Tag Archives: lunch

Parenting Tips: সন্তানকে ভুলেও টিফিনে এই ৫ খাবার দেবেন না! পেট হবে রফাদফা, চরম ক্ষতি শরীরের

বাচ্চাদের স্কুলের টিফিন নিয়ে চিন্তায় থাকে কম বেশি সব বাবা-মা। বাচ্চাদের খাবার খাওয়ানো বেশ একটা ঝক্কির বিষয়। বেশিরভাগ বাড়িতেই শিশুকে খাওয়ানোর সময় যুদ্ধ চলে।

বাচ্চাদের স্কুলের টিফিন নিয়ে চিন্তায় থাকে কম বেশি সব বাবা-মা। বাচ্চাদের খাবার খাওয়ানো বেশ একটা ঝক্কির বিষয়। বেশিরভাগ বাড়িতেই শিশুকে খাওয়ানোর সময় যুদ্ধ চলে।
তবে, বাড়িতে যেভাবে খাওয়ানো যায় তা তো আর স্কুলে হয় না। তাই, মুখরোচক কোনও খাবার বানিয়ে দিলে স্কুল থেকে টিফিন খেয়ে বাড়িতে আসে বাচ্চারা। তাই মায়েরাও সন্তানের মনপসন্দ খাবারই বানিয়ে দিতে চেষ্টা করেন।
তবে, বাড়িতে যেভাবে খাওয়ানো যায় তা তো আর স্কুলে হয় না। তাই, মুখরোচক কোনও খাবার বানিয়ে দিলে স্কুল থেকে টিফিন খেয়ে বাড়িতে আসে বাচ্চারা। তাই মায়েরাও সন্তানের মনপসন্দ খাবারই বানিয়ে দিতে চেষ্টা করেন।
কিন্তু শিশুকে স্কুলের টিফিনে রোজ কী নতুন খাবার দেবেন। কিন্তু এমন কিছু খাবার আছে যা শিশুকে দিলে শরীর খারাপ হতে পারে সেগুলি জেনে নেওয়া জরুরি। কিছু খাবার রয়েছে যেগুলি বাচ্চাদের টিফিনে না দেওয়াই ভাল-
কিন্তু শিশুকে স্কুলের টিফিনে রোজ কী নতুন খাবার দেবেন। কিন্তু এমন কিছু খাবার আছে যা শিশুকে দিলে শরীর খারাপ হতে পারে সেগুলি জেনে নেওয়া জরুরি। কিছু খাবার রয়েছে যেগুলি বাচ্চাদের টিফিনে না দেওয়াই ভাল-
ইনস্ট্যান্ট নুডলসবানাতে খুব কম সময় লাগে এবং বাচ্চারাও খেতে পছন্দ করে। ফলে অনেকেই শিশুদের মনপচ্ছন্দ এই খাবার টিফিনে দিয়ে দেয়। কিন্তু বাচ্চাদের এই ধরনের চটজলদি খাবার না খাওয়ানোই ভাল। নুডলসের প্রধান উপকরণ হল ময়দা। যা শরীরের পক্ষে একেবারেই ভাল না। পেটের স্বাস্থ্য ভাল রাখতেও ময়দা এড়িয়ে চলা ভাল।
ইনস্ট্যান্ট নুডলস
বানাতে খুব কম সময় লাগে এবং বাচ্চারাও খেতে পছন্দ করে। ফলে অনেকেই শিশুদের মনপচ্ছন্দ এই খাবার টিফিনে দিয়ে দেয়। কিন্তু বাচ্চাদের এই ধরনের চটজলদি খাবার না খাওয়ানোই ভাল। নুডলসের প্রধান উপকরণ হল ময়দা। যা শরীরের পক্ষে একেবারেই ভাল না। পেটের স্বাস্থ্য ভাল রাখতেও ময়দা এড়িয়ে চলা ভাল।
আগেরদিনের খাবারআগের দিনের খাবার যা আমরা বাসি খাবার বলি তা শিশুদের সকালে অনেকেই টিফিন দিয়ে দেয়। কিন্তু তা একেবারেই করা উচিত না। শিশু ভালবাসে বলে বাসি খাবার কখনওই টিফিনে দেবেন না। ছোটদের হজমক্ষমতা কম থাকে। ফলে বাসি খাবার শিশুদের খাওয়ানো ঠিক নয়।
