Tag Archives: Sayani Ghosh

Jadavpur: সায়নীর হস্তক্ষেপেই…? বাড়ি ফিরল ১২ বছরের নিখোঁজ বালিকা! খোঁজ পাওয়া গেল যেভাবে, যাদবপুরের সাংসদকে ধন‍্যি ধন‍্যি!

কলকাতা: নরেন্দ্রপুর থানার অন্তর্গত একটি বালিকা বিদ্যালয় থেকে স্কুলছুটির পর থেকেই নিখোঁজ এক নাবালিকা। গত ৩ সেপ্টেম্বর ঘটে জানা যায়, বালিকা স্কুলছুটির পর একজন মহিলা ও ১৮ বছরের একজন ছেলে মিলে ওই ছাত্রীকে তার স্কুল থেকে বের করে নিয়ে যায়।

কিন্ত একদিন কেটে গেলেও তার কোনও খোঁজ পাওয়া যায়নি। তবে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের তত্‍পরতায় বালিকাকে গত ৫ সেপ্টেম্বর সুস্থভাবে উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বাতের ব‍্যথা থেকে কফ, কাশি, বহু সমস‍্যার সমাধান শিউলি পাতা! সঠিক নিয়ম মেনে খেলেই মিলবে উপকার

 সূত্রের খবর অনুযায়ী, গত ৩রা সেপ্টেম্বর স্কুল ছুটির পর থেকেই আর বাড়ি ফেরেনি নাবালিকা। পরে সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, ১২ বছরের ওই বালিকা একজন মহিলা এবং ১৮ বছরের ছেলের সঙ্গে বেরিয়েছে।

বিষয়টি জানার পর যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ নিজেই নরেন্দ্রপুর থানার আইসির সঙ্গে যোগাযোগ করেন এবং অতি দ্রুততার সঙ্গে মেয়েটিকে উদ্ধারের জন্য সক্রিয় ভূমিকা নেবার আবেদন জানান।

আরও পড়ুন: ব্লাড সুগার কমাবে বাসি রুটি? সঙ্গে খেতে হবে এই জিনিস, পুরনো রুটিতেই কীভাবে কমবে ওজন? বাড়বে হজম? জেনে নিন

নরেন্দ্রপুর থানা এবং লালবাজারের যৌথ উদ্যোগে গত ৫ই সেপ্টেম্বর সন্ধেবেলায় কলকাতার মুচিপাড়া সংলগ্ন এলাকা থেকে ১২ বছরের নাবালিকাকে সুস্থভাবে উদ্ধার করা হয়। সোশ‍্যাল মিডিয়ায় এই ঘটনা  পোস্ট করে জানিয়েছেন শুভদীপ চক্রবর্তী নামে এক ব‍্যক্তি। শুভদীপ নিখোঁজ বালিকার পরিবারের পরিচিত।

South 24 Parganas News: জয়ের পরেই নিজের কেন্দ্রের প্রতি বুথে যাওয়ার আশ্বাস সায়নীর

দক্ষিণ ২৪ পরগনা: ভোটে জয়লাভ করার পর যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ কর্মী সমর্থকদের সঙ্গে উৎসবে মেতে উঠলেন। তিনি এই প্রথমবার সাংসদ হলেন এবং মানুষের জন্য তিনি কাজ করতে চান এমনটাই জানিয়েছেন।  পাশাপাশি তিনি আরও বলেন যাদবপুর লোকসভা কেন্দ্রে আমার কাছে একটি চ্যালেঞ্জিং এবং প্রেসটিজের লড়াই ছিল । এই জয়টি শুধুমাত্র সায়নী ঘোষের নয় যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রতিটি তৃণমূল সৈনিক কর্মীদের জয় । কারণ ভোটের সময় এই সমস্ত লোকসভা কেন্দ্রের তৃণমূল কর্মী সমর্থকরা  প্রতিটি বুথে বুথে গিয়ে বলেছেন আমিই সায়নী ঘোষ আমাকে ভোট দিন, এটাই তার প্রতিফলন। এবং এই জয়টাকে তিনি তার মাকেও উৎসর্গ করেন। মা ছাড়া প্রথম জয়লাভ।

