Tag Archives: Hero

বাজার কাঁপাচ্ছে ‘এই’ বাইক! মার্চে রেকর্ড বিক্রি, তেলের গন্ধে চলবে, খরচ কম

কলকাতা: যদি ব্যক্তিগত যানের কথা ওঠে, বলতেই হয়, টু-হুইলারের ক্রেতা এ দেশে বেশি। দাম চারচাকার তুলনায় কম, সেই ব্যাপার তো আছেই। সঙ্গে আছে উন্মাদনাও। যার নিরিখে ব্র্যান্ড নামে যেমন, বিক্রয়ের দিক থেকেও ঠিক যেন হিরো।

Hero MotoCorp-এর মার্চ ২০২৪-এর বিক্রয় পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। এই পরিসংখ্যানগুলি দেখায় যে সংস্থার বিভিন্ন মডেলের পারফরম্যান্স কেমন ছিল। এর কিছু মডেলের বিক্রিতে ব্যাপক বৃদ্ধি ঘটেছে। হিরোর বেস্ট সেলিং বাইক এখনও স্প্লেন্ডার।

আরও পড়ুন- ৫ স্টার না ৩ স্টার দেওয়া এসি কিনবেন? বিদ্যুতের বিল কমাতে হলে এখুনি জানুন

স্প্লেন্ডারের আধিপত্য অব্যাহত রয়েছে। ২০২৪ সালের মার্চ মাসে স্প্লেন্ডার ১ নম্বরে ছিল। তবে গত বছরের (মার্চ মাস) তুলনায় স্প্লেন্ডারের বিক্রি কিছুটা কমেছে। এই বছরের মার্চ মাসে, ২৮৬,১৩৮ ইউনিট বিক্রি হয়েছে (অভ্যন্তরীণ বাজারে)।

স্প্লেন্ডারের পরে, এইচএফ ডিলাক্স ৮৩,৯৪৭ ইউনিট বিক্রি করে দ্বিতীয় স্থানে রয়েছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় এর বিক্রিও কমেছে। তবুও, এইচএফ ডিলাক্স কমিউটার সেগমেন্টে গ্রাহকদের প্রিয় হয়ে উঠেছে।

মার্চ ২০২৪ এর বিক্রয় পরিসংখ্যানে একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল প্যাশন মোটরসাইকেল। গত বছরের (মার্চ) তুলনায় এর বিক্রয় ৪৩৯.৮৭% বেড়েছে। প্যাশন ২২,৪৯১ ইউনিট বিক্রি করে তৃতীয় সর্বাধিক বিক্রিত হিরো বাইক হয়েছে।

গ্ল্যামার চতুর্থ স্থানে এবং ডেস্টিনি ১২৫ (স্কুটার) পঞ্চম স্থানে ছিল। এদের বিক্রিও ভালো বেড়েছে। যা যথাক্রমে ১৭,০২৬ ইউনিট এবং ১৪,১৪৩ ইউনিট বিক্রি করেছে। উভয় স্কুটারের বিক্রিতে দুই অঙ্কের প্রবৃদ্ধি হয়েছে, যা গ্রাহকদের ইতিবাচক প্রবণতা দেখায়।

আরও পড়ুন- এসি কম চালিয়ে ঘর কনকনে ঠান্ডা, নির্দিষ্ট এই তাপমাত্রায় চালান, বিদ্যুত বিল অর্ধেক

Hero MotoCorp-এর নতুন মডেলের কথা বলতে গেলে, Xtreme 125R এবং Xtreme 160/200 গ্রাহকদের নজর কেড়েছে। যা যথাক্রমে ১২,০১০ ইউনিট এবং ২,৯৩৭ ইউনিট বিক্রি হয়েছে। এই মডেলগুলি সেই গ্রাহকদের আকর্ষণ করে যারা একটি শক্তিশালী বাইক খুঁজছে।

তবে সব মডেলের বিক্রি বাড়েনি। Xpulse 200 এবং Maestro এর বিক্রয় যথাক্রমে ৭৮.২১% এবং ৯২.৫০% কমেছে। (এই বিক্রয় পরিসংখ্যান শুধুমাত্র দেশীয় বাজারের জন্য। এর মধ্যে রফতানির পরিসংখ্যান অন্তর্ভুক্ত করা হয়নি)।

