Tag Archives: LGBTQ community

Lok Sabha Election 2024: ৩০ লক্ষ ভোটারে মাত্র তিনজন! বড়জোড়ার কাজল তাঁদেরই একজন

বাঁকুড়া: শনিবার ষষ্ঠ দফার নির্বাচনে ভোটগ্রহণ হল বাঁকুড়া এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে। বাঁকুড়া জেলার এই দুই কেন্দ্র মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৩০ লক্ষেরও বেশি। তারমধ্যে মাত্র তিনজন তৃতীয় লিঙ্গের ভোটার। এই তিনজনের একজন হলেন কাজল। বিষ্ণুপুর লোকসভার বড়জোড়ার হাট আশুরিয়ার বাসিন্দা কাজল দেশ গড়তে বদ্ধপরিকর। গত ২০ বছর ধরে ধারাবাহিকতার সঙ্গে ভোট দিচ্ছেন তিনি।

তৃতীয় লিঙ্গের ভোটার কাজল শুধু যে নিজে ভোট দিয়েছেন তা নয়, ভোটদানে অন্যদেরও উৎসাহিত করছেন। এলাকায় সকলে তাঁকে ‘কাজল মাসী’ বলে চেনেন। বড়জোড়ার হাট আশুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের বুথে সকাল থেকেই ছিল ভোটারদের লাইন। এই বুথেই ভোট দেন কাজল। তীব্র রোদের মধ্যেই উৎসাহর সঙ্গে ভোট দিতে দেখা গেল সকলকে। বুথ লেভেল অফিসারের প্রশংসা করেন তাঁর। তিনি বলেন, খুবই আনন্দের কথা। জেলায় মাত্র তিনজন তৃতীয় লিঙ্গের ভোটার। তার মধ্যে আমার বুথেই একজন। প্রতিবারই উনি সকাল সকাল ভোট দেন।

লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

আরও পড়ুন: কাঠমিস্ত্রিকে পিষে মারল হাতি! ফের আতঙ্ক উত্তরে

ভোট যেন এক উৎসব। আর এই উৎসবে পা মেলাতে এগিয়ে আসছেন প্রত্যেকে। গ্রামগঞ্জের মানুষ থেকে শুরু করে শহর অঞ্চলের বৃদ্ধ-বৃদ্ধা। এগিয়ে এলেন কাজল, বাঁকুড়ার ভোটের দিনে এক অনন্য ছবি ধরা পড়ল বড়জোড়ায়।

নীলাঞ্জন ব্যানার্জী