আরও পড়ুন:  ভোট মিটতেই ভিন রাজ্যে ফেরার হিড়িক পরিযায়ী শ্রমিকদের

এর পাশাপাশি তিনি আরও বলেন। বিজেপি নেতা তথাগত রায়ের বাড়িতে মিষ্টি পাঠাতে চাই। জয়ের পর সোনারপুর উত্তর বিধানসভায়  জানালেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ। এবার লড়াই যথেষ্ট কঠিন ছিল বলে বক্তব্যে । দলের কর্মীদের জন্যই এই জয় সম্ভব হয়েছে বলে তিনি জানান। আগামী পাঁচ বছরে তার লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথে তিনি যাবেন। যেখানে যা যা সমস্যা আছে তার সমাধানের চেষ্টা করবেন বলে জানান তিনি। তৃণমূল নেত্রী যেভাবে গাইডলাইন দেবেন সেভাবেই তিনি আগামীদিনে কাজ করবেন বলে স্পষ্ট বক্তব্য সায়নীর। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের কামালগাজিতে বিজয় সভা হয়। সেখানে দলীয় কর্মীরা তাকে সম্বর্ধনা দেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা

West Bengal Lok Sabha Result: যাদবপুরে অনেক এগিয়ে সায়নী, তৃতীয় স্থানে সৃজন! বাংলায় সবুজ ঝড়ের ইঙ্গিত

কলকাতা: যাদবপুর লোকসভা কেন্দ্রের ২০২৪-এর ফলাফলের নিরিখে কে কত ভোটে জয়ী হলেন, কাকে হারিয়ে কে জয়ী হলেন, তা স্পষ্ট হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা আসন এই যাদবপুর। আর সেখানেই এ পর্যন্ত গণনার শেষে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ ৮৪৯৭২ ভোটে এগিয়ে।

এখনও পর্যন্ত সায়নী ঘোষ ভোট পেয়েছেন ২১৬২৩১ ভোট, অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের এখনও প্রাপ্ত ভোট ১৩১২৫৯ এবং CPIM প্রার্তী সৃজন ভট্টাচার্য পেয়েছেন ৬৩৪৯৮।

Saayoni Ghosh: সায়নী ঘোষকে ঘিরে চাঞ্চল্য, প্রচারের সময়ই ঘটল বড় ঘটনা! দৌড়ে এলেন কর্মীরা

দক্ষিণ ২৪ পরগণা: প্রচারে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন যাদবপুরের তারকা প্রার্থী সায়নী ঘোষ। আগামী ১ জুন লোকসভা নির্বাচনের সপ্তম দফায় ভোট যাদবপুরে। তার আগেই ভাঙড় এলাকায় প্রচারে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।

বৃহস্পতিবার সকাল থেকেই প্রচার চালাচ্ছিলেন সায়নী। ভাঙড়ের শানপুকুর, ভোগালি ১ ও ভোগালি ২ এলাকায় নির্বাচনী প্রচার করছিলেন তিনি। এলাকার মানুষজনের সঙ্গে কথাও বলছিলেন তৃণমূল প্রার্থী। এদিন হুডখোলা গাড়িতে চেপে প্রচার চালাচ্ছিলেন সায়নী ঘোষ। সায়নীর সঙ্গেই গাড়িতে ছিলেন তৃণমূলের বিধায়ক শওকত মোল্লা। কিছুক্ষণ পরেই অসুস্থ বোধ করেন সায়নী।

আরও পড়ুন: YouTube-ভিডিও থেকে কত টাকা আয় হয়? ১ মিলিয়ন ভিউজ হলে কত রোজগার হয়? ৯৯% লোকজনই জানেন না

অসুস্থ হওয়ার পর সায়নীকে গাড়ি থেকে নামানো হয়। এরপর কিছুক্ষণ বিশ্রাম নেন তিনি। পরে আবার কিছুক্ষণ নিজের গাড়ি থেকে প্রচার চালান সায়নী। যদিও তাররক তিনি হঠাত্‍ই প্রচার বন্ধ করে চলে যান। জানা গিয়েছে, এদিন অসুস্থ বোধ করেন শওকত মোল্লাও। প্রচার ছেড়ে চলে যান তিনিও।

