Tag Archives: English

Knowledge Story: ধুন্দুল তো খান! বলুন তো, এর ইংরেজি নাম কী? উত্তর দিতে ব্যর্থ অনেকেই

আমাদের রান্নাঘরে রকমারি সবজির মধ্যে অন্যতম হল ধুন্দুল। ব্যবহার কম হলেও এই  সবজির সঙ্গে কমবেশি আমরা সবাই পরিচিত। এই সবজি সারা বছরই পাওয়া যায়।
আমাদের রান্নাঘরে রকমারি সবজির মধ্যে অন্যতম হল ধুন্দুল। ব্যবহার কম হলেও এই সবজির সঙ্গে কমবেশি আমরা সবাই পরিচিত। এই সবজি সারা বছরই পাওয়া যায়।
ধুন্দুল একটি সুস্বাদু সবজি। কাঁচা ফল সবজি হিসাবে ব্যবহার হয়। শুকনো ধুন্দুল গা ঘঘসার জন্য এবং রান্না ঘরে বাসন-বেসিন পরিস্কার করার কাজেব্যবহার করা হয়।
ধুন্দুল একটি সুস্বাদু সবজি। কাঁচা ফল সবজি হিসাবে ব্যবহার হয়। শুকনো ধুন্দুল গা ঘঘসার জন্য এবং রান্না ঘরে বাসন-বেসিন পরিস্কার করার কাজেব্যবহার করা হয়।
ধুন্দুলে আছে ইনসুলিন যা ডায়াবেটিক নিরাময়ে সহায়তা করে। মানব দেহে অতিরিক্ত কোলেসট্রল এবং মেদ কমাতে সহায়তা করে। খাদ্য হজমে এবং জন্ডিস রোগ সারাতে সাহায্য করে।
ধুন্দুলে আছে ইনসুলিন যা ডায়াবেটিক নিরাময়ে সহায়তা করে। মানব দেহে অতিরিক্ত কোলেসট্রল এবং মেদ কমাতে সহায়তা করে। খাদ্য হজমে এবং জন্ডিস রোগ সারাতে সাহায্য করে।
ধুন্দলে আছে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, এবং বি- ভিটামিন। অ্যান্টি অকসিডেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল, কার্ডিওপ্রোটেকটিভ, নেফরোপ্রোটেকটিভ, অ্যান্টিক্যান্সার, অ্যান্টি আলসার, গ্যাসট্রোপ্রোটেকটিভ,লাইপোলিপিডেমিক, পোটোপ্রোটেকটিভ, হাইপোলিপিডেমিক।
ধুন্দলে আছে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, এবং বি- ভিটামিন। অ্যান্টি অকসিডেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল, কার্ডিওপ্রোটেকটিভ, নেফরোপ্রোটেকটিভ, অ্যান্টিক্যান্সার, অ্যান্টি আলসার, গ্যাসট্রোপ্রোটেকটিভ,লাইপোলিপিডেমিক, পোটোপ্রোটেকটিভ, হাইপোলিপিডেমিক।
ক্যালরির পরিমাণ অনেক কম এবং ফোলেট, পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকায় হার্টের ভাল রাখে। এতে থাকা ফাইবার স্ট্রোক হওয়ার ঝুঁকি কমায় । এই সবজি দৃষ্টিশক্তি ভালা রাখে। প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন থাকায় চোখের দৃষ্টি উন্নত করে।
ক্যালরির পরিমাণ অনেক কম এবং ফোলেট, পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকায় হার্টের ভাল রাখে। এতে থাকা ফাইবার স্ট্রোক হওয়ার ঝুঁকি কমায় । এই সবজি দৃষ্টিশক্তি ভালা রাখে। প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন থাকায় চোখের দৃষ্টি উন্নত করে।
ধুন্দুলের এত উপকারিতা থাকা সত্ত্বেও এই সবজি সম্পর্কে এমন অনেক তথ্য রয়েছে যা আমাদের অনেকের কাছেই অজানা। তেমন বিষয় হল ধুন্দুলের ইংরেজি কী আর ধুন্দুলের বিজ্ঞানসম্মত নাম কী?
ধুন্দুলের এত উপকারিতা থাকা সত্ত্বেও এই সবজি সম্পর্কে এমন অনেক তথ্য রয়েছে যা আমাদের অনেকের কাছেই অজানা। তেমন বিষয় হল ধুন্দুলের ইংরেজি কী আর ধুন্দুলের বিজ্ঞানসম্মত নাম কী?
ধুন্দুলকে অনেকে ইংরেজিতে Dhundul বলে থাকে। তবে ধুন্দুলের আসল ইংরেজি নাম হল Zucchini (জুচিনি)। আর ধুন্দুলের বিজ্ঞানসম্মত নাম হল  Luffa Aegyptiaca।
ধুন্দুলকে অনেকে ইংরেজিতে Dhundul বলে থাকে। তবে ধুন্দুলের আসল ইংরেজি নাম হল Zucchini (জুচিনি)। আর ধুন্দুলের বিজ্ঞানসম্মত নাম হল Luffa Aegyptiaca।

