Tag Archives: Dumping ground

Dumping Ground: ডাম্পিং গ্রাউন্ড নিয়ে বড় কাণ্ড, ১০ কোটি টাকা দিয়ে হচ্ছে এই কাজ!

দক্ষিণ দিনাজপুর: একটা সময়ে একাধিক সমস্যায় জর্জরিত ছিল বালুরঘাট পুরসভার ডাম্পিং গ্রাউন্ড। এখান থেকে প্লাস্টিক উড়ে কৃষি জমিতে পড়ে উর্বরতা নষ্ট হয়ে যাওয়া, কিংবা ডাম্পিং গ্রাউন্ড থেকে আবর্জনা এসে রাস্তার উপরের পড়ে থেকে যান চলাচলে অসুবিধা তৈরীর মতো ঘটনা হামেশাই ঘটত। পাশাপাশি ডাম্পিং গ্রাউন্ডের দুর্গন্ধে অতিষ্ঠ হতে হত স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথ চলতি মানুষদের। এই সমস্যাগুলোর স্থায়ী সমাধানের লক্ষ্যে লুরঘাট পুরসভা রাজ্য সরকারের কাছে আর্থিক সাহায্য চেয়ে দরবার করেছিল।

পরবর্তী সময়ে সেই সমস্যা সমাধানে রাজ্য সরকার প্রথম দফায় ৪৮ লক্ষ টাকা বরাদ্দ করেছিল। সেই টাকা দিয়ে বালুঘাট পুরসভার ডাম্পিং গ্রাউন্ডের ভিতরে কংক্রিটের রাস্তা তৈরি হয়েছে, হয়েছে গেট ও গার্ড রুম। সঙ্গে সীমানার প্রাচীরের ভেঙে যাওয়া অংশ মেরামত করে ডাম্পিং গ্রাউন্ড থেকে আবর্জনা চাষেরজমিতে ছড়িয়ে পড়া বন্ধ করা হয়েছে। এতে সরাসরি উপকৃত হয়েছেন এলাকার কৃষকরা।

আরও পড়ুন: দশরথ নন, তবু বৃদ্ধ বাবাকে ফিরে পেতে ছুটে এলেন রাম-লক্ষণ

পরবর্তী সময়ে একশো শতাংশ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় রাজ্য সরকারের পুর দফতর প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ করেছে পরিকাঠামো গঠনের জন্য। সেই কাজ শুরু হওয়ার মুখে। বালুরঘাট ডাম্পিং গ্রাউন্ডে ১০ কোটি টাকার এই প্রকল্প সম্পূর্ণ হলে ডাম্পিং গ্রাউন্ড থেকে উদ্ভূত বিভিন্ন সমস্যার যেমন স্থায়ী সমাধান হবে, তেমনই কিছু বেকার ছেলেমেয়ের কর্মসংস্থানেরও সুযোগ হতে পারে বলে দাবি করেছেন বালুরঘাটের পুরপ্রধান।

১০ কোটি টাকার নতুন এই প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং কাজ বর্ষা শেষ হতেই শুরু হবে। সেক্ষেত্রে বালুরঘাট পুরসভার নিজস্ব ইউনিট থেকেই আবর্জনা পৃথকীকরণ এবং সেখান থেকেই জৈব সার তৈরি এবং পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক আলাদা করে নেওয়া হবে বলে দাবি করেছে বালুরঘাট পুর কর্তৃপক্ষ।

সুস্মিতা গোস্বামী

Bangla Video: দুর্গন্ধের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে বালুরঘাটবাসীর

দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট পুরসভার সলিড ওয়েস্ট ম্যানাজমেন্টের কাজের জন্য ৯ কোটি ৮৪ লক্ষ টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। শহরের অদূরে ডাঙি এলাকায় রয়েছে পুরসভার একটি ভাগাড়। সেখানেই কঠিন বর্জ্য ব্যবস্থাপনার প্রকল্প হাতে নিয়েছে বালুরঘাট পুরসভা।

বছরের অন্যান্য সময় তেমন সমস্যা না হলেও বর্ষাকালে এলাকার পথ চলতি মানুষদের দুর্ভোগের আর সীমা থাকে না। ডাম্পিং গ্রাউন্ডের সামনের রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ময়লা আবর্জনা উঠে আসে রাস্তার উপর। ফলে যাতায়াত করতে গিয়ে বাধার সম্মুখীন হতেন এলাকাবাসীরা। তবে এই বছর বর্ষার আগেই যেন আমূল বদলে গেল ভাগাড়ের ছবিটা। আশপাশের এলাকার মানুষজন যাতে সুষ্ঠভাবে ভাগাড়ের সামনে দিয়ে চলাচল করতে পারে তার জন্য পুরসভা তরফে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ৪৮ লক্ষ টাকার নানা কাজ হয়েছে ভাগাড়ে।

আর‌ও পড়ুন: প্রবল বৃষ্টিতে ফুঁসছে নদী, তার‌ই মধ্যে ঘোলা জলে মাছ ধরতে হুটোপুটি

ক্যাটেল গেট, রাস্তা সহ বেশকিছু কাজ হয়েছে। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়নের জন্য এবার আরও বরাদ্দ মিলেছে। এবার বাকি টাকায় আধুনিক মানের নানা কাজ হবে বলে বালুরঘাট পুরসভার তরফ থেকে জানা গিয়েছে। পুরপ্রধান অশোক মিত্র জানান, ভাগাড়ের ৭৫ শতাংস আবর্জনা সরিয়ে ফেলা হয়েছে। সেখানে ওই টাকায় ভাগাড়ে বিল্ডিং হবে, নতুন সিপি ইউনিট হবে, আবর্জনা পৃথকিকরণ সিসিইউ তৈরি, বন সৃজন, ঘেরা, বিল্ডিং সহ একাধিক কাজ হবে। এমনকি পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করে তা অন্যত্র পাঠানো হবে। এজন্য ফান্ডের আবেদন করা হয়েছিল। অবশেষে ৯ কোটি ৮৪ লক্ষ টাকা বরাদ্দ মিলেছে। এর জন্য তিনি রাজ্য সরকারকে ধন্যবাদ জানান।

পুরসভা সূত্রে খবর, এই নতুন অর্থ ভোটের আগেই বরাদ্দ হয়েছিল। এদিন পুরসভার হাতে তা হস্তান্তর হয়েছে। কাজের অগ্রগতির তথ্য রাজ্যে পাঠানো হয়েছিল। নয়াভাবে বরাদ্দ করা ওই টাকায় নানা ধরনের অত্যাধুনিক মানের কাজ হবে। এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে ধন্যবাদ জানানো হয়েছে।

সুস্মিতা গোস্বামী