Tag Archives: Gardenrich

Hooghly News: গার্ডেনরিচকেও হারিয়ে দেবে উত্তরপাড়া? পথে নামলেন মহিলারা! যে কোনওদিন ঘটতে পারে ভয়ঙ্কর ঘটনা

হুগলি: গার্ডেনরিচ কাণ্ডের পর উত্তরপাড়ার ১৫ নম্বর ওয়ার্ডে আতঙ্কে বি কে স্ট্রিটের সাধারণ মানুষ। দুই তলা বাড়ি এক বছরের মধ্যে হয়ে গেছে ৭ তলা! তার পরই বাড়িতে ধরেছে ফটল। জনবহুল এলাকায় বাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় আতঙ্কে স্থানীয় মানুষরা। সেই বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছে পৌরসভা। গার্ডেনরিচ কাণ্ডে অবৈধ নির্মাণ ভেঙে একাধিক মানুষের মৃত্যুর পর রাস্তায় নেমে উত্তরপাড়ার ১৫ নম্বর ওয়ার্ডের বি কে স্ট্রিটের বাড়ির মহিলারা প্রতিবাদ জানালেন।

স্থানীয় মানুষের অভিযোগ এক বছর আগে একতলা বাড়ি থেকে বর্তমানে সাত তলা নির্মাণ করেছে,পুরসভার বৈধ অনুমতি ছাড়া, ইতিমধ্যেই স্থানীয় মানুষ পুরসভা ,চন্দননগর পুলিশ কমিশনারেট সহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ জানিয়েছেন।

আরও পড়ুন: সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনে ‘বড় ঘটনা’, দাদাকে হারাবে কে! কাঁপিয়ে দিল দাদাগিরি! মিলল বিরাট সম্মান

সাধারণ মানুষের প্রশ্ন, কীভাবে পুরসভার অনুমতি ছাড়া এই বেআইনি নির্মাণ এতদিন ধরে করল, এলাকার মহিলাদের পাশাপাশি এলাকার স্থানীয় কাউন্সিলর সুস্মিতা সরকার ঘটনাস্থলে যান এবং এই ঘটনার প্রতিবাদ জানান। যদিও এই ঘটনায় পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিজেপি নেতৃত্ব, তাদের অভিযোগ বাড়ি বাড়ি থেকে ট্যাক্স আদায়ের দিকে পুরসভার লক্ষ্য থাকলেও এইভাবে বেআইনি নির্মাণ এর বিষয় উদাসীন পুর প্রশাসন। সাধারণ মানুষের প্রশ্ন পুরসভা কি শুধু মাত্র বেআইনি অংশ ভাঙার নির্দেশ দিয়েই দায় সারতে পারে?

আরও পড়ুন: পুজো দিয়ে প্রচারে, তৃণমূল প্রার্থীকে দেখে অবাক সকলে! কী এমন করলেন তিনি?

যদিও এই বিষয় উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব জানান, তারা ইতিমধ্যেই ওই বাড়িটির বেআইনি নির্মাণ এর অংশ ভেঙে ফেলার নির্দেশ জারি করেছেন এবং পুরসভায় একটি হিয়ারিংও ডাকা হয়।এখন মানুষের প্রশ্ন গার্ডেনরিচ ঘটনার পর কি আদৌঘুম ভাঙবে প্রশাসনের? নাকি কয়েকটা প্রাণ চলে যাবার পর তৎপর হবে প্রশাসন তা শুধুই সময়ের অপেক্ষা!

রাহী হালদার

কলকাতার গার্ডেনরিচের ঘটনায় মৃত্যু হল মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের

কলকাতা: কলকাতার গার্ডেনরিচের ঘটনায় মৃত্যু হল মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম নাসিমউদ্দিন সেখ । ভগবানগোলা থানার চাক্কানগর গ্রামের বাসিন্দা। মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা। মঙ্গলবার মৃতদেহ নিয়ে আসা হয় বাড়িতে। শোকের ছায়া গোটা এলাকাজুড়ে।

অভাবের সংসারে ছোট ছোট ছেলে মেয়েদের মানুষ করার তাগিদে ২২দিন আগে কলকাতায় রাজমিস্ত্রীর কাজে যায় নাসিম উদ্দিন সেখ। পরিবারে বাবা, মা, স্ত্রী, তিন সন্তান রয়েছে। স্ত্রী জেসমিনা খাতুন অন্তঃসত্ত্বা। কলকাতার গার্ডেনরিচে একটি নির্মীয়মান বহুতলে কাজ করছিল নাসিমউদ্দিন।

আরও পড়ুন- ধেয়ে আসছে চরম দুর্যোগ, প্রবল কালবৈশাখীর তাণ্ডব সঙ্গী শিলাবৃষ্টি, জেলায়-জেলায়

রবিবার রাতে তিনতলায় ঘুমিয়ে ছিলেন তিনি। আর তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই নির্মীয়মান বহুতল। খবর পেতেই কলকাতায় ছুটে যায় পরিবারের লোকেরা। ভেঙে পড়া বহুতলের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হয় নাসিমউদ্দিনের মৃতদেহ।

মঙ্গলবার নাসিম উদ্দিনের দেহ বাড়ি নিয়ে আসা হলে শেষবার দেখার জন্য ভিড় জমান আত্মীয় পরিজন প্রতিবেশীরা। মৃতের বাবা আঞ্জিল সেখ বলেন, আমার ছেলে নাসিমউদ্দিন যেখানে কাজ করছিল সেই নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার খবর পেতেই আমরা কলকাতায় ছুটে যায়।

সেখানেই ধ্বংসাবশেষ থেকে পুলিশ আমার ছেলের মৃতদেহ উদ্ধার করে। আমার ছেলের ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে। আমাদের একমাত্র সম্বল চলে গেল। মৃতের স্ত্রী জেসমিনা খাতুন বলেন, ইফতারের পর আমার সঙ্গে ফোনে কথা হয়েছিল। ঈদের আগেই বাড়ি আসবে বলেছিল। ফোনে বলেছিল একটু ঘুমাবো। কিন্তু তারপর আর ফোনে পাইনি। আমার ছেলে মেয়ের ভবিষ্যত কী হবে!

আরও পড়ুন- মানভূম ও সাঁওতালি খাওয়ারের স্বাদ নিতে চান? চলে আসুন এই জায়গায়!

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, গোটা কলকাতায় গজিয়ে উঠছে বহুতল। অবৈধ নির্মান আর জমিলুঠ শাসকদলের নেতাদের ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। কলকাতার গার্ডেনরিচের ঘটনায় ১০জনের মৃত্যু হয়েছে। আমি চাই এই ঘটনার জন্য দায়ী মেয়র ফিরহাদ হাকিমকে গ্রেপ্তার করা হোক।

গার্ডেনরিচের ঘটনায় মৃত বেড়ে ৯! আর্থিক সহায়তা ঘোষণা রাজভবনের তরফে

গার্ডেনরিচে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা রাজভবনের। ৫০ হাজার আর্থিক সাহায্য ঘোষণা করলেন রাজ্যপালের। আজ দুর্ঘটনাস্থলে যান সিভি আনন্দ বোস। আহতদের দেখতে হাসপাতালেও যান।যেখানে বহুতল ভেঙে পড়েছে, সেখানে সোমবার সকালেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন সকালে মাথায় ব্যান্ডেজ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী৷ আহতরা যে হাসপাতালে ভর্তি রয়েছেন, সেখানে আজ সকালে যান মমতা বন্দ্যোপাধ্যায়৷ আহতদের সঙ্গে সাক্ষাত্‍ও করেন তিনি।