ফের চড়ছে তাপমাত্রার পারদ। কয়েকদিনের স্বস্তির বৃষ্টিতে সামান‍্য তাপমাত্রা কমলেও আবার বাড়তে শুরু করেছে পরিবেশের তাপ। সঙ্গে বাড়ছে গরমের কারণে অসুস্থতা। বিভিন্ন সময়েই দেখা গিয়েছে প্রার্থীরা প্রচারে বেরিয়ে গরমের কারণে অসুস্থ বোধ করছেন।

পায়ে হেঁটে জনসংযোগ সায়নীর! জেতার নিয়ে ১০০ শতাংশ আশাবাদী

দক্ষিণ ২৪ পরগনা : মনোনয়নপত্র জমা দেওয়ার পর মানুষের দরজায় দরজায় ভোট প্রচারে অভিনেত্রী সায়নী ঘোষ।

যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূলের অভিনেত্রী সায়নী ঘোষ রবিবার সকাল থেকেই তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর পূর্ব বিধানসভার দুধনই এলাকা থেকে রামনগর এলাকা পর্যন্ত পায়ে হেঁটে মানুষের সঙ্গে জনসংযোগ করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ।

প্রচার শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সায়নী ঘোষ বলেন, জয়ের বিষয়ে তিনি ১০০ শতাংশ আশাবাদী। শুধু সময়ের অপেক্ষা। একসময় যাদবপুর লোকসভা কেন্দ্র বামেদের শক্ত ঘাঁটি ছিল। কিন্তু সেই শক্ত ঘাঁটি এখন আর নেই। এখন বামেদের লাল দুর্গে ফুটেছে জোড়া ফুল।

আরও পড়ুন- জোড়া হাতের মাঝে ফুল ফোটাতে মরিয়া তৃণমূল-বিজেপি, রাত পোহালেই বহরমপুরে ভোট

যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য। তৃণমূলকে কটাক্ষ করে বারবার বলতে শোনা গিয়েছিল, তৃণমূল পাঁচিলে বসে থাকবে এবং বিজেপি তৃণমূলকে জেতার সাহায্য করবে।

বাম নেতা সৃজন ভট্টাচার্যের এই কটাক্ষের পাল্টা জবাব দিলেন সায়নী। রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ বলেন, মানুষের জনসমর্থন হারিয়েছে সিপিএম। শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। সেটা মানুষ জানে। মানুষের হৃদয়ে তৃণমূল রয়েছে। আমার জয় শুধু সময়ের অপেক্ষা। মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবে আমাকে।

আরও পড়ুন-  নজরে রানাঘাট! জেনে নিন এই লোকসভা কেন্দ্রের খুঁটিনাটি

সায়নী ঘোষ আরও বলেন, যখন থেকে আমি তৃণমূলে যোগদান করেছি তখন থেকেই আমার সম্পত্তির পরিমাণ কমতে শুরু করেছে। কিন্তু অনেকেই অন্যান্য দলে যোগদান করে সম্পত্তির পরিমাণ দ্বিগুণ করেছে। আমার বিরুদ্ধে যারা অভিযোগ করেছিল যে আমি পাঁচ-৬টা ফ্ল্যাট কিনেছি, সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে।

Viral News: চায়ের দোকানের জনপ্রিয় বাড়াতে ‌যা করলেন সায়নী ঘোষের এক ভক্ত! দেখুন ভিডিও

জলপাইগুড়ি: অনেক তো হল এম.এ পাশ চা, বি.এ পাশ চা কিংবা এক টাকার চা…! এবার জলপাইগুড়িবাসী মজেছে ‘সায়নি চা’-এ। সায়নি চা! শুনে অবাক হচ্ছেন নাকি! জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির কালীরহাটে এবার দেখা মিলল এমনই এক চায়ের দোকান। হ্যাঁ, অভিনেত্রী সায়নি ঘোষের বিরাট বড় ফ্যান চাবিক্রেতা ওই যুবক। তাই এবার ভাইরাল সায়নি ঘোষের নাম ও ছবি দিয়েই চায়ের দোকান খুলেছেন তিনি, এমনটাই দাবি ওই যুবকের। ইতিমধ্যেই ‘সায়নি চা’-এর স্বাদ নিতে বহু মানুষ এসে ভীড় করছে এই দোকানে। এলাকা জুড়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দোকানটি।

Tea: নিজের দোকান জনপ্রিয় করতে ‌যা করলেন সায়নী ঘোষের এক ভক্ত! দেখেই চোখ কপালে উঠবে

