Tag Archives: CBI

Sandeshkhali CBI: সন্দেশখালি নিয়ে এবার বড় পদক্ষেপ সিবিআইয়ের! এবার বসতে চলেছে ক্যাম্প অফিস, কী হবে সেখানে?

কলকাতা: এবার সন্দেশখালিতে ক্যাম্প করতে চলেছে সিবিআই। সন্দেশখালিতে ইডির উপরে হামলা ঘটনার পরে তার তদন্তভার নেয় সিবিআই। এরপর হাইকোর্টের নির্দেশে নির্যাতিতা মহিলারা সরাসরি অভিযোগ জানায়। সেই বিষয়টিও খতিয়ে দেখেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোযেন্দারা। সন্দেশখালির তদন্ত সুবিধার জন্য এবার ওখানে ক্যাম্প অফিস করবে সিবিআই। এমনটাই সিবিআই সূত্রে খবর।

অফিসের বাইরে সারাক্ষণের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী। সিবিআই সূত্রে খবর, সিবিআইয়ের সিনিয়র অফিসাররা থাকবেন সঙ্গে অন্যান্য সিবিআই আধিকারিকরা থাকবেন। সিবিআই সূত্রে খবর, এর আগে বগুটুই, হাঁসখালিতে সিবিআই ক্যাম্প অফিস করেছিল দ্রুত তদন্ত শেষ করার জন্য। এবার ধামাখালিতে সিবিআই ক্যাম্প অফিস করতে চলেছে সন্দেশখালির তদন্তর জন্য।

প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে পর তৎপর সিবিআই। দিল্লি সদর দফতরে অর্ডার কপি পাঠানো পরেই কিছু মাস আগে অ্যান্টি কোরাপসন ব্রাঞ্চে বা ক্রাইম ব্রাঞ্চে ক’জন বাঙালি অফিসার আছেন। মহিলা অফিসার ক’জন আছেন। তাঁদের নাম ও কোনও পদে রয়েছেন জানতে চেয়েছে সিবিআই দিল্লি দফতর।

আরও পড়ুন: ভোটের মাঝেই রাজ্যে ফের সিবিআই হানা…আবারও তৃণমূল নেতার বাড়িতেই! এবার কোন মামলায় জিজ্ঞাসাবাদ?

কারণ, ধামাখালি বা সন্দেশখালিতে বেশিরভাগ বাংলায় কথা বলেন সাধারণ মানুষ। ফলে সিবিআই বাঙালি অফিসার ও মহিলা বাঙালি অফিসারদের তদন্তে করতে ভূমিকা গুরুত্বপূর্ণ। সন্দেশখালি এখনও পর্যন্ত তদন্ত হয়েছে সেই বিষয়ে কলকাতা সিবিআই অফিসারদের পরামর্শ চায় দিল্লি সদর দফতর।

সিবিআই সূত্রে খবর, এরপরেই হাইকোর্টের অর্ডার অনুসারে ইমেল আইডি তৈরি করা হয়। সিবিআই ইতিমধ্যে সন্দেশখালি অর্ডারের পর কীভাবে তদন্ত করা হবে বা অভিযোগ নেওয়ার বিষয়ে কী পদক্ষেপ করা হবে সেই বিষয়ে ব্লু – প্রিন্ট তৈরি করেছে। সন্দেশখালি ভৌগোলিক অবস্থান অনুসারে ধামাখালিতে সিবিআই ক্যাম্প অফিস হতে চলেছে।

আরও পড়ুন:‘অনেকে ভুল বুঝেছে..,’ ইন্ডিয়া জোট নিয়ে এবার সব ধোঁয়াশা সরিয়ে দিলেন মমতা! কাঁথির সভা থেকে দিলেন স্পষ্ট বার্তা

সিবিআইয়ের দাবি, হাইকোর্টে অর্ডার মেনে দ্রুত তদন্ত করা হবে। সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় সেই বিষয়ে লক্ষ্য রেখে দ্রুত পদক্ষেপ করা হবে। ইতিমধ্যে ৬৫০ বেশি অভিযোগ জমা পড়েছে। সরাসরি অভিযোগ করতে হলে এবার ধামাখালিতে সিবিআই ক্যাম্প অফিসে যেতে পারেন যে কোনো সন্দেশখালির নির্যাতিতারা।

ARPITA HAZRA

CBI Raid: ভোটের মাঝেই রাজ্যে ফের সিবিআই হানা…আবারও তৃণমূল নেতার বাড়িতেই! এবার কোন মামলায় জিজ্ঞাসাবাদ?

