Tag Archives: Copa America 2024

Argentina vs Colombia Copa America 2024 Final: কোপার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? টানটান সেমিতে হল ভাগ্য নির্ধারণ

নিউ ইয়র্ক: কোপা আমেরিকা ২০২৪-এর ফাইনালে মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ কোন দেশষ সেই অপেক্ষাতেই ছিল গোটা ফুটবল বিশ্ব। অবশেষে টানটান দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করল কলম্বিয়া। মেসির টানা চতুর্থ আন্তর্জাতিক ট্রফি জয়ের সামনে এবার জেমস রড্রিগেজের দল। পুরো দ্বিতীয়ার্ধে ১০ জনের কলম্বিয়াকে পেয়েও ম্যাচে ফিরতে পারেনি সুয়ারেজরা।

এদিন সেমিফাইনালের শুরু থেকেই দুই দল রক্ষণ সামলে বারবার আক্রমণে ওঠার রাস্তা খুঁজছিল। তবে ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে বারবার বেগ দিচ্ছিল প্রতিযোগিতায় দুরন্ত ফর্মে থাকা কলম্বিয়া। ম্যাচের ৩৯ মিনিটে গোলের মুখ খুলে ফেলেন তারা। কর্নার থেকে বল তোলেন রদ্রিগেজ। সেই বলে হেড করে গোল করেন লারমা। প্রথমার্ধের ইনজুরি টাইমে রেড কার্ড দেখে মাঠে বাইরে যান কলম্বিয়ার ড্যানিয়েল মুনজ।

আরও পড়ুনঃ Euro 2024 Final England vs Spain: একটি চালেই ফের সেমিতেই শেষ নেদারল্যান্ডসের স্বপ্ন! টানা দ্বিতীয়বার ইউরো ফাইনালে ইংল্যান্ড

১০ জনের প্রতিপক্ষের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে গোল শোধ করে দেবে উরুগুয়ে। এমনটাই ভেবেছিল অনেকে। কিন্তু হাজারও চেষ্টা করেও কলম্বিয়ার জমাটি রক্ষণ ভাঙতে পারেনি উরুগুয়ে। কলম্বিয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার ৬৬ মিনিটের মাথায় নামেন লুইস সুয়ারেজ। কিন্তু তিনিও গোলের মুখ খুলতে পারেননি। শেষে ১ গোলে জিতেই ফাইনালে পৌছে গেল কলম্বিয়া।

Brazil vs Uruguay: মিলে গেল রোনাল্ডিনহোর কথা! ১০ জনের উরুগুয়েকে হারাতে পারল না ব্রাজিল, টাইব্রেকারে হেরে বিদায়

‘আমার দেখা সাম্প্রতিককালে সব থেকে খারাপ ব্রাজিল দল এটাই। এত বিশ্রী ফুটবল এর আগে আমি দেখিনি।’ কোপা আমেরিকা ২০২৪ শুরুর আগে ব্রাজিলের বিশ্বজয়ী কিংবদন্তী রোনাল্ডিনহোর এই মন্তব্য ঘিরে কম বিতর্ক হয়নি। বলেছিলেন এই ব্রাজিল দলকে নিয়ে কোনও আশা দেখছেন না। এবার মিলে গেল রোনাল্ডিনহোর ভবিষ্যদ্বাণী। বিশ্বকাপের পর কোপা আমেরিকারও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল ব্রাজিল।

একদিকে যেখানে চিরপ্রতিদ্বন্দ্বি দেশ আর্জেন্টিনা গত কোপা জিতেছে, ফিনালিসিমা জিতেছে, বিশ্বকাপ জিতেছে, এবার কোপার সেমি ফাইনালে পৌছে গিয়েছে, সেখানে ১০ জনের উরুগুয়েকে হারাতে পারল না রাফিনা, পাকুয়েতা, এনড্রিক, রড্রিগোরা। ম্যাচের ইনজুরি টাইম নিয়ে শেষ ২০ মিনিটের বেশি সময় ১০ জনে খেলেছে উরুগুয়ে। তারপর ব্রাজিলের নির্বিষ ফুটবল দেখে হতবাক সকলেই।