পৃথিবীতে কোন ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে? উত্তর জানলে আপনি জিনিয়াস

কলকাতা: মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম হল ভাষা। পৃথিবীর একেকটি অঞ্চলের মানুষ একেক ভাষায় কথা বলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সামার ইন্সটিটিউট অফ লিঙ্গুইস্টিক্‌স (এসআইএল) ইন্টারন্যাশনাল-এর ভাষা নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান ‘এথনোলগ’ বলছে, পৃথিবীতে বর্তমানে সাত হাজার ১৬৮টি ভাষা রয়েছে। তবে তার মধ্যে ৪২ শতাংশ ভাষাই ‘ঝুঁকিপূর্ণ’। অর্থাৎ, তিন হাজার ৪৫টি ভাষা প্রায় বিলুপ্তির পথে।

যদি বহুল ব্যবহৃত ভাষার কথা বলতে হয়, তবে নিঃসন্দেহে প্রথমেই ইংরেজির নাম উঠে আসবে। পৃথিবীতে খুব কমসংখ্যক দেশের মাতৃভাষা ইংরেজি। কিন্তু পৃথিবীতে এমন দেশ বিরল যেখানে মাতৃভাষার পর ইংলিশকে প্রাধান্য দেওয়া হয় না। এথনোলগ-এর তথ্য বলছে, দুনিয়ায় ৮০০ কোটি মানুষের মধ্যে প্রায় ১৫০ কোটি মানুষই ইংরেজিতে কথা বলেন।

আরও পড়ুন- পটনা থেকে খালি হাতে এসেছিলেন মুম্বই, লন্ডন পর্যন্ত বিস্তৃত ব্যবসা,সাফল্যের শিখরে

পৃথিবীর মাত্র ৩৮ কোটি মানুষের মাতৃভাষা ইংরেজি। মাতৃভাষার বিচারে ইংরেজির অবস্থান বিশ্বে তৃতীয়। এই ভাষার আঁতুড়ঘর ইউনাইটেড কিংডম। পৃথিবীজুড়ে চলা ব্রিটিশ উপনিবেশ এই ভাষার প্রচার ও প্রসারে বড় ভূমিকা রেখেছে। ব্রিটিশরা আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া এবং ক্যারিবীয় অঞ্চলে তাদের উপনিবেশ স্থাপন করেছিল একটা সময়। অর্থনৈতিক আধিপত্য বিস্তার করতে গিয়ে ব্রিটিশরা নিজেদের ভাষার প্রসারও ঘটায়।

ভারতীয় উপমহাদেশ-সহ পৃথিবীর একাধিক দেশে ব্রিটিশ সাম্রাজ্যের অবসান ঘটেছে। তবুও জনপ্রিয়তার নিরিখে ইংরেজির প্রভাব এখনও দেখা যায়। এথনোলগ অনুযায়ী, পৃথিবীর মোট ১৪৬টি দেশে ইংরেজিতে কথা বলা মানুষ থাকেন।

চিনের অধিকাংশ মানুষ কথা বলেন ম্যান্ডারিন চাইনিজ ভাষায়। যদি শুধুমাত্র মাতৃভাষার কথা বিবেচনা করা হয়, তা হলে পৃথিবীতে ম্যান্ডারিন চাইনিজ ভাষায় কথা বলা মানুষের সংখ্যাই সবচেয়ে বেশি। এথনোলগ জানাচ্ছে, পৃথিবীর ৯৪ কোটি মানুষের মাতৃভাষা ম্যান্ডারিন চাইনিজ। এছাড়া, পৃথিবীর প্রায় ১১০ কোটি মানুষ ম্যান্ডারিন চাইনিজে কথা বলেন।

আরও পড়ুন- আচ্ছা বলুন তো বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড় থাকে কেন? কারণ শুনলে চমকে যাবেন কিন্ত

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ চিন। ওয়ার্ল্ড স্ট্যাটিসটিকস অব চায়না-এর তথ্য অনুযায়ী, চিনের জনসংখ্যা এখন ১৪০ কোটির একটু বেশি। এথনোলগ-এর দেওয়া তথ্য বলছে, চিনের ৮১ শতাংশ মানুষ ম্যান্ডারিন চাইনিজে কথা বলেন। এমনকী কানাডা, মায়ানমার, মঙ্গোলিয়া, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড-সহ মোট ৩৭টি দেশে ম্যান্ডারিন ভাষায় কথা বলা মানুষ রয়েছেন। বলা হয়, চিনে জন্মানো ম্যান্ডারিন চাইনিজ পৃথিবীর অন্যতম কঠিন ভাষা।

General Knowledge: নারকেল তো সবার জানা, বলুন তো ডাবের ইংরেজি কী? আপনি যেটা ভাবছেন সেটা কিন্তু নয়!