জলপাইগুড়ি: অনেক তো হল এম.এ পাশ চা, বি.এ পাশ চা কিংবা এক টাকার চা…! এবার জলপাইগুড়িবাসী মজেছে ‘সায়নি চা’-এ। সায়নি চা! শুনে অবাক হচ্ছেন নাকি! জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির কালীরহাটে এবার দেখা মিলল এমনই এক চায়ের দোকান। হ্যাঁ, অভিনেত্রী সায়নি ঘোষের বিরাট বড় ফ্যান চাবিক্রেতা ওই যুবক। তাই এবার ভাইরাল সায়নি ঘোষের নাম ও ছবি দিয়েই চায়ের দোকান খুলেছেন তিনি, এমনটাই দাবি ওই যুবকের। ইতিমধ্যেই ‘সায়নি চা’-এর স্বাদ নিতে বহু মানুষ এসে ভীড় করছে এই দোকানে। এলাকা জুড়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দোকানটি।

আরও পড়ুনঃ গরমে মাটির কলসির জল খাওয়ার সময় মাথায় রাখুন এই ৪ জিনিস, নাহলে মারাত্মক বিপদ…

লকডাউনের পর থেকেই বেশ কয়েক বছরে বিভিন্ন সময়ে চায়ের দোকান করে ভাইরাল হয়েছেন অনেকেই। এবার অভিনেত্রীর নামের সহায়তায়ও ভাইরাল এই যুবক। একদিকে চা পান করার অভ্যেস অনেকেরই রয়েছে। চায়ের স্বাদ ও সুগন্ধ পেতে মরিয়া চাপ্রেমীরা। অন্যদিকে, কালীরহাট নিবাসী সহদেব রায় মাস দেড়েক আগেই এই চায়ের দোকান খুলেছেন আর তাতেই ব্যানারে সায়নি ঘোষের ছবি ও পোস্টারে লেখা “সায়নি চা”- এর যেন আলাদাই এক প্রভাব করে ফেলেছেন সেই যুবক।

বঙ্গ রাজনীতির সবথেকে চর্চিত নামগুলির মধ্যে একটি সায়নি ঘোষ। অভিনয় জগৎ থেকে উঠে এসে একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের হাত ধরেন তিনি। তারপর থেকে এখনও পর্যন্ত রাজনৈতিক কেরিয়ারে একের পর এক বিতর্কে জড়িয়েছেন সায়নী। এর মধ্যে সাম্প্রতিকতম বিতর্কের কেন্দ্রে একটি সংলাপ, ‘সায়নি!’ রাজনীতির গণ্ডি পেরিয়ে সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছিল ‘সায়নি’ শব্দবন্ধে। এর উৎস পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের এক জনসভা। রীতিমতো বেশ এলাকায় নাম কামিয়েছে ওই যুবক।

সুরজিৎ দে

Lok Sabha Election 2024: সাইকেল চালিয়ে পেয়ারা খেতে খেতে ভোট প্রচার, সায়নী ‌যেন স্কুলগার্ল

দক্ষিণ ২৪ পরগনার : যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ। এদিন তিনি প্রচারে বেরিয়ে প্রচুর সংখ্যক মহিলাদের উপস্থিতিতে রীতিমতো সাইকেল চালিয়ে বারুইপুরের বিখ্যাত পেয়ারা খেতে খেতে জনসংযোগ করলেন এই তৃণমূল প্রার্থী। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বিভিন্ন সভা থেকে স্বাস্থ্যসাথী নিয়ে সরব হয়েছে। আর ঠিক এমন চিত্ত দেখা গেল যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ তিনি সাইকেল চালিয়ে প্রচার সারলেন।

লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে শাসক বিরোধী সমস্ত দলের প্রার্থীরা ভোটারদের মন জয় করতে রাজনৈতিক প্রচার মাধ্যমে ময়দানে নেমে পড়েছে। আগামী ১ জুন এই লোকসভা কেন্দ্রের ভোট। তাই প্রার্থীরা ভোট প্রচারে অনেকটা সময় পাবে। কিন্তু সে সময় তারা ফেলে রাখতে চাই না। যাতে এই যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রতিটা কোনায় কোনায় গিয়ে পৌঁছাতে পারে সমস্ত রাজনৈতিক দলের ব্যক্তিরা। সেজন্যে আগেভাগে প্রচার সেরে রাখছে।