যদিও ম্যাচের অধিকাংশ সময় বলের দখল ছিল ব্রাজিলের নিয়ন্ত্রণে। তবু উরুগুয়ের রক্ষণ ভেদ করে গোলের সুযোগ তৈরি করতে পারেনি তারা। নির্ধারিত সময়ে স্কোর লাইন গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রথম ৩টি শটের মধ্যে দুটি শটই মিস করে বসেন এডের মিলিতাও এবং ডগলাস লুইস। পেনাল্টি শুট আউটে চতুর্থ শট উরুগুয়ে মিস করলেও ৪-২ ব্যবধানে ম্যাচ জিততে কোনও অসুবিধা হয়নি ১৫ বারের কোপা চ্যাম্পিয়নদের।

—- Polls module would be displayed here —-

আরও পড়ুনঃ India vs Zimbabwe: বড়দের বিশ্বজয়ের পরই ছোটদের বিপর্যয়! জিম্বাবোয়ের বিরুদ্ধে একাধিক লজ্জার রেকর্ড ভারতের

প্রসঙ্গত, সাম্প্রতিক সময় ব্রাজিল ফুটবলের সময়টা একেবারেই ভাল যাচ্ছে না। গত কোপায় আর্জেন্টিনার কাছে ফাইনালে হারতে হয়েছিল। বিশ্বকাপেও শেষ আট থেকে বিদায় নিয়েছিল সেলেকাওরা। এবার কোপাতেও হতাশ করল সাম্বা ব্রিগেড। দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ কোয়ালিফায়ারেও খুব একটা ভাল জায়গায় নেই ব্রাজিল দল। ফলে চিন্তা ও উদ্বেগ ক্রমশ বাড়ছে ফ্যানেদের।

কোপা সেমিফাইনালে আর্জেন্টিনা খেলবে ‘এই’ দলের বিরুদ্ধে, ম্যাচ কবে, ক’টায়?

নিউ জার্সি: কোপা সেমিফাইনালে সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা! অনেকেই কিন্তু এমনটাই বলছেন।

কোপা ২০২৪-এ ইকুয়েডরের বিরুদ্ধে জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছিল আর্জেন্টিনা। এবার সেমিফাইনালে প্রতিপক্ষ পেয়ে গেল লিওনেল মেসির দল।

প্রথমবার কোপা আমেরিকায় খেলতে নেমে ইতিহাস গড়েছে কানাডা। সেমিফাইনালে উঠেছে তারা। টাইব্রেকারে ভেনেজুয়েলাকে হারিয়ে লিওনেল মেসির দেশের বিরুদ্ধে খেলতে হবে কানাডাকে। ১০ জুলাই মুখোমুখি হবে আর্জেন্টিনা-কানাডা।

আরও পড়ুন- ৯০ বছরে যা হয়নি তাই ঘটল এবার, একইসঙ্গে ইউরোর ইতিহাসে প্রথম হল এমন রেকর্ড

লিওনেল স্কালোনির আর্জেন্টিনা এবারও ফেভারিট। কানাডার বিরুদ্ধে তাদের যে পাল্লা ভারী তা আর বলার অপেক্ষা রাখে না। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কানাডা। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময়ে সকাল সাড়ে পাঁচটায়।

কোপার আগে কানাডার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে সেই ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জিতেছিল ২-০ গোলে।

সেই ম্যাচে একটি করে গোল করেন হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ। সেদিন আর্জেন্টাইন অধিনায়ক বেশ কয়েকটি সহজ সুযোগ পেয়েও কানাডার গোলকিপার ম্যাক্সিমে ক্রেপোকে পরাস্ত করতে পারেননি। সেদিন কিন্তু মেসি ফ্লপ।

আরও পড়ুন- ‘‘অহঙ্কার আ যাতা হ্যায়’’- নরেন্দ্র মোদির কাছে অকপট স্বীকারোক্তি বিরাট কোহলির