দক্ষিণবঙ্গ: রাজ্যে ফের সিবিআই হানা৷ এবার ভোটের মাঝে৷ এবারও সিবিআই হানা তৃণমূল নেতার বাড়িতে৷ শুক্রবার সাত সকালেই তৃণমূল নেতার বাড়িতে হানা দেয় সিবিআই। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে শুক্রবার দু দফায় সিবিআই দলের আধিকারিকেরা হানা দেয়। যা নিয়ে ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব৷ গোটা বিষয়টি ভোট রাজনীতির উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীর নির্দেশে কেন্দ্রীয় এজেন্সি করছে বলে অভিযোগ তৃণমূল নেতার।

কাঁথি তিন নম্বর ব্লকের ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নন্দদুলাল মাইতির বাড়িতে শুক্রবার সকাল সাড়ে ছটায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা দেয় সিবিআই এর তিন আধিকারিক। সূত্রের খবর, ঘণ্টাখানেক সময় নন্দদুলাল মাইতির বাড়িতে ছিলেন তাঁরা।

আরও পড়ুন:‘অনেকে ভুল বুঝেছে..,’ ইন্ডিয়া জোট নিয়ে এবার সব ধোঁয়াশা সরিয়ে দিলেন মমতা! কাঁথির সভা থেকে দিলেন স্পষ্ট বার্তা

জানা গিয়েছে, ভাজাচাউলিতে ভোট পরবর্তী হিংসায় জন্মেজয় দোলাইয়ের খুনের ঘটনায় ৩০ জন তৃণমূল নেতাকে নোটিস পাঠায় সিবিআই। সেই ঘটনায় তদন্তে নেমে সিবিআই প্রতিনিধিদল নন্দদুলাল মাইতির পাশাপাশি তৃণমূল নেতা অর্জুন মাইতি ও বিক্রম দাসের বাড়িতেও যায় । তবে কাউকে গ্রেফতার করেনি তারা।

আরও পড়ুন: ‘এবার ওরা হারছে..,’ ২০০-ও পেরবে না বিজেপি, কোন কোন রাজ্যে হারছে…বুঝিয়ে দিলেন মমতা

কয়েকদিন আগেও এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল নেতার বাড়িতে যায় সিবিআই দল। এদিন সকাল সাড়ে নটায় এলাকা ছাড়ে সিবিআই।

জামিন পেলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, দেখুন ভিডিও

সুপ্রিম কোর্টে জামিন পেলেন নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা জামিন পেয়ে গেলেন৷ এ দিন বড়ঞার তৃণমূল বিধায়ককে জামিনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত৷ শুধু তাই নয়, সিবিআই-এর আর্জি খারিজ করে দিয়ে জীবনকৃষ্ণ সাহাকে নিজের বিধানসভা কেন্দ্র বড়ঞাতে ঢোকার অনুমতিও দিয়েছে সুপ্রিম কোর্ট৷ সম্ভবত আগামিকাল জেল থেকে মুক্তি পাবেন জীবনকৃষ্ণ৷ গত বছর ১৭ এপ্রিল নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছিল সিবিআই৷

ইডি, সিবিআই কাজে লাগিয়ে ভোটে বাড়তি সুবিধে? জবাব দিলেন মোদি, দেখুন ভিডিও

২০১৪ সালে তো কংগ্রেসের হাতেও ইডি, সিবিআই ছিল৷ তার পরেও কেন ভোটে হেরে গেল তারা? নিউজ ১৮-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই প্রশ্নই তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর কটাক্ষ, এত বড় দেশ, একটা পুরসভার ভোট ঠিক মতো করাতে পারেন না৷ তাঁরাই আবার ইডি, সিবিআই নিয়ে বড় বড় কথা বলছেন৷ প্রধানমন্ত্রীর দাবি, ইডি-সিবিআই দিয়ে যে ভোটে জেতা যায় না, তা সাধারণ মানুষও বোঝেন৷ তাঁর কটাক্ষ, নির্বাচনে হারের পর কী অজুহাত নিয়ে সাধারণ মানুষের কাছে যাবেন. এখন থেকে তা নিয়েই ভাবতে বসেছে বিরোধীরা৷

