Tag Archives: Rupees

Knowledge Story: জানেন, ভারতে প্রথম কত টাকার নোট ছাপা হয়? ৫০০, হাজার কিন্তু নয়, তাহলে? চমকে যাবেন

দেশের কারেন্সি জারি করার দায়িত্ব রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank Of India)-র উপর ন্যস্ত রয়েছে। সংবিধানের ধারা ২২ অনুসারে ভারতে নোট জারি করার অধিকার রিজার্ভ ব্যাংকের কাছে রয়েছে। ধারা ২৫-এ উল্লেখ রয়েছে যে নোটের ডিজাইন স্বরূপ কী হবে। রিজার্ভ ব্যাংক এবং কেন্দ্রীয় বোর্ড এর অনুশংসার ওপর বিচার করে তারপরে কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিতে হবে।
দেশের কারেন্সি জারি করার দায়িত্ব রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank Of India)-র উপর ন্যস্ত রয়েছে। সংবিধানের ধারা ২২ অনুসারে ভারতে নোট জারি করার অধিকার রিজার্ভ ব্যাংকের কাছে রয়েছে। ধারা ২৫-এ উল্লেখ রয়েছে যে নোটের ডিজাইন স্বরূপ কী হবে। রিজার্ভ ব্যাংক এবং কেন্দ্রীয় বোর্ড এর অনুশংসার ওপর বিচার করে তারপরে কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিতে হবে।
স্বাধীনতার পর ২ বছর বাদে ভারত নিজের প্রথম নোট জারি করে। রিজার্ভ ব্যাংক অনুসারে স্বাধীন ভারতের প্রথম নোট ১ টাকার ছিল। এটি ১৯৪৯ সালের ঘটনা।

স্বাধীনতার পর ২ বছর বাদে ভারত নিজের প্রথম নোট জারি করে। রিজার্ভ ব্যাংক অনুসারে স্বাধীন ভারতের প্রথম নোট ১ টাকার ছিল। এটি ১৯৪৯ সালের ঘটনা।
নোটের ওয়াটারমার্ক উইন্ডোতে কিং জর্জের ছবির জায়গায় সারনাথের অশোক স্তম্ভের লায়ন ক্যাপিটালকে প্রতীক হিসেবে জারি করা হয়।
নোটের ওয়াটারমার্ক উইন্ডোতে কিং জর্জের ছবির জায়গায় সারনাথের অশোক স্তম্ভের লায়ন ক্যাপিটালকে প্রতীক হিসেবে জারি করা হয়।
ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা জারি সবচেয়ে উচ্চমূল্যের নোট ১০ হাজার টাকার ছিল। এটি ১৯৩৮ সালে জারি করা হয়েছিল। এরপর ১৯৪৬ সালে এটিই রিজার্ভ ব্যাংক ফেরত নিয়ে নেয়।
ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা জারি সবচেয়ে উচ্চমূল্যের নোট ১০ হাজার টাকার ছিল। এটি ১৯৩৮ সালে জারি করা হয়েছিল। এরপর ১৯৪৬ সালে এটিই রিজার্ভ ব্যাংক ফেরত নিয়ে নেয়।
১৯৫৪ সালে দ্বিতীয়বার ১০ হাজার টাকার নোট জারি করা হয়। এরপর ১৯৭৮ সালের রিজার্ভ ব্যাংক এই নোট ফেরত নিয়ে নেয়।
১৯৫৪ সালে দ্বিতীয়বার ১০ হাজার টাকার নোট জারি করা হয়। এরপর ১৯৭৮ সালের রিজার্ভ ব্যাংক এই নোট ফেরত নিয়ে নেয়।
রিজার্ভ ব্যাংক দ্বারা জারি ব্যাংক নোটের ভাষা প্যানেলে ১৫ টি ভাষা দেখা যায়। এছাড়া নোটের কেন্দ্রে প্রমুখ রূপে হিন্দি এবং ব্যাংক নোট এর পেছনে ইংরেজিতে লেখা থাকে। নোটের ভ্যালু ১৫ টি ভারতীয় ভাষায় লেখা রয়েছে।
রিজার্ভ ব্যাংক দ্বারা জারি ব্যাংক নোটের ভাষা প্যানেলে ১৫ টি ভাষা দেখা যায়। এছাড়া নোটের কেন্দ্রে প্রমুখ রূপে হিন্দি এবং ব্যাংক নোট এর পেছনে ইংরেজিতে লেখা থাকে। নোটের ভ্যালু ১৫ টি ভারতীয় ভাষায় লেখা রয়েছে।
৮ নভেম্বর ২০১৬ তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণার পর ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করে দেওয়া হয়। এর জায়গায় রিজার্ভ ব্যাংক ৫০০ এবং ২০০০  টাকার নোট জারি করেছিল। রিজার্ভ ব্যাংকের দাবি ছিল যে ২০০০ টাকার নোট ওই নোটের ভ্যালু খুব দ্রুত রিপ্লেস করে দেবে।
৮ নভেম্বর ২০১৬ তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণার পর ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করে দেওয়া হয়। এর জায়গায় রিজার্ভ ব্যাংক ৫০০ এবং ২০০০ টাকার নোট জারি করেছিল। রিজার্ভ ব্যাংকের দাবি ছিল যে ২০০০ টাকার নোট ওই নোটের ভ্যালু খুব দ্রুত রিপ্লেস করে দেবে।
যদিও রিজার্ভ ব্যাংক জানিয়েছিল যে ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত ৩.৬২ লাখ কোটি টাকা ভ্যালু দু হাজারের নোট সার্কুলেশনে ছিল। এই মোট নোটের circulation এর কেবল ১০.৮% অংশ ছিল।
যদিও রিজার্ভ ব্যাংক জানিয়েছিল যে ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত ৩.৬২ লাখ কোটি টাকা ভ্যালু দু হাজারের নোট সার্কুলেশনে ছিল। এই মোট নোটের circulation এর কেবল ১০.৮% অংশ ছিল।
দেশের ২০০০ টাকার নোট সবচেয়ে বেশি ২০১৭-১৮ সময়ে বাজারে ছিল। এই সময় বাজারে ২ হাজার টাকার ৩৩ হাজার ৬৩০ লক্ষ নোট চলছিল। এর মোট ভ্যালু ৬.৭২ লাখ কোটি টাকা ছিল।

