Tag Archives: CBI

Sandip Ghosh-CBI: সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের ১৪ দিনের জেল হেফাজতের আবেদন সিবিআই-এর, রায়দান স্থগিত রাখল আদালত

কলকাতা: সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের ১৪ দিনের জেল হেফাজতের আবেদন করল সিবিআই। প্রসঙ্গত সোমবার আদালতে তিনবার নিজেদের আবেদন সংশোধন করে সিবিআই। প্রথমে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে ফের নিজেরদের হেফাজতে চেয়ে শিয়ালদহ আদালতে আবেদন জানায় সিবিআই। কিন্তু শুনানির সময় বিচারক প্রশ্ন তোলেন, কেন জেলে গিয়ে সন্দীপকে জেরা করতে পারবে না সিবিআই? এরপরেই সেই আবেদন প্রত্যাহার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এর পর, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জেল হেফাজতের আবেদন না করেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জেলে গিয়ে জেরা করার অনুমতি চেয়ে আবেদন করা হয়। ফের তা সংশোধন করে দু’জনের ১৪ দিনের জেল  হেফাজতের আবেদন করে সিবিআই। সিবিআই-এর এহেন বারবার আবেদন সংশোধন করায় বিরক্তি প্রকাশ করেন খোদ বিচারক, সিবিআই আইনজীবীর উদ্দেশে বলেন, ”আবেদনের ক্ষেত্রে এই ধরনের ভুল করবেন না!” আপাতত রায়দান স্থগিত রেখেছে আদালত।

আরও পড়ুন:‘তখন কি চশমা পরে ছিলেন নির্যাতিতা?’ ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির

সোমবার আদালতে সিবিআই-এর আইনজীবী বিচারকের উদ্দেশে বলেন, ” তদন্ত আমাদের মূল লক্ষ্য । অন্য আর কিছু না ” এরপরেই বিচারক প্রশ্ন করেন, ” কেন ফের হেফাজতে চাইছেন?” সিবিআই বলে, ” যে ফুটেজ ফরেন্সিক পরীক্ষা হয়েছে, তা দেখিয়ে অভিযুক্তদের জেরা করা হবে । তদন্তের জন্য হেফাজতে চাওয়া হচ্ছে ।” উত্তরে বিচারক জানান, ” আপনারা বলছেন সিসিটিভি ফুটেজ ও মোবাইলের ফরেন্সিক রিপোর্ট এসে গিয়েছে, তাহলে তো জেলে গিয়ে জেরা করতে পারেন। আগে জেলে গিয়ে জেরা করুন।”

আরও পড়ুন:‘প্রভাবশালী’ সওয়াল আরজি কর মামলায়! রিপোর্ট দিন কারা কারা : প্রধান বিচারপতি

উল্লেখ্য, সিবিআই আদালতে জানিয়েছিল, আরজি কর-কাণ্ডে বেশ কিছু নতুন তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। মামলায় সেগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সেই কারণেই সন্দীপ এবং অভিজিৎকে আবার নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তাঁরা। আরও তিন দিনের হেফাজতের জন্য আদালতে আবেদন জানিয়েছিল সিবিআই।

RG Kar Case: বিকেল হয়ে গিয়েছে, শুনানি পিছিয়ে দেওয়ার অনুরোধ কেন্দ্রের সলিসিটর জেনারেলের, আবেদন উড়িয়ে আজই শুনানি প্রধান বিচারপতির

নয়াদিল্লি: সকলের নজর ছিল সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার দিকে। কিন্তু সকালেই জানা যায়, বেলা দুটোর পর সুপ্রিম কোর্টে শুরু হবে আরজি কর মামলার শুনানি৷ সেই পিছোতে পিছোতে সময় হয়ে দাঁড়াল বিকেল ৪.২৫। আর আরজি কর মামলা শুরু হওয়ার আগেই কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহেতা বলেন, আজকে সময় অপ্রতুল। তাই মঙ্গলবার বা আগামী বৃহস্পতিবার শুনানির আবেদন রাখেন।

সেই সময় জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয় সিং বলেন, দুটো গুরুত্বপূর্ণ বিষয় এখন জড়িয়ে। সেই সময়ই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, পাঁচ মিনিটের মধ্যে ফিরে আসছি, আজই শুনানি হবে। অনেক মানুষ এই মামলার দিকে তাকিয়ে আছেন। এরপর কিছুক্ষণের বিরতির পরই শুরু হয়ে আরজি কর মামলার শুনানি।

আরও পড়ুন: মোবাইল থেকে মিলে গেল বড় কিছু? ফের সন্দীপ ঘোষ-অভিজিৎ মণ্ডলকে হেফাজতে চায় সিবিআই! বিস্ফোরক তথ্য সামনে এল

