Tag Archives: bottle

Summer: গাড়ির কোন কোণে বোতল রাখলে ঘণ্টার পর ঘণ্টা জল থাকবে ঠান্ডা কুল, শান্তিতে মিটবে তৃষ্ণা

দেশের বিভিন্ন প্রান্তেই এখন গরম৷ দিন দিন গরম বাড়ছে৷ তবে দেশে বেশিরভাগ সময়ই গ্রীষ্মকাল অনুভূত হয়৷
দেশের বিভিন্ন প্রান্তেই এখন গরম৷ দিন দিন গরম বাড়ছে৷ তবে দেশে বেশিরভাগ সময়ই গ্রীষ্মকাল অনুভূত হয়৷
অনেকের কাজের সূত্রে অনেক ঘোরাঘুরি করতে হয়৷ এই গরমেও দিনভর গাড়ি নিয়ে এদিক থেকে ওদিক যেতে হয় কাজের জন্য৷ ফলে গাড়িতেই থাকে জলের বোতল৷ কিন্তু এই গরমে গাড়িতে থাকা বোতলের জল গরম হয়ে ওঠে৷
অনেকের কাজের সূত্রে অনেক ঘোরাঘুরি করতে হয়৷ এই গরমেও দিনভর গাড়ি নিয়ে এদিক থেকে ওদিক যেতে হয় কাজের জন্য৷ ফলে গাড়িতেই থাকে জলের বোতল৷ কিন্তু এই গরমে গাড়িতে থাকা বোতলের জল গরম হয়ে ওঠে৷
আর গরমে বারবার এতটাই তেষ্টা পায় যে সব সময় জলের বোতল সঙ্গে নিয়ে থাকতে হয়৷ কিন্তু বাইরের গরমের তুলনায় সেই ঠান্ডা জল কতক্ষণ ঠান্ডা রাখা সম্ভব?
আর গরমে বারবার এতটাই তেষ্টা পায় যে সব সময় জলের বোতল সঙ্গে নিয়ে থাকতে হয়৷ কিন্তু বাইরের গরমের তুলনায় সেই ঠান্ডা জল কতক্ষণ ঠান্ডা রাখা সম্ভব?
তীব্র দাবদাহের কারণে গাড়ির জল নিমেষেই গরম হয়ে যায়৷ ফলে গাড়িতে থাকা বোতলের জল হয়ে যায় খুবই গরম, যা খেয়ে তেষ্টা মেটে না৷
তীব্র দাবদাহের কারণে গাড়ির জল নিমেষেই গরম হয়ে যায়৷ ফলে গাড়িতে থাকা বোতলের জল হয়ে যায় খুবই গরম, যা খেয়ে তেষ্টা মেটে না৷
সাধারণত গাড়িতে জলের বোতল রাখায় জায়গা রয়েছে৷ কিন্তু সেখানে রাখলেই কী জল ঠান্ডা থাকবে? মোটেই নয়৷ আপনাদের এমন এক জায়গার কথা বলব যেখানে জল রাখলে থাকবে ঠান্ডা কুল কুল৷
সাধারণত গাড়িতে জলের বোতল রাখায় জায়গা রয়েছে৷ কিন্তু সেখানে রাখলেই কী জল ঠান্ডা থাকবে? মোটেই নয়৷ আপনাদের এমন এক জায়গার কথা বলব যেখানে জল রাখলে থাকবে ঠান্ডা কুল কুল৷
গাড়ির মধ্যে এসির ভেন্ট যেখানে রয়েছে, তার মুখোমুখি রাখুন জলের বোতল৷ অর্থাৎ এসির ঠান্ডা হাওয়া যেন সরাসরি পায় আপনার জলের বোতল৷
গাড়ির মধ্যে এসির ভেন্ট যেখানে রয়েছে, তার মুখোমুখি রাখুন জলের বোতল৷ অর্থাৎ এসির ঠান্ডা হাওয়া যেন সরাসরি পায় আপনার জলের বোতল৷
এর ফলে গাড়ির ঠান্ডায় জলের বোতলও ঠান্ডা থাকবে৷ গরমে সেই জল খেয়ে আপনি শান্তি পাবেন৷
এর ফলে গাড়ির ঠান্ডায় জলের বোতলও ঠান্ডা থাকবে৷ গরমে সেই জল খেয়ে আপনি শান্তি পাবেন৷ 
এই জায়গাটা হতে পারে আপনার গাড়ির সেন্ট্রাল কনসোল৷ সেখানে কাপ হোল্ডার থাকে৷ এই জায়গায় এসির হাওয়া আসে পর্যাপ্ত৷ ফলে এখানে জলের বোতল রাখলে অনেকক্ষণই গাড়িতে থাকা জল থাকবে ঠান্ডা৷
এই জায়গাটা হতে পারে আপনার গাড়ির সেন্ট্রাল কনসোল৷ সেখানে কাপ হোল্ডার থাকে৷ এই জায়গায় এসির হাওয়া আসে পর্যাপ্ত৷ ফলে এখানে জলের বোতল রাখলে অনেকক্ষণই গাড়িতে থাকা জল থাকবে ঠান্ডা৷

