Tag Archives: ganesh puja

Ganesh Chaturthi 2024: রুষ্ট হবেন ঠাকুর! ছারখার হবে সংসার! জীবনে নামবে অন্ধকার! গণেশ চতুর্থীতে ভুলেও এই কাজ নয়!

ভাদ্র মাস ভগবান গণেশের উদ্দেশ্যে নিবেদিত। প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে গণেশ চতুর্থী পালিত হয়। এটি বিশ্বাস করা হয় যে এই সময়ে ভগবান গণেশের উপাসনা করলে সমস্ত দুঃখ ও সংকট শেষ হয়।
ভাদ্র মাস ভগবান গণেশের উদ্দেশ্যে নিবেদিত। প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে গণেশ চতুর্থী পালিত হয়। এটি বিশ্বাস করা হয় যে এই সময়ে ভগবান গণেশের উপাসনা করলে সমস্ত দুঃখ ও সংকট শেষ হয়।
মোদক ভগবান গণেশকে নিবেদন করা হয়। কিন্তু, এমন কিছু জিনিস রয়েছে যা ভুলে যাওয়া উচিত নয় এবং ভগবান গণেশকে অর্পণ করা উচিত নয়। এতে পুজো নিষ্ফল হয়ে যায়।
মোদক ভগবান গণেশকে নিবেদন করা হয়। কিন্তু, এমন কিছু জিনিস রয়েছে যা ভুলে যাওয়া উচিত নয় এবং ভগবান গণেশকে অর্পণ করা উচিত নয়। এতে পুজো নিষ্ফল হয়ে যায়।
দেওঘরের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল স্থানীয় ১৮-কে জানিয়েছেন, চলতি বছরের ৭ সেপ্টেম্বর থেকে গণেশ উৎসব শুরু হতে চলেছে। ভাদ্রমাসের চতুর্থীর দিন থেকে শুরু হবে ১০ দিন ধরে গণেশের পুজো করা হবে।
দেওঘরের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল স্থানীয় ১৮-কে জানিয়েছেন, চলতি বছরের ৭ সেপ্টেম্বর থেকে গণেশ উৎসব শুরু হতে চলেছে। ভাদ্রমাসের চতুর্থীর দিন থেকে শুরু হবে ১০ দিন ধরে গণেশের পুজো করা হবে।
এই সময় ভক্তরা গজাননকে অনেক কিছু নিবেদন করবেন। মোদক নিবেদন করবেন। এটি বিশ্বাস করা হয় যে এটি ভগবান গণেশকে খুব খুশি করে তোলে এবং ঘরে সুখ ও সমৃদ্ধি বাড়ায়।
এই সময় ভক্তরা গজাননকে অনেক কিছু নিবেদন করবেন। মোদক নিবেদন করবেন। এটি বিশ্বাস করা হয় যে এটি ভগবান গণেশকে খুব খুশি করে তোলে এবং ঘরে সুখ ও সমৃদ্ধি বাড়ায়।
এই জিনিসগুলি ভুলবেন নাজ্যোতিষীরা বলেন, ভগবান গণেশ অনেক কিছু ভালোবাসেন এবং অনেক কিছুই অপ্রীতিকর। উদাহরণস্বরূপ, ভগবান গণেশেকে তুলসির একটি পাতাও দেওয়া উচিত নয়। এটি ভগবান গণেশকে বিরক্ত করতে পারে এবং ভক্তের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এই জিনিসগুলি ভুলবেন না
জ্যোতিষীরা বলেন, ভগবান গণেশ অনেক কিছু ভালোবাসেন এবং অনেক কিছুই অপ্রীতিকর। উদাহরণস্বরূপ, ভগবান গণেশেকে তুলসির একটি পাতাও দেওয়া উচিত নয়। এটি ভগবান গণেশকে বিরক্ত করতে পারে এবং ভক্তের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
কেতকী ফুল
কেতকী ফুল ভগবান গণেশের কাছে অপচ্ছন্দের, তাই ভগবান গণেশকে কেতকী ফুল অর্পণ করে ভুল করবেন না।