কোপার সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে ছিল কানাডা-ভেনেজুয়েলা। র‌্যাঙ্কিংয়ে এই দুই দলের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। এদিন ম্যাচেও বল দখলের লড়াইয়ে তারা ছিল কাছাকাছি। তবে শেষ হাসি হাসলেন কানাডার ফুটবলাররা।

—- Polls module would be displayed here —-

এদিন ম্যাচের প্রথমে লিড নিয়েছিল কানাডা। ম্যাচ শুরুর মাত্র ১৩ মিনিটে জ্যাকব শাফলবার্গের গোলে এগিয়ে যায় তারা। সেই লিড কানাডা ধরে রেখেছিল পুরো প্রথমার্ধ।

৬৪ মিনিটে সমতা ফেরায় ভেনেজুয়েলা। গোল করেন স্যালোমন রোন্ডন। ৪০ গজ দূর থেকে দৃষ্টিনন্দন শটে ভেনেজুয়েলাকে ম্যাচে ফেরান। এর পর নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তার পর জয় পায় কানাডা।

Argentina vs Ecuador: মেসির পেনাল্টি মিস, টাইব্রেকারে ফের নায়ক মার্টিনেজ, কোপার সেমিতে আর্জেন্টিনা

রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিরুদ্ধে টাইব্রেকারে জিতল আর্জেন্টিনা। চোট সারিয়ে দলে ফিরলেও টাইব্রেকার মিস করলেন লিওনেল মেসি। আরও একবার তেকাঠির নীচে আর্জেন্টিনার রক্ষাকর্তার ভূমিকায় এমিলিয়ানো মার্টিনেজ। নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ১-১ গোলে। এগিয়ে থেকেও ইনজুরি টাইমে গোল হজম করে আর্জেন্টিনা। পেনাল্টি শুট আউটে ৪-২ গোলে জিতে কোপা আমেরিকা ২০২৪-এর শেষ চারে পৌছে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ২টি শট বাঁচান এমি মার্টিনেজ।

এদিন প্রথম থেকেই খুব একটা চেনা ছন্দে পাওয়া যাচ্ছিল নীল-সাদা ব্রিগেডকে। অনেক বেশি ডিফেন্সিভ ফুটবল খেলে লিওনেল স্কালোনির ছেলেরা। বল পজিশন বেশি রাখলেও সেভাবে দানা বাঁধছিল না আক্রমণ। দেখা যাচ্ছিল না আর্জেন্টিনার সেই চোখের শান্তির ফুটবল। যদিও প্রধমার্ধেই গোলের মুখ ফেলে বিশ্বজয়ীরা। ম্যাচের ৩৫ মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় নীল-সাদা ব্রিগেড।

দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ে অনেক বেশি রক্ষণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা। বল পজিশনে টেক্কা দেয় ইকুয়েডর। অনেক বেশি আক্রমণের ঝাঁঝ বেশি ছিল ইকুয়েডরের। ম্যাচের ইনজুরি টাইমের ৯১ মিনিটে কেভিন রড্রিগেজের গোলে সমতায় ফেরে ইকুয়েডর। এরপর প্রায় ৯ মিনিটের অতিরিক্ত সময়ে কোনও দলই আর গোল করতে পারেনি। কোপা আমেরিকায় এক্সট্রা টাইমের নিয়ম ফাইনালের আগে না থাকায় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে।

—- Polls module would be displayed here —-

আরও পড়ুন: Team India Next Captain: রোহিতের পর ভারতের অধিনায়ক কে? তালিকায় চমকে দেওয়া নাম

পেনাল্টি শুটআউটে প্রথম শট নিতে আসেন লিওনেল মেসি। তার শট বারে লেগে প্রতিহত হয়। তরপর পরপর দুটি শট ইকুয়েডরের বাঁচিয়ে দেন এমি মার্টিনেজ। আর্জেন্টিনার হয়ে পেনাল্টিতে গোল করেন জুলিয়ান আলভারেজ, ম্যাক অ্যালিস্টার, গনজালো মন্টিয়েল ও নিকোলাস ওটামেন্ডি। গত কোপা ও বিশ্বকাপের পর ফের একবার মার্টিনেজের হাত ধরে জয়ের মুখ দেখল বিশ্বজয়ী আর্জেন্টিনা।