Knowledge Story: ‘বোতল’-এর বাংলা কী? কোথা থেকে এসেছে শব্দটি? ৯০% মানুষই ভুল জানেন, আসল উত্তরটা জানলে চমকে যাবেন

দৈনন্দিন জীবনে অনেক জিনিস আমরা ব্যবহার করি তার মধ্যে অন্যতম একটি হল বোতল৷ এই বোতল ছাড়া আমাদের এক মুহূর্ত  চলে না৷ তবে এই বোতলের বাংলা কী জানেন?
দৈনন্দিন জীবনে অনেক জিনিস আমরা ব্যবহার করি তার মধ্যে অন্যতম একটি হল বোতল৷ এই বোতল ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না৷ তবে এই বোতলের বাংলা কী জানেন?
অনেকেই ভাবছেন বোতলের আবার বাংলা হয় নাকি৷  যা ইংরাজিতে Bottle এবং বাংলায় বোতল নামেই বেশি পরিচিত। কিন্তু বোতলের আক্ষরিক বাংলা অনুবাদ অনেকের কাছেই অপরিচিত।
অনেকেই ভাবছেন বোতলের আবার বাংলা হয় নাকি৷ যা ইংরাজিতে Bottle এবং বাংলায় বোতল নামেই বেশি পরিচিত। কিন্তু বোতলের আক্ষরিক বাংলা অনুবাদ অনেকের কাছেই অপরিচিত।
বোতল আদতে একটি ইংরাজি শব্দ৷ এটি একদমই হিন্দি শব্দ নয়৷ তথ্য অনুযায়ী, পূর্ব ফ্রেঞ্চ ভাষায় boteille শব্দ থেকে বোতল শব্দের উৎপত্তি হয়েছে। কিন্তু এই বোতল নিয়েও অনেক বিতর্ক রয়েছে। অনেক জায়গায়, ল্যাটিন এবং গ্রিক ভাষা থেকে Bottle শব্দের উৎপত্তি হয়েছে বলেও দাবি করা হয়েছে।
বোতল আদতে একটি ইংরাজি শব্দ৷ এটি একদমই হিন্দি শব্দ নয়৷ তথ্য অনুযায়ী, পূর্ব ফ্রেঞ্চ ভাষায় boteille শব্দ থেকে বোতল শব্দের উৎপত্তি হয়েছে। কিন্তু এই বোতল নিয়েও অনেক বিতর্ক রয়েছে। অনেক জায়গায়, ল্যাটিন এবং গ্রিক ভাষা থেকে Bottle শব্দের উৎপত্তি হয়েছে বলেও দাবি করা হয়েছে।
যদিও বাংলাতে বোতল শব্দের কোনও বাংলা অনুবাদ নেই৷ ইংরাজিতে  Bottle এবং বাংলায় বোতল বলেই বেশি পরিচিত৷ তবে অনেক জায়গায় বোতলকে বাংলা সরু মুখযুক্ত লম্বা পাত্র বলা হয়৷ যা মূলত জল রাখার জন্য ব্যবহৃত হয়৷ তবে বোতলের কোনও বাংলা এখনও সঠিক ভাবে পাওয়া যায়নি৷
