Tag Archives: elephant attacks

Elephant Attack: হাতির মাথায় কী বুদ্ধি! গাছ ফেলে ফেন্সিং উপড়ে ঢুকছে গ্রামে

আলিপুরদুয়ার: হাতির উপদ্রব অব্যাহত জলদাপাড়া জঙ্গল সংলগ্ন বন বস্তিতে। জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে হামলা করে ক্ষেতের ফসল লন্ডভন্ড করে দেওয়ায় চাষ করতে পারছেন না বাসিন্দারা। এদিকে বেপরোয়া বুনো হাতির হানা ঠেকাতে গিয়ে মহাচিন্তিত বন দফতরের আধিকারিকরাও।

হাতির তাণ্ডবে অতিষ্ট জলদাপাড়া জঙ্গল সংলগ্ন গ্রামগুলির সাধারণ মানুষ। জলদাপাড়া ন্যাশনাল পার্ক থেকে বেড়িয়ে লোকালয়ে চলে হামেশাই চলে আসছে হাতির দল। কখনও দিনে কখনও রাতে এসে তাণ্ডব চালচ্ছে তারা। আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া, শালকুমার ব্যাঙ্ডাকি, চিলাপাতা সহ বিভিন্ন এলাকায় চলছে বুনো হাতির উপদ্রব। জঙ্গল থেকে বেড়িয়ে হাতি কোনও সময় বাড়িঘর ভাঙচুর করছে, আবার কোনও সময় সুপরি, কলাবাগান সহ বিভিন্ন ফসল নষ্ট করছে। লাগাতার চাষের জমিতে হামলা করায় গ্রামের সাধারণ মানুষ খেটেখুটে চাষ করেও ফসল ঘরে তুলতে পারছেন না।

আর‌ও পড়ুন: কেরি সাহেবের নীলকুঠি পর্যটনকেন্দ্র হবে? ভোটের আগে জোরালো দাবি

এখানকার গ্রামবাসীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে হাতি। জঙ্গলের পাশে হাতি, বাইসন সহ পশুপাখিদের জন্য সিপ্টিং তার লাগানো থাকে। এই তার জলদাপাড়া অভয়ারণ্যের কোনও জায়গায় রয়েছে আবার কোথাও নেই। এর ফলেই হাতি সহজে লোকালয়ে চলে আসছে গ্রামে গ্রামবাসীদের ধারণা। এদিকে অনেকের অভিযোগ, হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়ে নিয়মমাফিক ক্ষতিপূরণের আবেদন করলেও তা অনেকেই পাননি। এই বিষয়ে জলদাপাড়া বন বিভাগের এডিএফ‌ও নবজ্যোতি দে বলেন, ফেন্সিং তার দিয়ে হাতিকে আটকানো সম্ভব নয়। অনেক সময় হাতেই গাছ ফেলে তার ছিঁড়ে লোকালয়ে ঢুকে পড়ে। আমরা চেষ্টা করছি, আমাদের কর্মীরা দেখাশোনা করছেন। এদিকে বন বিভাগের তরফে বলা হয়েছে, যাদের ক্ষতি হয়েছে তাঁরা সঠিক নিয়মে আবেদন করলে ক্ষতিপূরণ দেওয়া হবে।

অনন্যা দে

Elephant Attacks: ভয়ঙ্কর প্রাণঘাতী লড়াই! কোমর ভাঙল হাতির, দুই দাঁতালের সংঘর্ষে গুরুতর জখম ১, এলাকায় ব্যাপক চাঞ্চল্য

জলদাপাড়া: জলদাপাড়ার তিতির জঙ্গলে দুই দাঁতাল হাতির লড়াই। ভয়ঙ্কর সংঘর্ষে কোমর ভাঙ্গল এক দাঁতাল হাতির। জলদাপাড়া জাতীয় উদ্যানের এই ঘটনায় বিরাট সমস্যায় পড়েছে বন দফতর।

গুরুতর আহত কোমর ভাঙ্গা হাতির চিকিৎসা শুরু করেছে বন দফতর। হলং নদীর ধারে পড়ে রয়েছে কোমর ভাঙ্গা হাতি।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানে।

আরও পড়ুন-                             একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা

আরও পড়ুন-                             একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা

জলদাপাড়ার জঙ্গলে দুই দাঁতাল হাতির মধ্যে শেষ কবে এমন ভয়ঙ্কর প্রাণঘাতী লড়াই হয়েছিল, তা মনে করতে পারছেন না বনকর্তারা। মূলত দু’টি কারণে দাঁতাল হাতিদের মধ্যে লড়াই হয়৷

প্রথমত জঙ্গলে এলাকার দখল, অথবা সঙ্গিনী দখল নিয়ে দুই দাতালের লড়াইয়ে জখম এক দাঁতাল বলে অনুমান বন দফতরের। তবে এবারের কারণ নিয়ে চিন্তা বাড়ছে বনকর্তাদের৷

Rajkumar Karmakar

Viral Video: প্রেমে বাধা! ট্যুরিস্ট সমেত সাফারি গাড়িকে তুলে ছুঁড়ে ফেলে দিল পুরুষ হাতি !