এর আগে যে কদিন আরজি কর মামলার শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে, প্রত্যেকবারই সকালের দিকে মামলাটি শুনেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ গত ২৭ অগাস্ট মামলাটি শুনানির জন্য সুপ্রিম কোর্টে ওঠার কথা ছিল৷ কিন্তু রাজ্য সরকারের আবেদনে মামলাটি সোমবার শোনা হবে বলে জানিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷

সুপ্রিম কোর্টে আজকের শুনানিতেই নির্যাতিতার পরিবারের হয়ে সওয়াল করছেন আইনজীবী বৃন্দা গ্রোভার৷ এতদিন নির্যাতিতার পরিবারের হয়ে এই মামলায় সওয়াল করছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ কিন্তু কয়েকদিন আগেই বিকাশরঞ্জনকে সরিয়ে বৃন্দা গ্রোভারকে নিজেদের আইনজীবী হিসেবে নিযুক্ত করেছে নির্যাতিতার পরিবার৷

অন্যদিকে, জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, আজকের শুনানিতে সুপ্রিম কোর্টে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে সদর্থক কোনও আশ্বাস বা নির্দেশ না পেলে তারা ফের কর্মবিরতি শুরু করবেন৷ সবমিলিয়ে সোমবার সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে রয়েছে সবপক্ষই৷

Sandip Ghosh-CBI: সন্দীপদের হেফাজতে নেওয়ার আবেদন প্রত্যাহার, জেলে গিয়েই জেরা করবে সিবিআই

কলকাতা: সোমবার আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির করানো হয়। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে ফের নিজেরদের হেফাজতে চেয়ে সোমবার শিয়ালদহ আদালতে আবেদন জানিয়েছিল সিবিআই। কিন্তু শেষপর্যন্ত আবেদন প্রত্যাহার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।শুনানির সময় বিচারক প্রশ্ন তোলেন, কেন জেলে গিয়ে সন্দীপকে জেরা করতে পারবে না সিবিআই? এরপরেই আবেদন প্রত্যাহার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এদিন বিচারক জানান, নিজেদের হেফাজত চেয়ে আবেদন করেছিল, তা ফিরিয়ে নিতে পারে সিবিআই।” সিবিআই-এর উদ্দেশে বিচারক বলেন,” আপনারা আবেদন পরিবর্তন করতে পারেন। সময় নিন। জেলে গিয়েই জেরা করতে হবে দু’জনকে।” এরপরেই নিদেজের আবেদন প্রত্যাহার করে সিবিআই।

আরও পড়ুন:‘প্রভাবশালী’ সওয়াল আরজি কর মামলায়! রিপোর্ট দিন কারা কারা : প্রধান বিচারপতি

ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জেলে গিয়ে জেরা করার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। এই আবেদন করতেই জামিন চেয়ে সওয়াল  অভিজিৎ মণ্ডলের আইনজীবীর। তিনি আদালতে জানান,” জেলে গিয়ে জেরা করার আবেদন করছে সিবিআই। কিন্তু সিবিআই কী চাইছেন তা স্পষ্ট নয় আবেদনে। আমাদের জামিন দেওয়া হোক।”

সোমবার আদালতে সিবিআই-এর আইনজীবী বিচারকের উদ্দেশে বলেন, ”তদন্ত আমাদের মূল লক্ষ্য । অন্য আর কিছু না ” এরপরেই বিচারক প্রশ্ন করেন, ” কেন ফের হেফাজত চাইছেন?” সিবিআই বলে, ” যে ফুটেজের  ফরেন্সিক পরীক্ষা হয়েছে, তা দেখিয়ে অভিযুক্তদের জেরা করা হবে । তদন্তের জন্য হেফাজতে চাওয়া হচ্ছে ।” উত্তরে বিচারক জানান, ” আপনারা বলছেন সিসিটিভি ফুটেজ ও মোবাইলের ফরেন্সিক রিপোর্ট এসে গিয়েছে, তাহলে তো জেলে গিয়ে জেরা করতে পারেন। আগে জেলে গিয়ে জেরা করুন।”

আরও পড়ুন:‘তখন কি চশমা পরে ছিলেন নির্যাতিতা?’ ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির

‘মাথা ব্যথা হলে স্যারিডন খান, কিন্তু এখানে মাথাই নেই’… সিবিআই-এর আবেদন সংশোধন নিয়ে প্রশ্ন তুলেছেন অভিজিতের আইনজীবী। তিনি বলেন,” জেল হেফাজতের আবেদন না করে শুধু জেলে গিয়ে জেরা করতে চাইছে?” সিবিআই-এর আইনজীবী বলেন, ‘উনি তো জেলে আছেন।অভিজিতের আইনজীবীর উত্তর, ” জেল হেফাজত শেষে আজ কোর্টে পেশ করা হয়েছে। ” ফের আবেদন সংশোধন করে সিবিআই।