Shahrukh Khan: শাহরুখ খান, নামটা তো শুনেইছেন! কিন্তু আপনি কি শাহরুখের আসল নাম জানেন? অবাক হয়ে যাবেন

পাঠান সিনেমায় রোমান্টিক হিরো থেকে অ্যাকশন হিরো হিসেবে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন শাহরুখ খান। বিরতির পর পাঠান, জওয়ান ও ডাংকিতে বড় পর্দায় ধামাকাদার কামব্যাক ছিল বলিউড বাদশার।

পাঠান সিনেমায় রোমান্টিক হিরো থেকে অ্যাকশন হিরো হিসেবে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন শাহরুখ খান। বিরতির পর পাঠান, জওয়ান ও ডাংকিতে বড় পর্দায় ধামাকাদার কামব্যাক ছিল বলিউড বাদশার।
পাঠানের পর মুক্তি পায় কিং খানের জওয়ান। তারপর এসেছিল ডাংকি। কোটি কোটি শাহরুখ খানের ফ্যানেরা মজে গিয়েছিলেন তাতে। জওয়ানের অ্যাকশন পর যা তুঙ্গে উঠেছিল, রাজকুমার হিরানির সঙ্গে ডাংকি সেই আলোড়নকে ছাপিয়ে নিয়ে যায় অনেকদূর।
পাঠানের পর মুক্তি পায় কিং খানের জওয়ান। তারপর এসেছিল ডাংকি। কোটি কোটি শাহরুখ খানের ফ্যানেরা মজে গিয়েছিলেন তাতে। জওয়ানের অ্যাকশন পর যা তুঙ্গে উঠেছিল, রাজকুমার হিরানির সঙ্গে ডাংকি সেই আলোড়নকে ছাপিয়ে নিয়ে যায় অনেকদূর।
৩ দশকের বেশি সময় ধরে বলিউডে রাজ করছেন শাহরুখ খান। কিন্তু শাহরুখের ব্যক্তিগত জীবনের নানা অজানা তথ্য নিয়ে ফ্যানেদের জানার কৌতুহল কিন্তু এখনও এতটকু কমেনি। উল্টে তা বেড়েই চলেছে।
৩ দশকের বেশি সময় ধরে বলিউডে রাজ করছেন শাহরুখ খান। কিন্তু শাহরুখের ব্যক্তিগত জীবনের নানা অজানা তথ্য নিয়ে ফ্যানেদের জানার কৌতুহল কিন্তু এখনও এতটকু কমেনি। উল্টে তা বেড়েই চলেছে।
এখন যদি বলি শাহরুখ খানের আসল নাম আদৌ শাহরুখ খান একটা সময় পর্যন্ত ছিল না। ছোট বেলা থেকে তাঁর নাম অন্য ছিল। বলিউডে আসার আগেই নাম পরিবর্তন করেছিলেন শাহরুখ খান।
এখন যদি বলি শাহরুখ খানের আসল নাম আদৌ শাহরুখ খান একটা সময় পর্যন্ত ছিল না। ছোট বেলা থেকে তাঁর নাম অন্য ছিল। বলিউডে আসার আগেই নাম পরিবর্তন করেছিলেন শাহরুখ খান।
এই তথ্য আপনাদের অবাক করলেও সত্য। বিশ্বজুড়ে কোটি কোটি ফ্যানেদের কাছে শাহরুখ খান হিসাবে জনপ্রিয় কিন্তু তার ভক্তরা কি জানেন যে অভিনেতার জন্মের সময় অন্য কিছু নামকরণ করা হয়েছিল।
এই তথ্য আপনাদের অবাক করলেও সত্য। বিশ্বজুড়ে কোটি কোটি ফ্যানেদের কাছে শাহরুখ খান হিসাবে জনপ্রিয় কিন্তু তার ভক্তরা কি জানেন যে অভিনেতার জন্মের সময় অন্য কিছু নামকরণ করা হয়েছিল।
জেনে অবাক হবেন তার আসল নাম ‘শাহরুখ খান’ নয়, তার প্রকৃত নাম আব্দুল রশিদ খান। এই নামটা তাঁর দিদিমার দেওয়া। জন্মের পর থেকে প্রায় পাঁচ বছর বয়স পর্যন্ত তিনি তার দিদিমার কাছেই মানুষ।
জেনে অবাক হবেন তার আসল নাম ‘শাহরুখ খান’ নয়, তার প্রকৃত নাম আব্দুল রশিদ খান। এই নামটা তাঁর দিদিমার দেওয়া। জন্মের পর থেকে প্রায় পাঁচ বছর বয়স পর্যন্ত তিনি তার দিদিমার কাছেই মানুষ।
ছোট বেলায় এই নামেই পরিবার-পরিজনরা চিনত বলে জানা যায়। পরে যখন নিজের বাবা-মায়ের কাছে ফেরত আসেন আব্দুল রশিদ খান। পরে বাবা-মা তার নাম বদল করে শাহরুখ খান রাখেন।
ছোট বেলায় এই নামেই পরিবার-পরিজনরা চিনত বলে জানা যায়। পরে যখন নিজের বাবা-মায়ের কাছে ফেরত আসেন আব্দুল রশিদ খান। পরে বাবা-মা তার নাম বদল করে শাহরুখ খান রাখেন।