যদিও বাংলাতে বোতল শব্দের কোনও বাংলা অনুবাদ নেই৷ ইংরাজিতে Bottle এবং বাংলায় বোতল বলেই বেশি পরিচিত৷ তবে অনেক জায়গায় বোতলকে বাংলা সরু মুখযুক্ত লম্বা পাত্র বলা হয়৷ যা মূলত জল রাখার জন্য ব্যবহৃত হয়৷ তবে বোতলের কোনও বাংলা এখনও সঠিক ভাবে পাওয়া যায়নি৷
অনেক জায়গায় বোতলকে শিশিও বলা হয়৷ শিশি শব্দটি এসেছে ফার্সি শব্দ শিশাহ থেকে। মিশরীয় ভাষায় একে Shes বলা হয়।
অনেক জায়গায় বোতলকে শিশিও বলা হয়৷ শিশি শব্দটি এসেছে ফার্সি শব্দ শিশাহ থেকে। মিশরীয় ভাষায় একে Shes বলা হয়।
ফার্সি ভাষায়, এই শব্দের অর্থ সম্প্রসারিত এবং কাঁচ এবং কাঁচের তৈরি বস্তু বোঝাতে ব্যবহৃত হয়। এই শব্দটি ভারতেও গৃহীত হয়েছে। বোতলটির একটি গুণ হল এটির মুখের কাছে একটি সরু ঘাড় থাকে।
ফার্সি ভাষায়, এই শব্দের অর্থ সম্প্রসারিত এবং কাঁচ এবং কাঁচের তৈরি বস্তু বোঝাতে ব্যবহৃত হয়। এই শব্দটি ভারতেও গৃহীত হয়েছে। বোতলটির একটি গুণ হল এটির মুখের কাছে একটি সরু ঘাড় থাকে।

Wine bottle: মদের বোতলের নীচে কেন গর্ত থাকে বলুন তো? আসল কারণ জানলে চোখ কপালে উঠবে

মদ‍্যপান স্বাস্থ‍্যের পক্ষে একেবারেই ভাল নয়। তবে মদের বোতলের একটি অদ্ভুত বিষয় অনেকেই হয়তো খেয়াল করেছেন। ওয়াইনের বোতলের পেছনের দিকে গর্ত থাকে। অর্থাত্‍ নীচের দিকটি সমতল নয়।
মদ‍্যপান স্বাস্থ‍্যের পক্ষে একেবারেই ভাল নয়। তবে মদের বোতলের একটি অদ্ভুত বিষয় অনেকেই হয়তো খেয়াল করেছেন। ওয়াইনের বোতলের পেছনের দিকে গর্ত থাকে। অর্থাত্‍ নীচের দিকটি সমতল নয়।
কিন্তু কখনও কি ভেবে দেখেছেন কেন এমন থাকে বোতলের নীচে। কেন এমন অদ্ভুতভাবে গর্তের মতো হয়ে থাকে? বোতলের নীচের দিক এমন হওয়ার পেছনে রয়েছে একটি অদ্ভুত কারণ।