উল্লেখ্য, সিবিআই আদালতে জানিয়েছিল, আরজি কর-কাণ্ডে বেশ কিছু নতুন তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। মামলায় সেগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সেই কারণেই সন্দীপ এবং অভিজিৎকে আবার নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তাঁরা। আরও তিন দিনের হেফাজতের জন্য আদালতে আবেদন জানিয়েছল সিবিআই।

সোমবারের শুনানিতে অভিজিৎ মণ্ডলের হয়ে তাঁর আইনজীবী বলেন, ”
অপরাধের সঙ্গে আমার যোগাযোগ নেই। টালা থানার কোনও সিসিটিভি ফুটেজের তথ্য-প্রমান নষ্ট করা হয়নি। যতদিন আমি ছিলাম অন্তত।” সন্দীপ ঘোষের আইনজীবী বিচারকের উদ্দেশে বলেন, ” টালা থানার সিসিটিভির কথা হচ্ছে। সন্দীপ ঘোষ কখনও টালা থানাতে যাননি।”

Sandip Ghosh-CBI: মোবাইল থেকে মিলে গেল বড় কিছু? ফের সন্দীপ ঘোষ-অভিজিৎ মণ্ডলকে হেফাজতে চায় সিবিআই! বিস্ফোরক তথ্য সামনে এল

আরজি কর ধর্ষণ ও খুনের মামলায় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ফের নিজেদের হেফাজতে চেয়ে শিয়ালদহ কোর্টে আবেদন করল সিবিআই। তিন দিনের হেফাজত চেয়ে আবেদন করলেন সিবিআইয়ের আইনজীবী।
আরজি কর ধর্ষণ ও খুনের মামলায় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ফের নিজেদের হেফাজতে চেয়ে শিয়ালদহ কোর্টে আবেদন করল সিবিআই। তিন দিনের হেফাজত চেয়ে আবেদন করলেন সিবিআইয়ের আইনজীবী।
সিবিআই সূত্রে খবর, মোবাইল ডেটা এক্সট্রাকশনের পর বেশ কিছু নতুন তথ্য পাওয়া গিয়েছে। সেই কারণেই ফের অভিজিৎ ও সন্দীপকে হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন। নির্যাতিতার পরিবারের তরফে আইনজীবীও জানান, এই মামলার কপি চায় নির্যাতিতার পরিবার।
সিবিআই সূত্রে খবর, মোবাইল ডেটা এক্সট্রাকশনের পর বেশ কিছু নতুন তথ্য পাওয়া গিয়েছে। সেই কারণেই ফের অভিজিৎ ও সন্দীপকে হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন। নির্যাতিতার পরিবারের তরফে আইনজীবীও জানান, এই মামলার কপি চায় নির্যাতিতার পরিবার।
সন্দীপ ও অভিজিৎ জেল থেকে এদিন ভার্চুয়াল অংশ নিয়েছেন শুনানিতে। সন্দীপ ও অভিজিতের আইনজীবীদের তরফে অবশ্য জামিনের আবেদন করা হয়েছে। অভিজিৎ মন্ডলের আইনজীবী তাঁর মক্কেলের হয়ে সওয়ালে বলেন, ''অপরাধের সঙ্গে আমার যোগাযোগ নেই। টালা থানার কোনও সিসিটিভি ফুটেজ তথ্য প্রমাণ নষ্ট করা হয়নি। যতদিন আমি ছিলাম অন্তত।
সন্দীপ ও অভিজিৎ জেল থেকে এদিন ভার্চুয়াল অংশ নিয়েছেন শুনানিতে। সন্দীপ ও অভিজিতের আইনজীবীদের তরফে অবশ্য জামিনের আবেদন করা হয়েছে। অভিজিৎ মন্ডলের আইনজীবী তাঁর মক্কেলের হয়ে সওয়ালে বলেন, ”অপরাধের সঙ্গে আমার যোগাযোগ নেই। টালা থানার কোনও সিসিটিভি ফুটেজ তথ্য প্রমাণ নষ্ট করা হয়নি। যতদিন আমি ছিলাম অন্তত।
আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের তদন্তভার সিবিআই কাঁধে নেওয়ার পর অনেক দিন পেরিয়ে গিয়েছে। টালা থানার তদানীন্তন ওসি অভিজিৎ মণ্ডল ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন ঠিকই, কিন্তু সেটাও তথ্য-প্রমাণ লোপাট ও ষড়যন্ত্রের অভিযোগে। ধর্ষণ-খুনে সরাসরি এখনও মূল অভিযুক্ত সঞ্জয় ছাড়া অন্য কোনও অভিযুক্ত খাড়া করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের তদন্তভার সিবিআই কাঁধে নেওয়ার পর অনেক দিন পেরিয়ে গিয়েছে। টালা থানার তদানীন্তন ওসি অভিজিৎ মণ্ডল ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন ঠিকই, কিন্তু সেটাও তথ্য-প্রমাণ লোপাট ও ষড়যন্ত্রের অভিযোগে। ধর্ষণ-খুনে সরাসরি এখনও মূল অভিযুক্ত সঞ্জয় ছাড়া অন্য কোনও অভিযুক্ত খাড়া করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এর আগের দিনের শুনানিতেই শিয়ালদহ আদালতে সিবিআই জানিয়ে দিল, তাদের হাতে কোনও জাদুদণ্ড নেই। অনেক কিছু তাদের নিয়ন্ত্রণের বাইরে। তাই সময় লাগবে। আদালতে টালা থানার প্রাক্তন ওসি ও সন্দীপ ঘোষের মামলার সওয়ালে তারা দাবি করেছে, মোবাইল সহ অন্যান্য সামগ্রীর ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট থেকে তারা কিছু কিছু বিষয়ে আলোকপাত করতে পারবে।
এর আগের দিনের শুনানিতেই শিয়ালদহ আদালতে সিবিআই জানিয়ে দিল, তাদের হাতে কোনও জাদুদণ্ড নেই। অনেক কিছু তাদের নিয়ন্ত্রণের বাইরে। তাই সময় লাগবে। আদালতে টালা থানার প্রাক্তন ওসি ও সন্দীপ ঘোষের মামলার সওয়ালে তারা দাবি করেছে, মোবাইল সহ অন্যান্য সামগ্রীর ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট থেকে তারা কিছু কিছু বিষয়ে আলোকপাত করতে পারবে।