Copa America 2024 Quarter Final Fixture: আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ কবে? রইল কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের সম্পূর্ণ সূচি

টানটান গ্রুপ পর্বের লড়াই শেষে মোট আটটি দল জায়গা করে নিল কোপা আমেরিকা ২০২৪-এর কোয়ার্টার ফাইনালে। একইসঙ্গে সামনে চলে এল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালের সূচি।
টানটান গ্রুপ পর্বের লড়াই শেষে মোট আটটি দল জায়গা করে নিল কোপা আমেরিকা ২০২৪-এর কোয়ার্টার ফাইনালে। একইসঙ্গে সামনে চলে এল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালের সূচি।
গ্রুপ এ থেকে আর্জেন্টিনা (গ্রুপ চ্যাম্পিয়ন) ও কানাডা, গ্রুপ বি থেকে ভেনেজুয়েলা (গ্রুপ চ্যাম্পিয়ন) ও ইকুয়েডর, গ্রুপ সি থেকে উরুগুয়ে (গ্রুপ চ্যাম্পিয়ন) ও পানামা, গ্রুপ ডি থেকে কলম্বিয়া (গ্রুপ চ্যাম্পিয়ন) ও ব্রাজিল কোয়ার্টার ফাইনালে পৌছায়।
গ্রুপ এ থেকে আর্জেন্টিনা (গ্রুপ চ্যাম্পিয়ন) ও কানাডা, গ্রুপ বি থেকে ভেনেজুয়েলা (গ্রুপ চ্যাম্পিয়ন) ও ইকুয়েডর, গ্রুপ সি থেকে উরুগুয়ে (গ্রুপ চ্যাম্পিয়ন) ও পানামা, গ্রুপ ডি থেকে কলম্বিয়া (গ্রুপ চ্যাম্পিয়ন) ও ব্রাজিল কোয়ার্টার ফাইনালে পৌছায়।
কোপা আমেরিকার প্রথম আয়োজক দেশ হিসাবে যুক্তরাষ্ট্র গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে। প্রথমবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে প্রথমবারেই জায়গা করে নিয়েছে দুই নবাগত দল  পানামা ও কানাডা।
কোপা আমেরিকার প্রথম আয়োজক দেশ হিসাবে যুক্তরাষ্ট্র গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে। প্রথমবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে প্রথমবারেই জায়গা করে নিয়েছে দুই নবাগত দল পানামা ও কানাডা।
এক ঝলকে দেখে নিন কোপা আমেরিকা ২০২৪-এর সূচি- ৫ জুলাই- আর্জেন্তিনা বনাম ইকুয়েডর (ভারতীয় সময় সকাল ৬.৩০টা), ৬ জুলাই- ভেনিজুয়েলা বনাম কানাডা (ভারতীয় সময় সকাল ৬.৩০টা)।
এক ঝলকে দেখে নিন কোপা আমেরিকা ২০২৪-এর সূচি- ৫ জুলাই- আর্জেন্তিনা বনাম ইকুয়েডর (ভারতীয় সময় সকাল ৬.৩০টা), ৬ জুলাই- ভেনিজুয়েলা বনাম কানাডা (ভারতীয় সময় সকাল ৬.৩০টা)।
শেষ দুটি কোয়ার্টার ফাইনাল হতে চলেছে একই দিনে। ৭ জুলাই- কলম্বিয়া বনাম পানামা (ভারতীয় সময় ভোররাত ৩.৩০টা), ৭ জুলাই- উরুগুয়ে বনাম ব্রাজিল (ভারতীয় সময় সকাল ৬.৩০টা)।
শেষ দুটি কোয়ার্টার ফাইনাল হতে চলেছে একই দিনে। ৭ জুলাই- কলম্বিয়া বনাম পানামা (ভারতীয় সময় ভোররাত ৩.৩০টা), ৭ জুলাই- উরুগুয়ে বনাম ব্রাজিল (ভারতীয় সময় সকাল ৬.৩০টা)।

