Tag Archives: Knee Problem

West Bardhaman News : দু’লাখ টাকার অপারেশন হয়ে গেল সম্পূর্ণ বিনামূল্যে! দুর্গাপুর ইএসআই হাসপাতালের বড় সাফল্য

দুর্গাপুর : দু’লাখ টাকার অপারেশন হয়ে গেল সম্পূর্ণ বিনামূল্যে। আবার সুস্থভাবে হাঁটাচলা করার ক্ষমতা ফিরে পেয়েছেন রোগী। স্বপ্ন দেখছেন পাহাড়ে ঘুরতে যাওয়ার। চিকিৎসক এবং তাঁর টিমের অক্লান্ত পরিশ্রমে বড় সাফল্য পেয়েছে দুর্গাপুর ইএসআই হাসপাতাল। কারণ প্রথমবার দুর্গাপুর ইএসআই হাসপাতালে সফল হয়েছে হাঁটু প্রতিস্থাপন অস্ত্রপোচার।

দুর্গাপুরের শ্যামপুরের বাসিন্দা অনিমা সাহা, বেশ কিছুদিন ধরেই তীব্র হাঁটুর যন্ত্রনা ভোগ করছিলেন। চিকিৎসার জন্য যান দুর্গাপুর ইএসআই হাসপাতালে। সেখানেই তাঁর হাঁটু প্রতিস্থাপনের প্রয়োজনীয়তা বুঝতে পারেন চিকিৎসকরা। কিন্তু এতদিন পর্যন্ত ইএসআই হাসপাতালে এই পরিষেবা ছিল না। তবে হাসপাতাল কর্তৃপক্ষ উদ্যোগ নেয় যাতে সেখানেই হাঁটু প্রতিস্থাপন অস্ত্রপচার করা যায়। সেই মতশুরু হয় পরিকল্পনা এবং ব্যবস্থা নেওয়া হয়। অবশেষে আসে সাফল্য।

আরও পড়ুন : ইদের দিন বৃষ্টির সম্ভাবনা কলকাতায়! গরম নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস

এই বিষয়ে ইএসআই হাসপাতালের মেডিকেল সুপার চিকিৎসক দীপাঞ্জন বক্সী জানিয়েছেন, এতদিন হাঁটু প্রতিস্থাপনের মতো অস্ত্রপচার জেলা ইএসআই হাসপাতালগুলিতে হত না। হয় কলকাতা যেতে হত। নয়তো কোনও বেসরকারি হাসপাতালে রেফার করতে হত। তাতে রোগীদের নানা সমস্যায় পড়তে হত। তাই ইএসআই হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় সেখানেই অপারেশন করা হবে। যে অপারেশনে হাসপাতালে পুরো অর্থোপেডিক টিম-সহ সমস্ত চিকিৎসকরা সহযোগিতা করেছেন। আর তার ফলে অনিমা দেবীর হাঁটু প্রতিস্থাপন সফলভাবে করা গিয়েছে।

আরও পড়ুন : পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন? বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে? দেখে নিন কেমন থাকবে উত্তরবঙ্গের ওয়েদার

প্রসঙ্গত, অনিমা দেবীর হাঁটুর অপারেশন সফলভাবে করেছেন ইএসআই হাসপাতালের চিকিৎসক উদয়ন চৌধুরী এবং তাঁর টিম। তিনি জানিয়েছেন, এই চিকিৎসা করতে প্রায় ২ লক্ষ টাকা খরচ হওয়ার কথা। কিন্তু ইএসআই হাসপাতালে তা সম্পূর্ণ বিনামূল্যে হল। কলকাতার বাইরে জেলার কোনও ইএসআই হাসপাতালে প্রথমবার সফলভাবে হাঁটু প্রতিস্থাপন করতে পেরে গর্বিত হাসপাতালের সমস্ত স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকরা। আগামী দিনেও যাতে রোগীদের এই পরিষেবা দেওয়া যায়, সেদিকেই মনোযোগ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