CBI RG Kar Case: সিবিআই নজরে ‘কোন’ ‘কোন’ জুনিয়র ডাক্তাররা…! আরজি কর তদন্তে চাঞ্চল্যকর তথ্য ফাঁস!

কলকাতা: CBI-এর নজরে এবার একাধিক জুনিয়র চিকিৎসক। আরজি কর তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। অন্তত তেমনটাই দাবি সিবিআই সূত্রে। আর জি করে ধর্ষণ-খুনে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে ইতিমধ্যেই। আর এখানেই উঠে আসছে একের বেশি জুনিয়র ডাক্তারদের নাম। নজরে এবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তাররা। সুরতহালের আগেই সেমিনার হলে উপস্থিতি ছিলেন তাঁরা, এমনই তথ্য উঠে আসছে সাক্ষ্য প্রমাণে। প্রশ্ন উঠছে, সন্দীপের নির্দেশেই কি ক্রাইম সিনে এই জুনিয়র ডাক্তাররা? উত্তর খুঁজছে সিবিআই। বেশ কয়েকজনের বয়ান রেকর্ড হয়েছে।

RG Kar Hospital News: ধর্ষণ-খুন সেমিনার রুমে নয়, অন্য কোথাও? CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

RG Kar Hospital News: ধর্ষণ-খুন Seminar Room না অন্য কোথাও? CBI-এর হাতিয়ার ডিজিটাল তথ্যপ্রমাণ!। ডিজিটাল তথ্যপ্রমাণ হাতিয়ার করে তদন্তে CBI। CBI-এর নজরে হাসপাতালের ক্যাজুয়ালটি ব্লকের নির্দিষ্ট জায়গা। আর জি করে ডিজিটাল তথ্যপ্রমাণ থেকে দাবি CBI-এর। ঘটনাস্থলের সঠিক সন্ধান পেতে ফরেনসিক রিপোর্ট চায় CBI।

RG Kar Case: ৯ অগাস্ট সেমিনার রুমে সন্দীপ ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তাররা! প্রকাশ্যে বড় রহস্য

R G kar News : এবার CBI নজরে Sandip ঘনিষ্ঠ Junior Doctor রা। আর জি করে ধর্ষণ-খুনে তথ্যপ্রমাণ লোপাট! CBI-এর নজরে জুনিয়র চিকিৎসকদের একাংশ। জুনিয়র চিকিৎসকদের গতিবিধি সন্দেহজনক দাবি CBI-এর। ৯ অগাস্ট সেমিনার রুমে সন্দীপ ঘনিষ্ঠ জুনিয়র চিকি‍ৎসকরা! সন্দীপের সঙ্গে ফোনে কথা জুনিয়র চিকিৎসকদের। সন্দীপের নির্দেশেই কি ঘটনাস্থলে জুনিয়র চিকিৎসকরা? ১০-১২ জন জুনিয়র চিকি‍ৎসকের বয়ান রেকর্ড। ইনকোয়েস্টের সময়ও উপস্থিত জুনিয়র চিকিৎসকরা! পুলিশের উপরও চাপ সৃষ্টির অভিযোগ।