Lionel Messi Injury: চিলি বনাম আর্জেন্টিনা ম্যাচে ইনজুরি মেসির! কোচ উত্তরে যা বললেন…

: চিলি বনাম আর্জেন্টিনা ম্যাচে কোনওরকমে শেষ মুহূর্তে গোলে জয়৷ কোপা আমেরিকাতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা৷ কিন্তু তাদের দুটো চিন্তা ভাবাবে৷ একটি সেরকম ভাবে রক্ষণ ভেঙে গোলমুখ খুলতে পারছে না ৷ Photo- AP 
Argentina’s Lionel Messi grimaces during a Copa America Group A soccer match against Chile in East Rutherford, N.J., Tuesday, June 25, 2024. (AP Photo/Julia Nikhinson)
এর পাশাপাশি আর্জেন্টিনার তারকা ও অধিনায়ক লিওনেল মেসি মাঠে চোটের সমস্যায় পড়েন৷ এদিন ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনো আসেন আর্জেন্তাইন কোচ লিওনেল স্কালোনিকে মেসির চোট নিয়ে প্রশ্ন করা হয়৷ Photo- AP 
এর পাশাপাশি আর্জেন্টিনার তারকা ও অধিনায়ক লিওনেল মেসি মাঠে চোটের সমস্যায় পড়েন৷ এদিন ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনো আসেন আর্জেন্তাইন কোচ লিওনেল স্কালোনিকে মেসির চোট নিয়ে প্রশ্ন করা হয়৷ Photo- AP
তিনি বলেন, ‘‘এই মুহূর্তে মেসির সঙ্গে ম্যাচের পর আমার কোনও কথা হয়নি৷ ও একদম শেষ পর্যন্ত খেলেছে৷ ’’ লা পুলগাদের বিরুদ্ধে একটি চিন্তার মধ্যে পড়তে হয়েছে৷ ম্যানেজারের নিজের ৩৭ বয়সী স্ট্রাইকারের উপর আস্থা রয়েছে৷ সকলেই আশা করছেন তিনি একেবারেই সুস্থ হয়ে যাবেন কিন্তু তাঁকে নিয়ে কোনওরকম রিস্ক নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট৷ Photo- AP 
তিনি বলেন, ‘‘এই মুহূর্তে মেসির সঙ্গে ম্যাচের পর আমার কোনও কথা হয়নি৷ ও একদম শেষ পর্যন্ত খেলেছে৷ ’’ লা পুলগাদের বিরুদ্ধে একটি চিন্তার মধ্যে পড়তে হয়েছে৷ ম্যানেজারের নিজের ৩৭ বয়সী স্ট্রাইকারের উপর আস্থা রয়েছে৷ সকলেই আশা করছেন তিনি একেবারেই সুস্থ হয়ে যাবেন কিন্তু তাঁকে নিয়ে কোনওরকম রিস্ক নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট৷ Photo- AP
আর একটু হলেই আটকে দিয়েছিল আর কি! চিলির লঙ্কার ঝাঁঝকে শেষবেলায় উড়িয়ে দিয়ে জয়সূচক গোল করলেন লাউতারো মার্তিনেজ৷ ৮৮ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন আর্জেন্তাইন তরুণ তুর্কি৷ Photo- AP
আর একটু হলেই আটকে দিয়েছিল আর কি! চিলির লঙ্কার ঝাঁঝকে শেষবেলায় উড়িয়ে দিয়ে জয়সূচক গোল করলেন লাউতারো মার্তিনেজ৷ ৮৮ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন আর্জেন্তাইন তরুণ তুর্কি৷ Photo- AP
তিনি ম্যাচের ৭৩ মিনিটে লাউতারো মার্তিনেজের পরিবর্ত হিসেবে নামেন৷ লিও মেসির কর্নার কিক থেকে গোল করেন তিনি৷ Photo- AP
তিনি ম্যাচের ৭৩ মিনিটে লাউতারো মার্তিনেজের পরিবর্ত হিসেবে নামেন৷ লিও মেসির কর্নার কিক থেকে গোল করেন তিনি৷ Photo- AP
নিজেদের চির প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে এদিনের ম্যাচে তিন পয়েন্ট পেল নীল -সাদা ব্রিগেড৷ তারা দুই ম্যাচে জিতে নিজেদের গ্রুপে ৬ পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে থেকে পরের অর্থাৎ নক আউট রাউন্ড কোয়ার্টার ফাইনালে উঠল৷ Photo- AP
নিজেদের চির প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে এদিনের ম্যাচে তিন পয়েন্ট পেল নীল -সাদা ব্রিগেড৷ তারা দুই ম্যাচে জিতে নিজেদের গ্রুপে ৬ পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে থেকে পরের অর্থাৎ নক আউট রাউন্ড কোয়ার্টার ফাইনালে উঠল৷ Photo- AP

