Tag Archives: Level Crossing

Rail Underpass: আন্ডার পাসের অভাবে জীবনের ঝুঁকি নিয়ে লাইন পারাপার

হুগলি: হাতে অল্প সময়। তাই শর্টকাট ধরে রেলগেট দিয়ে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছে সকলে। এটাই রোজের ছবি রিষড়া রেল স্টেশনের। তবে কার্যত বাধ্য হয়েই এখানকার মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পার হতে হচ্ছে। কারণ রেলের আন্ডার পাস তৈরীর কাজ এখন বিশ বাঁও জলে।

পূর্ব রেলের পক্ষ থেকে কদিন আগেই বলা হয়েছে, বিভিন্ন এলাকায় স্থানীয়রা লেভেল ক্রসিংয়ের বিধি-নিষেধ মানছেন না। তাঁদের জন্য সময় লেভেল ক্রসিং বন্ধ করা যাচ্ছে না। তাই বিভিন্ন স্টেশনে ৫-৭ মিনিট করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে লোকাল ট্রেনকে। এর ফলে এক একটি লোকাল ট্রেন নির্ধারিত সময়ের প্রায় আধ ঘণ্টা পর গন্তব্যে গিয়ে পৌঁছচ্ছে। যদিও রেলের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে রিষড়ার সাধারণ মানুষ।

আর‌ও পড়ুন: কথা বলতে না পারলেও দুর্দান্ত ফুটবল খেলেন কৌশিক, ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পরিবার

অন্যদিকে হুগলির রিষড়ার মানুষজনদের দাবি , রেলের আন্ডার পাস করে দিলে আর জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করতে হবে না। ঘটনা হল, রিষড়া স্টেশনের আন্ডার পাসের কাজ শুরু হলেও তা এখন অজানা কারণে বন্ধ হয়ে গিয়েছে। কবে যে কাজ শেষ হবে, আর কবে মানুষ তা ব্যবহার করতে পারবে গোটাটাই এখন অনিশ্চিত।

এই বিষয়ে স্থানীয় এক নিত্যযাত্রী তিনি জানান, ২০১৫ সালে রেলের আন্ডার পাসের জন্য টেন্ডার পাস হয়। এই কাজ শুরু হয়েছিল ২০২০-তে। এখন ২০২৪ চলছে। কাজ শুরু হওয়ার পর থেকেই বন্ধ হয়ে পড়ে রয়েছে। কবে যে রিষড়ার সাধারণ মানুষ আন্ডার পাস দেখতে পাবেন তা সকলের অজানা।

এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর মনোজ গোস্বামী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকাকালীন এই আন্ডার পাসের প্রস্তাব পাস হয়। তারপরে পুরসভার কিছু কাজ ছিল। সেখানে থেকে গাছ ও বিদ্যুতের জিনিসপত্র সরানোও হয়ে গিয়েছে বছর পাঁচেক হল। তবে তারপর থেকে রেলের কাজ আর এগোয়নি।

রাহী হালদার

Level Crossing: লেভেল ক্রসিংয়ের অ্যালার্ম শুনেই গাড়ি নিয়ে ছুটছেন? রেল কী শাস্তি দিতে পারে জানেন?

লেভেল ক্রসিংয়ের অ্যালার্ম শুনে হু হু করে গাড়ি চালাচ্ছেন? গেট বন্ধ হওয়ার আগেই পার হয়ে যাওয়ার চেষ্টা? জানেন রেলের আইনে এর ফলে কী শাস্তি হতে পারে?
লেভেল ক্রসিংয়ের অ্যালার্ম শুনে হুহু করে গাড়ি চালাচ্ছেন? গেট বন্ধ হওয়ার আগেই পার হয়ে যাওয়ার চেষ্টা? জানেন রেলের আইনে এর ফলে কী শাস্তি হতে পারে?
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, এমন ধরনের কাজকর্মের ফলে নানান ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। ট্রেন চলাচলে বিঘ্ন হতে পারে। তাছাড়াও থাকে দুর্ঘটনার আশঙ্কা। রেলের আইন অনুযায়ী এমন ঘটনার জন্য আর্থিক জরিমানা বা কারাদণ্ডের নিদান রয়েছে।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, এমন ধরনের কাজকর্মের ফলে নানান ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। ট্রেন চলাচলে বিঘ্ন হতে পারে। তাছাড়াও থাকে দুর্ঘটনার আশঙ্কা। রেলের আইন অনুযায়ী এমন ঘটনার জন্য আর্থিক জরিমানা বা কারাদণ্ডের নিদান রয়েছে।
জানা গিয়েছে, রেলের ১৪৬ নম্বর আইন অনুযায়ী যদি কোনও ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রেলের কোনও কর্মচারীকে তার দায়িত্ব পালনে বাধা দেন বা বাধা দেওয়ার চেষ্টা করেন, তবে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড বা এক হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা দুটিই একসঙ্গে হতে পারে।
জানা গিয়েছে, রেলের ১৪৬ নম্বর আইন অনুযায়ী যদি কোনও ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রেলের কোনও কর্মচারীকে তার দায়িত্ব পালনে বাধা দেন বা বাধা দেওয়ার চেষ্টা করেন, তবে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড বা এক হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা দুটিই একসঙ্গে হতে পারে।
রেলের ১৫৪ নম্বর আইন অনুযায়ী, যদি কোনও ব্যক্তি তাড়াহুড়ো করে এবং অবহেলার সঙ্গে কাজ করেন, বা রেলপথে ভ্রমণ করা বা থাকা কোনও ব্যক্তির নিরাপত্তা বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেটি শাস্তিযোগ্য অপরাধ। তার জন্য কারাদণ্ড, আর্থিক জরিমানা বা দুই হতে পারে।
রেলের ১৫৪ নম্বর আইন অনুযায়ী, যদি কোনও ব্যক্তি তাড়াহুড়ো করে এবং অবহেলার সঙ্গে কাজ করেন, বা রেলপথে ভ্রমণ করা বা থাকা কোনও ব্যক্তির নিরাপত্তা বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেটি শাস্তিযোগ্য অপরাধ। তার জন্য কারাদণ্ড, আর্থিক জরিমানা বা দুই হতে পারে।
রেলের ১৬১ নম্বর আইন অনুযায়ী, কোনও ব্যক্তি যদি যে কোনও যানবাহনের চালনা বা নেতৃত্বে অবহেলা করে কোনও মানব বিহীন লেভেল ক্রসিং অতিক্রম করেন, তাহলে তিনি এক বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন।
রেলের ১৬১ নম্বর আইন অনুযায়ী, কোনও ব্যক্তি যদি যে কোনও যানবাহনের চালনা বা নেতৃত্বে অবহেলা করে কোনও মানব বিহীন লেভেল ক্রসিং অতিক্রম করেন, তাহলে তিনি এক বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন।

