Tag Archives: cpim leader

Kalatan Dasgupta: শেষ শুনানি, ভাইরাল অডিও-কাণ্ডে বামনেতা কলতানের রায় ঘোষণা আজ সন্ধ‍্যায়

কলকাতাঃ আজ, বুধবার অডিও টেপ কাণ্ডে কলতান দাশগুপ্ত মুক্তির আবেদনের শুনানি শেষ হল। সন্ধে ৭টায় রায় ঘোষণা করবেন বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ। নিজের চেম্বার থেকে রায় জানাবেন বিচারপতি। জুনিয়র ডাক্তারদের ধরনায় হামলার আশঙ্কা সংক্রান্ত একটি ফোনালাপের অডিও ১৩ই সেপ্টেম্বর প্রকাশ্যে আসে। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভে বড়সড় হামলার চক্রান্ত চালাচ্ছে বামেদের একটি যুব সংগঠন। দুই নেতার মধ্যে কথোপকথনের একটি অডিও ক্লিপ প্রকাশ করে এমনই দাবি করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ (যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি নিউজ18 বাংলা৷) রাজ্য সরকার এবং শাসক দল তৃণমূল কংগ্রেসকে বদনাম করতেই এই পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন কুণাল ঘোষ৷ সেই ঘটনায় গ্রেফতার করা হয় বাম যুব নেতা কলতান দাশগুপ্তকে।

আরও পড়ুনঃ ‘জুনিয়র ডাক্তারদের দাবির সঙ্গে সহমত, কিন্তু এবার কাজে ফিরুন’, #JusticeforRGKar ব্যবহার করে নিরাপত্তা-আশ্বাস অভিষেকের

কলতান দাশগুপ্তের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদিন বলেন, ‘এক্ষেত্রে তিনটি সিজার লিস্ট। সাক্ষীরা সবাই পুলিশ। এখানেই সবচেয়ে বড় সন্দেহ যে এক্ষেত্রেও কারচুপি করা হয়েছে। সঞ্জীবের কাছে কিপ্যাড ফোন ছিল যাতে রেকর্ড করা যায় না। তাহলে কে রেকর্ড করল। ফোন যদি ট্যাপ করা হয় তাহলে সেটাও আইনের পরিপন্থী। আমরা তাই কলতানের বিরুদ্ধে করা FIR খারিজের আবেদন করছি।’ তিনি আরও বলেন, ‘41A নোটিস না দিয়ে গ্রেফতার করাও বেআইনি। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।’

অন‍্যদিকে, রাজ‍্যের আইনজীবী কিশোর দত্ত বলেন, ‘টেলিফনিক কথোপকথন দেখুন সেখানে কলতান যা বলেছেন তাতে যারা গন্ডগোল বাধাতে চাইছে তাদেরকে বাধা দেওয়ার বদলে তাকে এই কাজ করতে অনুপ্রানিত করছেন এবং অশান্তি পাকানোর কাজ করতে নির্দেশ দিচ্ছেন। অর্থাৎ এখানে অভিজুক্তের প্রত্যক্ষ যোগ রয়েছে।’

রাজ্যকে এরপর ফের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ প্রশ্ন করেন, ‘একজন রাজনৈতিক ব্যক্তির কাছে পেন ড্রাইভ পাওয়া গেল? যেহেতু অভিযুক্তের ফোন থেকে রেকর্ড করা যায় না তাহলে পেন ড্রাইভ এল কোথা থেকে? সাত দিন গ্রেফতারির পর পুলিশ কেন একথা বলছে না? যেটা নিয়ে পুলিশের তদন্ত চলছে সেটা মিডিয়ার কাছে গেল কীভাবে? কথোপকথনে আরও যাদের নাম এসেছে তাদের গ্রেফতার করা হযেছে কি? ভয়েস রেকর্ড কি টেস্ট করেছে পুলিশ? না হলে কিসের ভিত্তিতে গ্রেফতার’

আরও পড়ুনঃ ফের নিগ্রহের শিকার কলকাতা পুলিশ! নাকা চেকিং-এ দুস্কৃতীদের হাতে আহত ট্রাফিক সার্জেন্ট

যদিও রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয়, ‘পেন ড্রাইভ অবশ্যই একটি নথি। তার ভিত্তিতে গ্রেফতারিতে কোনও অসুবিধা থাকার কথা নয়। পুলিশ তাই করেছে। সুপ্রিম কোর্টের বিভিন্ন মামলার ক্ষেত্রেও এধরনের ঘটনায় শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হযেছে। পুলিশ নিয়ম মেনেই গ্রেফতার করেছে। আর কেউ গ্রেফতার হয়নি। পুলিশ দেখছে। কিন্তু কথোপকথনে এটা স্পষ্ট যে কলতান কাজটা করতে বলছেন সঞ্জীবকে।’ কলতানের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, ‘গ্রেফতারি সম্পূর্ণ বেআইনি। এবং FIR কোনোভাবেই বৈধ নয়।’

CPIM: মর্মান্তিক! বুথের বাইরেই সব শেষ, মৃত্যু CPIM নেতার! ধূপগুড়িতে ভয়ঙ্কর ঘটনা

রকি চৌধূরী, ধূপগুড়ি: ভোট কেন্দ্রের বাইরে মৃত্যু হল সিপিআইএম নেতার। ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়িতে। ধূপগুড়ি ব্লকের বিনয় সাহা মোড় এলাকায় ১৫/১২৪ নং বুথের বাইরে থাকা সিপিএমের অস্থায়ী ক্যাম্পে বসেছিলেন সিপিএম নেতা প্রদীপ দাস (৫৮)। সেই সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি।

তড়িঘড়ি দলীয় কর্মী সমর্থকরা তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। মৃতের নাম প্রদীপ দাস বয়স আনুমানিক (৫৮)

গোটা দেশজুড়ে শুরু হচ্ছে লোকসভা ভোট। প্রথম দফায় নির্বাচনে মোট ২১টি রাজ্যের ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ হচ্ছে৷ এ রাজ্যের মোট তিনটি লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ হচ্ছে প্রথম দফায়৷ উত্তরবঙ্গের মোট তিনটি আসনে ভোটগ্রহণ করা হচ্ছে। এরই মধ্যে কোচবিহারের মাথাভাঙ্গায় কেন্দ্রীয় বাহিনীর এক ইনসপেক্টরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ভোট শুরুর সকালেই বড় ঘটনা! মৃত্যু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের! চর্চায় ‘সেই’ মাথাভাঙ্গা

বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা নাগাদ বাথরুমে অচেতন হয়ে পড়ে যান ওই জওয়ান। সেখানেই মৃত্যু হয় তাঁর। কিউআরটি টিমে থাকার কথা ছিল তাঁর। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তথ্য কমিশন সূত্রে।

জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম মিলেশ কুমার নিলু(৪২)। তিনি মাথাভাঙ্গা বেলতলা এলাকায় একটি স্কুলে ভোটের ডিউটিতে এসেছিলেন বিহার থেকে। তবে গভীর রাতে তার সহকর্মীরা অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁকে। এরপর মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই জওয়ানকে চিকিৎসকরা মৃত বলে জানান।