Sandip Ghosh-RG Kar Case: আরজি কর কাণ্ডে বিরাট মোড়! ধর্ষণ-খুনের প্রমাণ লোপাটে যুক্ত জুনিয়র ডাক্তাররাও? বিস্ফোরক তথ্য প্রকাশ্যে

আরজি করের ধর্ষণ ও খুনের তথ্য প্রমাণ লোপাটে নজরে এবার সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তার! তথ্য প্রমাণ লোপাটে জুনিয়র চিকিৎসকদের একাংশের যোগের কথা জানতে পেরেছে সিবিআই। নির্দিষ্ট তথ্যপ্রমাণে ইঙ্গিত সিবিআইয়ের।
আরজি করের ধর্ষণ ও খুনের তথ্য প্রমাণ লোপাটে নজরে এবার সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তার! তথ্য প্রমাণ লোপাটে জুনিয়র চিকিৎসকদের একাংশের যোগের কথা জানতে পেরেছে সিবিআই। নির্দিষ্ট তথ্যপ্রমাণে ইঙ্গিত সিবিআইয়ের।
সেমিনার রুমে পুলিশ পৌঁছানোর আগে থেকেই সেই জুনিয়র ডাক্তারদের উপস্থিতির তথ্য এসেছে সিবিআইয়ের হাতে। সন্দীপের ঘনিষ্ঠ মহলের ওই জুনিয়র চিকিৎসকদের গতিবিধি সন্দেহজনক। এমনই দাবি সিবিআইয়ের।
সেমিনার রুমে পুলিশ পৌঁছানোর আগে থেকেই সেই জুনিয়র ডাক্তারদের উপস্থিতির তথ্য এসেছে সিবিআইয়ের হাতে। সন্দীপের ঘনিষ্ঠ মহলের ওই জুনিয়র চিকিৎসকদের গতিবিধি সন্দেহজনক। এমনই দাবি সিবিআইয়ের।
সন্দীপ ঘোষের সঙ্গে মোবাইলে তাদের কয়েকজনের একাধিক বার কথা হয়েছে বলে তথ্য পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সকাল থেকেই তাদের গতিবিধি সেমিনার রুম ও সংলগ্ন অংশে, নির্দিষ্ট তথ্য প্রমাণ মিলেছে বলে দাবি সিবিআইয়ের।
সন্দীপ ঘোষের সঙ্গে মোবাইলে তাদের কয়েকজনের একাধিক বার কথা হয়েছে বলে তথ্য পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সকাল থেকেই তাদের গতিবিধি সেমিনার রুম ও সংলগ্ন অংশে, নির্দিষ্ট তথ্য প্রমাণ মিলেছে বলে দাবি সিবিআইয়ের।
সন্দীপের নির্দেশেই কি তারা পৌঁছে গিয়েছিলেন ঘটনাস্থলে? ইতিমধ্যে ১০ থেকে ১২ জন জুনিয়র চিকিৎসকের বয়ান রেকর্ড করেছে সিবিআই। ইনকোয়েস্ট বা সুরতহালের সময়ও তাদের উপস্থিতির প্রমাণ মিলেছে বলে দাবি তদন্তকারীদের।