KKR News: কেকেআরে খেলছেন বলিউড হিরো গোবিন্দার জামাই! বলুন তো কে সেই তারকা

আইপিএল মানেই ক্রিকেট ও বিনোদনের ককটেল। টি-২০ ক্রিকেটের চার-ছয়ের জোয়ারে ভাসার পাশাপাশি তারকা ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়েও ফ্যানেদের জানার কৌতুহল কম নয়।
আইপিএল মানেই ক্রিকেট ও বিনোদনের ককটেল। টি-২০ ক্রিকেটের চার-ছয়ের জোয়ারে ভাসার পাশাপাশি তারকা ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়েও ফ্যানেদের জানার কৌতুহল কম নয়।
ক্রিকেট ও বলিউডের সম্পর্ক কোনও নতুন বিষয় নয়। দশকের পর দশক ধরে চলে আসছে এই সম্পর্ক ও তালমেল। কিন্তু আজ আপনাদের ক্রিকেট ও বলিউডের এমন একটি সম্পর্কের কথা বলব যা অনেকের অজানা।
ক্রিকেট ও বলিউডের সম্পর্ক কোনও নতুন বিষয় নয়। দশকের পর দশক ধরে চলে আসছে এই সম্পর্ক ও তালমেল। কিন্তু আজ আপনাদের ক্রিকেট ও বলিউডের এমন একটি সম্পর্কের কথা বলব যা অনেকের অজানা।
কলকাতা নাইট রাইডার্সের এমন এক জন ক্রিকেটার রয়েছে যিনি বলিউড অভিনেতা সুপারস্টার হিরো গোবিন্দার জামাই। অবাক হলেন জেনে? কিন্তু এটা সত্যি। এই বিষয়টি অনেকেরই অজানা ছিল। সম্প্রতি তা জানা যায়।
কলকাতা নাইট রাইডার্সের এমন এক জন ক্রিকেটার রয়েছে যিনি বলিউড অভিনেতা সুপারস্টার হিরো গোবিন্দার জামাই। অবাক হলেন জেনে? কিন্তু এটা সত্যি। এই বিষয়টি অনেকেরই অজানা ছিল। সম্প্রতি তা জানা যায়।
সেই কেকেআর ক্রিকেটার হলেন নীতিশ রানা। আইপিএল ২০২৩-এর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্বের দায়িত্বও সামলেছেন তিনি। নীতিশ রানা বিয়ে করেছেন সাঁচি মারওয়াহাকে। দীর্ঘ দিন ধরে সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন তারা।
সেই কেকেআর ক্রিকেটার হলেন নীতিশ রানা। আইপিএল ২০২৩-এর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্বের দায়িত্বও সামলেছেন তিনি। নীতিশ রানা বিয়ে করেছেন সাঁচি মারওয়াহাকে। দীর্ঘ দিন ধরে সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন তারা।
এবার আপনারা ভাবছেন নীতিশ রানাকে তো সকলেই চেনে। তিনি কী করে গোবিন্দার জামাই হলেন? সম্প্রতি জনপ্রিয় কমেডি শো 'দ্যা কপিল শর্মা শো'-তে এই কথা জানা গিয়েছিল। যা জেনে সকলেই অবাক হয়ছিল।
এবার আপনারা ভাবছেন নীতিশ রানাকে তো সকলেই চেনে। তিনি কী করে গোবিন্দার জামাই হলেন? সম্প্রতি জনপ্রিয় কমেডি শো ‘দ্যা কপিল শর্মা শো’-তে এই কথা জানা গিয়েছিল। যা জেনে সকলেই অবাক হয়ছিল।
আসলে গোবিন্দার ভাগ্নে ক্রষ্ণা কপিল শর্মা শো-তে বলেছিলেন যে, নীতিশ রানার স্ত্রী সাঁচি মারওয়াহ তার খুরতুতো বোন। তিনি নীতিশ রানার শ্যালক হন। সুতরাং গোবিন্দার ভাইঝি সাঁচি মারওয়াহের স্বামী হওয়ায় নীতিশ রানা তার সম্পর্কে জামাই হন। তবে দূর সম্পর্কের।
আসলে গোবিন্দার ভাগ্নে ক্রষ্ণা কপিল শর্মা শো-তে বলেছিলেন যে, নীতিশ রানার স্ত্রী সাঁচি মারওয়াহ তার খুরতুতো বোন। তিনি নীতিশ রানার শ্যালক হন। সুতরাং গোবিন্দার ভাইঝি সাঁচি মারওয়াহের স্বামী হওয়ায় নীতিশ রানা তার সম্পর্কে জামাই হন। তবে দূর সম্পর্কের।
প্রসঙ্গত, নীতিশ রানা দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করলেও সেভাবে সুযোগ পাননি। ভারতের হয়ে একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তবে কেকেআরের ব্যাটিং লাইনে অন্যতম সেরা তারকা তিনি।
প্রসঙ্গত, নীতিশ রানা দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করলেও সেভাবে সুযোগ পাননি। ভারতের হয়ে একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তবে কেকেআরের ব্যাটিং লাইনে অন্যতম সেরা তারকা তিনি।