দৈন্দিন পড়াশোনার পাশাপাশি সাধারণ জ্ঞান ও ধাঁধা আমাদের অনেকের কাছেই খুব প্রিয়। বর্তমানে স্মার্ট ফোনের যুগে অবসর সময়ে অনেকেই জিকে অথবা ধাঁধার সমাধান করার পিছনে সময় দিয়ে থাকেন।
দৈন্দিন পড়াশোনার পাশাপাশি সাধারণ জ্ঞান ও ধাঁধা আমাদের অনেকের কাছেই খুব প্রিয়। বর্তমানে স্মার্ট ফোনের যুগে অবসর সময়ে অনেকেই জিকে অথবা ধাঁধার সমাধান করার পিছনে সময় দিয়ে থাকেন।
এমন অভ্যাস যাদের রয়েছে তাদের পক্ষে খুব ভালো বিষয়। তার কারণ অজানা বিষয় জেনে নিজের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করা যায়। একসঙ্গে ধাঁধার সমাধান করে মগজাস্ত্রে শান দেওয়া হয়।
এমন অভ্যাস যাদের রয়েছে তাদের পক্ষে খুব ভালো বিষয়। তার কারণ অজানা বিষয় জেনে নিজের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করা যায়। একসঙ্গে ধাঁধার সমাধান করে মগজাস্ত্রে শান দেওয়া হয়।\
চাকরির পরীক্ষায় এমন অনেক প্রশ্ন আসে যা কিছুক্ষণের জন্য ঘাবড়ে দেয় পরীক্ষার্থীদের। খুব সহজ মনে হলেও আদতে পরীক্ষার্থীদের অধিকাংশই জানেন না উত্তরটি। এই প্রতিবেদনে তেমন একটি ট্রিকি প্রশ্ন করা হয়েছে। জানতে চাওয়া হয়েছে ডাবের ইংরেজি কী?
চাকরির পরীক্ষায় এমন অনেক প্রশ্ন আসে যা কিছুক্ষণের জন্য ঘাবড়ে দেয় পরীক্ষার্থীদের। খুব সহজ মনে হলেও আদতে পরীক্ষার্থীদের অধিকাংশই জানেন না উত্তরটি। এই প্রতিবেদনে তেমন একটি ট্রিকি প্রশ্ন করা হয়েছে। জানতে চাওয়া হয়েছে ডাবের ইংরেজি কী?
আমারা সকলেই কমবেশি ডাব খেয়ে থাকি। নারকেল হল ডাবের পরিপক্ক রূপ। ডাব পেকে নারকেল হওয়ার সঙ্গে সঙ্গে ডাবের জল কমে যায়, তার জায়গায় ভেতরে জমা হয় নারকেলের শাঁস।
আমারা সকলেই কমবেশি ডাব খেয়ে থাকি। নারকেল হল ডাবের পরিপক্ক রূপ। ডাব পেকে নারকেল হওয়ার সঙ্গে সঙ্গে ডাবের জল কমে যায়, তার জায়গায় ভেতরে জমা হয় নারকেলের শাঁস।
গরমকালে ডাব আমাদের সকলেরই খুব প্রিয়। কিন্তু নারকেলের ইংলিশ জানলেও আমারা অনেকেই ডাবের ইংরজি জানি না।
গরমকালে ডাব আমাদের সকলেরই খুব প্রিয়। কিন্তু নারকেলের ইংলিশ জানলেও আমারা অনেকেই ডাবের ইংরজি জানি না।
অনেকেই ভাবে ডাব একটি ইংরেজি শব্দ। তাই ডাবের কোনও ইংরেজি নেই। তা একেবারেই নয়। ডাবের ইংরেজি হল Green Coconut বা গ্রিন ককোনাট।
অনেকেই ভাবে ডাব একটি ইংরেজি শব্দ। তাই ডাবের কোনও ইংরেজি নেই। তা একেবারেই নয়। ডাবের ইংরেজি হল Green Coconut বা গ্রিন ককোনাট।