দেশের ২০০০ টাকার নোট সবচেয়ে বেশি ২০১৭-১৮ সময়ে বাজারে ছিল। এই সময় বাজারে ২ হাজার টাকার ৩৩ হাজার ৬৩০ লক্ষ নোট চলছিল। এর মোট ভ্যালু ৬.৭২ লাখ কোটি টাকা ছিল।

মাত্র ১২ হাজার টাকা দিয়ে শুরু করুন আপনার স্বপ্নের ব্যবসা, রোজগারের সুযোগ লক্ষাধিক টাকা!

স্বপ্ন রয়েছে ব্যবসা করার অথচ যথেষ্ট পুঁজির অভাবে তা শুরু করতে পারছেন না! তাহলে আর চিন্তা করবেন না এবার একজন সফল ব্যবসায়ী হওয়ার ইচ্ছে পূরণ হতে পারে আপনারও! মাত্র ১২ হাজার টাকা দিয়ে আপনিও শুরু করতে পারেন নিজের স্বপ্নের ব্যবসা!

IPL 2024 Auction: দাম উঠতে পারে ২০ কোটির বেশি! নিলামে এই ৩ ক্রিকেটার তৈরি করতে পারে ইতিহাস

১৯ ডিসেম্বর দুবাইতে বসতে চলেছে আইপিএল ২০২৪-এর নিলামের আসর। এবার মিনি নিলাম হলেও তা কোনও মেগা নিলামের থেকে কম টানটান নয়। কারণ ১০ ফ্র্যাঞ্চাইজির বেশিরভাগই  তাদের একাধিক প্লেয়ারকে রিলিজ করেছে। নিলামে নতুন করে দল গুছিয়ে নিতে কোমড় বেঁধে নামছে সকলেই।
১৯ ডিসেম্বর দুবাইতে বসতে চলেছে আইপিএল ২০২৪-এর নিলামের আসর। এবার মিনি নিলাম হলেও তা কোনও মেগা নিলামের থেকে কম টানটান নয়। কারণ ১০ ফ্র্যাঞ্চাইজির বেশিরভাগই তাদের একাধিক প্লেয়ারকে রিলিজ করেছে। নিলামে নতুন করে দল গুছিয়ে নিতে কোমড় বেঁধে নামছে সকলেই।
এবার আইপিএল নিলামে এমন কয়েকজন প্লেয়ার রয়েছে যাদের নিয়ে নিলাম টেবিলে রীতিমত 'মহাভারতের যুদ্ধ' লেগে যেতে পারে।  এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে সবথেকে দামী ক্রিকেটার স্যাম কুরান। গতবার পঞ্জাব ইংল্যান্ড তারকাকে ১৮.৫০ কোটি দিয় কিনেছিল। তবে এই ৩ ক্রিকেটারের জন্য এবার সেই রেকর্ডও ভেঙে যেতে পারে। ২০ কোটি বা তার বেশিও দাম পেতে পারে এদের মধ্যে কেউ।
এবার আইপিএল নিলামে এমন কয়েকজন প্লেয়ার রয়েছে যাদের নিয়ে নিলাম টেবিলে রীতিমত ‘মহাভারতের যুদ্ধ’ লেগে যেতে পারে। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে সবথেকে দামী ক্রিকেটার স্যাম কুরান। গতবার পঞ্জাব ইংল্যান্ড তারকাকে ১৮.৫০ কোটি দিয় কিনেছিল। তবে এই ৩ ক্রিকেটারের জন্য এবার সেই রেকর্ডও ভেঙে যেতে পারে। ২০ কোটি বা তার বেশিও দাম পেতে পারে এদের মধ্যে কেউ।
রাচিন রবীন্দ্র: নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র সদ্য সমাপ্ত বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেছেন। প্রতিযোগিতার সর্বোচ্চ স্কোরারের দৌড়েও ছিলেন রাচিন রবীন্দ্র। বিশ্বকাপে ৫৬৫ রান করে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। করেছেন ৩টি শতরান। সঙ্গে নিয়েছেন ৭ উইকেট। অলরাউন্ড দক্ষতার জন্য রাচীন রবীন্দ্রকে পেতে ঝাপাবে একাধিক দল। কিউই তারকা নিজের বেস প্রাইজ রেখেছেন ৫০ লক্ষ টাকা। তবে রেকর্ড দামে তাঁর বিক্রি হওয়ার সম্ভাবনা খুব বেশি।