বাজার কাঁপাবে Hero Mavrick 440! এই বাইকের দাম কত? দেখতে কিন্তু দারুণ

কলকাতা: কয়েক বছর আগেই গাঁটছড়া বাঁধে হিরো মোটোকর্প আর হার্লে ডেভিডসন। জানানো হয়, একসঙ্গে নতুন মোটরসাইকেল বানাবে তারা। এরপর প্রথমে ‘হার্লে ডেভিডসন এক্স ৪৪০’ সামনে আসে।

এবার এল হিরো মোটোকর্পের নতুন বাইক। এর নাম দেওয়া হয়েছে ‘Mavrick’। এটাই হিরো মোটোকর্প লাইনআপের নতুন ফ্ল্যাগশিপ বাইক হতে চলেছে।

Hero Mavrick 440 বনাম Harley-Davidson X440 – ইঞ্জিন এবং গিয়ারবক্স: দুটি বাইকেই ৪০০সিসি-র এয়ার অয়েল কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ৬০০০ আরপিএম-এ ২৭ বিএইচপি সর্বোচ্চ শক্তি উৎপন্ন করতে পারে। সর্বোচ্চ টর্ক আউটপুট ৪০০০ আরপিএম।

আরও পড়ুন- মেয়েদের জন্য সেরা স্কুটি কোনটা জানেন? ভারতের বাজারে হিট, দামও কম

তবে হার্লে ডেভিডসনের ক্ষমতা Mavrick-এর চেয়ে ২এনএম বেশি। জানা যাচ্ছে, X440-র টর্ক আউটপুট ৩৮ এনএম। সেখানে হিরো Mavrick 440 ৩৬ এনএম পিক টর্ক উৎপন্ন করছে। এছাড়া দুটি বাইকেই রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স। এবং স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ’।

Hero Mavrick 440 বনাম Harley-Davidson X440 – সাসপেনশন: Harley-Davidson X440-এ সামনে 43mm KYB আপ-সাইড ডাউন ফর্কের সেট সহ ৭ সেট টুইন শক ব্যবহার করা হয়েছে। অন্য দিকে, হিরো মোটোকর্পে সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে হাইড্রোলিক টুইন শক অ্যাবসর্বার দেওয়া হয়েছে।

Hero Mavrick 440 বনাম Harley-Davidson X440 – ব্রেক: দুটি বাইকের ব্রেকিং সিস্টেম একরকম। সামনে দেওয়া হয়েছে ৩২০ মিমি ডিস্ক এবং পিছনে ২৪০ মিমি-র ডিস্ক। এর পাশাপাশি থাকছে ডুয়েল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।

