Tag Archives: Defence

Self Defense Training: ‘ক্রাভ মাগা’ ইজরাইলি টেকনিক শিখবেন মহিলারা, আত্মরক্ষায় বড়সড় উদ্যোগ জেলার

পূর্ব বর্ধমান: সেলফ ডিফেন্সের প্রশিক্ষণ দিতে উদ্যোগী পূর্ব বর্ধমান জেলা পুলিশ। সাংবাদিক বৈঠকে সেই কথা জানালেন পুলিশ সুপার আমনদীপ। মেয়েদের আত্মরক্ষার কথা মাথায় রেখে পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফে আয়োজন করা হয়েছে সেলফ ডিফেন্স ট্রেনিংয়ের। শিবিরের নাম দেওয়া হয়েছে ‘অপরাজিতা’। পুলিশের তরফে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরটি চলবে দু’দিন যাবৎ। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের পুলিশ লাইনে এই শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমনদীপ।

এই প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফে পুলিশ সুপার আমনদীপ সাংবাদিক সম্মেলন করে বলেন, ”আমরা পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে একটা প্রজেক্ট শুরু করছি, যার নাম ‘অপরাজিতা’। অর্থাৎ ‘আন ডিফিটেড’। এখানে যে কোনও বয়সের মেয়ে বা মহিলা যদি সেলফ ডিফেন্স ট্রেনিং নিতে চান, তো আমরা দুটদিনের পকেট সাইজ মডিউল করেছি। ৭ এবং ৮ তারিখ শনিবার সন্ধ্যা এবং রবিবার সকালে কিছু ক্লাস হবে। কলকাতা থেকে ট্রেনার এবং তাঁর টিম আসছে। এখানে ক্যাম্পে শেখানো হবে, ইজরাইলি সেলফ ডিফেন্স টেকনিক। এটি খুবই কার্যকরী সেলফ ডিফেন্স টেকনিক।”

মহিলাদের এই সেলফ ডিফেন্স প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারীদের কোনও বয়সসীমা থাকছে না। শারীরিক ভাবে সক্ষম হলেই তাঁরা অংশ নিতে পারবেন এই শিবিরে। আরও জানা গিয়েছে, এই শিবিরে ‘ক্রাভ মাগা’ নামক এক বিশেষ ইজরায়েলি আত্মরক্ষা টেকনিক শেখানো হবে। এই বিশেষ ধরনের আত্নরক্ষার কৌশল শেখানোর জন্য কলকাতা থেকে একজন বিশেষজ্ঞ এবং তাঁর টিম আসবেন। এই শিবিরে অংশগ্রহণের জন্য পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে একটি অনলাইন লিঙ্ক শেয়ার করা হয়েছিল। যে লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অংশগ্রহণকারীরা এই শিবিরে যুক্ত হয়েছেন। আরও জানা গিয়েছে প্রায় ১৩৮ জন নিজেদের নাম নথিভুক্ত করেছিল এই অপরাজিতা শিবিরে অংশ নেওয়ার জন্য। যাদের মধ্যে ১০০ জন এইদিনের শিবিরে উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন। আবেদনকারীদের প্রত্যেকের সঙ্গে পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে ফোনে যোগাযোগ করা হয়েছে বলেও জানা গিয়েছে।

এছাড়াও পুলিশ সুপার আমনদীপ জানান, ভবিষ্যতে যদি প্রয়োজন পড়ে, তাহলে তাঁরা এই ধরনের কর্মসূচি আবারও গ্রহণ করবেন। আগামী কয়েক মাসের মধ্যে এই সংক্রান্ত রিফ্রেশার কোর্সেরও ব্যবস্থা করবেন। তাঁদের মতে, এই ‘অপরাজিতা’ তাদের একটি পাইলট তথা ফ্লাগশিপ প্রজেক্ট। যা আগামীতে নারী ক্ষমতায়নে অবদান রাখবে বলেও আশাবাদী তাঁরা।

বনোয়ারীলাল চৌধুরী

Scamming: অফিসে না এসেও ‘উপস্থিত’, জালিয়াতি করে ধরা পড়লেন কেন্দ্রীয় কর্মী! ঘটনা শুনলে অবাক হবেন!

জবলপুর: কর্মক্ষেত্রে ফাঁকি দিয়ে সাসপেন্ড হলেন প্রতিরক্ষা মন্ত্রকের এক কর্মী। ঘটনাটি মধ্যপ্রদেশের জবলপুরের। ডিরেকটরেট অফ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কর্মরত ওই ব্যক্তি দিনের পর দিন অনুপস্থিত ছিলেন। তবে তা বুঝতেই দেননি কর্তৃপক্ষকে। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাটি জানার কার্যত হতবাক অফিস কর্তৃপক্ষ।
ঘটনাটি আদতে কী? জানা গেছে, ওই ব্যক্তির নাম সুরজ যাদব টিএমএম অফিসে কর্মরত ছিলেন। কিছুদিনের জন্য তিনি উত্তরপ্রদেশের বারাণসীতে ছুটিতে যান। কিন্তু, ছুটিতে গেলেও তাঁর উপস্থিতি কিন্তু রোজ নথিভুক্ত হয়ে যেত। আদতে তিনি তাঁর কার্ডটি সুশীল নামে তাঁরই অফিসের এক পরিচিতকে দিয়ে যান। সুরজের অনুপস্থিতিতে এই সুশীলই কার্ড ‘পাঞ্চ’ করে রোজ সুরজকে ‘উপস্থিত’ করে দিতেন।
সুশীল মূলত প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় কার্ড পাঞ্চ করতেন। অন্যদিকে, সুরজও নির্দ্বিধায় নিজের বাড়িতে ছুটি কাটাতেন। এইভাবেই পেরিয়ে যায় দুই সপ্তাহ। কিন্তু, এরপর যখন সুরজের ডাক পড়ে তখন সুরজকে খুঁজে পাওয়া যায় নি। অনেকবার ফোন করলেও সাড়া পাওয়া যায় নি তাঁর। ফলে রহস্য ঘনীভূত হয়। সন্দেহ দানা বাঁধে কর্তৃপক্ষের মনে।
অ্যাটেনডেন্স রেকর্ড দেখে জানা যায় সুরজ তখনও ডিউটিতে বহাল। কিন্তু গোটা কারখানা খুঁজেও তাঁর হদিশ পাননি। এরপরেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেন অফিস কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ফের উত্তপ্ত কাশ্মীর, সেনা-জঙ্গি গুলির লড়াইতে খতম ৪ জঙ্গি, শহিদ ১ সেনা

এবং তাতেই সত্যি সামনে চলে আসে। সুরজের মিথ্যে ধরা পড়ে যায়। তদন্ত চলাকালীন সেই সিসিটিভি ফুটেজেই দেখা যায় সুরজের জায়গায় সুশীল কুশওয়াহা নামে ওই ব্যক্তি সুরজের কার্ড পাঞ্চ করছেন। এরপরে সেইদিনই হাতেনাতে পাকড়াও করা হয় সুশীলকে। সুরজের সঙ্গে তাঁকেও কাজ থেকে সাসপেন্ড করা হয়। সুরজের বিরুদ্ধে সাসপেনশন ছাড়াও নোটিসও জারি করা হয়েছে।
সূত্রের খবর, কারখানায় এখনও কার্ড পাঞ্চ পদ্ধতি চালু রয়েছে। বায়োমেট্রিক পদ্ধতি এখনও চালু হয়নি। ফলে এই ধরনের অসাধু কার্যকলাপ ঘটে চলেছে। দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।