Sandeshkhali arms recovery: সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার সিবিআই-এনএসজির চক্রান্ত! বিস্ফোরক অভিযোগ করে কমিশনে তৃণমূল

কলকাতা : গতকাল দ্বিতীয় দফার ভোটের দিন সন্দেশখালিতে সিবিআই অভিযান এবং অস্ত্র উদ্ধার নিয়ে এবার নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস৷ গতকালই এই ঘটনাকে সাজানো বলে অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস৷ নির্বাচন কমিশনে দায়ের করা অভিযোগেও রাজ্যের শাসক দল দাবি করেছে, রাজ্যের তিনটি কেন্দ্রে নির্বাচন চলাকালীন ইচ্ছাকৃত ভাবেই সিবিআই অসাধু উদ্দেশ্যে এই অভিযান চালিয়েছে৷

প্রসঙ্গত, গতকালই সন্দেশখালিতে এক শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে হানা দিয়ে বেশ কিছু বিদেশী অস্ত্র উদ্ধার করা হয় বলে সিবিআই-এর পক্ষ থেকে দাবি করা হয়৷ তার মধ্যে কয়েকটি বিস্ফোরকও ছিল বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে৷ ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ তল্লাশি করে এনএসজি-ও৷

আরও পড়ুন: কতক্ষণ চলার পর সিলিং ফ্যানের রেস্ট দরকার? বিগড়ে গেলেই কিন্তু গরমে বাড়বে বিপদ

নির্বাচন কমিশনকে পাঠানো চিঠিতে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিরোধী রাজনৈতিক দলগুলির প্রচারে কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে যাতে বাধা সৃষ্টি না হয়, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আগেই কমিশনকে অনুরোধ করেছিল তৃণমূল৷ গতকাল সন্দেশখালিতে সিবিআই অভিযান তৃণমূলের সেই আশঙ্কাকেই সত্যি করেছে৷ দার্জিলিং, রাায়গঞ্জ, বালুরঘাট- রাজ্যের এই তিন কেন্দ্রে ভোট চলাকালীন কেন সিবিআই সন্দেশখালিতে গতকাল এই অভিযান চালাল, তার উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে তৃণমূল৷

তৃণমূলের অভিযোগপত্রে বলা হয়েছে, ‘আইনশৃঙ্খলার বিষয়টি সম্পূর্ণ রাজ্যের এক্তিয়ারভুক্ত৷ অথচ রাজ্য পুলিশ অথবা প্রশাসনকে অবহিত না করেই সিবিআই এই অভিযানে চলে যায়৷ রাজ্য পুলিশের পুরোদস্তুর একটি বম্ব স্কোয়াড থাকা সত্ত্বেও তাদের ডাকার প্রয়োজন বোধ করেনি সিবিআই৷ এমন কি, রাজ্য প্রশাসন বা পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই সেখানে সংবাদমাধ্যম পৌঁছে গিয়েছিল৷ দেশজুড়ে সংবাদ ছড়িয়ে পড়ে যে সন্দেশখালি থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে৷ অথচ, ওই অস্ত্রগুলি অভিযান চলাকালীন সত্যিই উদ্ধার করা হয়েছে নাকি সেগুলি ওখানে সিবিআই, এনএসজি গোপনে রেখে দিয়েছিল, তা নিশ্চিত ভাবে বলা সম্ভব নয়৷’

তৃণমূলের পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল দিনভর যেভাবে ভোট প্রক্রিয়া চলাকালীন তৃণমূলের বিরুদ্ধে সংবাদমাধ্যমে প্রচার চালানো হয়েছে, তাতে ভোটারদের মনে তৃণমূল প্রার্থীদের সম্পর্কে বিরূপ প্রভাব পড়তে পারে৷ রাজ্যের শাসক দলের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র এবং বিজেপি নেতারা নিয়মিত ভাবে সন্দেশখালির ঘটনার সঙ্গে তৃণমূলকে জড়িয়ে প্রচার করছেন৷ সিবিআইকে যে বিজেপি কেন্দ্রীয় সরকারের মাধ্যমে নিয়ন্ত্রণ করে, তা স্পষ্ট৷ এই ঘটনায় তা আবারও প্রমাণিত হয়ে গেল৷’ সিবিআই-এর মতো কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করেই তৃণমূল বিরোধী প্রচার করে জনমতে প্রভাব ফেলার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে৷ রাজ্য সরকারের কোনও প্রতিনিধির অনুপস্থিতিতে অস্ত্র উদ্ধারের এই ঘটনা আসলে সিবিআই এবং এনএসজি-র ষড়যন্ত্র বলেও তৃণমূলের পক্ষ থেকে সন্দেহ প্রকাশ করা হয়েছে৷