কিন্তু কখনও কি ভেবে দেখেছেন কেন এমন থাকে বোতলের নীচে। কেন এমন অদ্ভুতভাবে গর্তের মতো হয়ে থাকে? বোতলের নীচের দিক এমন হওয়ার পেছনে রয়েছে একটি অদ্ভুত কারণ।
অন‍্য যে কোনও পানীয়ের বোতল সচরাচর সমতল হয়। সাধারণ ভাবে ভাবলে দেখা যাবে, বোতলের নীচ সমতল হয়েই বোতল ভাল ভাবে দাঁড়াবে। অর্থাত্‍ ব‍্যালেন্স থাকবে। কিন্তু তাহলে কেন ওয়াইনের বোতলে এমন করা থাকে।
অন‍্য যে কোনও পানীয়ের বোতল সচরাচর সমতল হয়। সাধারণ ভাবে ভাবলে দেখা যাবে, বোতলের নীচ সমতল হয়েই বোতল ভাল ভাবে দাঁড়াবে। অর্থাত্‍ ব‍্যালেন্স থাকবে। কিন্তু তাহলে কেন ওয়াইনের বোতলে এমন করা থাকে।
মেন্টাল ফ্লস ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, ওয়াইনের বোতলের নীচে যে ডিম্পল তৈরি হয় তাকে পান্ট বলা হয়।
মেন্টাল ফ্লস ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, ওয়াইনের বোতলের নীচে যে ডিম্পল তৈরি হয় তাকে পান্ট বলা হয়।
শিল্প বিপ্লবের আগে, সমস্ত কাচের বোতল হাতে তৈরি করা হত। সময় বোতল প্রস্তুতকারীরা আলাদাভাবে এসব পান্ট তৈরি করতেন, যাতে বোতলগুলো সোজা হয়ে দাঁড়াতে পারে।

শিল্প বিপ্লবের আগে, সমস্ত কাচের বোতল হাতে তৈরি করা হত। সময় বোতল প্রস্তুতকারীরা আলাদাভাবে এসব পান্ট তৈরি করতেন, যাতে বোতলগুলো সোজা হয়ে দাঁড়াতে পারে।
আজকাল, সমস্ত কাচের বোতল মেশিন দ্বারা তৈরি করা হয়। এই কারণে বর্তমানে বোতলের নীচ খুব সহজেই সমতল করা যেতে পারে। ২০০ বছর আগে যা প্রায় অসম্ভব ছিল। তাহলে আজও কেন বাঁকাই করা হয়?

আজকাল, সমস্ত কাচের বোতল মেশিন দ্বারা তৈরি করা হয়। এই কারণে বর্তমানে বোতলের নীচ খুব সহজেই সমতল করা যেতে পারে। ২০০ বছর আগে যা প্রায় অসম্ভব ছিল। তাহলে আজও কেন বাঁকাই করা হয়?
আসলে মদের বোতলের নির্মাতারা সেই পুরনো প্রথাটিকেই বাঁচিয়ে রেখেছেন। তাছাড়া মদের বোতল থেকে মদ গ্লাসে ঢালার সময় বোতলের এই বাঁকা অংশটিতে হাত দিয়ে ঢালতেও সুবিধেই হয়।
আসলে মদের বোতলের নির্মাতারা সেই পুরনো প্রথাটিকেই বাঁচিয়ে রেখেছেন। তাছাড়া মদের বোতল থেকে মদ গ্লাসে ঢালার সময় বোতলের এই বাঁকা অংশটিতে হাত দিয়ে ঢালতেও সুবিধেই হয়।
প্রসঙ্গত, ওয়াইনের বোতলের এই নীচের গর্তটি যত গভীর হবে, বোতলে ওয়াইন তত কম পরিমাণ থাকবে। ফলে এটি ক্রেতাদের বোকা বানাবারও একটি কৌশল।

প্রসঙ্গত, ওয়াইনের বোতলের এই নীচের গর্তটি যত গভীর হবে, বোতলে ওয়াইন তত কম পরিমাণ থাকবে। ফলে এটি ক্রেতাদের বোকা বানাবারও একটি কৌশল।