Local Train: জনগণের তাড়ায় বন্ধ করাই যাচ্ছে না লেভেল ক্রসিংয়ের গেট, পরের পর লেট লোকাল ট্রেনের

হুগলি: হাতে অল্প সময়, শর্টকাট পথ ধরতে জীবনের ঝুঁকি নিয়েই লেভেল ক্রসিং পারাপার করছেন সবাই। রেলের সতর্ক বার্তাকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিদিন এভাবেই যাতায়াত চলছে রিষড়া, উত্তরপাড়া, বৈদ্যবাটি, বেলুড়ের মত জনবহুল রেলস্টেশন সংলগ্ন এলাকায়। এর ফলে যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা রেলের।

রেলের পক্ষ থেকে প্রতি মুহূর্তে লেভেল ক্রসিং মেনে পারাপার হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এক্ষেত্রে যতই তাড়া থাকুক না কেন যতক্ষণ না লেভেল ক্রসিং খুলছে ততক্ষণ লাইন পার না করার কথা বলছেন রেলের আধিকারিকরা। অথচ প্রায়শই দেখা যায় রেলগেটগুলি বন্ধ হওয়ার মুখে মানুষজন তাড়াহুড়ো করে সেটি পেরোনোর চেষ্টা করছে। ইদানিংকালে লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ করতে চেয়েও বন্ধ করা যাচ্ছে না। দেখা যাচ্ছে রেলগেট বন্ধ হওয়ার সাইরেন বাজা সত্ত্বেও গাড়ি, বাইক ইত্যাদি ক্রমাগত লেভেল ক্রসিংয়ের গেটের মধ্যে দিয়ে চলাচল করছে। এরফলে বাধ্য হয়ে লেভেল ক্রসিং গেট খোলা থাকার কারণে ট্রেন স্টেশনে ঢোকার মুখে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছে।

আরও পড়ুন: ডেঙ্গি ঠেকাতে আগেভাগে পদক্ষেপ, শুরু পুকুর পরিষ্কারের কাজ

সেফ লেভেল ক্রসিং বন্ধ করতে না পারায় সকালের ব্যস্ত সময়ে প্রতিটি স্টেশনে ঢোকার মুখে এক একটি লোকাল ট্রেন ১০-১৫ মিনিট করে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছে। এরফলে স্টেশনে অপেক্ষারত যাত্রীদের সংখ্যা যেমন বাড়ছে, তেমনই ট্রেন দেরিতে চলছে এবং সর্বোপরি ট্রেনের যাত্রীদের গন্তব্যে পৌঁছতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। রিষড়ার ৩ ও ৪ নং রেলগেট, উত্তরপাড়ায় ২সি, বৈদ্যবাটিতে ১১ স্পেশাল, বেলুড়ে দেড় নম্বর গেট, তালিতে ৫৬ স্পেশাল ইত্যাদি গেটগুলির ক্ষেত্রে এই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। একটি ট্রেন এই বিলম্বের কারণে গন্তব্যে পৌঁছতে দেরি করলে তার ফলে সেই ট্রেনটি ফেরত আসার সময়েও একইরকম দেরি করে ফেলছে। এতে আখেরে যাত্রীদের এই অসুবিধা হচ্ছে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই পরিস্থিতিতে রিষড়ার স্থানীয় বাসিন্দাদের দাবি, রেল তাদের এখানে আন্ডার পাস করে দিলে এই সমস্যা অনেকটাই কমে যাবে। তবে রিষড়া স্টেশনের আন্ডার পাশের কাজ শুরু হলেও তা এখন বিশ বাঁও জলে। কবে যে কাজ শেষ হবে আর কবে মানুষ তা ব্যবহার করতে পারবে তাই নিয়ে সুর চড়িয়েছে আমজনতা।

রাহী হালদার