Chile vs Argentina: চিলির রক্ষণের ফাঁদ কাটিয়ে শেষবেলায় গোল করে নায়ক মার্তিনেজ, মেসির দল কোপা আমেরিকার শেষ ৮এ, রইল ভিডিও

কলকাতা: আর একটু হলেই আটকে দিয়েছিল আর কি! চিলির লঙ্কার ঝাঁঝকে শেষবেলায় উড়িয়ে দিয়ে জয়সূচক গোল করলেন লাউতারো মার্তিনেজ৷ ৮৮ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন আর্জেন্তাইন তরুণ তুর্কি৷

তিনি ম্যাচের ৭৩ মিনিটে লাউতারো মার্তিনেজের পরিবর্ত হিসেবে নামেন৷ লিও মেসির কর্নার কিক থেকে গোল করেন তিনি৷

দেখে নিন ঠিক কীভাবে হল গোলটি

 

ম্যাচের ফল দেখে অবশ্য খুশি হলেও খুব স্বস্তিতে থাকার জায়গায় নেই আর্জেন্তিনা৷ লিওনেল মেসিরা নিজেদের খেতাব রক্ষার লড়াইতে নেমেছেন এবারের কোপা আমেরিকাতে৷

আরও পড়ুন – Memory Increasing Tips: দিনে দিনে স্মৃতি শক্তি কমে যাচ্ছে! এখন থেকেই করুন এই কাজ! সহজে ভুলবেন না আর কিছু

—- Polls module would be displayed here —-

চিলি-র সঙ্গে আট বছর আগের কোপা আমেরিকার ফাইনালে হেরেই বিশ্ব ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন মানসিকভাবে ভেঙে পড়া লিও মেসি৷ নিজেদের চির প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে এদিনের ম্যাচে তিন পয়েন্ট পেল নীল -সাদা ব্রিগেড৷

তবে সেই অবসর ভেঙে ফিরে আসার পর দেশের জার্সি গায়ে মেসি কোপা আমেরিকা জিতেছেন, জিতেছেন বিশ্বকাপও৷ তারপর থেকে রুদ্ধশ্বাস ফর্মে রয়েছে এই মেসি ব্রিগেড৷ তবে এদিনের জয় খুব কোনওরকমে হলেও জিতে তিন পয়েন্ট পেয়ে তারা পরের রাউন্ডে চলে গেল৷

এদিনের স্টেডিয়ামে হাজির ছিলেন ৮১ হাজার ফ্যান৷ সেখানে চিলির বিরুদ্ধে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা৷ এদিনের মার্তিনেজের ক্ষিপ্রতার কোনও জবাব চিলির রক্ষণের কাছে ছিল না৷

এদিনের ম্যাচে মেসি হিরোসুলভ কোনও অতিরিক্ত ম্যাজিক দেখিয়ে উঠতে পারেননি৷ তবে আর্জেন্তাইন গোলরক্ষক এমিলানো মার্তিনেজ এদিন বেশকোপা কয়েকটি চিলি আক্রমণ প্রতিহত করেন৷

তাদের গ্রুপ পর্বে শেষ ম্যাচ পেরুর বিরুদ্ধে খেলবে৷ কোপা আমেরিকার এই কোপাতে রক্ষণ খুব ভাল নেই৷ তাই এই ম্যাচে জেতা নিয়ে ফোকাসড টিম আর্জেন্টিনা৷