কেতকী ফুল
কেতকী ফুল ভগবান গণেশের কাছে অপচ্ছন্দের, তাই ভগবান গণেশকে কেতকী ফুল অর্পণ করে ভুল করবেন না।
ভাঙা বা ভাঙা চালপুজোয় অক্ষত হিসেবে চাল নিবেদন করা হয়, কিন্তু গণেশকে ভাঙা চাল নিবেদন করবেন না। এতে গণেশ ক্রুদ্ধ হতে পারেন।
ভাঙা বা ভাঙা চাল
পুজোয় অক্ষত হিসেবে চাল নিবেদন করা হয়, কিন্তু গণেশকে ভাঙা চাল নিবেদন করবেন না। এতে গণেশ ক্রুদ্ধ হতে পারেন।
সাদা বস্তুএটা বিশ্বাস করা হয় যে চাঁদ একবার ভগবান গণেশকে উপহাস করেছিল, তখনই ভগবান গণেশ চাঁদকে অভিশাপ দিয়েছিলেন। এমন পরিস্থিতিতে চাঁদ সম্পর্কিত জিনিসগুলি ভগবান গণেশকে অর্পণ করা উচিত নয়। সাদা ফুল, সাদা বস্ত্র, ইত্যাদি অর্পণ করলে পুজো নিষ্ফল হয়ে যেতে পারে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)
সাদা বস্তু
এটা বিশ্বাস করা হয় যে চাঁদ একবার ভগবান গণেশকে উপহাস করেছিল, তখনই ভগবান গণেশ চাঁদকে অভিশাপ দিয়েছিলেন। এমন পরিস্থিতিতে চাঁদ সম্পর্কিত জিনিসগুলি ভগবান গণেশকে অর্পণ করা উচিত নয়। সাদা ফুল, সাদা বস্ত্র, ইত্যাদি অর্পণ করলে পুজো নিষ্ফল হয়ে যেতে পারে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)

Ganesh Chaturthi 2024: গণেশ চতুর্থী কবে? ঠিক ‘এই’ সময়ে করুন ছোট্ট কাজ, জীবনের সব সমস্যা নিমেষে শেষ…

সনাতন ধর্মে, সমস্ত দেব-দেবীর মধ্যে সর্বপ্রথম ভগবান গণেশের পূজা করা হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে, ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থীর উৎসবটি খুব জাঁকজমকের সঙ্গে পালিত হয়।
সনাতন ধর্মে, সমস্ত দেব-দেবীর মধ্যে সর্বপ্রথম ভগবান গণেশের পূজা করা হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে, ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থীর উৎসবটি খুব জাঁকজমকের সঙ্গে পালিত হয়।
ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই দিনে গণপতি বাপ্পার জন্মদিনও পালন করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান গণেশের আরাধনা করলে এবং কিছু বিশেষ ব্যবস্থা করলে জীবনের সমস্ত বাধা দূর হয় এবং মানুষ গণেশের আশীর্বাদ লাভ করে।
ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই দিনে গণপতি বাপ্পার জন্মদিনও পালন করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান গণেশের আরাধনা করলে এবং কিছু বিশেষ ব্যবস্থা করলে জীবনের সমস্ত বাধা দূর হয় এবং মানুষ গণেশের আশীর্বাদ লাভ করে।
অযোধ্যার জ্যোতিষী পন্ডিত কল্কি রাম বলেছেন যে এই বছর ভাদ্রপদ মাসের চতুর্থী তিথি শুরু হবে ৬ সেপ্টেম্বর বিকেল ৩:০১ মিনিটে এবং এটি ৭ সেপ্টেম্বর বিকেল ৫:৩৭ মিনিটে শেষ হবে।
অযোধ্যার জ্যোতিষী পন্ডিত কল্কি রাম বলেছেন যে এই বছর ভাদ্রপদ মাসের চতুর্থী তিথি শুরু হবে ৬ সেপ্টেম্বর বিকেল ৩:০১ মিনিটে এবং এটি ৭ সেপ্টেম্বর বিকেল ৫:৩৭ মিনিটে শেষ হবে।
উদয় তিথি অনুসারে, ৭ সেপ্টেম্বর শনিবার গণেশ চতুর্থীর উৎসব পালিত হবে। এই দিনে ভগবান গণেশের বিশেষ আরাধনা ও পূজা করা হয়, যার কারণে ভগবান গণেশ প্রসন্ন হন।
উদয় তিথি অনুসারে, ৭ সেপ্টেম্বর শনিবার গণেশ চতুর্থীর উৎসব পালিত হবে। এই দিনে ভগবান গণেশের বিশেষ আরাধনা ও পূজা করা হয়, যার কারণে ভগবান গণেশ প্রসন্ন হন।
আপনি যদি আর্থিক সঙ্কটে ভুগে থাকেন এবং তা থেকে মুক্তি পেতে চান, তাহলে গণেশ চতুর্থীর দিন গণেশের স্তোত্র পাঠ করুন। গরীবদের দান করুন। বিশ্বাস অনুসারে, এটি করলে আর্থিক অসুবিধা দূর হয় এবং আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হয়।
আপনি যদি আর্থিক সঙ্কটে ভুগে থাকেন এবং তা থেকে মুক্তি পেতে চান, তাহলে গণেশ চতুর্থীর দিন গণেশের স্তোত্র পাঠ করুন। গরীবদের দান করুন। বিশ্বাস অনুসারে, এটি করলে আর্থিক অসুবিধা দূর হয় এবং আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হয়।
গণেশ চতুর্থীর দিন পূজার সময় গণপতি বাপ্পাকে শমী পাতা ও দূর্বা নিবেদন করুন। এটি করলে ভগবান গণেশ প্রসন্ন হন এবং সাধকের সমস্ত ইচ্ছা পূরণ হয়।
গণেশ চতুর্থীর দিন পূজার সময় গণপতি বাপ্পাকে শমী পাতা ও দূর্বা নিবেদন করুন। এটি করলে ভগবান গণেশ প্রসন্ন হন এবং সাধকের সমস্ত ইচ্ছা পূরণ হয়।