রাচিন রবীন্দ্র: নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র সদ্য সমাপ্ত বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেছেন। প্রতিযোগিতার সর্বোচ্চ স্কোরারের দৌড়েও ছিলেন রাচিন রবীন্দ্র। বিশ্বকাপে ৫৬৫ রান করে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। করেছেন ৩টি শতরান। সঙ্গে নিয়েছেন ৭ উইকেট। অলরাউন্ড দক্ষতার জন্য রাচীন রবীন্দ্রকে পেতে ঝাপাবে একাধিক দল। কিউই তারকা নিজের বেস প্রাইজ রেখেছেন ৫০ লক্ষ টাকা। তবে রেকর্ড দামে তাঁর বিক্রি হওয়ার সম্ভাবনা খুব বেশি।
ট্রেভিস হেড: বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত খেলেছিলেন ট্রেভিস হেড। ফাইনালে একার হাতে ভারতকে হারিয়েছিলেন। টি-২০তে ট্রেভিস হেডের পরিসংখ্যান বেশ ঝলমলে। দেশের হয়ে প্রায় ৩০ গড়ে ৫৫৪ রান করেছেন ২৩ ম্যাচে। স্ট্রাইক রেট ১৪৭-এর আশেপাশে। সমগ্র টি-২০ কেরিয়ারে ১০৭ ম্যাচে তাঁর সংগ্রহ ২৭৯৪ রান। প্রয়োজনে অফস্পিন বোলিংও করতে পারেন হেড।  ২০১৬ ও ২০১৭ সালের আইপিএলে ১০টি ম্যাচ খেলেছিলেন। তারপর আর আইপিএলে খেলেননি। এবার ফের নিলামে অংশ নিচ্ছেন হেড। নিলামে নিজের ২ কোটি টাকা বেস প্রাইজ রেখেছেন অজি তারকা।
ট্রেভিস হেড: বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত খেলেছিলেন ট্রেভিস হেড। ফাইনালে একার হাতে ভারতকে হারিয়েছিলেন। টি-২০তে ট্রেভিস হেডের পরিসংখ্যান বেশ ঝলমলে। দেশের হয়ে প্রায় ৩০ গড়ে ৫৫৪ রান করেছেন ২৩ ম্যাচে। স্ট্রাইক রেট ১৪৭-এর আশেপাশে। সমগ্র টি-২০ কেরিয়ারে ১০৭ ম্যাচে তাঁর সংগ্রহ ২৭৯৪ রান। প্রয়োজনে অফস্পিন বোলিংও করতে পারেন হেড। ২০১৬ ও ২০১৭ সালের আইপিএলে ১০টি ম্যাচ খেলেছিলেন। তারপর আর আইপিএলে খেলেননি। এবার ফের নিলামে অংশ নিচ্ছেন হেড। নিলামে নিজের ২ কোটি টাকা বেস প্রাইজ রেখেছেন অজি তারকা।
ড্যারিল মিচেল: আইসিসি ওয়ান ডে বিশ্বকাপ ২০২৩-এ ড্যারিল মিচেলের দুর্দান্ত পারফরম্যান্স তাকে একজন নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে খ্যাতি দিয়েছে। ঠান্ডা মাথায় ব্যাটিং করার পাশাপাশি বড় হিট করার ক্ষমতাও রয়েছে মিচেলের। নিলামে ১ কোটি টাকা বেস প্রাইজ মিচেলের। তবে মোটা টাকা দর উঠতে পারে কিউই তারকার।
ড্যারিল মিচেল: আইসিসি ওয়ান ডে বিশ্বকাপ ২০২৩-এ ড্যারিল মিচেলের দুর্দান্ত পারফরম্যান্স তাকে একজন নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে খ্যাতি দিয়েছে। ঠান্ডা মাথায় ব্যাটিং করার পাশাপাশি বড় হিট করার ক্ষমতাও রয়েছে মিচেলের। নিলামে ১ কোটি টাকা বেস প্রাইজ মিচেলের। তবে মোটা টাকা দর উঠতে পারে কিউই তারকার।