Copa America 2024: এ কোন ব্রাজিল? কোপায় কোস্টারিকার বিরুদ্ধে ছন্দহীন সাম্বা, হতাশায় ডুবে নেইমার

কোপা আমেরিকার প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছে আর্জেন্টিনা। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় লেগে গিয়েছিল আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে। ব্রাজিল ফ্যানেরা অপেক্ষায় ছিল কোস্টিরিকা বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতে ‘চিরশত্রু’ ফ্যানেদের জবাব দিতে। কিন্তু সে আশা আর পূরণ হল না। দুর্বল কোস্টারিকার বিরুদ্ধে গোলশূন্য ড্র করে কোপা যাত্রা শুরু কর সেলেকাওরা।

এমনিতেই দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে খুব একটা ভালো জায়গায় নেই ব্রাজিল। কোপা আমেরিকা থেকে দল ঘুড়ে দাঁড়াবে বলে আশায় ছিল ফ্যানেরা। তবে এই ব্রাজিল দলের যে জেতার কোনও খিদে নেই তা বলে আগেই বিদ্রুপ করেছেন রোনাল্ডিনহো। কিন্তু ব্রাজিল কিংবদন্তীর কথা অন্তত প্রথম ম্যাচে মিলে গেল। ব্রাজিলের সেই দৃষ্টিনন্দন ফুটবল উধাও ছিল কোস্টারিকার বিরুদ্ধে।

ম্যাচের শুরু থেকে বল পজিশন ধরে রাখলেও সেভাবে আক্রমণ দানা বাঁধছিল না ভিনিসিয়াস জুনিয়র,রাফিনা, পাকুয়েতা, রড্রিগোদের আক্রমণ। প্রত্যাশিতভাবেই বড় দসের বিরুদ্ধে রক্ষণাত্মক ফুটবল খেলে কোস্টারিকা। কিন্তু গোটা ম্যাচ জুড়ে কোস্টারিকার রক্ষণ ভাঙতে পারবে না ব্রাজিল তা ভাবেননি অনেকেই। এমনকী ব্রাজিলের নতুন কোচ ডোরিভাল জুনিয়রের রণনীতি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

আরও পড়ুনঃ Euro 2024: জাক্কানির শেষ মুহূর্তের গোলে থামল লুকা মদ্রিচের সফর! চোখের জলে মাঠ ছাড়লেন কিংবদন্তী

ম্যাচে বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোলের মুখ কোনওমতেই খুলতে পারেনি ব্রাজিল। শেষ পর্যন্ত ০-০ ড্র করে প্রথম ম্যাচে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ৫ বারের বিশ্বজয়ীদের। এদিন দলের এমন ছন্নছাড়া ফুটবল মাঠে বসে দেখেন নেইমার জুনিয়র। তার অভিব্যক্তি বলে দিচ্ছিল কতটা হতাশ তিনি এমন খেলা দেখে। ফ্যানেদের মন্তব্য একটাই-‘এ কোন ব্রাজিল’? ২৯ জুন ব্রাজিলের পরবর্তী ম্যাচ প্যারাগুয়ের বিরুদ্ধে।