নয়ন ঘোষ

Winter Joint Pain: শীত পড়তেই হাঁটু-কোমর ব্যথা? কাবু হবে ৫টি সহজ-ঘরোয়া উপায়েই

শীতে হাঁটু ব্যথার সমস‍্যায় ভোগেন বয়স্ক মানুষেরা। একটু তাপমাত্রা কমলেই গাঁটে ব্যথা, কোমরে ব্যথার সমস্যা দেখা দেয়।
শীতে হাঁটু ব্যথার সমস‍্যায় ভোগেন বয়স্ক মানুষেরা। একটু তাপমাত্রা কমলেই গাঁটে ব্যথা, কোমরে ব্যথার সমস্যা দেখা দেয়।
তাই অনেক সময় বেশি ওষুধ খেতে হয়, সুস্থ থাকার জন্য৷ কিন্তু বাড়িতেই থেকে মুক্তি পেতে এই টোটকা ব্যবহার করতে পারেন৷
তাই অনেক সময় বেশি ওষুধ খেতে হয়, সুস্থ থাকার জন্য৷ কিন্তু বাড়িতেই থেকে মুক্তি পেতে এই টোটকা ব্যবহার করতে পারেন৷
আইস প্যাক- তিন-চার টুকরো বরফ টাওয়েলে জড়িয়ে হাঁটুর ঠিক যে জায়গায় ব্যথা হচ্ছে, সেখানে ১০-১৫ মিনিট চেপে ধরে রাখুন।
আইস প্যাক- তিন-চার টুকরো বরফ টাওয়েলে জড়িয়ে হাঁটুর ঠিক যে জায়গায় ব্যথা হচ্ছে, সেখানে ১০-১৫ মিনিট চেপে ধরে রাখুন।
মাসাজ থেরাপি- ৩-৪ চামচ অলিভ অয়েল গরম করে ব্যথার জায়গায় আলতো হাতে ১০-১৫ মিনিট মালিশ করুন। দিনে দু'-তিনবার করতে হবে।
মাসাজ থেরাপি- ৩-৪ চামচ অলিভ অয়েল গরম করে ব্যথার জায়গায় আলতো হাতে ১০-১৫ মিনিট মালিশ করুন। দিনে দু’-তিনবার করতে হবে।
হিট থেরাপি- গরম জলের মধ্যে ১০-১৫ মিনিট হাঁটু ডুবিয়ে রাখুন। হট ওয়াটার ব্যাগও ব্যবহার করতে পারেন। দিনে দু'-তিনবার করতে হবে।
হিট থেরাপি- গরম জলের মধ্যে ১০-১৫ মিনিট হাঁটু ডুবিয়ে রাখুন। হট ওয়াটার ব্যাগও ব্যবহার করতে পারেন। দিনে দু’-তিনবার করতে হবে।
দুধ- দু'কাপ দুধের সঙ্গে এক টেবিল চামচ বাদাম, আখরোটের গুঁড়ো ও সামান্য হলুদের গুঁড়ো ভালভাবে ফোটাতে হবে, যতক্ষণ না মিশ্রণের পরিমাণ অর্ধেক হচ্ছে। টানা দু'মাস দিনে একবার এই দুধ খেয়ে যেতে হবে।
দুধ- দু’কাপ দুধের সঙ্গে এক টেবিল চামচ বাদাম, আখরোটের গুঁড়ো ও সামান্য হলুদের গুঁড়ো ভালভাবে ফোটাতে হবে, যতক্ষণ না মিশ্রণের পরিমাণ অর্ধেক হচ্ছে। টানা দু’মাস দিনে একবার এই দুধ খেয়ে যেতে হবে।
চলাফেরা করুন- যাঁদের হাঁটু ব্যথা আছে, তাঁরা কঠিন ব্যায়াম করবেন না। বরং ধীরে-সুস্থে এক জায়গায় ঘুরতে পারেন, এটা অনেক বেশি উপকারী। ( Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)
চলাফেরা করুন- যাঁদের হাঁটু ব্যথা আছে, তাঁরা কঠিন ব্যায়াম করবেন না। বরং ধীরে-সুস্থে এক জায়গায় ঘুরতে পারেন, এটা অনেক বেশি উপকারী। ( Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)