আগেরদিনের খাবার
আগের দিনের খাবার যা আমরা বাসি খাবার বলি তা শিশুদের সকালে অনেকেই টিফিন দিয়ে দেয়। কিন্তু তা একেবারেই করা উচিত না। শিশু ভালবাসে বলে বাসি খাবার কখনওই টিফিনে দেবেন না। ছোটদের হজমক্ষমতা কম থাকে। ফলে বাসি খাবার শিশুদের খাওয়ানো ঠিক নয়।
ডোবা তেলে ভাজা খাবারফুলকো লুচি কিংবা পকোড়ার মতো খাবারগুলি বাচ্চাদের শরীরের পক্ষে একদম ভাল নয়। এই খাবারগুলি বাড়িতে ডোবা তেলে ভাজা হয়। অত্যধিক তেলযুক্ত খাবার খেয়ে শিশু অসুস্থ হয়ে পড়তে পারে। পেটের গোলমালও দেখা দিতে পারে।
ডোবা তেলে ভাজা খাবার
ফুলকো লুচি কিংবা পকোড়ার মতো খাবারগুলি বাচ্চাদের শরীরের পক্ষে একদম ভাল নয়। এই খাবারগুলি বাড়িতে ডোবা তেলে ভাজা হয়। অত্যধিক তেলযুক্ত খাবার খেয়ে শিশু অসুস্থ হয়ে পড়তে পারে। পেটের গোলমালও দেখা দিতে পারে।
প্রক্রিয়াজাত খাবারসসেজ, সালামি অনেকের বাড়িতেই থাকে আজকাল। তাই দিয়ে খুব সহজেই তাড়াতাড়ি বাচ্চাদের টিফিন বানিয়ে দেওয়া যায়। তবে, রোজ এগুলি খেলে শিশুর শরীর খারাপ হতে পারে। প্রক্রিয়াজাত কোনও খাবারই শিশুর জন্য ভাল নয়। তার চেয়ে চিকেন, ডিম, নানা রকম সব্জি, ফলের মতো খাবার বেশি করে দিন। শরীর ভাল থাকবে।
প্রক্রিয়াজাত খাবার
সসেজ, সালামি অনেকের বাড়িতেই থাকে আজকাল। তাই দিয়ে খুব সহজেই তাড়াতাড়ি বাচ্চাদের টিফিন বানিয়ে দেওয়া যায়। তবে, রোজ এগুলি খেলে শিশুর শরীর খারাপ হতে পারে। প্রক্রিয়াজাত কোনও খাবারই শিশুর জন্য ভাল নয়। তার চেয়ে চিকেন, ডিম, নানা রকম সব্জি, ফলের মতো খাবার বেশি করে দিন। শরীর ভাল থাকবে।
প্রক্রিয়াজাত স্ন্যাকসবাইরের খাবার খেতে সব বাচ্চাই খুব ভালবাসে। পিৎজা, হটডগ, চিকেন প্যাটিস— এই সবগুলি প্রক্রিয়াজাত খাবার সব বাচ্চাই খেতে পচ্ছন্দ করে। তবে, এইসব খাবারে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ অনেক বেশি। এ ছাড়াও নুন, চিনিও রয়েছে ভরপুর পরিমাণে। শিশুর ওজন বাড়িয়ে দেওয়ার জন্য এই খাবারগুলি যথেষ্ট। (Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷)
প্রক্রিয়াজাত স্ন্যাকস
বাইরের খাবার খেতে সব বাচ্চাই খুব ভালবাসে। পিৎজা, হটডগ, চিকেন প্যাটিস— এই সবগুলি প্রক্রিয়াজাত খাবার সব বাচ্চাই খেতে পচ্ছন্দ করে। তবে, এইসব খাবারে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ অনেক বেশি। এ ছাড়াও নুন, চিনিও রয়েছে ভরপুর পরিমাণে। শিশুর ওজন বাড়িয়ে দেওয়ার জন্য এই খাবারগুলি যথেষ্ট। (Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷)

