমকপ্রদ বিষয় ভাগ করে নিয়েছিলেন এই জুটি। অমিতাভকে উপস্থাপিকা সিমি প্রশ্ন করেছিলেন, তিনি নিজেকে রোম্যান্টিক ভাবেন কি না! সঙ্গে সঙ্গে তিনি জবাব দেন, “না।” তাঁর পাশে বসে থাকা জয়া আর নিজেকে ধরে রাখতে পারেননি।
হাসিতে ফেটে পড়ে তিনি জানিয়েছিলেন যে, “আমার সঙ্গে তো একেবারেই উনি রোম্যান্টিক নন।” স্ত্রীর এহেন কৌতূকপূর্ণ মন্তব্য শুনে রীতিমতো অপ্রস্তুতে পড়ে যান বলিউড সুপারস্টার। জয়ার দিকে অদ্ভুত ভাবে তাকিয়েছিলেন। সঙ্গে সঙ্গে অভিনেত্রী বলেন, “এবার মনে হচ্ছে, আমি ঝামেলা করে ফেলেছি।” এবার বিষয়টার গভীরে প্রবেশ করেন সিমি। তাঁর কাছে রোম্যান্টিকতা ঠিক কী, সেটা অমিতাভকে জিজ্ঞাসা করেন তিনি।
হাসিতে ফেটে পড়ে তিনি জানিয়েছিলেন যে, “আমার সঙ্গে তো একেবারেই উনি রোম্যান্টিক নন।” স্ত্রীর এহেন কৌতূকপূর্ণ মন্তব্য শুনে রীতিমতো অপ্রস্তুতে পড়ে যান বলিউড সুপারস্টার। জয়ার দিকে অদ্ভুত ভাবে তাকিয়েছিলেন। সঙ্গে সঙ্গে অভিনেত্রী বলেন, “এবার মনে হচ্ছে, আমি ঝামেলা করে ফেলেছি।” এবার বিষয়টার গভীরে প্রবেশ করেন সিমি। তাঁর কাছে রোম্যান্টিকতা ঠিক কী, সেটা অমিতাভকে জিজ্ঞাসা করেন তিনি।
জয়ার ব্যাখ্যা, “রোম্যান্টিকতা আসলে নিজের সঙ্গীর জন্য ওয়াইন এবং ফুল নিয়ে আসা।” তবে জয়ার এই ধারণা একেবারে নস্যাৎ করে দেন অমিতাভ। তিনি বলেন, “আমি কখনওই এসব করিনি।” তখন অভিনেত্রী বলেন, “হয়তো ওঁর যদি কোনও প্রেমিকা থাকত, তাহলে নিশ্চয়ই এসব করতেন। কিন্তু আমার মনে হয় না।”
জয়ার ব্যাখ্যা, “রোম্যান্টিকতা আসলে নিজের সঙ্গীর জন্য ওয়াইন এবং ফুল নিয়ে আসা।” তবে জয়ার এই ধারণা একেবারে নস্যাৎ করে দেন অমিতাভ। তিনি বলেন, “আমি কখনওই এসব করিনি।” তখন অভিনেত্রী বলেন, “হয়তো ওঁর যদি কোনও প্রেমিকা থাকত, তাহলে নিশ্চয়ই এসব করতেন। কিন্তু আমার মনে হয় না।”
এরপর তাঁদের প্রথম জীবনের বিষয়ে প্রশ্ন করেন সিমি। তিনি জয়াকে প্রশ্ন করেন যে, যখন তাঁরা ডেটিং করছিলেন, তখন কি রোম্যান্টিক ছিলেন অমিতাভ? অপ্রত্যাশিত ভাবে জয়ার জবাব, “আমরা কখনওই কথা বলিনি।” এই জবাবে বেশ তাজ্জব হয়ে যান সিমি। জয়া ব্যাখ্যা করেন, “আমাদের খুবই কম কথা হত।” আর অমিতাভ নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সটান মন্তব্য করেন, “এটা আসলে সময় নষ্ট।”
এরপর তাঁদের প্রথম জীবনের বিষয়ে প্রশ্ন করেন সিমি। তিনি জয়াকে প্রশ্ন করেন যে, যখন তাঁরা ডেটিং করছিলেন, তখন কি রোম্যান্টিক ছিলেন অমিতাভ? অপ্রত্যাশিত ভাবে জয়ার জবাব, “আমরা কখনওই কথা বলিনি।” এই জবাবে বেশ তাজ্জব হয়ে যান সিমি। জয়া ব্যাখ্যা করেন, “আমাদের খুবই কম কথা হত।” আর অমিতাভ নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সটান মন্তব্য করেন, “এটা আসলে সময় নষ্ট।”
