Tag Archives: building collapsed

Building Collapsed: উত্তরপ্রদেশে ভয়ঙ্কর ঘটনা, হুড়মুড় করে ভেঙে পড়ল বহুতল! মৃত অন্তত ১০, দেখুন ভিডিও

মিরাট: শনিবার উত্তর প্রদেশের মিরাট জেলার জাকিব কলোনিতে একটা তিনতলা বাড়ি ভেঙে পড়েছে৷ এই ঘটনায় প্রায় ১০ জন মানুষের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে৷ আহত হয়েছেন প্রায় পাঁচজন ৷

ঘটনাটি ঘটেছে ১৪ সেপ্টেম্বর, শনিবার৷ ঘড়িতে তখন বিকেল ৫টা ১৫৷ হঠাৎ করে উত্তরপ্রদেশে মিরাট জেলায় ভেঙে পড়ল একটা তিনতলা বাড়ি৷ খবর পাওয়ার সঙ্গে-সঙ্গে উদ্ধারকারী দল এসে হাজির হয়৷


আরও পড়ুন: টানা বৃষ্টিতে ডুবল সড়ক, বিপদসীমার উপরে বইছে নদী, যোগাযোগ বিচ্ছিন্ন ঝাড়গ্রাম-বাঁকুড়ার

এমনিতেই উত্তরপ্রদেশে সর্বত্র ভারী বৃষ্টিপাত হচ্ছে৷ যার ফলে উদ্ধারকার্যেও বিলম্ব হচ্ছে৷ মিরাটের জেলা ম্যাজিস্ট্রেট দীপক মীনা জানিয়েছেন ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনী, ফায়ার ব্রিগেড, পুলিশ সকলেই উপস্থিত রয়েছে৷

আরও পড়ুন: টানা বর্ষণে ভেঙে পড়ল পরিত্যক্ত বাড়ি, মৃত ২! নেপথ্যে কি প্রশাসনের নজরদারির অভাব?

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ১৫ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে৷ তাঁদের মধ্যে দশ জনের মৃত্যু হয়েছে৷ বাকি পাঁচজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ ম্যাজিস্ট্রেট দীপক মীনা আরও জানান, ‘‘যতক্ষণ পর্যন্ত একজন মানুষও ধ্বংসস্তূপের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত উদ্ধারকার্য চলবে৷

প্রসঙ্গত উত্তর প্রদেশের ১১টা জেলা এমনিতেই বন্যায় বিধ্বস্ত৷ অফিশিয়াল তথ্য অনুযায়ী বন্যা পরিস্থিতির শিকার হয়ে এখনও পর্যন্ত মৃত্যু ঘটেছে প্রায় ১৭ জন মানুষের৷ অতিবৃষ্টি না অন্য কোন কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হবে বলেও জানা যাচ্ছে৷

Building Collapsed: লখনউয়ে হুড়মুড় করে ভেঙে পড়ল তিনতলা বিল্ডিং, এখনও পর্যন্ত মৃত আট, আটকে পড়া বাসিন্দার খোঁজে শুরু উদ্ধারকার্য

লখনউ: একটা তিনতলা বাড়ির কাঠামো ভেঙে পড়ে৷ দুর্ঘটনাটি ঘটে শনিবার বিকেল ৪টা ৩৫ মিনিটে৷ এই ঘটনায় মৃত্যু ঘটেছে অন্তত ৮ জন ব্যক্তির৷

শনিবার বিকেলবেলা, হঠাৎ করে তিন তলার কাঠামো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে৷ জানা গিয়েছে এই বিল্ডিংয়ের মধ্যে বেশ কয়েকটি গুদাম ও একটা মোটর ওয়ার্কশপ রয়েছে৷

আরও পড়ুন: কে চালাবেন বন্দে ভারত! দরজা ভেঙে ভিতরে ঢুকে হাতাহাতি ট্রেনের চালকদের, ভাইরাল ভিডিও

ঘটনাটি ঘটে লখনউয়ের ট্রান্সপোর্ট নগরে৷ এই ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত আরও ২৮।

আরও পড়ুন: ৩৪ বছর আগে ২০ টাকা ঘুষ! বিপাকে কনস্টেবল, আদালতের নির্দেশে গ্রেফতার

কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী গোটা বিল্ডিংটাই গোডাউন হিসেবে ব্যবহার করা হত। লখনউয়ের রিলিফ কমিশনার জে এস নবিন জানায় এই ঘটনায় তিনজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। উদ্ধারকারী ব্যক্তিরা হলেন রাজ কিশোর, রুদ্র যাদব, জাগরূপ সিং৷

জেলা প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষ জানিয়েছেন উদ্ধারকার্য জোরকদমে চলছে৷ যাতে ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে না পড়ে সেইদিকেই নজর রাখা হচ্ছে৷