Weight Loss Tips: দুপুরে খাওয়ার সময় আপনি কি ‘এই’ কাজটি করেন? ওয়ার্কআউট-ডায়েটেও কমবে না ওজন, এখনই জানুন

আজকালকার দিনে ওজন নিয়ন্ত্রণে রাখাটা খুবই চাপের বিষয়। কারণ ব্যস্ততার মধ্যে ভুলভাল অস্বাস্থ্যকর খাবার কিংবা জাঙ্ক ফুড খাওয়া হয়ে যায়। সেই সঙ্গে মেলে না শারীরিক কসরত করার সময়টুকুও। এ তো না হয় গেল একটা দিক।
আজকালকার দিনে ওজন নিয়ন্ত্রণে রাখাটা খুবই চাপের বিষয়। কারণ ব্যস্ততার মধ্যে ভুলভাল অস্বাস্থ্যকর খাবার কিংবা জাঙ্ক ফুড খাওয়া হয়ে যায়। সেই সঙ্গে মেলে না শারীরিক কসরত করার সময়টুকুও। এ তো না হয় গেল একটা দিক।
কিন্তু এমন অনেক সময় থাকে, যখন অনেকে স্বাস্থ্যকর খাবার খেয়ে কিংবা এক্সারসাইজ করেও ওজন কমাতে পারেন না। সেক্ষেত্রে মনটাও খারাপ হয়ে যেতে বাধ্য! আসলে দুপুরে খাওয়ার অভ্যাসে সাধারণ কিছু ভুল হয়ে যায়। যার ফলে ওজন বাড়তে শুরু করে। দেখে নেওয়া যাক সেই ভুলগুলি।
কিন্তু এমন অনেক সময় থাকে, যখন অনেকে স্বাস্থ্যকর খাবার খেয়ে কিংবা এক্সারসাইজ করেও ওজন কমাতে পারেন না। সেক্ষেত্রে মনটাও খারাপ হয়ে যেতে বাধ্য! আসলে দুপুরে খাওয়ার অভ্যাসে সাধারণ কিছু ভুল হয়ে যায়। যার ফলে ওজন বাড়তে শুরু করে। দেখে নেওয়া যাক সেই ভুলগুলি।
দুপুরে ব্যালেন্সড খাবার না খাওয়া: ওজন কমাতে চাইলে ধারাবাহিকতা বজায় রাখা উচিত। তাই দুপুরে কী খাওয়া হবে, সেটা আগে থেকে পরিকল্পনা করা উচিত। তাই দুপুরের খাবারে ফাইবার, কার্বোহাইড্রেট এবং প্রোটিন পরিমিত পরিমাণে থাকা আবশ্যক। এতে শরীরের এনার্জি থাকবে তুঙ্গে। আর এমন খাবার খাওয়া উচিত, যা অনেকক্ষণ পেট ভরিয়ে রাখবে।
দুপুরে ব্যালেন্সড খাবার না খাওয়া: ওজন কমাতে চাইলে ধারাবাহিকতা বজায় রাখা উচিত। তাই দুপুরে কী খাওয়া হবে, সেটা আগে থেকে পরিকল্পনা করা উচিত। তাই দুপুরের খাবারে ফাইবার, কার্বোহাইড্রেট এবং প্রোটিন পরিমিত পরিমাণে থাকা আবশ্যক। এতে শরীরের এনার্জি থাকবে তুঙ্গে। আর এমন খাবার খাওয়া উচিত, যা অনেকক্ষণ পেট ভরিয়ে রাখবে।৪. রাতে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমান।
৫. চিনি, মিষ্টি জিনিস, চিপস, কোল্ড ড্রিংকস, জাঙ্ক ফুড থেকে দূরে থাকুন।
দুপুরের খাবার না খাওয়া: অনেকে ভাবেন, দুপুরের খাবার না খেলে ওজন কমে যাবে। মনে রাখতে হবে যে, দুপুরের খাবার না খেলে কিন্তু দেহের জরুরি নিউট্রিয়েন্টের চাহিদা পূরণ হবে না। আসলে দুপুরের খাবার না খেলে দেহের মেটাবলিজমের হার কমে যায়। আর তার সঙ্গে বাড়তে থাকে ওজন।