Lionel Messi: মাঠে নেমেই বড় রেকর্ড গড়লেন মেসি, যা কোপায় নেই কোনও ফুটবলারের

কোপা আমেরিকা ২০২৪-এর প্রথম ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়ে অভিযান শুরু করল আর্জেন্টিনা।
কোপা আমেরিকা ২০২৪-এর প্রথম ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়ে অভিযান শুরু করল আর্জেন্টিনা।
ম্যাচে গোল না পেলেও নজর কাড়েন লিওনেল মেসি। দলের দ্বিতীয় গোল আসে মেসিরই বাড়ানো থ্রু বল থেকে।
ম্যাচে গোল না পেলেও নজর কাড়েন লিওনেল মেসি। দলের দ্বিতীয় গোল আসে মেসিরই বাড়ানো থ্রু বল থেকে।
নিজে গোল না পেলেও কোপা আমেরিকার প্রথম ম্যাচে মাঠে নামার সঙ্গে সঙ্গে বড় রেকর্ড নিজের নামে করলেন মেসি।
নিজে গোল না পেলেও কোপা আমেরিকার প্রথম ম্যাচে মাঠে নামার সঙ্গে সঙ্গে বড় রেকর্ড নিজের নামে করলেন মেসি।
কোপা আমেরিকার ইতিহাসে সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন লিওনেল মেসি। এখনও পর্যন্ত ৩৫ তম ম্যাচ খেললেন লিও।
কোপা আমেরিকার ইতিহাসে সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন লিওনেল মেসি। এখনও পর্যন্ত ৩৫ তম ম্যাচ খেললেন লিও।
মেসি ভেঙে দিলেন চিলির গোলরক্ষক সের্খিয়ো লিভিংস্টোনের রেকর্ড। তিনি কোপা আমেরিকায় ৩৪টি ম্যাচ খেলেছিলেন।
মেসি ভেঙে দিলেন চিলির গোলরক্ষক সের্খিয়ো লিভিংস্টোনের রেকর্ড। তিনি কোপা আমেরিকায় ৩৪টি ম্যাচ খেলেছিলেন।

Argentina vs Canada: জয় দিয়ে কোপা শুরু আর্জেন্টিনার, কানাডাকে ২-০ গোলে হারাল বিশ্বজয়ীরা

বিশ্বকাপ জয়ের পর ফের একবার কোনও বড় প্রতিযোগিতায় লিওনেল মেসি, ডি মারিয়াদের দেখার জন্য মুখিয়ে ছিল গোটা ফুটবল বিশ্ব। কোপা আমেরিকা ২০২৪-এর শুরুটাও জয় দিয়েই করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কানাডার বিরুদ্ধে ২-০ গোলে জয় পেল নীল-সাদা ব্রিগেড। আক্ষেপ শুধু একটাই ভারতে কোনও চ্যানেলই সম্প্রচার করল না মেসিদের খেলা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে লিওনেল স্কালোনির ছেলেরা। ম্যাচ জিতলেও অজস্র সুযোগ নষ্ট করে আর্জেন্টিনা। যা প্রথম ম্যাচে নীল-সাদা ব্রিগেডের জয়ে একটু হলেও চিন্তার কারণ হয়ে দাঁড়াল। মেসি নিজে একাধিক সহজ সুযোগ নষ্ট করেন। প্রতিযোগিতার পরবর্তী ও কঠিন পর্যায়ের নামার আগে সুযোগ নষ্টের বিষয়টি নিয়ে কাজ করতে হবে স্কালোনিকে।

ম্যাচের প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হয়। ম্যাচের রাশ আর্জেন্টিনার হাতে থাকলেও গোলের মুখ খোলেনি। দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে গোলের মুখ খোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাক অ্যালিস্টারের পাস বক্সের মধ্যে পান আলভারেস। তাঁর ডান পায়ের কানাডার গোলকিপারকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়। প্রথম গোলের পর আক্রমণের মাত্রা কমায়নি আর্জেন্টিনা।

আরও পড়ুনঃ India vs Afghanistan: আফগানদের উড়িয়ে সুপার এইটে দুরন্ত শুরু টিম ইন্ডিয়ার, ৪৭ রানের বড় জয়

উল্টোদিকে, রক্ষণাত্মক ফুটবল খেললেও মাঝেমাঝেই চকিতে আক্রমণ করে কানাডাও। তবে আর্জেন্টিনার জমাটি রক্ষণ ও মার্টিনেজকে ভেদ করতে পারেনি কানাডার আক্রমণ। ম্যাচে ৮৮ মিনিটে মেসির অনবদ্য পাস থেকে গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন লাউতারো মার্টিনেজ। ২-০ গোলে শেষ পর্যন্ত ম্যাচ জেতে আর্জেন্টিমা। মেসিদের পরবর্তী ম্যাচে ২৬ জুন চিলির বিরুদ্ধে।