সন্দীপের নির্দেশেই কি তারা পৌঁছে গিয়েছিলেন ঘটনাস্থলে? ইতিমধ্যে ১০ থেকে ১২ জন জুনিয়র চিকিৎসকের বয়ান রেকর্ড করেছে সিবিআই। ইনকোয়েস্ট বা সুরতহালের সময়ও তাদের উপস্থিতির প্রমাণ মিলেছে বলে দাবি তদন্তকারীদের।
জেনারেল বডির বৈঠকেও তাদের উপস্থিতি এবং বিভিন্ন ভাবে পুলিশের ওপর চাপ সৃষ্টি করার প্রমাণ মিলেছে বলেও জানা যাচ্ছে।
জেনারেল বডির বৈঠকেও তাদের উপস্থিতি এবং বিভিন্ন ভাবে পুলিশের ওপর চাপ সৃষ্টি করার প্রমাণ মিলেছে বলেও জানা যাচ্ছে।
এদিকে, সিবিআই সূত্রে সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ঘটনার দিন, অর্থাৎ ৯ অগাস্ট, আরজি কর হাসপাতালের সেমিনার রুমে উদ্ধার করা হয় তরুণী চিকিত্‍সকের মৃতদেহ। কিন্তু সেমিনার রুমেই কি আদৌ খুন করা হয়েছিল নির্যাতিতাকে? নাকি অন্যত্র খুন করে দেহ সেমিনার রুমে এনে রাখা হয়? এই প্রশ্ন উঠেছে নানা মহলে।
এদিকে, সিবিআই সূত্রে সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ঘটনার দিন, অর্থাৎ ৯ অগাস্ট, আরজি কর হাসপাতালের সেমিনার রুমে উদ্ধার করা হয় তরুণী চিকিত্‍সকের মৃতদেহ। কিন্তু সেমিনার রুমেই কি আদৌ খুন করা হয়েছিল নির্যাতিতাকে? নাকি অন্যত্র খুন করে দেহ সেমিনার রুমে এনে রাখা হয়? এই প্রশ্ন উঠেছে নানা মহলে।
এই পরিস্থিতিতে সিবিআই সূত্রে এক চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ডিজিটাল তথ্যপ্রমাণে ভর করেই এবার মূল ঘটনাস্থলের খোঁজ শুরু করেছে সিবিআই। সেমিনার রুম নাকি অন্যত্র, কোথায় খুন হয়েছিলেন পড়ুয়া চিকিৎসক? তদন্তের শুরু থেকেই বারবার উঠে এসেছে এই প্রশ্ন। আর সেই তদন্ত সূত্রেই এবার হাসপাতালের ক্যাজুয়ালটি ব্লকের নির্দিষ্ট একটি জায়গায় নজর পড়েছে সিবিআইয়ের।
এই পরিস্থিতিতে সিবিআই সূত্রে এক চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ডিজিটাল তথ্যপ্রমাণে ভর করেই এবার মূল ঘটনাস্থলের খোঁজ শুরু করেছে সিবিআই। সেমিনার রুম নাকি অন্যত্র, কোথায় খুন হয়েছিলেন পড়ুয়া চিকিৎসক? তদন্তের শুরু থেকেই বারবার উঠে এসেছে এই প্রশ্ন। আর সেই তদন্ত সূত্রেই এবার হাসপাতালের ক্যাজুয়ালটি ব্লকের নির্দিষ্ট একটি জায়গায় নজর পড়েছে সিবিআইয়ের।