IPL 2024 Auction: কোটি কোটি টাকায় আইপিএল নিলামে প্লেয়ার বিক্রি হয়, ক্রিকেটাররা হাতে পায় কত? জানলে অবাক হবেন

আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে বসতে চলেছে আইপিএল ২০২৪ মিনি নিলামের আসর। ভাগ্য নির্ধারিত হবে একাধিক দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের। মিনি নিলাম হলেও এবারের আইপিএলের গুরুত্ব অনেক। উড়বে কোটি-কোটি টাকা।
আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে বসতে চলেছে আইপিএল ২০২৪ মিনি নিলামের আসর। ভাগ্য নির্ধারিত হবে একাধিক দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের। মিনি নিলাম হলেও এবারের আইপিএলের গুরুত্ব অনেক। উড়বে কোটি-কোটি টাকা।
বিশ্বের সবথেকে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-২০ ক্রিকেট লিগ হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সবথেকে ধনী লিগও বটে। কোটো কোটি টাকায় আইপিএল নিলামে ক্রিকেটার কেনা-বেচা হয়ে থাকে। যা প্রতি বছর বেড়েই চলেছে।
বিশ্বের সবথেকে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-২০ ক্রিকেট লিগ হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সবথেকে ধনী লিগও বটে। কোটো কোটি টাকায় আইপিএল নিলামে ক্রিকেটার কেনা-বেচা হয়ে থাকে। যা প্রতি বছর বেড়েই চলেছে।
২০২৩ সালের মিনি আইপিএলে সবথেকে দামি ক্রিকেটার হয়েছিলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার স্যাম কুরান। তাঁকে ১৮.৫০ কোটি টাকায় কেনে পঞ্জাব কিংস। এবার সেই রেকর্ড ভেঙে যেতে পারে বলে মনে করছেন অনেকেই।
২০২৩ সালের মিনি আইপিএলে সবথেকে দামি ক্রিকেটার হয়েছিলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার স্যাম কুরান। তাঁকে ১৮.৫০ কোটি টাকায় কেনে পঞ্জাব কিংস। এবার সেই রেকর্ড ভেঙে যেতে পারে বলে মনে করছেন অনেকেই।
তবে আপানাদের জেনে রাখা প্রয়োজন যে, আইপিএলে নিলামে কোটি কোটি টাকায় ক্রিকেটাররা বিক্রি হয় ঠিকই। কিন্তু যত টাকায় প্লেয়াররা বিক্রি হয় সেই একই পরিমাণ টাকা হাতে পায় না।
তবে আপানাদের জেনে রাখা প্রয়োজন যে, আইপিএলে নিলামে কোটি কোটি টাকায় ক্রিকেটাররা বিক্রি হয় ঠিকই। কিন্তু যত টাকায় প্লেয়াররা বিক্রি হয় সেই একই পরিমাণ টাকা হাতে পায় না।
তহালে আপনাদের মনে কৌতুহল জাগতেই পারে ক্রিকেটাররা নিলামে বিক্রি হওয়ার পর কত টাকা হাতে পায়। নিলামে পাওয়া অর্থ থেকে ঠিক কত টাকা কাটা যায় ক্রিকেটারদের।