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিল্ডিংটি চার বছর আগে নির্মাণ হয়েছিল৷ শনিবার দুর্ঘটনাটি ঘটার সময় এখানে নির্মাণ-জনিত কিছু কাজ হচ্ছিল৷ যাঁরা মারা গিয়েছেন, তাঁরা বেষিরভাগই নীচের তলায় কাজ করছিলেন৷

Bangla News: আটকে থেকে প্রাণ গেল মেধাবী ছাত্রের! বাগুইআটিতে বাড়ির তলায় চাপা পড়ে সব শেষ

উত্তর ২৪ পরগনা: বাগুইআটিতে তিনতলা বাড়ি ভেঙে বিপত্তি, ধ্বংসস্তুপ এর তলায় দীর্ঘক্ষণ চাপা পড়ে থেকে মৃত্যু হল মেধাবী ছাত্রের। জানা গিয়েছে বছর ১৮ মেধাবী ওই ছাত্রের নাম ধ্রুবজ্যোতি মণ্ডল। বাগুইআটি থানা এলাকার বিধাননগর পৌর নিগমের ১৮ নম্বর ওয়ার্ড অশ্বিনীনগর এলাকায় এদিন এই কাণ্ড ঘিরেই গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া।

বাড়ি সংস্কারের কাজ ঘিরেও উঠছে নানা প্রশ্ন। জানা যায়, বছর ১৫ আগে তৈরি হয়েছিল এই বাড়ি। দীর্ঘদিন ধরেই বিপজ্জনক অবস্থায় ছিল বাড়িটি। প্রথমে তিন তলার ছাদ ভেঙে পড়ে দোতলায়, তারপর দোতালার ছাদ ভেঙে পড়ে একতলার ঘরে বসে থাকা ধ্রুবজ্যোতির গায়ের উপর। সেই সময় অন্যত্র বাড়ি ভাড়া নেওয়ার খোঁজে বেরিয়েছিলেন ধ্রুবজ্যোতির মা ও মেজদা বলেও জানা গিয়েছে। ফলে ঘটনার সময় বাড়িতে একাই ছিল ধ্রুবজ্যোতি।

আরও পড়ুন: হিরণের অভিযোগ, এবার নোটিস গেল তৃণমূল সাংসদ দেবের কাছে! সংরক্ষণ রাখতে হবে ‘সব’

এবারেই উচ্চমাধ্যমিকে প্রায় ৮০ শতাংশ নম্বর পেয়ে পাস করেছিল সে। এলাকায় মেধাবী পড়ুয়া হিসাবেই তাকে জানেন সকলে। ২০১৮ সালে বাবা মারা যাওয়ার পর, মা ও দাদার সঙ্গেই থাকত ধ্রুবজ্যোতি। এদিন ঘটনার পর দীর্ঘক্ষণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল মেধাবী এই ছাত্র। অবশেষে দমকলের চেষ্টায় অচৈতন্য অবস্থায় গুরুতর জখম ওই ছাত্রকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আর জি কর হাসপাতালে। যদিও ততক্ষণে সব শেষ, চিকিৎসকরা জানিয়ে দেন বেশ কিছু সময় আগেই মৃত্যু হয়েছে তার। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাড়িটির বেশ কিছু অংশে ফাটল দেখা দিয়েছিল।

তাই বাড়ি সংস্কারের বিষয়ে চিন্তা ভাবনা করছিল মণ্ডল পরিবার। তবে কয়েক দিন ধরে চলা একটানা বৃষ্টির জেরেই রাতে ঘটে এই বিপত্তি বলেই মনে করা হচ্ছে। ভেঙে পড়া ছাদের অংশ সরিয়ে ছেলে ধ্রুবজ্যোতিকে উদ্ধার করতেও প্রায় সাত ঘণ্টা সময় লেগে যায়। পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যদি তৎপরতার সঙ্গে কিছু সময় আগে উদ্ধার করা যেত তাহলে হয়তো বাঁচানো যেত সন্তানকে। ঘটনায় রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে মণ্ডল পরিবার। তবে স্থানীয় পুরসভার তরফ থেকে বিপজ্জনক এই বাড়িতে থাকতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল বলেও জানা যাচ্ছে। তবে সংস্কারের কাজ চালানোর ক্ষেত্রে কোন গাফিলতি ছিল কিনা, সে বিষয়টিও খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন সহ উদ্ধারকারী দল। ঘটনা কি ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

—– Rudra Narayan Roy

Kolkata: প্রথমে তিনতলা, তারপরই দু’তলা ভাঙতেই মুহূর্তে সব শেষ! বাগুইআটিতে ভয়ঙ্কর ঘটনায় মৃত্যু ছাত্রের