Sandip Ghosh-RG Kar Case: সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ কাকে জিজ্ঞাসাবাদ করল ইডি! ফ্ল্যাট থেকেই বা কী মিলেছিল? শুনলে চমকে উঠবেন

কলকাতা: আরজি কর দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর নথি এসেছে ইডির হাতে। ইতিমধ্যেই এই মামলায় গ্রেফতার হওয়া আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের একাধিক বাড়িতে দফায় দফায় চিরুনি তল্লাশি শুরু করেছে সিবিআই ও ইডির গোয়েন্দারা।
কলকাতা: আরজি কর দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর নথি এসেছে ইডির হাতে। ইতিমধ্যেই এই মামলায় গ্রেফতার হওয়া আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের একাধিক বাড়িতে দফায় দফায় চিরুনি তল্লাশি শুরু করেছে সিবিআই ও ইডির গোয়েন্দারা।
ইডির তল্লাশিতে উদ্ধার হয়েছিল বিপুল সংখ্যক ডাক্তারি পরীক্ষার উত্তরপত্রের কপি। তবে সন্দীপ ঘোষ নয়, উত্তরপত্র পাওয়া গিয়েছিল তাঁর শ্যালিকার ফ্ল্যাট থেকে।
ইডির তল্লাশিতে উদ্ধার হয়েছিল বিপুল সংখ্যক ডাক্তারি পরীক্ষার উত্তরপত্রের কপি। তবে সন্দীপ ঘোষ নয়, উত্তরপত্র পাওয়া গিয়েছিল তাঁর শ্যালিকার ফ্ল্যাট থেকে।
এবার সেই আরজি করের দুর্নীতি মামলাতেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন সন্দীপ ঘোষের শ্যালিকা অর্পিতা বেরা। বৃহস্পতিবার দীর্ঘ সময় অর্পিতাদেবীকে জিজ্ঞাসাবাদ করলেন ইডির আধিকারিকরা।
এবার সেই আরজি করের দুর্নীতি মামলাতেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন সন্দীপ ঘোষের শ্যালিকা অর্পিতা বেরা। বৃহস্পতিবার দীর্ঘ সময় অর্পিতাদেবীকে জিজ্ঞাসাবাদ করলেন ইডির আধিকারিকরা।
ইডি সূত্রের খবর, অর্পিতা বেরার বাড়িতে যে বিপুল পরিমাণ উত্তরপত্রের কপি উদ্ধার হয়েছিল, তা কীভাবে এল, সে বিষয়ে জানতে চান তদন্তকারীরা। ইডির পক্ষ থেকে প্রায় দুশো পাতার কপি উদ্ধার করা হয়েছিল বলেও জানা যায়।
ইডি সূত্রের খবর, অর্পিতা বেরার বাড়িতে যে বিপুল পরিমাণ উত্তরপত্রের কপি উদ্ধার হয়েছিল, তা কীভাবে এল, সে বিষয়ে জানতে চান তদন্তকারীরা। ইডির পক্ষ থেকে প্রায় দুশো পাতার কপি উদ্ধার করা হয়েছিল বলেও জানা যায়।
এই উত্তরপত্রের কপি নিয়ে আর্থিক লেনদেন হয়েছিল কিনা ইতিমধ্যেই খতিয়ে দেখতে শুরু করেছে ইডি। সেই সূত্রেও জিজ্ঞাসাবাদ করা হয় অর্পিতা বেরাকে।
এই উত্তরপত্রের কপি নিয়ে আর্থিক লেনদেন হয়েছিল কিনা ইতিমধ্যেই খতিয়ে দেখতে শুরু করেছে ইডি। সেই সূত্রেও জিজ্ঞাসাবাদ করা হয় অর্পিতা বেরাকে।
সিবিআই সূত্রে খবর, উত্তরপত্র ছাড়াও প্রচুর পরিমাণে ফ্ল্যাটের দলিল-সহ একাধিক সম্পত্তির হদিস পাওয়া গিয়েছিল সন্দীপ ঘোষের একাধিক ঠিকানায়। উদ্ধার হয়েছিল সরকারি টেন্ডারের কপিও। এই সমস্ত বিষয়গুলি ইতিমধ্যেই খতিয়ে দেখতে শুরু করেছে ইডি।
সিবিআই সূত্রে খবর, উত্তরপত্র ছাড়াও প্রচুর পরিমাণে ফ্ল্যাটের দলিল-সহ একাধিক সম্পত্তির হদিস পাওয়া গিয়েছিল সন্দীপ ঘোষের একাধিক ঠিকানায়। উদ্ধার হয়েছিল সরকারি টেন্ডারের কপিও। এই সমস্ত বিষয়গুলি ইতিমধ্যেই খতিয়ে দেখতে শুরু করেছে ইডি।
প্রসঙ্গত, দিন কয়েক আগে সন্দীপ ঘোষের শ্যালিকা অর্পিতা বেরার দমদম বিমানবন্দরের কাছে ২টি ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিলেন সিবিআইয়ের গোয়েন্দারা। তল্লাশির পর একটি কালো স্যুটকেস নিয়ে বেরিয়ে গিয়েছিলেন তদন্তকারীরা। জানা গিয়েছে, সন্দীপবাবুর শ্যালিকা অর্পিতা বেরা ও তাঁর স্বামী ২ জনই চিকিৎসক।
প্রসঙ্গত, দিন কয়েক আগে সন্দীপ ঘোষের শ্যালিকা অর্পিতা বেরার দমদম বিমানবন্দরের কাছে ২টি ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিলেন সিবিআইয়ের গোয়েন্দারা। তল্লাশির পর একটি কালো স্যুটকেস নিয়ে বেরিয়ে গিয়েছিলেন তদন্তকারীরা। জানা গিয়েছে, সন্দীপবাবুর শ্যালিকা অর্পিতা বেরা ও তাঁর স্বামী ২ জনই চিকিৎসক।

Sandip Ghosh-RG Kar Case: ‘যা অভিযোগ, তা যদি প্রমাণ হয়…’ সন্দীপ-অভিজিৎদের বিরাট বিপদ! সিবিআইয়ের বড় আবেদনও খারিজ

