Tag Archives: Cabinet Meeting

Mamata Banerjee: ‘মানুষের কাছে যেতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে’, মন্ত্রিসভার বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা: শুক্রবার ছিল নবান্নে মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠকে তৃণমূলনেত্রীর বার্তা, “মানুষের কাছে যেতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। না হলে ভোটে জেতা যাবে না”। লোকসভা ভোটের পর বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসে। সেই বৈঠকেই এই বার্তা মুখ্যমন্ত্রীর বলে নবান্ন সূত্রে খবর। সামনেই রথ এবং মহরম। সেই নিয়েও মুখ্যমন্ত্রী সতর্ক করেন, “যে যার এলাকায় থাকবেন। কোনও রকম প্ররোচনায় পা দেবেন না”।

আরও পড়ুন: আবগারি নীতি নিয়ে দুর্নীতির অভিযোগে এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার কেজরিওয়াল

শুধু তাই নয়, কাল অর্থাৎ বৃহস্পতিবার ফের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। কলকাতায় বুধবার একাধিক জায়গায় হকার উচ্ছেদ হয়েছে। সেই নিয়ে কাল নবান্নের সভা ঘরে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, দুপুর ১২টা নাগাদ শুরু হতে পারে সেই বৈঠক।

সব থানার আইসি এবং ওসিদের ভার্চুয়ালি বৈঠকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে থাকবেন কলকাতা পুরসভার মেয়র-সহ পুরসভার আধিকারিকেরা। সেই সঙ্গে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার, ডিসি ট্রাফিক-সহ কলকাতা পুলিশের আধিকারিকদেরও বৈঠকে থাকতে বলা হয়েছে। গুরুত্বপূর্ণ এই বৈঠকে থাকার কথা সব জেলার জেলাশাসক এবং এসপিদেরও। বৃহস্পতিবারের বৈঠকে ভার্চুয়ালি থাকতে বলা হয়েছে সব পুরসভাকেও। তবে কালকের বৈঠকও থাকছে না ঝালদা এবং তাহেরপুর পুরসভা।

Modi 3.0 Meeting: প্রধানমন্ত্রীর বাসভবনে আজ বিকেলেই প্রথম মন্ত্রিসভার বৈঠক! মোদি ৩.০ টিমে কে কোন দফতর? স্পষ্ট হওয়ার ইঙ্গিত

নয়াদিল্লি: তৃতীয় নরেন্দ্র মোদি মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ সোমবারই অনুষ্ঠিত হতে চলেছে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে। বিকেল ৫ টার দিকে প্রধানমন্ত্রীর লোক কল্যাণ মার্গের বাসভবনে অনুষ্ঠিত হতে চলেছে এই বৈঠক।

রবিবারই শপথ গ্রহণ করেছেন মোদি মন্ত্রিসভার ৭২ জন মন্ত্রী। এনডিএ-র মন্ত্রিসভার সব সদস্যদের নিয়ে সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সূত্রে খবর, সোমবার বিকেল পাঁচটার মধ্যে নতুন মন্ত্রিসভার সকল সদস্যকে বৈঠকে হাজির হতে বলা হয়েছে।

লোকসভা নির্বাচনে এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় ফিরে আসার পর রবিবারই নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন মন্ত্রিসভাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মন্ত্রিসভার ৭২ জন মন্ত্রী রবিবার শপথগ্রহণ করলেও এখনও তাঁদের মধ্যে দফতর বণ্টন হয়নি। কে কোন মন্ত্রকের দায়িত্ব পাবেন, এখনও স্পষ্ট নয়। সম্ভবত আজকের বৈঠক সেই সিদ্ধান্ত চূড়ান্ত করতেই। শপথগ্রহণের পরেই সকলকে নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: আর মাত্র কিছুক্ষণ…! বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি-দমকা হাওয়া কাঁপাবে উত্তরের ৭ জেলা! কী পূর্বাভাস দক্ষিণবঙ্গে? সতর্ক করল আলিপুর

মোদি ৩.০ মন্ত্রিসভার ৭২ সদস্যের মধ্যে রয়েছেন ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী এবং ৫ জন প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত)। প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয় বার শপথগ্রহণের আগে রবিবার সকালে নিজের বাসভবনেই একটি চা-চক্রের আয়োজন করেন মোদি। বিজেপি সূত্রে জানা যায় সেখানে যাওয়ার জন্য আগের দিন রাতে ফোন করে করে ডাকা হয়েছে একাধিক নেতাকে। মনে করা হয়েছিল, যাঁরা ওই চা-চক্রে ডাক পেয়েছেন, তাঁরাই মন্ত্রিসভার সম্ভাব্য সদস্য। রবিবার সন্ধ্যায় তাঁদেরই দেখা গেল মোদির সঙ্গে শপথগ্রহণে। রাষ্ট্রপতি ভবনে মোদি ছাড়াও রবিবার সন্ধ্যায় পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ৩০ জন এবং প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ৪১ জন।