Hero Mavrick 440 বনাম Harley-Davidson X440 – দাম এবং বুকিং: Harley-Davidson X440-এর দাম ২.৪০ লাখ থেকে ২.৮০ লাখ টাকার মধ্যে। দুটির দামই এক্স-শোরুম। হার্লে X440 তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে – ডেনিম, ভিভিড এবং এস। তবে Hero MotoCorp Mavrick 440-এর দাম এখনও ঘোষণা করেনি সংস্থা।

আরও পড়ুন- এই স্মার্টফোন ইউজাররা এখন VoWiFi কল রেকর্ড করতে পারবেন! জানুন

তবে এর দাম কিছুটা কম হবে বলেই মনে করা হচ্ছে, কারণ হার্লে ডেভিডসনের তুলনায় কম প্রিমিয়াম উপাদান ব্যবহার করা হয়েছে। অনুমান করা হচ্ছে দাম ১ লাখ ৮০ হাজার থেকে ২ লাখ টাকার মধ্যে থাকবে।

চলতি মাসেই অর্থাৎ ফেব্রুয়ারি থেকেই বুকিং শুরু হবে বলে জানা গিয়েছে। সেই সময়েই বাইকের দাম ঘোষণা করবে সংস্থা। ২০২৪-এর এপ্রিল থেকে ডেলিভারি শুরু হবে।

বাজারে আসছে Hero-র নতুন মোটরবাইক! দুর্দান্ত দেখতে এই স্ট্রিটফাইটার

কলকাতা: বাজারে আসছে Hero-র ফ্ল্যাগশিপ মোটর বাইক। সম্প্রতি Hero MotoCorp আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে, এই ফ্লাগশিপ মোটরবাইকের নাম হতে চলেছে Maverick।

এর আগে এই মোটর বাইকের দু’টি নাম উঠে এসেছিল—Maverick এবং Hurikan। ফলে নতুন বাইকটির কী নাম হবে শেষ পর্যন্ত তা নিয়ে জল্পনা চলছিলই। অবশেষে জয় হয়েছে Hero Maverick 440-র।

জানা গিয়েছে এটি Harley-Davidson X440-র সমতুল প্লাটফর্মে তৈরি মোটর বাইক হতে চলেছে। তবে খাঁটি ভারতীয় ব্র্যান্ডে। ২০২৪ সালের ২৩ জানুয়ারি বাজারে আসছে Hero Maverick 440।

আরও পড়ুন- শীতে কাঁপছে বঙ্গ! পুরুলিয়ার টেক্কা সব জেলাকে! কবে কমবে ঠান্ডা?

Harley-Davidson X440 হল Harley-র সব থেকে সাশ্রয়ী মোটর বাইক। গত বছর বাজারে এসেছিল এটি। এই ক্ষেত্রে সংস্থার সঙ্গী ছিল Hero MotoCorp। আসন্ন Hero Maverick 440-এও থাকতে পারে প্রায় একই রকম আন্ডারপিনিং, সঙ্গে ট্রেলিস ফ্রেম এবং ৪৪০ সিসি অয়েল-কুলড, সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন।

তবে অবশ্যই আমেরিকান কাউন্টারপার্ট মডেল Harley-Davidson X440-এর থেকে অনেকাংশেই আলাদা হতে চলেছে এই মডেল, সেকথা নতুন করে বলার প্রয়োজন নেই।

কী কী পরিবর্তন করা হতে পারে, দেখে নেওয়া যাক এক নজরে—

মনে করা হচ্ছে, Hero Maverick 440-তে থাকতে পারে ঐতিহ্যবাহী টেলিস্কোপিক ফ্রন্ট ফোর্ক। X440-তে কিন্তু রয়েছে USD ফোর্ক। তাছাড়া, Harley-র মতো রেট্রো লুকও থাকবে না Maverick-এ।

সামনে থাকতে পারে H-আকৃতির LED DRL-সহ একটি বৃত্তাকার হেডল্যাম্প। মনে করা হচ্ছে এই বাইকে থাকতে পারে ১৭ ইঞ্চি অ্যালয়-হুইল। Harley X440-এ এই চাকার ব্যস ১৯ ইঞ্চি।

আরও পড়ুন- ভয়াবহ পথ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা, তারপর যা হল…

সব থেকে বড় বিষয় Harley X440 হল একটি ‘রোডস্টার’ বাইক। Maverick 440 হতে চলেছে একটি ‘স্ট্রিটফাইটার’। মনে করা হচ্ছে, এর জ্বালানী ট্যাঙ্কেও নতুন ডিজাইন আসতে পারে।

এছাড়া, Maverick-এ প্রায় একই রকম জায়গা থাকবে যেমন রয়েছে Harley X440-তে। Maverick-এর ক্ষেত্রে ৪৪০ সিসি মোটরটি প্রায় ২৭ bhp পাওয়ার এবং ৩৮ Nm টর্ক উৎপাদন করতে পারবে। সঙ্গে থাকছে ৬ স্পিড গিয়ারবক্স।

Bajaj, Hero, Royal Enfield! ২০২৩ সালে সব থেকে বেশি মোটরসাইকেল বিক্রি হয়েছে কার?