কলকাতা: আরজি কর কাণ্ডে খুন ও ধর্ষণে ষড়যন্ত্র ও প্রমাণ লোপাটে দুই অভিযুক্ত টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিন দেয়নি আদালত। কিন্তু কেন তাঁদের জামিন দেওয়া হল না, তা নিয়ে আদালতের পর্যবেক্ষণ নির্দেশনামায় উল্লেখ করা হয়েছে।
কলকাতা: আরজি কর কাণ্ডে খুন ও ধর্ষণে ষড়যন্ত্র ও প্রমাণ লোপাটে দুই অভিযুক্ত টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিন দেয়নি আদালত। কিন্তু কেন তাঁদের জামিন দেওয়া হল না, তা নিয়ে আদালতের পর্যবেক্ষণ নির্দেশনামায় উল্লেখ করা হয়েছে।
আদালতের নির্দেশনামায় উল্লেখ করা হয়েছে, ঘটনার গুরুত্ব ও প্রকৃতি দেখার পর যদি তা প্রমাণিত হয়, তাহলে সর্বোচ্চ শাস্তি হতে পারে। যা কিনা বিরল থেকে বিরলতম ঘটনার ক্ষেত্রেই দেওয়া হয় এই ধরণের শাস্তি। এখন জামিন দিলে তা অবিচার করা হবে। তাই এই প্রেক্ষাপট থেকে জামিন নাকচ দুজনেরই।
আদালতের নির্দেশনামায় উল্লেখ করা হয়েছে, ঘটনার গুরুত্ব ও প্রকৃতি দেখার পর যদি তা প্রমাণিত হয়, তাহলে সর্বোচ্চ শাস্তি হতে পারে। যা কিনা বিরল থেকে বিরলতম ঘটনার ক্ষেত্রেই দেওয়া হয় এই ধরণের শাস্তি। এখন জামিন দিলে তা অবিচার করা হবে। তাই এই প্রেক্ষাপট থেকে জামিন নাকচ দুজনেরই।
সিবিআই আরজি কর কাণ্ডের তদন্তভার হাতে নেওয়ার পর বার বারই কেন্দ্রীয় সংস্থার সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ সুপ্রিম কোর্ট অবশ্য সিবিআই তদন্তেই আস্থা রেখেছে৷ এবার শিয়ালদহ আদালতেও সিবিআই-এর আইনজীবী বুঝিয়ে দিলেন, আরজি কর কাণ্ডে উল্লেখযোগ্য কোনও অগ্রগতির জন্য তদন্তকারীদের সময় লাগবে৷ সিবিআই-এর আইনজীবী বলেন, আমাদের হাতে জাদুকাঠি নেই যে সবকিছু একসঙ্গে সমাধান করে ফেলা যাবে৷
সিবিআই আরজি কর কাণ্ডের তদন্তভার হাতে নেওয়ার পর বার বারই কেন্দ্রীয় সংস্থার সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ সুপ্রিম কোর্ট অবশ্য সিবিআই তদন্তেই আস্থা রেখেছে৷ এবার শিয়ালদহ আদালতেও সিবিআই-এর আইনজীবী বুঝিয়ে দিলেন, আরজি কর কাণ্ডে উল্লেখযোগ্য কোনও অগ্রগতির জন্য তদন্তকারীদের সময় লাগবে৷ সিবিআই-এর আইনজীবী বলেন, আমাদের হাতে জাদুকাঠি নেই যে সবকিছু একসঙ্গে সমাধান করে ফেলা যাবে৷
বুধবার শিয়ালদহ আদালতে পেশ করা হয় আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে৷ দু জনের জামিনের আবেদন খারিজ করে তাঁদের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক৷
বুধবার শিয়ালদহ আদালতে পেশ করা হয় আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে৷ দু জনের জামিনের আবেদন খারিজ করে তাঁদের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক৷
বুধবার আদালতে সিবিআই-এর পক্ষ থেকে চাঞ্চল্যকর অভিযোগ তুলে দাবি করা হয়, টালা থানার ভিতরেই আরজি কর কাণ্ড সংক্রান্ত বেশ কিছু নথি অদল বদল করা হয়েছে৷ যদিও তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলে জামিনের আবেদন করেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের আইনজীবীরা৷
বুধবার আদালতে সিবিআই-এর পক্ষ থেকে চাঞ্চল্যকর অভিযোগ তুলে দাবি করা হয়, টালা থানার ভিতরেই আরজি কর কাণ্ড সংক্রান্ত বেশ কিছু নথি অদল বদল করা হয়েছে৷ যদিও তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলে জামিনের আবেদন করেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের আইনজীবীরা৷
সেই সূত্রেই সিবিআই-এর আইনজীবী বলেন, ‘আমাদের হাতে জাদুকাঠি নেই যে সব রহস্যভেদ একসঙ্গে করে ফেলা যাবে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি, মোবাইল সব বেশ কিছু ডিজিটাল তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়েছে। আমরা সবটা খতিয়ে দেখছি৷’ ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট এলেই তদন্ত আরও দ্রুত এগনো সম্ভব হবে বলেও দাবি করেন সিবিআই-এর আইনজীবী৷
সেই সূত্রেই সিবিআই-এর আইনজীবী বলেন, ‘আমাদের হাতে জাদুকাঠি নেই যে সব রহস্যভেদ একসঙ্গে করে ফেলা যাবে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি, মোবাইল সব বেশ কিছু ডিজিটাল তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়েছে। আমরা সবটা খতিয়ে দেখছি৷’ ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট এলেই তদন্ত আরও দ্রুত এগনো সম্ভব হবে বলেও দাবি করেন সিবিআই-এর আইনজীবী৷
তবে, রুদ্ধদ্বার শুনানির যে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই, তাও খারিজ করে দিয়েছে শিয়ালদহ আদালত। খোলা আদালতেই শুনানি হবে বলে জানানো হয়েছে আদালতের তরফে।
তবে, রুদ্ধদ্বার শুনানির যে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই, তাও খারিজ করে দিয়েছে শিয়ালদহ আদালত। খোলা আদালতেই শুনানি হবে বলে জানানো হয়েছে আদালতের তরফে।