কলকাতা: বাগুইআটিতে বাড়ি ভেঙে মৃত এক। বাড়ি ভেঙে মৃত এক ছাত্র। তার নাম ধ্রুবজ্যোতি মণ্ডল। ঘটনাটি ঘটেছে বাগুইআটি থানা এলাকার অশ্বিনীনগরে। অচৈতন্য অবস্থায় গুরুতর জখম ছাত্রকে নিয়ে যাওয়া হয় আর জি কর হাসপাতালে। সেখানে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।

বছর ১৫ আগে তৈরি হয়েছিল এই বাড়ি। সেই বাড়ি ভেঙেই বিপত্তি। প্রথমে তিন তলার ছাদ ভেঙে পড়ে দোতলায়। তারপর দোতালার ছাদ ভেঙে পড়ে ধ্রুবজ্যোতির গায়ের উপর। ঘরের খাট এসে সেই সময় টিভি দেখছিল ধ্রুবজ্যোতি। সেই সময় বাড়ি ভাড়া নিয়ে অন্যত্র থাকার জন্য বাড়ি খুঁজতে বেরিয়েছিলেন ধ্রুবজ্যোতির মা ও তার মেজদা। ঘটনার সময় বাড়িতে একাই ছিল ধ্রুব।

আরও পড়ুন: অঝোরে-লাগাতার বৃষ্টি! ধসে বিপর্যস্ত যান চলাচল! আজও বন্ধ বাংলা-সিকিম লাইফ লাইন

বাড়ির বেশ কয়েক জায়গায় ফাটল দেখা দিয়েছিল। তাই অন্যত্র বাড়ি ভাড়া নিয়ে থেকে এই বাড়ির সংস্কারের বিষয়ে চিন্তা ভাবনা করছিল মণ্ডল পরিবার। একটানা বৃষ্টিতেই ঘটে এই বিপত্তি।

সকালেও গাছ কেটে বাড়ির জন্য অংশ ভেঙে ফেলার কাজ চলছে। বাড়ির বিভিন্ন অংশের দেওয়াল মেশিন দিয়ে কাটা হয়েছে তাকে উদ্ধার করার জন্য। ভেঙে পড়া ছাদের অংশ সরিয়ে দেবজ্যোতিকে উদ্ধার করতে প্রায় সাত ঘণ্টা সময় লেগে যায়।

বাঁশের চটা বিছিয়ে এই বাড়ির ছাদ ঢালাই করা হয়েছিল বলে অভিযোগ। বাড়িটি শুরু থেকেই দুর্বল বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। তার জেরেই এই বাড়ি ভেঙে এই বিপত্তি বলে প্রাথমিক অনুমান। এর আগে পুরসভা থেকে এই বাড়িতে বাস করতে বারণ করা হয়েছিল।

Building Collapsed: পরপর ভেঙে পড়ল বাড়ি-মার্কেট, আতঙ্কে শহরবাসী

পুরুলিয়া: একই দিনে পরপর ঘটে দুর্ঘটনায় আতঙ্কে শহরবাসী। ২৪ ঘণ্টার মধ্যে পর পর বাড়ি ভেঙে পড়ল পুরুলিয়া শহরে। বুধবার সকালে শহরের ১৬ নম্বর ওয়ার্ডের তেলকল পাড়ায় বাড়ির ছাদ ভেঙে মৃত্যু হয় এক গৃহবধু। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার সন্ধেয় পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে একটি মার্কেট কমপ্লেক্সের একাংশ ভেঙে পড়ে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বরাত জোরে বেঁচে গেছেন স্থানীয়রা।

জানা গিয়েছে, একটি জরাজীর্ণ মার্কেট কমপ্লেক্সের নিচে অবস্থিত ছিল ট্যাক্সি স্ট্যান্ডটি। ওই মার্কেট কমপ্লেক্সের একটি বিল্ডিং-এর একাংশ হঠাৎই ভেঙে পড়ে। সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি উপর চাঙড় ভেঙে এসে পড়ে। এতে গাড়িটিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুরুলিয়ার পুরপ্রধান নব্যেন্দু মহালি। শহরের পুরনো বাড়িগুলির স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরপর দুর্ঘটনার পর গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুরপ্রধান। এই বিষয়ে তিনি বলেন, এই বাড়িটি অনেক পুরানো। বাড়ির কর্তৃপক্ষের উচিত ছিল এ বিষয়ে পুরসভাকে অবগত করা। তারা কেন তা করেনি জানা নেই। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আর‌ও পড়ুন: মাল্টি-ন্যাশনালের চাকরি ছেড়ে ফল চাষ, স্ত্রীর বুদ্ধিতে কামাল!

একই দিনে পর পর দুটি ভগ্নপ্রায় বাড়ি ভেঙে পড়ায় শহরবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া নিয়ে অনেকেই ভয় পাচ্ছেন। আবার যারা একটু পুরনো বাড়িতে থাকেন তাঁরাও কার্যত প্রাণ হাতে নিয়ে বসবাস করছেন।

শর্মিষ্ঠা ব্যানার্জি ‌