তহালে আপনাদের মনে কৌতুহল জাগতেই পারে ক্রিকেটাররা নিলামে বিক্রি হওয়ার পর কত টাকা হাতে পায়। নিলামে পাওয়া অর্থ থেকে ঠিক কত টাকা কাটা যায় ক্রিকেটারদের।
আসলে নিলাম হল একটু ভিত্তিমূল্য। যারপরও ফ্র্যাঞ্চাইজিগুলির প্রতি ক্রিকেটারের সঙ্গে নানা রকমের চুক্তি থাকে। তাতে ওই ক্রিকেটার কটি ম্যাচ খেলবে বা খেলতে হবে, তা লেখা থাকে।
আসলে নিলাম হল একটু ভিত্তিমূল্য। যারপরও ফ্র্যাঞ্চাইজিগুলির প্রতি ক্রিকেটারের সঙ্গে নানা রকমের চুক্তি থাকে। তাতে ওই ক্রিকেটার কটি ম্যাচ খেলবে বা খেলতে হবে, তা লেখা থাকে।
আইপিএল নিলাম থেকে পাওয়া অর্থ থেকে প্রথমে সকল ক্রিকটারদের টিডিএস কাটা হয়। আয়করেরর নিয়ম অনুসারে ট্যাক্স দিতে হয়। যা ওই নির্দিষ্ট ক্রিকেটারের বার্ষিক আয়ের উপর নির্ভর করে।
আইপিএল নিলাম থেকে পাওয়া অর্থ থেকে প্রথমে সকল ক্রিকটারদের টিডিএস কাটা হয়। আয়করেরর নিয়ম অনুসারে ট্যাক্স দিতে হয়। যা ওই নির্দিষ্ট ক্রিকেটারের বার্ষিক আয়ের উপর নির্ভর করে।
টিডিএস কাটার ক্ষেত্রে ভারতীয় ক্রিকেটার ও বিদেশী ক্রিকেটারদের ক্ষেত্রে আলাদা নিয়ম মানা হয়। ভারতীয় ক্রিকেটারদের মোট নিলাম মূল্যের ১০ শতাংশ টিডিএস দিতে হয়। সেখানে বিদেশীদের ২০ শতাংশ টিডিএস দিতে হয়।
টিডিএস কাটার ক্ষেত্রে ভারতীয় ক্রিকেটার ও বিদেশী ক্রিকেটারদের ক্ষেত্রে আলাদা নিয়ম মানা হয়। ভারতীয় ক্রিকেটারদের মোট নিলাম মূল্যের ১০ শতাংশ টিডিএস দিতে হয়। সেখানে বিদেশীদের ২০ শতাংশ টিডিএস দিতে হয়।
তবে বিদেশী ক্রিকেটারদের টিডিএস ছাড়া অন্য কোনও ট্যাক্স দিতে হয় না। শুধমাত্র ভারতে অর্জিত আয়ের উপর কর দিতে হয়। ফলে এই হিসেবেই আইপিএলে নিলামে পাওয়া দাম থেকে টাকা বাদ যায় সকল ক্রিকেটারদের।
তবে বিদেশী ক্রিকেটারদের টিডিএস ছাড়া অন্য কোনও ট্যাক্স দিতে হয় না। শুধমাত্র ভারতে অর্জিত আয়ের উপর কর দিতে হয়। ফলে এই হিসেবেই আইপিএলে নিলামে পাওয়া দাম থেকে টাকা বাদ যায় সকল ক্রিকেটারদের।
এই সকল ট্যাক্স কেটে, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি সেরে, যদি এজেন্ট থাকে সেই দিক সামলে শেষ পর্যন্ত যে টাকা থাকে সেটা যায় ক্রিকেটারদের পকেটে। তবে সেই পরিমাণও নেহাত কম নয়।
এই সকল ট্যাক্স কেটে, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি সেরে, যদি এজেন্ট থাকে সেই দিক সামলে শেষ পর্যন্ত যে টাকা থাকে সেটা যায় ক্রিকেটারদের পকেটে। তবে সেই পরিমাণও নেহাত কম নয়।