অমিতাভকে প্রথম দেখে জয়ার কী মনে হয়েছিল, সেই প্রশ্ন করা হলে জয়া বলেন, প্রথম সাক্ষাতেই বিপদের গন্ধ পেয়েছিলেন তিনি। ব্যাখ্যা করে অমিতাভ-ঘরনি বলেন, আসলে তিনি ভয় পেয়েছিলেন। কারণ তিনি জানতেন যে, অমিতাভই এমন একমাত্র ব্যক্তিত্ব, যিনি তাঁকে প্রভাবিত করতে পারেন।
অমিতাভকে প্রথম দেখে জয়ার কী মনে হয়েছিল, সেই প্রশ্ন করা হলে জয়া বলেন, প্রথম সাক্ষাতেই বিপদের গন্ধ পেয়েছিলেন তিনি। ব্যাখ্যা করে অমিতাভ-ঘরনি বলেন, আসলে তিনি ভয় পেয়েছিলেন। কারণ তিনি জানতেন যে, অমিতাভই এমন একমাত্র ব্যক্তিত্ব, যিনি তাঁকে প্রভাবিত করতে পারেন।

Bollywood Gossip: বলিউডের বহু হিট সিনেমার হট নায়িকা তিনিই! ২০১৬ সাল থেকে একেবারে নিখোঁজ! বলুন তো কে? নাম জানলে হাঁ হয়ে যাবেন

*'হাঙ্গামা', 'বাগবান', 'গরম মশলা', 'ফির হেরা ফেরি', 'গোলমাল: ফান আনলিমিটেড', 'ধুম'-এর মতো হিট ছবির অভিনেত্রী রিমি সেনকে ২০১৫ সালে 'বিগ বস ৯'-এ দেখা গিয়েছিল। সপ্তম সপ্তাহে শো থেকে বাদ পড়েন তিনি। পরের বছর, 'ঝলক দিখলা যা ৯'-এ ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসাবে প্রবেশ করেন। তবে সেই বারেও বাদ পড়েন।

*’হাঙ্গামা’, ‘বাগবান’, ‘গরম মশলা’, ‘ফির হেরা ফেরি’, ‘গোলমাল: ফান আনলিমিটেড’, ‘ধুম’-এর মতো হিট ছবির অভিনেত্রী রিমি সেনকে ২০১৫ সালে ‘বিগ বস ৯’-এ দেখা গিয়েছিল। সপ্তম সপ্তাহে শো থেকে বাদ পড়েন তিনি। পরের বছর, ‘ঝলক দিখলা যা ৯’-এ ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসাবে প্রবেশ করেন। তবে সেই বারেও বাদ পড়েন।
*রিমি সেনের অভিনয় দিয়ে মানুষের মন জিতে নিতে পারেননি। অভিনেত্রী হিসেবে সেভাবে সাড়া না পাওয়ায় রিয়েলিটি শো-এ কাজ করেছেন। তবে সেই সব শো থেকেও তেমন সম্মান অর্জন হয়নি। এরপরে তিনি প্রযোজনায় নামেন। 'বুধিয়া সিং - বর্ন টু রান' নামে একটি চলচ্চিত্র প্রযোজনা করেন। সেই ছবিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপরেঈ ইন্ডাস্ট্রি থেকে উধাও হয়ে যান তিনি।
*রিমি সেনের অভিনয় দিয়ে মানুষের মন জিতে নিতে পারেননি। অভিনেত্রী হিসেবে সেভাবে সাড়া না পাওয়ায় রিয়েলিটি শো-এ কাজ করেছেন। তবে সেই সব শো থেকেও তেমন সম্মান অর্জন হয়নি। এরপরে তিনি প্রযোজনায় নামেন। ‘বুধিয়া সিং – বর্ন টু রান’ নামে একটি চলচ্চিত্র প্রযোজনা করেন। সেই ছবিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপরেঈ ইন্ডাস্ট্রি থেকে উধাও হয়ে যান তিনি।
*কয়েক বছর ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে নিখোঁজ থাকলেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রিমি সেন। তিনি ক্রমাগত তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি এবং ভিডিও শেয়ার করেন। সম্প্রতি তিনি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাঁকে চেনাই যাচ্ছে না।