Ganesh Chaturthi 2024: মহারাষ্ট্রের গণেশ চতুর্থীর ছোঁয়া এবার বঙ্গে! তৈরি হচ্ছে ৩০ ফুটের মূর্তি, বড় চমক শিলিগুড়িতে

শিলিগুড়ি: আর মাত্র কিছুদিন বাদেই গণেশ পুজো। একটা সময় শহর শিলিগুড়িতে হাতে গোনা কয়েকটি গণেশ পুজো হত। তবে এখন সেখানে জাঁকজমকভাবে পূজিত হন গণপতি বাপ্পা। তবে এবছর শিলিগুড়িতে উত্তরবঙ্গের সবথেকে বড় গণেশ প্রতিমা তৈরি হচ্ছে। মহারাষ্ট্রের আদলে তৈরি হচ্ছে বিশালাকার গনেশ প্রতিমা। শিলিগুড়ির প্রধান নগর গণেশ পুজো কমিটির এবার চতুর্থ বর্ষপূর্তি। এবার ৩০ ফুটের মূর্তি বানাচ্ছে শিলিগুড়ির এই ক্লাব। এখানকার শিল্পীরাই তৈরি করছে এই গণেশ মূর্তি। এর সঙ্গে আলোকসজ্জাতেও থাকছে চমক।

আরও পড়ুন: অভিনেতার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ! বাড়িতে ডেকে ঘরবন্দি করে হেনস্থা অভিনেত্রীকে

২০২১ সাল থেকে প্রধান নগর এলাকার কিছু যুবক মিলে এই গণেশ পুজোর সূচনা করেছিলেন। শুরু থেকেই তাঁদের মাথায় ছিল যে কোনওদিন তাঁরা বড় আকারে মহারাষ্ট্রের মতো গণেশ পুজোর আয়োজন করবেন। তাই এ বছর বাজেট বাড়িয়ে করা হয় পাঁচ লক্ষ টাকা। প্রধান নগর এলাকার বাসিন্দারা তো বটেই, আশেপাশের বহু লোক এই পুজোয় তাঁদের সাহায্য করেছেন। দীর্ঘ এক মাস ধরে চলছে মূর্তি তৈরির কাজ। বাঁশের চাঙর লাগিয়ে শিলিগুড়ি কুমোরটুলির শিল্পীরাই গণেশ মূর্তি গড়ছেন। তাঁদের বিশ্বাস, এবার তাঁদের পুজো শিলিগুড়ির বাকি সমস্ত পুজোকে ছাপিয়ে যাবে।