এই পরিস্থিতিতে নির্বাচন চলাকালীন রাজনৈতিক দল এবং তাদের পদাধিকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি যাতে কোনওরকম পদক্ষেপ না করতে পারে, তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন যাতে গাইডলাইন জারি করে, সেই দাবি জানিয়েছে তৃণমূল৷ পাশাপাশি, সন্দেশখালির এই ঘটনার সঙ্গে তৃণমূলকে জড়িয়ে যাতে কোনও সংবাদ পরিবেশন না হয়, সেই নির্দেশ জারি করার জন্যও কমিশনের কাছে দাবি জানিয়েছে তৃণমূল৷ কলকাতায় মুখ্য নির্বাচনী দফতরের পক্ষ থেকে তৃণমূলের অভিযোগ দিল্লিতে কমিশনের সদর দফতরে পাঠানো হয়েছে৷

CBI: সন্দেশখালিতে সিবিআই-এর তল্লাশি, উদ্ধার বিপুল অস্ত্র

উত্তর ২৪ পরগনা: সন্দেশখালিতে তল্লাশি অভিযান চালানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। শুক্রবার, উত্তর ২৪ পরগনার সন্দেশখালির দুটি জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই। তল্লাশিতে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে বিদেশি পিস্তল, রিভলভার-ও। ইডি আধিকারকদের সঙ্গে হিংসাত্মক ঘটনার মামলার তদন্তে এদিন তল্লাশি চালায় সিবিআই।

শেখ শাহজাহান-এর বাড়ি ও অফিসে তল্লাশির সময় হিংসাত্মক ঘটনার  মুখে পড়তে হয়েছিল ইডি আধিকারিকদের। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সিবিআই একটি মামলা দায়ের করে। সেই মামলার তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই এদিন সন্দেশখালিতে তল্লাশি অভিযান চালায় সিবিআই।

ঘটনার তদন্ত চলাকালীন জানা যায়, বহু বেআইনি অস্ত্র মজুত রয়েছে শেখ শাহজাহানের এক বন্ধুর বাড়ি। এরপর-ই সিবিআই ও সিআরপিএফ সন্দেশখালির দুটি জায়গায় অভিযান চালায়।
তল্লাশি অভিজানে উদ্ধার হয়েছে– ৩টে বিদেশি রিভলভার, ১টি ভারতীয় রিভরভার, ১টি কল্ট অফিশিয়াল পুলিশ রিভলভার, ১২০ টি .৯ এমএম বুলেট, ৫০ টি .৪৫ ক্যালিবার কার্তুজ, ৫০টি .৩৮০ কার্তুজ, ৮ টি .৩২ কার্তুজ।

পাশাপাশি শেখ শাহজাহানের বহু অপরাধমূলক নথি-ও উদ্ধার হয়েছে। দেশি কয়েকটি বোমাও উদ্ধার হয়েছে যেগুলি বোমা ডিসপোজাল স্কোয়াড-এর হাতে তুলে দেওয়া হয়।

Sandeshkhali-Cbi: বাঙালি, মহিলা অফিসার ক’জন আছেন? কলকাতা অফিসে জানতে চাইল CBI! কারণ কী?

কলকাতা: সন্দেশখালির মানুষ বাংলায় কথা বলেন, তাই কলকাতার সিবিআই দফতরে এবার বাঙালি  অফিসার ও মহিলা অফিসার কত জন রয়েছেন তার লিস্ট চাইল দিল্লি সিবিআই সদর দফতর। বুধবার নজিরবিহীন অর্ডার দেয় হাইকোর্ট। সাধারণ মানুষ সরাসরি অভিযোগ জানাতে পারবেন সিবিআইতে। হাইকোর্টের নির্দেশে পর তৎপর সিবিআই।