কলকাতা: ভারতে বাড়ছে গাড়ির বিক্রি। এই সংক্রান্ত তথ্য আগেই হাতে এসেছে। ছোট বা বড় চারচাকা গাড়ির পাশাপাশি মোটরবাইক বা স্কুটারের বিক্রিও বাড়ছে।

আসলে এখন সকলেই চান নিজের মতো করে ঘুরে বেড়াতে। সাধ্য অনুযায়ী অন্তত একটা মোটর বাইক নিজের ঘরে রাখতে চান। রাস্তাঘাটের উন্নতি হওয়ার ফলে যেকোনও জায়গায় যাতায়াতের সুবিধাও বেড়েছে। তাই ক্রমাগত বাড়ছে ব্যক্তিগত যান ক্রয়ের পরিমাণ।

টু-হুইলার নির্মাতা Hero MotoCorp গত মঙ্গলবার জানিয়েছে, ২০২৩ সালে তাদের বিক্রি বেড়েছে অনেকখানি। সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী ২০২৩ সালে Hero MotoCorp-এর মোট বিক্রয় হয়েছে ৫৪.৯৯ লক্ষ ইউনিট।

আরও পড়ুন- যে কোনও চার্জার ব্যবহার করেন? নিজের মোবাইলের কেমন সর্বনাশ করছেন শুনুন

আগের বছরের বিক্রয়ের তুলনায় যা শতকরা প্রায় ৫ শতাংশ বেশি বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই হিসেব বলছে, পূর্ববর্তী বছরে সংস্থার ৫২.৪৭ লক্ষ ইউনিট টু-হুইলার বিক্রি হয়েছিল।

সংস্থার দেওয়া হিসেব অনুযায়ী ২০২৩ সালের ডিসেম্বর মাসে মোট বিক্রয় হয়েছিল ৩,৯৩,৯৫২ ইউনিট। নভেম্বর মাসের তুলনায় তা সামান্য হ্রাস পেয়ছিল। ওই মাসে এই বিক্রি ছিল ৩,৯৪,১৭৯ ইউনিট।

Hero MotoCorp-এর তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, গত মাসে মোটর বাইকের বিক্রি দাঁড়িয়েছে ৩,৫৪,৬৫৮ ইউনিটে। গত বছরের তুলনায় একটু কম। পূর্ববর্তী বছরে এই সময় মোটর বাইক বিক্রি হয়েছিল ৩,৫৬,৭৪৯ ইউনিট।

মোটর বাইকের বিক্রি সামান্য কমলেও একই সময়ে বেড়েছে স্কুটারের বিক্রি। ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্কুটার বিক্রি হয়েছিল ৩৯,২৯৪ ইউনিট। কিন্তু ঠিক এক বছর আগ ওই মাসে স্কুটারের বিক্রি ছিল ৩৭,৪৩০ ইউনিট।

আরও পড়ুন-ইয়ার বাডে এই ছোট ছিদ্র কেন থাকে? আপনি যে কারণটা জানেন, সেটা কি ঠিক?

এটুকুই সব নয়। সংস্থার তরফে আশা প্রকাশ করা হয়েছে আগামী দিনে আরও খানিকটা বাড়তে পারে টু-হুইলারের বিক্রয়। সংস্থার দাবি, সরকারি ব্যয় এবং হাতে অর্থের জোগান থাকায় গাড়ি কেনার ক্ষেত্রে মানুষের উৎসাহ বাড়তে পারে।

সেক্ষেত্রে বাড়তি অক্সিজেন জোগাতে পারে বিবাহ মরশুম। তাই চতুর্থ ত্রৈমাসিক থেকে যান বিক্রয়ের ক্ষেত্রে আরও ইতিবাচক গতি আশা করছে সংস্থাটি।