ক্লাব সম্পাদক দেবরাজ পাল বলেন, ”গত চার বছর ধরে আমরা এই গণেশ পুজো করে আসছি। এবার শহরবাসীকে একটু মহারাষ্ট্রের গণেশ পুজোর আনন্দ দিতে চাই। তাই এই বিশালাকার প্রতিমা তৈরি হচ্ছে। ৬ই সেপ্টেম্বর আমাদের পুজোর শুভ উদ্বোধন হবে।” পুজোর কয়েকদিন গরিব দুঃস্থদের সেবা প্রদান-সহ প্রতিদিন ভোগ দেওয়া হবে। এছাড়াও আরও কিছু কর্মসূচি করা হবে বলে জানিয়েছেন তাঁরা। ভিড় এড়ানোর জন্য পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে সব রকম ব্যবস্থা থাকবে। তাঁরা আশাবাদী যে, তাঁদের পুজো শহরবাসীর মন জয় করে নেবে।

অনির্বাণ রায়

শ্রেয়ার সুরে গণেশ বন্দনা যেন ম্যাজিকের মতো! বুদাপেস্টে বেজে উঠল ‘জয়দেব জয়দেব’

#মুম্বই: গণেশ চতুর্থী এলেই মন বলে পুজো প্রায় এসে গেছে৷ বুধবার গণপতির আরাধনায় রত সবাই৷ সৌভাগ্যের দেবতা গণেশের আরাধনায় জীবনে সুখ-সমৃদ্ধি আসে৷ তাই প্যান্ডেল হোক বা বাড়ি সুন্দর করে সাজিয়ে সিদ্ধিদাতার আরাধনায় মগ্ন সকলে। এরই মধ্যে সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের সোশ্যাল মিডিয়া পোস্টে গণেশ ভক্তি অন্য মাত্রা পেয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by shreyaghoshal (@shreyaghoshal)

সোশ্যাল মিডিয়া পোস্ট করে গায়িকা তাঁর ‘জয়দেব জয়দেব’ গানের ঝলক শেয়ার করেছেন। সম্প্রতি বিশ্বব্যাপী স্বীকৃত বুদাপেস্টের এক সিম্ফনি অর্কেস্ট্রা ট্র্যাকের সঙ্গে তাঁর গলায় গণেশ বন্দনা জাদু তৈরি করেছে। গানের সঙ্গে সঙ্গেই বালি দিয়ে আঁকা হচ্ছে সিদ্ধিদাতাকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই মানুষ পছন্দ করছেন। জয়দেব জয়দেব আরতির এই সংস্করণটি গুলরাজ সিং প্রযোজনা করেছেন। গেয়েছেন শ্রেয়া ঘোষাল। আজ ইউটিউবে গানটি মুক্তি পেল।

আরও পড়ুন: সামনেই বিয়ে? ঋতুস্রাব স্থগিত করার ঘরোয়া উপায় জেনে নিন…

গায়িকা সোশ্যাল মিডিয়ায় তার কিছুটা অংশ পোস্ট করেছেন। তার ক্যাপশনে লিখেছেন, “জয়দেব জয়দেব???? #গণেশচতুর্থীর অনেক শুভেচ্ছা সবাইকে। বুদাপেস্ট অর্কেস্ট্রার সঙ্গে @gulraj_singh পরিচালিত খুব সুন্দরভাবে সাজানো এই দিব্য আরতিটি গেয়েছেন।”

আরও পড়ুন: সম্পর্কে গালিগালাজ কি স্বাস্থের পক্ষে ভাল? কী বলছে গবেষণা…

প্রসঙ্গত, শ্রেয়া ঘোষাল- এই মুহূর্তের সর্বশ্রেষ্ঠ হিসেবে তিনিই পরিচিত। আন্তর্জাতিক স্তরেও তিনি খ্যাতনামা। গান ছাড়া সিনেমা কল্পনাই করতে পারে না বলিউড প্রেমীরা। চিত্রনাট্যেও গানের ভূমিকা থাকে বড়। কয়েকটি ছবি আবার তার গানের জন্যই মানুষের মনে থেকে যায়। প্রতি গানের জন্য ২০-২৫ লক্ষ লক্ষ টাকা পারিশ্রমিক নেন শ্রেয়া।