দুপুরের খাবার না খাওয়া: অনেকে ভাবেন, দুপুরের খাবার না খেলে ওজন কমে যাবে। মনে রাখতে হবে যে, দুপুরের খাবার না খেলে কিন্তু দেহের জরুরি নিউট্রিয়েন্টের চাহিদা পূরণ হবে না। আসলে দুপুরের খাবার না খেলে দেহের মেটাবলিজমের হার কমে যায়। আর তার সঙ্গে বাড়তে থাকে ওজন।
অতিরিক্ত মশলা দেওয়া: অনেকে মশলাদার খাবার খেতে পছন্দ করেন। স্যস কিংবা ডিপ সহযোগে খাওয়াদাওয়া করতে ভালবাসেন। কিন্তু তাতে হিতে বিপরীত হতে পারে। আবার যাঁরা খাবারে উপকরণ হিসেবে চিজ কিংবা ক্রিম যোগ করেন, তাঁদেরও রোজকার ক্যালোরির মাত্রা ছাড়িয়ে যায়। ফলে ওজন বৃদ্ধি পায় পাল্লা দিয়ে।
অতিরিক্ত মশলা দেওয়া: অনেকে মশলাদার খাবার খেতে পছন্দ করেন। স্যস কিংবা ডিপ সহযোগে খাওয়াদাওয়া করতে ভালবাসেন। কিন্তু তাতে হিতে বিপরীত হতে পারে। আবার যাঁরা খাবারে উপকরণ হিসেবে চিজ কিংবা ক্রিম যোগ করেন, তাঁদেরও রোজকার ক্যালোরির মাত্রা ছাড়িয়ে যায়। ফলে ওজন বৃদ্ধি পায় পাল্লা দিয়ে।
উপবাস থাকাকালীন খাওয়াদাওয়া: অনেকে ওজন কমানোর জন্য উপবাস করেন। বিশেষ করে দুপুরবেলাতেই উপোস করে থাকেন। কিন্তু এটা একেবারেই ভুল। উপোস করে থাকলে কিন্তু আরও বেশি করে খাওয়া হয়ে যায়। আসলে সময়ে দুপুরের খাবার না খাওয়া হলে ভুলভাল খাওয়ার প্রবণতা বেড়ে যায়। এতে মোটা হয়ে যাওয়ার সম্ভাবনাও বাড়ে।
উপবাস থাকাকালীন খাওয়াদাওয়া: অনেকে ওজন কমানোর জন্য উপবাস করেন। বিশেষ করে দুপুরবেলাতেই উপোস করে থাকেন। কিন্তু এটা একেবারেই ভুল। উপোস করে থাকলে কিন্তু আরও বেশি করে খাওয়া হয়ে যায়। আসলে সময়ে দুপুরের খাবার না খাওয়া হলে ভুলভাল খাওয়ার প্রবণতা বেড়ে যায়। এতে মোটা হয়ে যাওয়ার সম্ভাবনাও বাড়ে।
দুপুরে বাইরের খাবার খাওয়া: অনেকে দুপুরবেলা বাড়ির খাবার খেতে চান না। বরং বাইরের খাবারের উপরেই নির্ভর করেন। অফিসে থাকলে ক্যাফেটেরিয়ার খাবারই খান। আসলে বাইরের খাবারে পুষ্টি উপাদান কম থাকে। উল্টে এর মধ্যে বেশি পরিমাণে থাকে ফ্যাট, অ্যাডিটিভ কেমিক্যাল এবং অতিরিক্ত মিষ্টি। যা ওজন বাড়াতে পারে।
দুপুরে বাইরের খাবার খাওয়া: অনেকে দুপুরবেলা বাড়ির খাবার খেতে চান না। বরং বাইরের খাবারের উপরেই নির্ভর করেন। অফিসে থাকলে ক্যাফেটেরিয়ার খাবারই খান। আসলে বাইরের খাবারে পুষ্টি উপাদান কম থাকে। উল্টে এর মধ্যে বেশি পরিমাণে থাকে ফ্যাট, অ্যাডিটিভ কেমিক্যাল এবং অতিরিক্ত মিষ্টি। যা ওজন বাড়াতে পারে।