দিল্লি সদর দফতরে অর্ডার কপি পাঠানোর পরেই অ্যান্টি করাপশন ব্রাঞ্চে বা ক্রাইম ব্রাঞ্চে ক’জন বাঙালি অফিসার আছেন, মহিলা অফিসার কজন আছেন, তাঁদের নাম ও কোন পদে রয়েছেন জানতে চেয়েছে সিবিআই-এর দিল্লি দফতর। কারণ ধামাখালি বা সন্দেশখালিতে বেশিরভাগ বাংলায় কথা বলেন সাধারণ মানুষ। ফলে এ ক্ষেত্রে সিবিআই-এর বাঙালি অফিসার ও মহিলা বাঙালি অফিসারদের তদন্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। সন্দেশখালিতে এখনও পর্যন্ত যা তদন্ত হয়েছে সেখানে আগামিদিনে সিবিআই ক্যাম্প সন্দেশখালি বা ধামাখালিতে ক্যাম্প করা হবে নাকি নিজাম প্যালেস থেকে অপারেট করা হবে, সেই বিষয়ে কলকাতা সিবিআই অফিসারদের পরামর্শ চেয়েছে দিল্লি সদর দফতর।

আরও পড়ুন: পয়লা বৈশাখের আগে মহাচমক দিলীপ ঘোষের! নিজের আসনে যা করলেন, ফিরে এল ‘সেই’ ইস্যু

সিবিআই সূত্রে খবর, হাইকোর্টের অর্ডার অনুসারে ইমেল আইডি তৈরি করে বাকি প্রসেস দ্রুত করা হবে। সিবিআই ইতিমধ্যে সন্দেশখালি অর্ডারের পর কীভাবে তদন্ত করা হবে বা অভিযোগ নেওয়ার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, সেই বিষয়ে ব্লু – প্রিন্ট তৈরি করেছে। সন্দেশখালি ভৌগোলিক অবস্থান অনুসারে আদৌ কোনও সিবিআই ক্যাম্পে অফিস করা যাবে কিনা, সেই বিষয়ে পরামর্শ নেওয়া হবে সিবিআই কলকাতা অফিসারদের সঙ্গে কথা বলে।

আরও পড়ুন: একটি কেন্দ্রেই আলাদা নজর মমতার! বিপরীতে ‘হেভিওয়েট’, নয়া কৌশল তৃণমূল নেত্রীর!

সিবিআই-এর দাবি, হাইকোর্টে অর্ডার মেনে দ্রুত তদন্ত করা হবে। সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয়, সেই বিষয়ে লক্ষ্য রেখে দ্রুত পদক্ষেপ করা হবে। তবে ইমেল করে সন্দেশখালির মানুষ কতখানি অভিযোগ জানাতে স্বচ্ছন্দ বোধ করবেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সিবিআই আধিকারিকরা সেই বিষয়টিও খেয়াল রাখছেন।

CBI: এক-দুজন নয়, ৩০ জন তৃণমূল নেতাকে CBI তলব! ভোটের আগেই বড় ধামাকা?

কাঁথি: ভূপতিনগরে NIA অভিযানের মাঝে কাঁথিতে CBI তলব! কাঁথির ভাজাচাউলির বিজেপি নেতা জন্মঞ্জয় দুলাই খুনের ঘটনায় ৩০ জন তৃণমূল নেতাকে তলব করল সিবিআই। গত ৩ ও ৪ এপ্রিল দু দফায় ১৩ জন ও ১৭ জনকে নিজাম প্যালেসের তলব করা হয়।

এই ৩০ জনের মধ্যে কাঁথি তিন পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ সহ একাধিক তৃণমূল নেতাকে তলব করা হয়েছে। যদিও তলবে তৃণমূল নেতাদের কেউ হাজিরা দেননি।

আরও পড়ুন: ভোটের প্রার্থী সুন্দরী কাজল! তবে যা ঘটে গেল হঠাৎ, মাথায় হাত স্বামী-দলের নেতাদের!

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের সময় কাঁথি ৩ ব্লকের তৃণমূল নেতা নন্দ মাইতিকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ঘটনায় নাম জড়িয়েছিল এলাকারই বাসিন্দা বিজেপির দাপুটে নেতা জন্মঞ্জয় দলাইয়ের।

ভোট পরবর্তী সময় ওই বিজেপি কর্মী জন্মঞ্জয় দলাইকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এরপর ফাঁকা মাঠে থেকে বিজেপি কর্মীর দেহ উদ্ধার করে পুলিশ। বিজেপির তরফে অভিযোগ তোলা হয়, তৃণমূলের স্থানীয় নেতা ও কর্মীরাই এই খুন করেছে। মৃত বিজেপি কর্মীর পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি জানানো হয়। পরবর্তীতে সেই তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।