#আফ্রিকা:   শীতকাল মানেই খুলতে শুরু করেছে সব জঙ্গল (viral video)। এই সময়ে জঙ্গলের মজা একেবারেই আলাদা। আসলে শীত বা গরম হোক কিংবা বর্ষা জঙ্গল সব সময়েই বদলে ফেলে তার রূপ। আর যারা সত্যিকারের অরণ্যপ্রেমী তারা এই সময়ে কিছুতেই নিজেদের দূরে রাখতে পারেন না। তবে বর্তমানে ওয়াইল্ড লাইফ ছবি তুলতে অনেকেই ভালবাসেন। আর প্রতি সিজনে তাঁরা সব দল বেঁধে চলে যান জঙ্গল। সে ভারতে হোক বা দেশের বাইরে।

আর জঙ্গল মানেই সাফারি (Viral video) । সকালের আলো ফোটার আগে বেড়িয়ে পড়া। আবার সন্ধ্যের মধ্যে সাফারি শেষ। গোটা দিন জুড়ে চলে জঙ্গল সাফারি। মাঝে বিরতি থাকে। আর এই সাফারির মাঝে কখনও দেখা মেলে বাঘা মামার। আবার কখনও সামনে এসে দাঁড়ায় পেল্লাই ভালুক। কিংবা মস্তো হাতির দল। আবার কখনও বিরল পাখি ধরা দেয় আকাশে। নয়তো হরিণ ছুটে যায় জল খেতে। তবে জঙ্গলের বাঘ সিংহ কিংবা হাতি বা যে কোনও জীব দেখার মজাই আলাদা।

তবে এই সব সাফারির মাঝে অনেক সময় অনেক দুর্ঘটনাও ঘটে। সাধারণত কোনও জঙ্গলেই সাফারি চলাকালীন সময়ে নামতে দেওয়া হয় না গাড়ি থেকে (Viral video)। তবে তার মাঝেও জীব জন্তুরা এমন কাণ্ড ঘটায় যা ভাইরাল হয়।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আফ্রিকার জঙ্গলের একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। সাউথ আফ্রিকার ঘন জঙ্গলে সরু রাস্তায় পর পর দু’টো ট্যুরিস্টের গাড়ি ঢোকে। সাউথ আফ্রিকার লিম্পুর সিলাটি গেম রিজার্ভ ফরেস্টে যায় এই ট্যুরিস্ট দল। তাঁরা সামনেই দু’টি হাতিকে দেখতে পায়। একটি পুরুষ হাতি ও মহিলা হাতি এক সঙ্গে ছিল।

 আরও পড়ুন: পা ভেঙে হাসপাতালে প্রিয়াঙ্কা ! কেমন আছে ছেলে সহজ? জানালেন প্রাক্তন স্বামী রাহুল

সাফারি গাড়িটি ওই হাতিদের (Angry Elephant Attacks Safari Jeep in South Africa)  কাছাকাছি আসতেই বিপদ ঘটে যায়। এই সময় সাধারণত মেটিং সিজন হয়। আগে থেকেই উত্তেজিত ছিল ওই দুই হাতি। সাফারি গাড়িটিকে দেখেই বিরক্ত হয় হাতিরা। এবার পুরুষ হাতিটি এগিয়ে এসে শুড় দিয়ে গাড়িটিকে ফেলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু একা পেরে ওঠে না। এর পর দু’টি হাতি মিলে এক সঙ্গে উল্টে দেয় সাফারি গাড়ি। ছিঁটকে মাটিতে পড়েন ট্যুরিস্টরা। তারপর দৌড়ে পালিয়ে পিছনের গাড়ির কাছে চলে আসেন তাঁরা।গাড়ি উল্টে দিয়ে হাতি দু’টি চলে যায় অন্যদিকে। এ যাত্রায় প্রাণে বাঁচেন ওই ট্যুরিস্ট দল। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই মুহূর্তে ভাইরাল হয়।