*কয়েক বছর ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে নিখোঁজ থাকলেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রিমি সেন। তিনি ক্রমাগত তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি এবং ভিডিও শেয়ার করেন। সম্প্রতি তিনি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাঁকে চেনাই যাচ্ছে না।
*রিমি সেনের সাম্প্রতিক ছবি ও ভিডিও দেখে অনেকেই বলছেন, তিনি 'ওয়াইল্ড প্লাস্টিক সার্জারি' করিয়েছেন। সর্বশেষ ছবিতে দেখা গিয়েছে তাঁর গাল ফুলেছে। যদিও অভিনেত্রী কোনওভাবেই তাঁর চেহারা পরিবর্তনের কোনও তথ্য কোনও মাধ্যমে সামনে আনেননি। বরং তাঁর প্লাস্টিক সার্জারির বিষয়টি অস্বীকার করেছেন।
*রিমি সেনের সাম্প্রতিক ছবি ও ভিডিও দেখে অনেকেই বলছেন, তিনি ‘ওয়াইল্ড প্লাস্টিক সার্জারি’ করিয়েছেন। সর্বশেষ ছবিতে দেখা গিয়েছে তাঁর গাল ফুলেছে। যদিও অভিনেত্রী কোনওভাবেই তাঁর চেহারা পরিবর্তনের কোনও তথ্য কোনও মাধ্যমে সামনে আনেননি। বরং তাঁর প্লাস্টিক সার্জারির বিষয়টি অস্বীকার করেছেন।
*এইচটি সিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে রিমি সেন বলেন, 'মানুষ যদি মনে করে আমি প্লাস্টিক সার্জারি করেছি... যদি তা তাঁদের ভাল লাগে, তাহলে আমার জন্য দারুণ ব্যাপার। প্লাস্টিক সার্জারি না করেই মানুষ মুখ খুলছেন আমার বিষয়ে।'
*এইচটি সিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে রিমি সেন বলেন, ‘মানুষ যদি মনে করে আমি প্লাস্টিক সার্জারি করেছি… যদি তা তাঁদের ভাল লাগে, তাহলে আমার জন্য দারুণ ব্যাপার। প্লাস্টিক সার্জারি না করেই মানুষ মুখ খুলছেন আমার বিষয়ে।’
*রিমি সেন বলেন, "আমি ফিলার, বোটক্স, পিআরপি ট্রিটমেন্ট করেছি, অন্য কিছু করিনি। যতক্ষণ না কেউ অপরাধ করছে, আমার মনে হয় না ততক্ষণ কাউকে প্লাস্টিক সার্জারি করে নিজেকে বদলে নিতে হবে!"
*রিমি সেন বলেন, “আমি ফিলার, বোটক্স, পিআরপি ট্রিটমেন্ট করেছি, অন্য কিছু করিনি। যতক্ষণ না কেউ অপরাধ করছে, আমার মনে হয় না ততক্ষণ কাউকে প্লাস্টিক সার্জারি করে নিজেকে বদলে নিতে হবে!”
"ভারতের বাইরে অনেক ভাল চিকিৎসক রয়েছেন, যারা ফেসলিফ্টের জন্য খুব ভাল। আমিও সেই চিকিৎসা করাতে চাই। ৫০ বছর বয়স পেরিয়ে গেলে সেই চিকিৎসার বিষয়ে ভাবনাচিন্তা করব।
“ভারতের বাইরে অনেক ভাল চিকিৎসক রয়েছেন, যারা ফেসলিফ্টের জন্য খুব ভাল। আমিও সেই চিকিৎসা করাতে চাই। ৫০ বছর বয়স পেরিয়ে গেলে সেই চিকিৎসার বিষয়ে ভাবনাচিন্তা করব।
*রিমি সেন বলেন, 'আমাকে অনেকে পছন্দ করেন। কেউ যদি বলে আমার মুখের চিকিৎসা বা ট্রিটমেন্টে কী ভুল করেছি, আমাকে বলুন যে আমি কীভাবে এটি ঠিক করতে পারি, যাতে আমি আমার ডাক্তারদের বলতে পারি তারা কোথায় ভুল করছেন।'
*রিমি সেন বলেন, ‘আমাকে অনেকে পছন্দ করেন। কেউ যদি বলে আমার মুখের চিকিৎসা বা ট্রিটমেন্টে কী ভুল করেছি, আমাকে বলুন যে আমি কীভাবে এটি ঠিক করতে পারি, যাতে আমি আমার ডাক্তারদের বলতে পারি তারা কোথায় ভুল করছেন।’