Lunch: আলুভাজা-ডাল-সুক্তো বা আমিষ পদ পরিবেশন করা হয় এভাবে, দেখলে অবাক হবেন

পশ্চিম মেদিনীপুর: তপ্ত দুপুরে একটু ডাল, বড়ি-কলা দিয়ে সুক্তো, সঙ্গে আলু ভাজা, মাছের ঝোল বা ঝাল এমন যদি হয় তবে তো বেশ জমে। তাও যদি পরিবেশন করা হয় কাঁসার থালায় তবে তো আর কথাই নেই। একদম খাঁটি বাঙালিয়ানায় দুপুরের খাবারটা বেশ আনন্দেই খাওয়া যায়। দূরের কোন লং ড্রাইভে বেরিয়ে কিংবা কোনও কাজে গিয়ে ভাল খাবারের ঠিকানা ঠিকমতো জোটে না। পছন্দের অ্যাম্বিয়েন্স হলেও স্বাদ থাকে না খাবারে। পছন্দের খাবারের ডেস্টিনেশন দেব আমরা। একদিকে যেমন সুস্বাদু খাবার অন্যদিকে পরিবেশন খাটি বাঙালিয়ানায়। আপনার যাওয়ার পথেই পড়বে এই হোটেল। যেখানে আপনার খাবার পরিবেশন করা হবে সম্পূর্ণ কাঁসার থালা ও বাটিতে।

তাদের কাছে গ্রাহক যেন অতিথি। বাড়িতে আত্মীয় কিংবা অতিথি এলে যেমন আপ্যায়ন করা হয় তেমনি তাদের হোটেলে যারা আসেন তাদেরকে সেই স্নেহে খাবার পরিবেশন করা হয়। অনেক হোটেলেই তো যান? নামিদামি রেস্টুরেন্টেও খাবার খান অনেকে।চিনামাটি, ফাইবার, কাচ কিংবা থার্মোকলের থালা বাটিতে সাজিয়ে দেওয়া হয় নানান পদ।তবে এই হোটেলে নিরামিষ কিংবা আমিষ যেকোনও খাবার পরিবেশন করা হয় কাঁসার থালা বাটিতে। এই হোটেলে খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে, আসবে বাড়ির খাওয়ারের মজা।

আরও পড়ুনQuiz: সকালে ৪ পায়ে, দুপুরে ২ পায়ে, রাতে ৩ পায়ে হাঁটে কোনও প্রাণী? উত্তর দিতে পারলে বুঝবেন অন্যদের থেকে আপনার বেশি বুদ্ধি

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের পোক্তাপুল ৬০ নং জাতীয় সড়কের পাশে রয়েছে মা বাসন্তী হোটেল। শুরুর প্রথম দিন থেকে খাবারে যেমন রকমারি রয়েছে, তেমনই পরিবেশন রয়েছে চমক। দামও রয়েছে সকলের নাগালের মধ্যে। পরিবারের মতো ভেবেই হোটেলে আসা গ্রাহকদের কাঁসার থালা বাটিতে খাবার পরিবেশন করা হয় এখানে।

প্রসঙ্গত, পুরোনো দিনে গ্রামে ঘরে অতিথি আপ্যায়ন করা হত কাঁসার থালা বাটিতে খেতে দিয়ে। তবে সেই ধারাকে জিইয়ে রেখেছেন এই হোটেল। নিত্যদিন বাড়ছে হোটেলের সংখ্যা। গ্রাহকদের আগ্রহ বাড়ানোর জন্য প্রয়োজন নিত্যনতুন ভাবনা।তাই গরমের দুপুর কাটবে ঘরোয়া বাঙালিয়ানায়।

রঞ্জন চন্দ