আরও পড়ুনIndian Railways: রেলের বিরাট চমক! বন্দে ভারত স্লিপারের সুখ পাবেন যাত্রীরা! ভাড়াও নাগালের মধ্যেই

এবার সাইকেল চালিয়ে প্রচার করতে দেখা গেল এই তৃণমূল প্রার্থীকে। মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেয়। আর সেই টাকেই হাতিয়ার করে প্রচারে নেমে পড়েছেন তিনি। আর এই প্রচারে বেরিয়ে কেউ কাকে এক ইঞ্চি মাটি ছাড়তে নারাজ। আর এদিন প্রচারে বেরিয়ে আমি তিন বছর রাজনীতিতেএলেও মানুষ যেভাবে আমাকে দেখতে পেয়েছে, ফুল টাইম পলিটিশিয়ান হলেও তার থেকেও কম দেখতে পেয়েছে সৃজনকে।

রাজপুর সোনারপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে বেরিয়ে সৃজনকে পাল্টা কটাক্ষ সায়নীর। তিনি আরওবলেন নিজের ঢাক নিজে না পেটানোই ভাল। সায়নী নাকি সৃজন কাকে মানুষ বেশি দেখেছে তা মানুষ নিজেরাই বিচার করবে বলে জানান সায়নী।

সুমন সাহা

Saayoni Ghosh on Modi: “সময় শেষ!” টুইটারে মোদিকে তুলোধনা করলেন সায়নী ঘোষ

#কলকাতা: সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিজেপিকে তুলোধনা করেন তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ (Saayani Ghosh)। কেন্দ্রীয় সরকারের দিকে একের পরে এক প্রশ্ন ছুড়ে দেন সায়নী (Saayoni Ghosh)। এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) কটাক্ষ করলেন তিনি। পরোক্ষ ভাবে মোদিকে প্রবঞ্চকও বললেন তিনি।

২০১৪-য় ক্ষমতায় আসার আগে ও পরে মোদির মুখে, ‘আচ্ছে দিন’, ‘নয়ি ভারত’ ইত্যাদি শব্দবন্ধ বার বার শোনা গিয়েছে। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে নতুন ভারত গড়ার কথা বলেছেন। সেই প্রসঙ্গেই এবার মোদিকে খোঁচা দিয়ে সায়নী লিখেছেন যে, জোর করে মোদির নতুন ভারত তৈরির ইচ্ছে এবার গ্রে‌ট ইন্ডিয়ান ট্রাজেডি-তে পরিণত হচ্ছে। হতাশ ভারতীয়রা অবশেষে বুঝতে পারছেন একজন জাদুকর ও প্রবঞ্চকের মধ্যে পার্থক্য কোথায়। পাশাপাশি তিনি #TimesUpModi (সময় শেষ) লিখেছেন।

২১ জুলাই তৃণমূল নেত্রীর সর্বভারতীয় স্তরে বার্তা দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ রাজনৈতিক মহলে। ২০২৪ এর লোকসভা নির্বাচনে দিল্লি জয়ের পরিকল্পনায় রয়েছেন তিনি। সায়নী ২১ জুলাই একটি ভিডিওয় বলেছিলেন, “আমরা জানি এবার একটা উন্নততর লড়াই আছে, যেখানে এক‌টি অশুভ শক্তিকে যেভাবে আমরা বাংলা থেকে বাদ দিতে পেরেছি সেই নিয়েই গোটা ভারতবর্ষ আমাদের দিকে তাকিয়ে। লড়াইটা অনেক বড়।”

এছাড়াও বিভিন্ন বিষয় যেমন উত্তরপ্রদেশে নারী সুরক্ষা, গোটা দেশে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়েও সায়নী একাধিকবার গেরুয়া বাহিনীকে বিদ্ধ করেছেন। প্রসঙ্গত, ভোটের আগে জোর কদমে প্রচার করেছেন সায়নী। হেরে যাওয়ার পরেও তিনি মানুষের হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এর পরে তাঁকে যুব তৃণমূল সভানেত্রীর পদের দায়িত্ব দেওয়া হয়েছে।